ড্রপশিপিং কি হতে পারে আপনার মূল ব্যবসা!

টেকনলোজির দৌড়ে আমরা যেখানে এসে পৌছেঁচি সেখানে ই-কমার্স ব্যবসার জয় জয়কার। মানুষ এখন বাজার করতে আর বাজারে যায় না। ঘরে বসেই পাচ্ছে নিত্য প্রয়োজনিয় জিনিস। আপনিও চাইলে যোগ দিতে পারেন এই ব্যবসায়।

ড্রপশিপিং আসলে কী?

মনে করুন আপনি একটা সাইট করবেন যেখানে আপনি কিছু পণ্য বিক্রি করবেন কিন্তু প্রোডাক্ট কিনে আপনার ঘরে রেখে বিক্রি করার মতো মূলধন নেই আবার পুরো কার্যক্রমটা চালানোর মতো লোকবল নেই। তবুও আপনি এই বিজনেস করতে পারবেন। সোজা কথায় আপনার নিজের স্টোরে প্রোডাক্ট সাজিয়ে রাখলেন এরপর কাস্টমার আপনার স্টোরে ঢুকে সেই প্রোডাক্টটি কিনতে অর্ডার করল এবার আপনি একজন সাপ্লায়ারের নিকট থেকে উক্ত পন্যটি কিনে তা আপনার কাস্টমারের নিকট পাঠিয়ে দিলেন এই প্রসেসটাই ড্রপশিপিং। 

কীভাবে শুরু করবেন?

যদি আপনি কোন জিনিস বিক্রি করতে চান তাহলে প্রথমেই যে জিনিসটা প্রয়োজন তা  হলো দোকান। তাহলে অনলাইনের ক্ষেত্রেও তাই। আপনাকে একটা দোকান করতে হবে। এবার আসা যাক আপনি কি ধরনের দোকান নিবেন। যেমন যমুনা ফিউচার পার্কে রেডি শো রুম পাওয়া যায় যা মাসে মাসে ভাড়া দিতে হয়। অনলাইনেও তাই। Shopify নামে একটি রেডি দোকান রয়েছে যা নিয়ে মাসে মাসে ভাড়া দিতে পারেন। অথবা নিজে একটি দোকান করতে পারেন wordpress এ।

এরপর আসে দোকানের নাম। আপনি একটি নাম (ডোমেইন) কিনবেন। দোকানের জন্য একটি জায়গা (হোস্টিং)  কিনবেন। নাম নিবেন সে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে চান এই রিলেটেড। তারপর দোকান খুলে শুরু করতে হবে ব্যবসা।

কেমন ইনভেস্ট লাগবে?

ব্যবসা দাড় করানো যেমন কঠিন ঠিক তেমনি অনলাইনে ব্যবসা দাড় করানোও কঠিন। আপনাকে প্রথমে এই পুরো প্রসেসটা কীভাবে করতে হয় এটা শিখতে হবে। শিখতে মিনিমাম ১ মাস এবং ৩-৫ হাজার টাকা খরচ হবে। সাইট করতে এবং ড্রপশিপিং প্লাগিন, চেকআউট অপশন মিলিয়ে ২০ হাজার টাকা। পরবর্তীতে আছে খরচ প্রচার (এসইও)

কেমন লাভ হবে?

আর দশটা ব্যবসার মতো এই ব্যবসা লাভজনক। আপনি প্রোডাক্ট প্রতি ১-১০ ডলার পর্যন্ত লাভ করতে পারবেন।

শুরু করবেন কিনা? 
যদি সময় এবং টাকা থাকে ইনভেস্ট করার মতো তবে শুরু করতে পারেন। যদি সফল হন তবে আর দশটা ব্যবসার মতো ইনভেস্ট এর ১০ গুণ আর্ন করতে পারবেন মাসে।

ড্রপশিপিং কোর্স অনলাইনে করতে চাইলে যোগাযোগঃ https://www.facebook.com/R.I.Evel

Level 2

আমি রেজবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

wordpress web developer


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস