কোনো ইনভেস্ট ছাড়াই মুভি সাইট থেকে প্রতিমাসে ৪ থেকে ৫ লাখ টাকা ইনকাম করুন

আমরা বাঙালীরা আজীবন কামলা খেটে টাকা ইনকাম করতেই বেশি পছন্দ করি। বর্তমানে দেশের পোলাপাইন রা এতো অনলাইন ফ্রিল্যান্সিং এ ঝুঁকছে যে সেটা গোনার বাইরে। কিন্তু খুব কম মানুষই নিজে কিছু করার চেষ্টা করছে। এজন্য আমি এখন সবাইকে ফ্রিল্যান্সিং বাদ দিয়ে নিজে কিছু করার কথা বলে থাকি।

 

আপনি নিজে যদি কিছু করতে চান তাহলে বিনোদন মাধ্যম টা সিলেক্ট করাটা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। কারন বিশ্বের ম্যাক্সিমাম মানুষের বিনোদন দরকার আর আপনার দরকার টাকা। এবং বিনোদনের সবথেকে বড় মাধ্যম হচ্ছে মুভি। হ্যা আপনি মুভি সাইট নিয়ে কাজ করলে অনলাইন থেকে প্রচুর ইনকাম করাটা অনেক সহজ হয়ে যাবে।

 

প্রথমত, মুভি সাইট নিয়ে কাজ করা মানে আপনি পাইরেসি করছেন। তবে হলিউড, বলিউডের মুভি পাইরেসি করলে কোনো সমস্যাতে পড়বেন না। তবে ভুলেও বাংলাদেশের মুভি আপনার সাইটে দিবেন না। দিলে জেলে যাওয়ার সম্ভবনা আছে।

 

কিন্তু আপনি হয়তো ভাবছেন একটা মুভি সাইট বানানো এবং এতো এতো ইনফরমেশন কালেক্ট করা অনেক সময়ের ব্যাপার। আসলে কিছুই না, এটা খুবই সহজ।

 

আপনি নিয়মিত আপনার সাইট আপডেট করলে প্রতি মাসে ৫ হাজার ডলার ইনকাম করা কিছুই না। কিন্তু আপনি একটু ভাবেন প্রতিদিন IMDB থেকে ৫০টি মুভির ইনফরমেশন দিতে আপনার কমপক্ষে ১২ ঘন্টা টাইম লাগবে, আর যদি ওই ৫০টি মুভির ইনফরমেশন যদি আপনি ২০ মিনিটে দিতে পারেন তাহলে তো আর কথায় নেই। সাইট চালাইতে আপনাকে কিছুই করতে হবে না, আপনি জাস্ট IMDB থেকে একটি কোড নিয়ে আপনার সাইটে ইনপুট করলেই IMDB র সমস্ত ইনফরমেশন আপনার সাইটে চলে আসবে। অথবা আপনার সাইটে একটা সিস্টেম ক্রিয়েট করে দেয়া হবে, যেখানে আপনি একটা ক্লিক করে সমস্ত মুভি ডাটা আপনার সাইটে ইনপুট করতে পারবেন।

 

আপনার কাজ হবে প্রতিদিন ৪০-৫০টি মুভি আর টিভি সিরিজের ইনফরমেশন আপনার ওয়েবসাইটে এড করা। চেষ্টা করবেন আরগানিক বা ফ্রি ট্রাফিক নিয়ে আসা। যদিও মুভি সাইটে অটো ট্রাফিক আসতে থাকে আলাদা ভাবে কোনো এসইও করা লাগে না, তবে এসইও করতে পারলে আরো বেশি ভিউ পাবেন। তবে টাকা খরচ করে পেইড ট্রাফিক নেয়ার কোনো প্রয়োজন নেই। টাকা খরচ না করেই যদি আপনার সাইটে প্রচুর ট্রাফিক আসে তাহলে তো টাকা খরচ করার কোনো মানেই হয় না।

 

কিভাবে কাজ করবেন তার সব কিছুই আমি নিচে পয়েন্ট করে বলে দিচ্ছিঃ

১। প্রথমে আপনার দরকার একটি ভালো নামের ডোমেইন এবং ডেডিকেটেড হোস্টিং সার্ভার। হোস্টিং এর জন্য অনলাইন থেকে না কিনে দেশের কোনও কোম্পানি থেকে নিবেন। কারন মুভি সাইট নিয়ে কাজ করলে ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে হোস্টিং না নেয়াটা সব থেকে ভালো। আপনার সাইট সেফ থাকবে।

২। এরপর অটোমেটিক সফটওয়ার সহ আমরা আপনার ওয়েবসাইট টি ডেভোলপ করে দেবো। সাইট টি ডেভোলপ করতে আমাদেরকে পে করতে হবে ৩০ হাজার টাকা। অগ্রিম ১৫ হাজার টাকা দিতে হবে। সাইট ডেভেলপের পরে বাকি ১৫ হাজার টাকা পে করতে হবে। তবে আপনি যদি এই আর্টিকেল টি টেকটিউনসে পড়ে থাকেন এবং টেকটিউনসের নিয়মিত পাঠক হয়ে থাকেন তাহলে আপনি ১০ হাজার টাকা ছাড় পাবেন। সেক্ষেত্রে আপনার টেকটিউনসের আইডি দিলে সাইট ডেভেলপের জন্য ২০ হাজার টাকা নেয়া হবে।

৩। সাইট হাতে পাওয়ার পর কিভাবে কাজ করবেন তার উপর একটা ডকুমেন্ট আপনাকে দেয়া হবে ফ্রিতে। সেটা দেখে আপনি ফুল কাজ ভালো ভাবে করতে পারবেন। আর যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে আমাদের কাস্টম সাপোর্ট সব সময় আপনাদের সাথে থাকবে।

 

আপনি যদি প্রতিদিন ৩/৪ ঘন্টা নিয়মিত কাজ করেন তাহলে মাসে ৩/৪ লাখ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। আপনার সাইট থেকে ইনকাম না হওয়া পর্জন্ত আমরা আছি আপনার সাথে। সাইট ডেভেলপ করতে কল করুন 01789220321.

 

Level 2

আমি ডেল নর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস