ফ্রিল্যান্সিং করে আয় করুন প্রতিমাসে ৪০-৫০ হাজার টাকা ১০০ সত্য কথা

টিউন বিভাগ ফ্রিল্যান্সিং
প্রকাশিত
জোসস করেছেন

ফ্রিল্যান্সিং কথাটি গত কয়েক বছর আগেও আমাদের কাছে অপরিচিত একটি শব্দ ছিল। কিন্তু সময় টা এখন ২০১৮ সাল। সব কিছুর সাথে পরিবর্তন হয়েছে মানুষের কাজকর্মের প্লাটফর্মেরও। অনলাইন টা জেন আমাদেত নিত্যদিনের কাজকর্মের প্লাটফর্ম হয়ে উঠেছে। ছোট থেকে বড় সব ধরনের মানুষ এখন অনলাইন ব্যবহার করে।

আর এই অনলাইন ব্যবহার এর মাত্রা আমাদের ফ্রিল্যান্সিং এর সাথে পরিচয় করিয়ে দেই। ঘরে বসে অনলাইমের সাহায্যে দেশ বিদেশের ছোট বড় যে কোন ধরনের কাজ করাকেই ফ্রিল্যান্সিং বলে। ফ্রিল্যান্সিং কথাটার সাথে আমরা সকলেই পরিচিত। কিন্তু আমরা অনেকেই জানি না ফ্রিল্যান্সিং কেন করবেন, কিভাবে শুরু করবেন নিজের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার।  আজ আমরা আলোচনা করবো ফ্রিল্যান্সিং কেন করবেন, কিভাবে করবেন, কত টাকা আয় করবেন এই বিষয়ে।

কিভাবে প্রতি মাসে ৩০-৪০ হাজার টাকা আয় করবেন দেখুন

ফ্রিল্যান্সিং কেন করবেন?

ফ্রিল্যান্সিং করার সব থেকে বড় সুবিধা আপনি ঘরে বসেই কাজ করতে পারবেন। ঘরে বসে অনলাইন ব্যবহার এর মাধ্যমে আমরা যে  কাজ করে থাকি তাকে ফ্রিল্যান্সিং বলে। ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশা।

এটির সব থেকে বড় সুবিধা আপনি আপনার নিজের ইচ্ছা মত কাজ করতে পারবেন। ধরেন আপনি কোন কোম্পানিতে জব করেন সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন সময় মত অফিসে জেতে হবে, সময় মত কাজ শেষ করতে হবে, এবং কাজ শেষে বাসায় ফিরতে হবে।

অনেকের কাছে এই ভাবে চাকরি করাটা বিরক্তিকর লাগে। এমন কি আমার কাছেই খুব বিরক্তকর লাগে। কিন্তু আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে আপনি আপনার ইচ্ছামত কাজ করতে পারবেন।

আপনাকে কোন অফিসে জেতে হবে না। আপনি ঘরে বসেই কাজ করতে পারবেন। এ জন্য আমি মনে করি ফ্রিল্যান্সংকে নিজের ক্যারিয়ার হিসেবে নিলে আপনি আপনার জীবনকে সুন্দর ভাবে উপভোগ করতে পারবেন।

কিভাবে শুরু করবেন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার

 

আমরা সকলেই জানি ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশা বা অনলাইনে কাজ করার মাধ্যমে অর্থ উপার্জন করা। কিন্তু আমারা অনেকেই জানি না। কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে হয়। কিভাবে অনলাইনে কাজ করতে হয় আর কি ধরনের কাজ করতে হয়।

আপনি যদি ভেবে থাকেন ফ্রিল্যান্সিং মানে শুধু একটি কম্পিউটার আর অনলাইন সম্পর্কে সাধারন কিছু যানা থাকলেই ফ্রিল্যান্সিং করতে পারবেন। তাহলে আপনি ভুল জানেন। বাইরে চাকরি করার থেকে ঘরে বসে আয় করা টা সহজ হতে পারে। কিন্তু ঘরে বসে এই কাজ পাওয়া টা অনেক কঠিন। আপনি যদি ধরে নিয়ে থাকেন যে ফ্রিল্যান্সিং মানে শুধু ঘরে বসে কম্পিউটার টিপাটিপি করা তাহলে আনার এই ভুল ধারনা আগে বদলান।

তারপর যে কোন বিষয়ের উপর কাজ শিখুন। সত্য কথা বলতে আপনি যদি কোন কাজ না পারেন তাহলে আপনি কোন ক্ষেত্রে সফল হতে পারবেন না। সব জায়গায় আপনার কাজ করার দক্ষতার গুরুত্ব টাই সব থেকে বেশি। উদাহারন হিসেবে বলা যায় ধরুন আপনি একজন রিকশা চালক সে ক্ষেত্রে আপনাকে শ্রমজীবী মানুষ বলা হবে কিন্তু এই রিকাশা চালানোর জন্য আপনাকে রিকশা চালানো শিখতে হয়েছে। ঠিক তেমন ভাবে একজন গ্রাফিক্স ডিজাইনার বা ওয়েব ডেভেলপর যদি অনলাইনের মাধ্যমে কাজ করে তাকে ফ্রিল্যান্সার বলা হয়।

কিন্তু তার এই ফ্রিল্যান্সার হওয়ার জন্য তাকে গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডেভেলপিং শিখতে হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং একটা বিষয় খেয়াল রাখবেন আপনাকে কাজ শিখতে হবে। কোন কাজ না জানলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না বা অন্য কোথাও জব করতে পারবেন না। এখন একটা প্রশ্ন আসতে পারে আমি কি কাজ শিখবো? বর্তমানে অনেক ধরনের কাজ দিয়েই আপনি শুরু করতে পারবেন। অনালাইনে ফ্রিল্যান্সার দের কাজের কোন অভাব নেই।

আপনি গাড়ি চালানো থেকে শুরু করে ওয়েব ডেভলপিং, গ্রাফিক্স ডিজাইন, ইমেইল মারকেটিং, ডিজিটাল মারকেটিং, শিক্ষকতা, হাজারো রকমের কাজ অনলাইনে করতে পারবেন। হ্যা এই কাজ গুলো আপনি বাস্তব জিবনে অফলাইনেও করতে পারবেন। তখন সেটাকে ফ্রিল্যান্সিং বলা হবে না। আপনি যখন কোন কাজ অনলাইনে করবেন তখন সেটাকে ফ্রিল্যান্সিং বলা হবে। সুতরাং কাজ শিখতে ভয় কিসে? যে কোন বিষয়ের উপরে প্রশিক্ষন নিন। তারপর আপনি এমনিতেই ফ্রিল্যান্সিং করে আয় করতে পারবেন।

আপনার যদি মনের ভিতর চিন্তা থাকে যে আপনি অনলাইনে আয় করবেন কিন্তু কোন কাজ শিখবেন না। তাহলে ভাই বলতে খারাপ লাগ্লেও সুনতে হবে আপনি ঘোড়ার ডিম ছাড়া আর কিছু পাবেন না। সুতরাং বার বার এক কথায় বলতেছি কাজ শিখুন। এখন আপনাদের কয়েকটি কাজ এর কথা বলতেছি এই গুলো শিখতে পারেন।

  1. ওয়েব ডিজাইন
  2. ওয়েব ডেভেলপিং
  3. গ্রাফিক্স ডিজাইন
  4. ভিডিও এডিটিং
  5. ডিজিটাল মারকেটিং

সাধারনত এই ক্যাটেগরি এর কাজ গুলো অনালাইনে সব থেকে বেশি করা হয়। এ ছাড়া যে আর কোন কাজ নেই এমন কিন্তু না। এছাড়া অনেক রকমের কাজ আছে যেগুলো আপনি শিখতে পারেন। তাছাড়া এমন অনেক ক্যাটেগরি এর কাজ আছে যে গুলোর উপর আপনার প্রশিক্ষন না নিলেও করতে পারবেন। কিন্তু সেই কাজ গুলো করার দক্ষতা থাকতে হবে। যেমন ধরেন আপনি একজন শিক্ষক। তাহলে আপনি অনলাইনের মাধ্যমে শিক্ষকতা করতে পারবেন।

এ ছাড়া বাস্তব জীবনের অনেক ছোট খাট কাজ আছে যে গুলো আমরা কোন প্রশিক্ষন ছাড়াই শিখতে পারি বা করতে পারি তেমন কাজ গুলোও আপনি করতে পারবেন। বর্তমানে আপনি গাড়ি চালিয়ও ফ্রিল্যান্সিং করতে পারবেন। বিশ্বাস হচ্ছে না তাহলে এখনি উবার, পাঠাও, এর মত অনেক রাইড শেয়ারিং অ্যাপ রয়েছে এই গুলো সম্পর্কে একটু ধারনা নিন দেখবেন আমি সত্যি বলেছি। যায় হোক মূল কথায় আসি আমরা কিভাবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করবো।

যেটা বললাম আপনি যদি কাজ ভালো জানেন আপনার আয় করা কোন বিষয় না। অনলাইনে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ডট কম এর মত হাজারো মার্কেটপ্লেস রয়েছে যেখানে আপনি আপনার দক্ষতা প্রয়োগ করে উপার্জন করতে পারবেন। এই ধরনের মার্কেটপ্লেসে একাউন্ট করতে ২-৩ মিনিট সময় লাগে কিন্তু আপনি যদি কাজ না জানেন তাহলে কাজ পাবেন কোথায় তাই কাজ শিখে ঝাপিয়ে পড়ুন এই মার্কেটপ্লেস গুলোতে দেখবেন সফলতা হাতের মুঠোই। অনেক হলো এবার বক বক থামিয়ে চলুন যানা যাক আপনি কত টাকা আয় করতে পারবেন।

ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা আয় করা যায়?

আরো জানতে এই টিউন টি দেখুন

অনেকের মনে এই প্রশ্ন ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যায়। সবার প্রশ্নের এক উত্তর আপনার কাজের উপর নির্ভর করবে আপনি কত টাকা আয় করতে পারবেন। অনলাইন এমন একটি জায়গা যেখানে সারা বিশ্বের মানুষ এক সাথে একত্রিত ভাবে জড়িয়ে আছেন। এখানে আপনি কোন দেশে বসবাস করেন সেটা দেখার বিষয় না।

আপনি কতটুকু দক্ষতার সাথে কাজ করেছেন সেটি দেখার বিষয়।  সুতরাং আপনার দক্ষতা অনুজায়ী অফালাইনে কাজ করার থেকে অনলাইনে কাজ করে বেশি উপার্জন করতে পারবেন। ধরুন বাংলাদেশে আপনি অফলাইন একটি প্রতিষ্ঠানের লোগো ডিজাইন করে দিলেন। যেহেতু প্রতিষ্ঠান টি বাংলাদেশের সুতরাং আপনি বাংলাদেশের রেটে আপনার এই কাজটি করার জন্য অর্থ পাবেন। কিন্তু আপনি অনলাইনে  যদি মার্কিন যুক্তরাষ্ট্র এর কোন প্রতিষ্ঠানের লোগো ডিজাইন করে দেন সেক্ষেত্রে আপনি অর্থ বেশি পাবেন। সুতরাং সেতা যেই কাজ হোক না কেন অনলাইনে আপনি ইনকাম টা একটু বেশি পাবেন।

তো বন্ধুরা এই ছিলো আজকের বিষয়। ফ্রিল্যান্সিং কেন করবেন আর কিভাবে করবেন মাসে কত টাকা আয় করবেন। মোটামুটি ধারনা দিয়ে দিলাম। যেহেতু আমি এই বিষয়ে কোন কোর্স দিলাম না শুধু মাত্র ধারনা দিলাম। সেহেতু আমার লেখার ভিতর বিষয় টি আংশিক ভাবে ফুটে উঠতে পারে।

এ বিষয়ে কারোর কোন মন্তব্য থাকলে টিউমেন্ট করতে পারেন। আর আপনি যদি ফ্রিল্যান্সিং ২৪ এর নিয়মিত দর্শক না হয়ে থাকেন তাহলে এখনি আমাদের সাইট টিতে একাউন্ট  করে ফেলুন। ধন্যবাদ।

নতুনদের জন্য মোবাইলে আয় এর উপায়। প্রতিদিন ২০০-৩০০ টাকা আয় হবে।

Level 2

আমি ইয়াসিন আরাফাত লিমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যারা আউটসোসিং ফ্রিল্যান্সিং এ কাজ করেন, তাদের ইংরেজী জানা একান্ত যারা ইংরেজিতে weak, তাদের জন্য আমার ভিডিওগুলো হতে পারে নতুন উপহার।উপহার।ভিডিওগুলো দেখে যদি উপকৃত হন,তাহলে কমেন্ট এবং subscribe করতে অনুরোধ রহিল।

অসাধারণ হয়েছে…এই পোস্টের আকারের চেয়ে আরো তিন গুন বড় কমেন্ট করে ও এই পোস্টের গুন প্রকাশ করা সম্ভব হবে না। আপনার প্রতিনিয়ত পোস্টের মান দেখে আমি সত্যিই আশ্চর্য হয়ে যাই।

আপনি সত্যিই একজন জিনিয়াস এরকম একটি ব্লগের নিয়মিত পাঠক হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সত্যি আজ অসম্ভব সুন্দর একটি পোস্ট করেছেন। অনেক বেশি ভালোবাসা রইল ফ্রিল্যান্সিং সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন