অনলাইনে উপার্জনের আগে নিজের স্কিল বাড়িয়ে নিন

আমরা যারা অনলাইনে কাজ করার জন্য প্রতিনিয়ত গুগলে সার্চ করি তাদের আগে জানা উচিত আমরা কি কাজ করবো। আজ একটি কাজের বিসয়ে আপনাদের জানাবো। ভার্চুয়াল নারকেট প্লেস এ যদি আমরা একটু নজর দেয় সেখানে দেখতে পাব সোশ্যাল মিডিয়ার কাজ বাপক ভাবে চলছে/ কি কি কাজ আছে? ফেসবুক লাইক, শেয়ার, ফলওার, ফলইং, সহ টুইটার, লিঙ্কেডিন, পিন্টারেস্ট, ইউটিউব সহ লক্ষ্য লক্ষ্য কাজের লিস্ট। আসলে এইগুলো কোথায় থেকে নেই বা কোথায় পাওয়া যায়। এইগুলো সহজে কেও শেয়ার করে না। আজ সেই বিসয়টায় আপনাদের জানাবো।

সোশ্যাল মেডিয়াতে যেকোন কাজের জন্য প্রয়োজন। যেমন ধরেন আপনার বায়ারের প্রয়োজন ৫ হাজার টুইটার ফলওার এর। আপনি কোথায় থেকে দেবেন? আবার যেমন ধরেন আপনার বায়ারের প্রয়োজন ইউটিউব সাবস্ক্রাইব অথবা সেই ভিডিও এর ভিউ বাড়ানোর জন্য। তাহলে কোথায় থেকে বাড়াবো?

প্রথমে এই খানে ক্লিক করুন

এবং সেখানে গিয়ে সাইন আপ করে আপনার লিঙ্ক প্রভাইড করুন অথবা সেখান কার কাস্টমার মানেজার এর সাথে কথা বলুন, উনারায় আপনাকে খুব কম মুল্লে সোশ্যাল মিডিয়ার সকল সার্ভিস প্রদান করবে।

Level 2

আমি অসময়ের পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস