আশাকরি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে একটি টিউন শেয়ার করবো। কিভাবে ফাইল আপলোড করে আয় করা যায়,
টিউন এর শুরুতেই বলে দেই এই আয়টা আসলে খুব বেশি নয় যে আপনি বড়লোক হয়ে যাবেন, জীবনযাত্রার মান উন্নত করে ফেলবেন। আবার একেবারে কমও নয় যে আপনি আপনার কাজের পারিশ্রমিক বৃথা মনে হবে।
যারা আর্টিকেল রাইটিং, গ্রাফিক্স ডিজাইন, ব্লগিং, ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্টসহ অন্যান্য কোনও কাজই এখন পর্যন্ত শিখতে পারেননি, তাদের জন্যে দরকার সহজ কোন উপায়। এমন সহজ উপায় যে উপায়ে তারাও শুধুমাত্র ইন্টারনেট আর কম্পিউটার ব্যবহার করে অনলাইন থেকে আয় করতে পারবেন। ফাইল আপলোড করার কাজটি মূলত তাদের জন্যে।
আপনি যদি তাদের মতোই একজন হয়ে থাকেন, তবে কিছু ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফাইল আপলোড করে আপনিও আয় করতে পারেন। আসুন, সে ওয়েবসাইটগুলো সম্পর্কে জানা যাক।
ফাইল আপলোড করে আয় করার ওয়েবসাইট
আর বন্ধুরা আজকের এই টিউন টি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাইলে আমার টেকনোলজিস সাইট থেকে একবার ঘুরে আসবেন। আমার টেকনোলজিস সাইট লিংক
👇👇
https://www.flagbd.com
কিভাবে ফাইল আপলোডিং শুরু করবেন.?
প্রথমে আপনাকে নিচের ওয়েবসাইটগুলোর মধ্যে পছন্দ মতো একটা ওয়েবসাইট অ্যাকাউন্ট তৈরি করে নিন। চাইলে আপনি সবক’টিতেই অ্যাকাউন্ট করতে পারেন।
অ্যাকাউন্ট সম্পূর্ণ তৈরি করার পর আপনাকে সেই একাউন্ট এ ফাইল আপলোড করতে হবে।
কি ধরনের ফাইল আপলোড করবেন.….?
• ইএক্সই ফাইল
• পিডিএফ ফাইল
• এপিকে ফাইল
• জিপ ফাইল
• যে কোন ফরমেটের মিউজিক ফাইল
• যে কোন ফরমেটের ভিডিও ফাইল
ফাইল আপলোড থেকে কিভাবে আয় হয়.?
আপনার আপলোড করা ফাইল টি যখন কেউ ডাউনলোড করবে তখন আপনার আয় হয়।
ওয়েবসাইটগুলো কোথা থেকে আমাকে টাকা দেবে.?
• ওয়েবসাইটগুলো অ্যাডসেন্স থেকে যে আয় করে, সেখান থেকে দেবে।
• অ্যাডভার্টাইজিং থেকে যে আয় করে, সেখান থেকে দেবে।
• এফিলিয়েট থেকে যে তাদের যে আয় হয়, সেখান থেকে দেবে।
আমাকে কে টাকা দেবে.?
• যাদের ওয়েবসাইটে আপনি ফাইল আপলোড করবেন তারা টাকা দেবে।
দিনে কতো টাকা আয় করতে পারবেন.?
• এটা নির্ভর করছে যে সাইটে আপলোড করবেন সে সাইটের উপর। নিচে প্রতিটি সাইটের সঙ্গে টাকার পরিমাণ উল্লেখ করা আছে।
টাকা কিভাবে তুলবেন.?
• Peypal
• Payza
• Payoneer
• Bitcoin
• Web Money
• Skirll
এতোক্ষন তো সব বিস্তারিত দেখে নিলেন। তো চলুন এবার ফাইল আপলোডের ওয়েবসাইট গুলোর ব্যাপারে একটু দেখে নিই
1. Daily Uplaod Search
প্রতি ডাউনলোড এ সর্বনিম্ন 5$ এবং সর্বোচ্চ 16$ আয় করতে পারবেন।
পেমেন্ট মেথড:
• PayPal
• Skrill
• Webmoney
• Payza
মিনিমাম পে-আউট: $25
পেমেন্ট টাইমঃ পেমেন্ট রিকোয়েস্ট দেয়ার 7 দিনের মধ্যে আপনার প্রাপ্য টাকা আপনি পেয়ে যাবেন।
সাইট লিংকঃ https://www.dailyuploadsearch.com/
2. Up-Load – File Sharing Made Easy
প্রতিবার ডাউনলোড এ সর্বনিম্ন 3$ এবং সর্বোচ্চ 11$ পযন্ত ইনকাম করতে পারবেন।
পেমেন্ট মেথড:
• Paypal
• Bitcoin
মিনিমাম পে-আউট: $5
পেমেন্ট টাইমঃ পেমেন্ট রিকোয়েস্ট দেয়ার 5 দিনের মধ্যে আপনার প্রাপ্য টাকা আপনি পেয়ে যাবেন।
সাইট লিংকঃ https://www.up-load.io/
৩. Upload Buzz
প্রতিবার ডাউনলোড এ সর্বনিম্ন 5$ এবং সর্বোচ্চ 25$ আয় করতে পারবেন।
পেমেন্ট মেথড:
• PayPal
• Payoneer
• Web Money
মিনিমাম পে-আউট: পেপালের ক্ষেত্রে $1, পেওনিয়ারের ক্ষেত্রে $10, ওয়েব মানির ক্ষেত্রে $15.
পেমেন্ট টাইমঃ রিকোয়েস্ট করার পরবর্তী 7 দিনের ভেতর আপনি আপনার টাক পেয়ে যাবেন।
সাইট লিংকঃ https://uploadbuzz.cc/
শেষ কথা:
আর বন্ধুরা আজকের এই টিউন টি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাইলে আমার টেকনোলজিস সাইট থেকে একবার ঘুরে আসবেন। আমার টেকনোলজিস সাইট লিংক
👇👇
https://www.flagbd.com
ফাইল আপলোড করে আয় করা যায় এ-রকম 3টি ওয়েবসাইট আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি, ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনি আপনার ফাইলগুলো আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। তাহলে, আর বেশি দেরি না করে তাড়াতাড়ি আপনার পছন্দের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে ফেলুন আর ফাইল আপলোড করা শুরু করুন। আর আরামছে ইনকাম করতে থাকুন।
ধন্যবাদ
আমি মোঃ স্বপন মিয়া। Student, Rongpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।