ফাইবার বাংলা টিউটোরিয়াল [পর্ব-০১] : ফ্রিল্যান্সিং কী? ফ্রিল্যান্সিং কেন করবো?

টিউন বিভাগ ফ্রিল্যান্সিং
প্রকাশিত
জোসস করেছেন

ফ্রিল্যান্সিং শব্দটা শুনতেই আমাদের মাথায় আরো তিনটি শব্দ চলে আসে। কী? কেন? এবং কিভাবে?

আমার পুরো ভিডিওটা জুড়েই আমি বুঝানোর চেস্টা করেছি, ফ্রিল্যান্সিং কী? কেন ফ্রিল্যান্সিং করব? এবং কিভাবে ফ্রিল্যান্সিং করবো?

আশাকরি মনোযোগ দিয়ে পড়বেন।

 

ফ্রিল্যান্সিং

ফ্রিল্যান্সিং শব্দটা শুনতেই আমাদের মাথায় আরো তিনটি শব্দ চলে আসে। কী? কেন? এবং কিভাবে?

আমার পুরো ভিডিওটা জুড়েই আমি বুঝানোর চেস্টা করেছি, ফ্রিল্যান্সিং কী? কেন ফ্রিল্যান্সিং করব? এবং কিভাবে ফ্রিল্যান্সিং করবো?

সবার প্রথমে জেনে নেই,  ফ্রিল্যান্সিং কী?

সহজ ভাবে বললে, কোনো ব্যক্তিযদি কোনো প্রতিষ্ঠানের অধীনে না থেকে কাজ করে অর্থ উপার্জন করে, তবে সেটাই ফ্রিল্যান্সিং।

ফ্রিল্যান্সিং কেন করবো?

অনলাইনে আয়ের অনেক উপায় আছে। তার মধ্যে একটি হলো ফ্রিল্যান্সিং। অন্য অন্য কাজ গুলো স্থায়ী না হলেও, ফ্রিল্যান্সিং কাজটা ১০০% স্থায়ী। তাছাড়া ফ্রিল্যান্সিং কাজটা skill based, তাই একজন ফ্রিল্যান্সার নিজেকে ঐ কাজে প্রোফেশনাল মনে করতে পারে, যা অন্যরা পারে না। আর যাই হোক, একজন ফ্রিল্যান্সারকে কখনো অর্থ সংকটে ভুগতে হবে না।

এবার আসি,

ফ্রিল্যান্সিং কিভাবে করবো?

ফ্রিল্যান্সিং করার জন্য আমাদের অবশ্যই একটা মার্কেটপ্লেসে জয়েন করতে হবে। গুগলে ‘Best Freelancing Marketplace‘ লিখে সার্চ দিলে অনেক মার্কেটপ্লেসই আসে৷

আমি আমার এই টিউটোরিয়াল এ ফাইবার নামক মার্কেটপ্লেসে কাজ করা দেখাবো। আপনাদের যদি কোনো কাজ জানা না থাকে, তাহলেও আপনি ইনকাম করতে পারবেন। কারন আমি এই কোর্সে আপনাদেরকে সবকিছুই শিখাবো।

আর যারা web development বা app development বা graphics design এর কাজ পারেন, তারাও এই কোর্সে খুব সহজে কাজ পাওয়া, নিজের গিগের মার্কেটিং করা শিখতে পারবেন।

So, দেরি না করে পরবর্তী পর্বে চলে যাই। আমার সকল পর্বের একটি তালিকা নিচে দেওয়া হলো। সকল পর্বের তালিকা:

ফাইবার বাংলা টিউটোরিয়াল
এই পেজটা বুকমার্ক করে রাখুন। এখানে সকল পর্বের লিংক আপডেট করা হবে।

  • ১ম পর্ব – ফ্রিল্যান্সিং কী? ফ্রিল্যান্সিং কেন করবো?
  • ২য় পর্ব – ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একাউন্ট খোলার নিয়মাবলি।
  •  পর্ব ২.১ – ফাইবারের জন্য ইউজার নেই নির্ধারণের ৫টি ধাপ!
  •  পর্ব ২.২ – শক্তিশালী পাসওয়ার্ড তৈরির ৬টি ধাপ!
  • ৩য় পর্ব – একটা PC থেকে কয়টা Fiverr account খোলা যায়?
  • ৪র্থ পর্ব – ফাইবারে একাউন্ট খোলা।
  • ৫ম পর্ব – প্রোফাইল তৈরির আগে যা যা জানা দরকার সকল ফ্রিল্যান্সারের!
  • ৬ষ্ঠ পর্ব – ফাইবার প্রোফাইল সেটাপ step by step.
  • ৭ম পর্ব – ফাইবারে যে কাজ গুলো সহজে পাওয়া যায়।
  • ৮ম পর্ব – কেবলমাত্র ২ মিনিটের কপি-পেস্ট এর কাজ করে কামান ৫$!
  • ৯ম পর্ব – কিভাবে গিগ খুললে বেশি কাজ পাওয়া যায়।
  • ১০ম পর্ব – ফাইবারে গিগ খোলা step by step
  • পর্ব ১১ – English না জেনেও নির্ভুল English লিখুন।
  • পর্ব ১২ – যেকোনো লেখা কপি করুন, কপিরাইট এড়িয়ে।
  • পর্ব ১৩ – ফাইবার গিগের জন্য প্রোটফোলিও ছবি তৈরি করুন।
  • পর্ব ১৪ – Canva দিয়ে ১০ মিনিটেই tumble ডিজাইন করুন।
  • পর্ব ১৫ – ফাইবার গিগের জন্য, গিগ ভিডিও কেন জরুরি? (যা সবাই skip করি)
  • পর্ব ১৬ – Explainer Video কী? কিভাবে একটি গিগ ভিডিও বানাবো?
  • পর্ব ১৭ – আউটসোর্সিং কী? কেন আউটসোর্সিং করবো?
  • পর্ব ১৮ – আপনার ভিডিও এর জন্য সুন্দর script লিখুন।
  • পর্ব ১৯ – কিভাবে ফাইবারে সব সময় active থাকবেন?
  • পর্ব ২০ – ক্লাইন্ট মেসেজ দিলে, কিভাবে কথোপকথন  চালাবেন।
  • পর্ব ২১ – কিভাবে আপনার গিগে দৈনিক ১০০০ অরিজিনাল ভিজিটর নিবেন? (SMM)
  • পর্ব ২২ – চলুন গুগল থেকে কাস্টমার নিয়ে আসি।
  • পর্ব ২৩ – ফাইবার গিগ প্রমোট করার সেরা ১০টি উপায়!
  • পর্ব ২৪ – টুইটার মার্কেটিং এবং Hashtag রিসার্চ
  • পর্ব ২৫- ফেইসবুক মার্কেটিং (step by step)
  • পর্ব ২৬ – ইউটিউব মার্কেটিং (সিক্রেট টিপস)
  • পর্ব ২৭ – LinkedIn কী? LinkedIn মার্কেটিং!
  • পর্ব ২৮ – বানিয়ে নিন নিজের প্রোটফলিও website!
  • পর্ব ২৯ – ফাইবার গিগ Ranking কিভাবে কাজ করে? (Fiverr Algorithm)
  • পর্ব ৩০ – ফাইবারে অর্ডার নাই? হার মেনে নিবেন?
  • পর্ব ৩১ – খুব সহজে নিয়েনিন Fiverr এ 5 star রিভিউ! (Free)
  • পর্ব ৩২ – কিভাবে ৫$ এর গিগ থেকে ২২৫$ কামাবেন?
  • পর্ব ৩৩ – আউটসোর্সিং করে কামান দিনে ১২৫$!
  • পর্ব ৩৪ – কিভাবে level 2 এর সেলার হবেন?
  • পর্ব ৩৫ – নিজেই নক দিন বায়ার কে! কিভাবে? Buyer Request
  • পর্ব ৩৬ – ব্লাক হ্যাট মেথডে প্রচুর পরিমাণে অর্ডার নিন।
  • পর্ব ৩৭ – আপনার প্রতিদ্বন্দ্বীদের গিগ এর rank ডাউন করে দিন।
  • পর্ব ৩৮ – তাবিজ বিক্রি করে ইনকমা শুরু করুন।
  • পর্ব ৩৯ – Skill ছাড়া তো অনেক ইনকাম করলেন, এবার ওয়েব ডেভেলপমেন্ট  শিখে নিন।
  • পর্ব ৪০ – পেমেন্ট কিভাবে তুলবো?
  • পর্ব ৪১ – পায়ওনিয়ার একাউন্ট খুলুন।
  • পর্ব ৪২ – পায়ওনিয়ার একাউন্ট ভেরিফাই করুন।
  • পর্ব ৪৩ – Fiverr এর সাথে Payoneer একাউন্ট কিভাবে add করবেন?
  • পর্ব ৪৪ – কিভাবে Fiverr থেকে withdrew দিবেন?
  • পর্ব ৪৫ – যে ভুল গুলা Expertরাও করে থাকে!
  • পর্ব ৪৬ – ফাইবার একাউন্ট সাসপেন্ড হয়ে গেলে কী করবেন?
  • পর্ব ৪৭ – কিভাবে buyer এর সাথে ভালো সম্পর্ক তৈরি করবেন? কেনই বা করবেন?
  • পর্ব ৪৮ – বায়ারকে যেভাবে পজিটিভ রিভিউ দিতে অনুরোধ করবেন।
  • পর্ব ৪৯ – বায়ারকে 5 star Review দিতে বাধ্য করুন। (Social Engineering)
  • পর্ব ৫০ – কিভাবে negative review রিমুভ করবেন। (হোয়াইট হ্যাট)
  • পর্ব ৫১ – কিভাবে negative review রিমুভ করবেন। (ব্লাক হ্যাট)
  • পর্ব ৫২ – কিভাবে টপ লেভেল সেলার হবেন?
  • পর্ব ৫৩ – Fiverr pro কী? কেন apply করবো না?

ভিডিওটা ইউটিউবে দেখতে: ফাইবার বাংলা টিউটোরিয়াল [পর্ব-০১] : ফ্রিল্যান্সিং কী? ফ্রিল্যান্সিং কেন করবো?

কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করুন অথবা সরাসরি আমাকে ফেইসবুকে মেসেজ দিন।

Level 0

আমি সাজিদ মাহামুদ। Founder, SoftTech BD IT Center, Barishal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস