দিন দিন সারা বিশ্বে স্বাধীন মুক্ত পেশা হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে ফ্রিল্যান্সিং। বাংলাদেশও থেমে নেই। একটি জরিপের তথ্য মতে, ফ্রিল্যান্সিং খাতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। প্রতিদিনই নতুন করে দেশের অনেক তরুণ যুক্ত হচ্ছে ফ্রিল্যান্সিং পেশায়। তো, এই ফ্রিল্যান্সিংয়ের অসংখ্য ধরন বা উপায় রয়েছে! ফ্রিল্যান্সিং করতে এসে প্রথমেই ব্লগিং শব্দটা শুনেননি এমন কেউ আছে বলে আমার মনে হয় না! ফ্রিল্যান্সিং বা অনলাইনে কাজ করে আয়ের কথা উঠলেই শুরুতে চলে আসে ব্লগিং। কারণ ব্লগিং হলো ফ্রিল্যান্সিং এর জনপ্রিয় ও সহজ পেশাগুলোর মধ্যে অন্যতম। ব্লগিং আসলে কী? ব্লগিং শব্দের উৎপত্তি ব্লগ থেকে। মূলত ব্লগ সাইটে লেখালেখি বা টিউন লেখাকেই ব্লগিং বলা হয়! এই ব্লগিং করেই অনেকে নাকি মিলিয়নিয়ার হয়ে গেছে এবং যাচ্ছে। কিন্তু নতুনদের অনেকের মনেই প্রশ্ন কিংবা সন্দেহ থেকে যায়! আসলেই কি এগুলো সত্যি? ব্লগিং করে কি সত্যিই অনেক টাকা আয় করা যায়?
হ্যাঁ, সম্ভব। শতভাগ সম্ভব! বর্তমানে শুধু অন্যান্য দেশেই নয়, বাংলাদেশেও অনেকে ব্লগিং করে আয় করছেন। অনেকেই স্মার্ট ক্যারিয়ার হিসেবে ব্লগিংকে বেছে নিয়ে সফল হয়েছেন। তবে পৃথিবীতে কোনো কাজের সফলতা রাতারাতি আসে না। প্রতিটি সফলতার পেছনে থাকে অনেক দিনের পরিশ্রম, চেষ্টা ও ধৈর্য। ব্লগিং করে সফল হতে চাইলেও, আপনাকে পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরে লেগে থাকতে হবে। তবে এটা ঠিক যে, ফ্রিল্যান্সিংয়ের অন্যান্য সেক্টরের চেয়ে ব্লগিং এ সফলতা পাওয়া যায় খুব দ্রুতই। ক্যারিয়ার হিসেবে ব্লগিং শুরু করতে, প্রথমেই আপনাকে লেখালেখিতে পারদর্শী হতে হবে। ব্লগিং করার নির্দিষ্ট কোনো বিষয় নেই। আপনি যে বিষয় ভালো বুঝেন, যে বিষয় ভালো পারেন, সেই বিষয়েই লেখালেখি শুরু করে দিতে পারেন। এরপর আপনার যেটা লাগবে, তা হলো- একটা সুন্দর সাজানো-গোছানো ব্লগ সাইট। একটি ব্লগ সাইট বানিয়েই আপনি লেখালেখি বা ব্লগিং শুরু করে দিতে পারেন। [যারা নিজেরা ব্লগ সাইট বানাতে পারেন না, তাদের জন্য রয়েছে আমাদের ‘ব্লগ মেকিং প্যাকেজ’। স্বল্প খরচে পূর্ণাঙ্গ ব্লগ সাইট পেতে এক্ষুনি আমাদের প্যাকেজটি অর্ডার করুন। ]
এখন ব্লগ সাইটও বানালেন, ব্লগিংও শুরু করলেন; কিন্তু আয় করবেন কীভাবে? ব্লগিং করে আয় করার অসংখ্য উপায় রয়েছে। চলুন তা হলে জেনে নিই ব্লগিং করে আয় করার কিছু জনপ্রিয় উপায় সম্পর্কে।
ব্লগিং করে আয় করার উপায়গুলো:
এগুলো ছিল ব্লগ সাইট থেকে আয় করার বেশ কিছু জনপ্রিয় মাধ্যম। এ ছাড়া আরও উপায় আছে ব্লগিং করে আয় করার। ব্লগিং শুরু করলে আস্তে আস্তে জেনে যাবেন সবকিছুই।
এখন প্রশ্ন হলো: ব্লগিং করে কত টাকা আয় করা যায়?
ব্লগিং করে আয় করার নির্দিষ্ট কোনো পরিমাণ নেই! কেউ বেশি করে, আবার কেউ কম। শুরুতে হয়তো আপনার খুবই কম আয় আসবে। কিন্তু ধৈর্য ধরে লেগে থাকতে পারলে এবং পরিকল্পনা নিয়ে কাজ করলে দেখবেন, কয়েক মাস পর থেকে আপনার প্রচুর আয় হচ্ছে। একজন সফল ব্লগারের মাসিক আয় গড়ে ১-৩ লাখ টাকাও হতে পারে।
পরিশেষে বলব, বাংলাদেশে বর্তমানে ধীরে ধীরে ব্লগিং পেশা জনপ্রিয় হচ্ছে। কারণ ডিজিটাল বিপ্লব শুরু হয়েছে, আমাদেরও তাল মেলাতে হবে ডিজিটালাইজেশনের সাথে। অন্যথা ছিটকে পড়তে হবে। যেকোনো দেশেই ব্লগিং ক্যারিয়ারের ফিউচার বেশ ভালো। আপনিও মুক্তভাবে সফল ক্যারিয়ার গড়তে আজই শুরু করে দিতে পারেন ব্লগিং।
আমি রেজবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
wordpress web developer
ধন্যবাদ ভাই, সুন্দর লেখছেন। বাংলা কন্টেন্ট ব্লগিং এর খেত্রে কেমন?