Source: Tech Pagla বাংলা টেক ব্লক।
আশাকরি, সবাই ভাল আছেন। আমাদের টিউটোরিয়াল নিয়ে আপনাদের কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপে, টুইটারে, লিংকডইনে। তাছাড়া পোস্টটি ভাল লাগলে অবশ্যই ফেসবুক, টুইটার, লিংকইডইনে শেয়ার করতে ভুলবেন না।
এখানে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
আজকে আমি আপনাদের সামনে বর্তমান সময়ের খুব আলোচিত একটি অনলাইন আরনিং মেথড নিয়ে আলোচনা করব। বিষয়টি সিপিএ মার্কেটিং নিয়ে। আমি ব্যক্তিগতভাবে প্রায় সাড়ে ৪ বছরের উপর সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করে আসছি। যদিও অনলাইন মার্কেটিং এ আমার অভিজ্ঞতা ৭ বছরের উপর। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে আসা যাক।
সিপিএ (CPA) এর ফুল মিনিং হল কস্ট পার একশন (Cost Per Action)। এটা কস্ট পার একুইজিশন (Cost Per Acquisition) অথবা পে পার একুইজিশন (Pay Per Acquisition) এবং কস্ট পার কনভারজন (Cost Per Conversion) নামেও পরিচিত যেখানে একজন বিজ্ঞাপনদাতা আপনাকে একটি নির্দিষ্ট করে দেয়ার মাধ্যমে টাকা দিবে।
সিপিএ এর কাজগুলা তুলনামূলকভাবে অন্যান্য বিষয়ের চেয়ে অনেক সহজ। যেমনঃ ইমেইল সাবমিট/ জিপ সাবমিট, রেজিস্ট্রেশন, ক্রেডিট কার্ড সাবমিট, পে পার কল, ডাউনলোড-ইন্সটল ইত্যাদি। বিজ্ঞাপনদাতা আপনাকে তখনি পে করবে যখন তার নির্দেশিত কাজটি সম্পন্ন হবে। এফিলিয়েট মার্কেটিং বলতে আমরা জানি, আপনি শুধু তখনি টাকা পাবেন যখন আপনি একটি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। কিন্তু সিপিএ এর ক্ষেত্রে এই জটিলতা নেই। সুতরাং, বুঝাই যাচ্ছে সিপিএ মার্কেটিং মাধ্যমে আয় করা কতটা সহজ।
সিপিএ মার্কেটিং এর একটা সুবিধা হচ্ছে আপনি খুব এক্সপার্ট না হলেও কাজ শুরু করতে পারেন এবং কম বা বেশী যাই হোক আয় করতে পারবেন। সিপিএ মার্কেটিং শুরু করতে হলে আপনাকে কিছু বিষয় জানা থাকতে হবে এবং কিছু উপাদানও থাকতে হবে। নিচে লিস্ট আকারে দেয়া হলঃ
যেকোন কিছু শিখার জন্য ইউটিউব এবং গুগল আমাদের খুব কাছের বন্ধু। তাছাড়া, আপনি যেকোন বিশ্বস্ত ট্রেনিং প্রতিষ্ঠান থেকে সিপিএ মার্কেটিং শিখতে পারেন। তবে নতুনদের জন্য আমি পরামর্শ দিব প্রথম অবস্থায় কোন প্রতিষ্ঠানে গিয়ে না শিখার জন্য। কারন, মাত্র ১০-১২ টা ক্লাসের মাধ্যমে আপনি সিপিএ মার্কেটিং এর কিছুই শিখতে পারবেন না। এর জন্য আপনাকে অবশ্যই আগে মার্কেটিং মেথডগুলো নিয়ে ভালমত স্টাডি করতে হবে।
আজকে এই পর্যন্তই। আপনাদের সিপিএ নিয়ে কোন প্রশ্ন থাকলে নিচে টিউমেন্ট করে জানান।
দৃষ্টি আকর্ষনঃ দক্ষ ডিজিটাল মার্কেটার ও বেকার সমস্যা সমাধানে আমরা ডিজিটাল মার্কেটিং এর উপর ফ্রি গাইডলাইনের আয়োজন করেছি। ডিজিটাল মার্কেটিং এর উপর নিজের দক্ষতা বৃদ্ধি করতে আমাদের “ডিজিটাল মার্কেটিং গাইডলাইন” গ্রুপে জয়েন করুন। এখানে ধারাবাহিভাবে ডিজিটাল মার্কেটিং এর উপর শিক্ষনীয় ভিডিও টিউটরিয়ালএবং সবার সমস্যা নিয়ে সমাধানমূলক গাইডলাইন ভিডিও প্রদান করা হচ্ছে। ডিজিটাল মার্কেটিং গাইডলাইন গ্রুপে অংশগ্রহন করতে এখানে ক্লিক করুন এবং ফর্মটি বুঝেশুনে পূরন করুন।
ইউটিউব চ্যানেল লিংকঃ https://www.youtube.com/channel/riadkhan
আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নিচে বিস্তারিত দেয়া হলঃ
ওয়েবসাইটঃ bestitcenter.com
ফেসবুক পেইজঃ fb.com/bestitcenter
ফেসবুক গ্রুপঃ fb.com/groups/bestitcenter
টুইটার একাউন্টঃ twitter.com/bestitcenter
লিংকডইন কোম্পানি পেইজঃ linkedin.com/company/bestitcenter
পিনটারেস্ট একাউন্টঃ pinterest.com/bestitcenter
সবাই ভাল থাকবেন ধন্যবাদ।
আমি রিয়াদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সংক্ষেপে, নিজেকে একজন অনলাইন মার্কেটার হিসেবে পরিচয় দিতে ভাল লাগে। আমি ২০১১ সাল থেকে অনলাইন মার্কেটিং বিষয়ক কাজ গুলার সাথে জড়িত আছি। যেমনঃ ইমেইল মার্কেটিং, সোস্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং মার্কেটিং ইত্যাদি। মানুষকে সহযোগীতা করতে পারলে নতুন কিছু শিখাতে পারলে খুব ভাল লাগে।Best IT Center আমার নিজস্ব...