ফ্রিল্যান্সিংঃ Data Scraping/Extraction এর জন্য ফ্রী সফটওয়ার

Data scraping অথবা Data extraction সফটওয়ার কি?

যে সব সফটওয়ার দিয়ে স্বয়ংক্রিয়ভাবে গুরুত্বপূর্ণ Data/তথ্য সংগ্রহ করা যায় এবং পরবর্তীতে ডাটাগুলোকে বিভিন্ন ফরম্যাটে সঞ্চিত করা যায় এগুলোই মূলত ডাটা স্ক্রাপিং সফটওয়্যার হিসেবে পরিচিত।

ইন্টারনেট থেকে ডাটা স্ক্রাপিং এর ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সফটওয়্যার ইউজ করা হয়। নিম্নে এই ফ্রী সফটওয়্যারটি দেওয়া হল:

Octoparse: Web Scraping Tool & Free Web Crawlers - সহজ কনফিগারেশন এবং ইজি টু ইউজ এর জন্য প্রথমেই যে সফটওয়্যারটি আসে সেটি হল Octoparse। যেটি ফ্রী সফটওয়্যার তবে extra feature ব্যবহার এর ক্ষেত্রে মেম্বেরশিপ ব্যবস্থা রয়েছে।

 

ফিচার:

১.এতে আছে অসাধারণ অ্যাড ব্লকিং এবং ইমেজ ডিজেবল করতে ফিচার যা অ্যাড হেবি পেজগুলো অত্যন্ত দ্রুত load করতে সহায়তা করে।

২.হিউম্যান ফ্যাক্টর সুবিধা থাকায় নির্দিষ্ট ওয়েবসাইটগুলোতে স্ক্রাপিং এক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া যায়, যা আইপি ব্লক থেকে রক্ষা করে।

৩.সফটওয়্যারটি ক্লাউড অথবা লোকাল মেশিন (উইন্ডোজ) এ রান করা যায়, তবে ক্লাউড সার্ভিস টি পাওয়ার জন্য প্রিমিয়াম মেম্বারশিপ প্রয়োজন।

৪.সংগ্রহকৃত ডাটা বিভিন্ন টাইপে সংরক্ষিত করা যেতে পারে যেমন TXT, HTML, CSV, or Excel formats.

Download link

https://www.octoparse.com/download

Support Windows XP, 7, 8, 10

Level 1

আমি এস এম মাসুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Bsc in EEE


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস