ফাইভারের মত ফ্রিল্যান্সারদের নতুন মার্কেরটপ্লেস, আমার প্রথম অর্ডার এবং রিভিউ

আসসালামু'আলাইকুম,

আজ ফ্রিল্যান্সার ভাই-বোনদের জন্য নিয়ে হাজির হয়েছি নতুন একটি মার্কেটপ্লেস নিয়ে। যার নাম Legiit। এই মার্কেটপ্লেস এর ধরন একেবারে ফাইভারের মত। তবে যে বিষয়টি সবচেয়ে বেশি আকর্ষনীয় তা হল এর ১০% ফি। অন্যান্য টিপিকাল মার্কেটপ্লেস যেমন ২০% ফি রাখে, সেখানে Legiit এর ফি মাত্র ১০%।

Legiit এর ইতিহাস

এই মার্কেটপ্লেসটির যাত্রা শুরু হয় ২০১৮ সালের প্রথম দিকে। প্রথমে এখানে শুধু SEO সার্ভিস পাওয়া যেত, এখন ফাইভারের মত সব ক্যাটাগরির কাজও পাওয়া যায়। এর প্রতিষ্ঠাতা "Chris M. Walker" Aka SuperstarSEO।

কেন এখানে একাউন্ট করবেন?

ফ্রিল্যান্সার হিসেবে যত বেশি মার্কেটপ্লেস ধরে রাখতে পারবেন তত বেশি কাজ পাবেন। আর নতুনদের জন্য Fiverr, Upwork এর মত মার্কেরটপ্লেসগুলোতে কাজ পাওয়ার সম্ভাবনা ত ১০% এরও কম। এজন্য Legiit বা অন্য মার্কেটপ্লেসগুলোতে একাউন্ট খুলে রাখাটা হবে একটি বুদ্ধিমানের কাজ, আমার মতে।

কিভাবে একাউন্ট করবেন?

  1. এখানে যানঃ Legiit Home Page
  2. Register এ ক্লিক করুন
  3. স্বাভাবিক নিয়মে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন

তারপর কি করবেন?

  • আপনার প্রোফাইল পিকচার, ডেস্ক্রিপশন ও অন্যান্য তথ্য দিন।
  • একটি Gig (বা Legiit এর ভাষায় Service) খুলুন।
    • যদি Fiverr এ আগে কাজ করে থাকেন তাহলে সহজেই বুঝে যাবেন।
    • নতুন হলে, একটু চেষ্টা করে বুঝে নিবেন।

পেমেন্ট মেথডঃ

  • ১। পেপাল
  • ২। পেয়োনিয়ার

সুবিধাঃ

  • ১০% সার্ভিস ফি
  • Competition একেবারে কম
  • এফিলিয়েট সিস্টেম আছে

সীমাবদ্ধতাঃ

Legiit Fiverr বা Upwork এর মত এত বড় কম্পানি নয়, বরং এটাকে সার্টআপ হিসেবেই বিবেচনা করা যায়। এজন্য এর অনেক Limitation আছে। প্রধান সমস্যাগুলো হলঃ

  • কোন মোবাইল এপ নেই
  • মেসেজ সিস্টেম খুবই সাধারন
  • ক্লায়েন্টের সংখা কম

সো, একাউন্ট করে ফেলুন এখনই। Sign up here

আমার ফেসবুক @hmlchy

Level 0

আমি হিমেল চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

This textual biography contains brief information about Himel Chowdhury (Lab ONE). For more insight navigate through social media. I am currently working as an entrepreneur at Lab ONE. Lab ONE is a group of youth and it aims to bring the crack out of web, especially concerned about security. I...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস