বিভিন্ন ফ্রিলান্সিং সাইট থেকে পেমেন্ট নেওয়ার জন্য Perfect Money একটি জনপ্রিয় মাধ্যম। Perfect Money এর সুবিধার জন্য বাংলাদেশের অনেকেই এখন Perfect Money থেকে ডলার আনয়ন করছেন এবং তা বাংলাদেশের বিভিন্ন কারেন্সি এক্সচেঞ্জ এর মাধ্যমে বিকাশ, রকেট, বা নির্দিষ্ট ব্যাংক একাউন্টে টাকা আনয়ন করা যায়। Perfect Money এর অন্যতম সুবিধা হচ্ছে, এর একাউন্টগুলো ব্লক হয় না, আনভেরিফাইড একাউন্ট থেকেও লেনদেন করা যায় এবং চার্জও তুলনামূলক কম কাটে। তবে আপনি যদি একাউন্টটা ভেরিফাই করে নিতে পারেন তাহলে আর্ও কম খরচে Perfect Money থেকে লেনদেন করতে পারবেন। Perfect Money একাউন্টটা ভেরিফাই করতে হলে ২ ধরনের ডকুমেন্টস লাগবে।
১. National ID Card বা Passport বা Driving License এর Scan Copy
২. যেকোন ইউটিলিটি বিলের Scan Copy। যেমন- পানির বিল, গ্যাস বিল, ফোন বিল। তবে খেয়াল রাখতে হবে যে, যে বিলটি সাবমিট করবেন তা যেন অবশ্যই ইংরেজিতে হয় এবং ইউটিলিটি বিলের নাম ও এড্রেস এর সাথে আপনার National ID Card বা Passport বা Driving License (যে ধরনের ডকুমেন্ট সাবমিট করবেন) এর নাম ও ঠিকানা মিল থাকতে হবে।
আমাদের অনেকেরই বয়সের কারণে উপরোক্ত ডকুমেন্টস নাও থাকতে পারে। তাই আপনারা বাসায় যার নামে ইউটিলি বিল থাকে, তার নামেই Perfect Money একাউন্টটা করুন। (Perfect Money তে লেনদেন করার জন্য কার নামে একাউন্ট করা হলো তা গুরুত্বপূর্ণ নয়। কারণ, Perfect Money তে লেনদেন হয় Member ID এর মাধ্যমে। আপনি একাউন্ট ওপেন করার পর একটা Member ID পাবেন। এই Member ID ই সর্বত্র ব্যবহার করতে হবে। তাই নির্দিধায় যে কারও নামেই Perfect Money একাউন্ট করতে পারেন। )
আশাকরি আপনার সকল ডকুমেন্টস প্রস্তুত আছে। এখন Perfect Money তে একাউন্ট open করা যাক।
১.Perfect Money এর সাইটে যান (এখানে ক্লিক করুন)। সাইটের একদম উপরে বাম পাশের signup বাটনে ক্লিক করুন।
Create an Account ফর্ম আসবে।
২. এই ফর্মে যার National ID Card বা যে ডকুমেন্ট দিয়ে একাউন্ট ভেরিফাই করবেন সেই ডকুমেন্ট এর তথ্য অনুযায়ী ঠিকানা লিখুন। ইমেইল এড্রেসে আপনার নিয়মিত ব্যবহৃত ইমেইল আইডিটি ব্যবহার করুন। Account type এ Personal করুন। এরপর Password। Password টি কমপক্ষে ৬ অক্ষরের এবং বর্ণ ও নাম্বার সম্বলিত হতে হবে। Password এর নিচে উল্লেখিত captcha এন্ট্রি করুন। এবং ফর্মটির একদম নিচে I agree with terms and conditions এর বাম দিকে radio বাটনে টিক দিয়ে Register লেখায় ক্লিক করুন।
৩. নতুন একটি পেইজ ওপেন হবে সেখান থেকে Login এ ক্লিক করুন।
নিচের মতো একটি পেইজ ওপেন হবে
আপনার মেইলে এ দুটো মেইল যাবে Perfect Money থেকে, এর প্রথমটিতে আপনি আপনার Member ID পাবেন। এই Member ID ব্যবহার করেই আপনার সকল লেনদেন করতে হবে।
৪. এখন Member ID ও Password এবং Turing number যথাযথ ভাবে দিয়ে Authorize এ ক্লিক করুন। অনেকসময় PIN Code চায়। সেক্ষেত্রে Perfect Money থেকে আপনার ইমেইলে নতুন PIN Code সেন্ড করবে। ইমেইল থেকে PIN Code টি দিয়ে Login।
এবার আপনি প্রবেশ করবেন আপনার Member Area তে।
আপনার Perfect Money এখন তৈরি। এখনই আপনি Perfect Money থেকে লেনদেন করতে পারবেন। তবে একাউন্টটি verify করলে কম খরচে আপনি transaction করতে পারবেন। আগামী পর্বে আমরা জানবো, কিভাবে Perfect Money verify করতে হয়।
(দ্বিতীয় পর্বটি দেখতে এই লিংকে ক্লিক করুন)
আমি কামরুল নূর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।