এডফ্লাই বিনামুল্যের ওয়েব এড্রেস (URL) ছোট করার ব্যবস্থা। এর বিশেষ বৈশিষ্ট হচ্ছে এই সেবা ব্যবহার করলে তারা টাকা দেয়।
স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে তাদের সেবা ব্যবহার করলে তারা টাকা দেবে কেন।
তাদের সেবা ব্যবহার করে নির্দিস্ট পেজে গেলে প্রতিটি পেজে তাদের বিজ্ঞাপণ দেখা যাবে। তারা টাকা দেয় মুলত সেই বিজ্ঞাপণ দেখার জন্য। সেই অর্থে এটা মুলত বিজ্ঞাপণ নেটওয়ার্ক। ইচ্ছে করলে বিজ্ঞাপণ বাদ দেয়া যায়, কাজেই ইন্টারনেট ব্রাউজ করতে খুব সমস্যা হওয়ার কথা না।
তাদের সাইটে গিয়ে সদস্য হবেন, আপনার সাইটের নাম সংক্ষিপ্ত করবেন, এরপর তাকে ব্যবহার করবেন বিভিন্ন যায়গায়। ফেসবুক, টুইটার, ইমেইল ইত্যাদিতেও ব্যবহার করতে পারেন।
দেয় টাকার পরিমান নির্ভর করে বিজ্ঞাপণের ধরনের ওপর। সাধারনভাবে প্রতি হাজার ভিজিটের জন্য ০.৫ ডলার থেকে ৪.৭ ডলার। পুরো পৃষ্ঠা বিজ্ঞাপণের জন্য প্রতি ১০০০ ক্লিকে ৩ ডলার দেয়া হয়। একে সামান্য মনে হতে পারে। বাস্তবে ভিজিটর যত বেশি আয় তত বেশি এই নিয়মে একসময় এটা যথেষ্ট হতে পারে। ব্যানার বিজ্ঞাপনগুলি দেখা যায় ওয়েবপেজের ওপরের দিকে। এগুলির জন্য প্রতি হাজার ক্লিকে ২ ডলার দেয়া হয়। এর বাইরে দেশ অনুযায়ী টাকা কমবেশি হয়। যেমন আমেরিকার ভিজিটরের জন্য বেশি টাকা।
এফিলিয়েটেড প্রোগ্রামের মাধ্যমে তাদের প্রচার করেও আয় করতে পারেন। আয়ের শতকরা ২০ ভাগ হারে টাকা দেয় তারা।
তাদের টাকা দেয়ার পদ্ধতি পেপল এবং (পেজা)। কাজেই বাংলাদেশ থেকে ব্যবহার করতে সমস্যা নেই। সদস্য হওয়ার সাথে সাথেই টাকা আয় শুরু করতে পারেন।
সদস্য হওয়া খুব সহজ। ফরম পুরন করলে ইমেইলে একটি কনফার্মেশন লিংক পাঠাবে তারা। সেটা ক্লিক করাই যথেষ্ট।
এডফ্লাই নিয়ে পক্ষে-বিপক্ষে মত রয়েছে। কারো মতে এটা আয়ের ভাল ব্যবস্থা, কারো মতে ভাওতাবাজি। বাস্তবে এর মাধ্যমে অনেকেই উপার্জন করেছেন এবং করছেন।
তাদের ঠিকানা : Cliick Here
আরও পড়ুন
জিমেইল থেকে ঝুঁকিপূর্ণ অ্যাপ বিদায় করবেন যেভাবে
উইন্ডোজের জন্য দারুণ ৩ অডিও প্লেয়ার
অনলাইনে আসছে ৩ হাজার সরকারি সেবা
অ্যাডসেন্স বিকল্প রেভিনিউহিটস দ্বারা ব্লগিং করে অনলাইনে আয়
গুগল অ্যাডসেন্স এর সেরা বিকল্প
আমি ওয়েব মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি রাকিব। ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।