[Cpp-Jssg-03] Moderate Inappropriate Content – CF Mini Jobs

টিউন বিভাগ ফ্রিল্যান্সিং
প্রকাশিত
জোসস করেছেন

সংক্ষিপ্ত বিবরণ 

এই কাজে তোমাকে কোন একটি company এর চাকুরীজীবীদের review দেওয়া হবে। তোমার প্রধান কাজ হবে review গূলো moderate করাঃ

  • যে review গূলো আমাদের community guideline মেনে চলবে সেগুলো গ্রহণ করবে।
  • যে review গূলো আমাদের community guideline মেনে চলবে না সেগুলো বর্জন করবে।

আমরা কি সরবরাহ করি? 

১. একটি Company Review

  • Review Title
  • এখানে কাজের জন্য যেটা ভাল।
  • এখানে কাজের জন্য যেটা challenging।

২. Select করার Options

  • APPROVE (যে Review গুলো community guideline মেনে চলে)
  • UNSURE, APPROVE এর দিকে যেতে পারে।
  • UNSURE, REJECT এর দিকে যেতে পারে।
  • REJECT (যে Review গুলো community guideline মেনে চলে না)

তোমাকে কি করতে হবে? 

  1. Company Review পড়।
  2. review গুলো Community Guidelines মেনে চলে কিনা দেখ।
  3. review গুলো Approve, Unsure (with 2 options) or Reject হয় কিনা সেটা মুল্যায়ন কর।
    1. যদিও এখানে দুটি ভিন্ন UNSURE option আছে, তবুও তুমি সবসময় চেষ্টা করবে APPROVE or REJECT দিতে। UNSURE প্রথম option হওয়া উচিত নয়, এটি হবে সবশেষ option.

অন্যান্য গুরুত্বপূর্ণ বিসয়ঃ 

  1. তোমার কাজ হবে একটি নির্দিষ্ট review Community Guidelines মেনে চলে কিনা সেটা দেখা, যদি কোন নিয়মভঙ্গ না হয়, তবে সেটা সঠিক হিসাবে গ্রহণ করা।
  2. যদি একটি নির্দিষ্ট review candidate এর জন্য উপকারী হয় তবে সেটা approve করতে হবে। সময়ের সাথে সাথে তুমি empty review অথবা spam পেতে পার। এক্ষেত্রে REJECT নির্বাচন কর। যে review সংক্ষিপ্ত এবং company সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দেয় না সেটা reject করতে হবে।
Approve thisReject thisComment
Review Title: Not organise, back dated, marketing title but cover all job ranging from admin, purchasing, dispatch, receiption job, logistic and operation. No work life balance and poor working enviroment
What is good about working here: Learn how to multi task.
What is challenging about working here: Everyday fire fighting.
Review Title: it’s okay
What is good about working here: the bonus and the staff benefits
What is challenging about working here: politics
. ১ কলাম অনেক তথ্য সরবরাহ করে যা candidate কে company সম্পর্কে জানতে সাহায্য করে। যদিও তা কিছুটা নেতিবাচক তবে তা বলা হয়েছে সম্মানজনক ভাবে এবং এটি কোন নিয়ম ভঙ্গ করে না তাই এটি approved. অন্যদিকে ২ কলাম খুবই সংক্ষিপ্ত এবং তা candidate এর জন্য উপকারী নয় বা যথেষ্ট তথ্য প্রদান করে না তাই এটি rejected.
 Review Title:.
What is good about working here:.
What is challenging about working here:.
এটি পরিষ্কারভাবে spam তাই reject করতে হবে।
 Review Title: Super busy
What is good about working here: Reputation
What is challenging about working here: Rigid
এটি একটি সংক্ষিপ্ত review যা spam হিসেবে গণ্য হবে। কারন এখানে company সম্পর্কে যথেষ্ট তথ্য দেওয়া নাই যা candidate কে সাহায্য করতে পারে।
Review Title: Used to be really good
What is good about working here: Nothing now!
What is challenging about working here: Most things!
Off topic – এখানে চাকুরী সম্পর্কে কিছু লেখা নাই এবং candidate এর জন্য উপকারী নয়।

Community Guidelines
প্রতিটি review কে সকল guideline মেনে চলে approved হতে হবে। যদি কোন point না মেনে চলে তবে সেই review disqualify বিবেচিত হবে। guideline গুলো নিম্নরূপঃ

  1. Respectful (সম্মানজনক)- যে Content গুলোতে অপবিত্রতা, হুমকি, হিংসাত্মক উল্লেখগুলি, যৌন, বর্ণবাদী, পক্ষপাতদুষ্ট, আক্রমনাত্মক বা ঘৃণ্য অনুভূতি এবং যে কোন ধরনের comments বা language যা আমাদের community তে অগ্রহণযোগ্য তা rejected.
Approve thisReject this
"I really hated working here, I was always glad to finish for the day and dreaded Monday mornings"

"This company is a bad employer, they offer no support or development, to them you are simply a worker drone"

"Language barrier working with international colleagues was always an issue, and meetings always timed to suit their timezone which was unfair"

"All female colleagues, males never get hired. Sexual discrimination and harassment is wide spread and serious"

"Racism is a daily occurrence due to difference of religion"

"As soon as you go over 40 years old company wants to fire you, nothing to do with performance just your age"

  1. Balanced(সমন্বিত)– আমরা বিশ্বাস করি প্রতিটি কাজের জায়গায় কিছু ভাল উপাদান এবং উন্নতি করার জায়গা আছে। তাই আমরা চাই candidate কে সাহায্য করতে যেন তারা কৃত্রিমভাবে ইতিবাচক বা ক্ষতিকর review গুলো avoid করতে পারে। যদি কোন review বিদ্বেষপরায়ণ, পক্ষপাতদুষ্ট বা সন্দেহজনক মনে হয় তবে  rejected হবে। অল্প কিছু ক্ষেত্রে, employee তার কাজকে খুব বেশি ভালবাসলে এবং “The Challenges” কলামে আর কিছু লেখার না থাকলে, সেটা APPROVED হবে।
Approve thisReject thisComment
Review Title: Balance work and life
What is good about working here: Supportive colleagues, good environment & helpful!
What is challenging about working here: Working with team leaders who didn't care about you and not having many allowance.
Review Title: Soul destroying place. Very dreadful & I felt my soul return to my body the very day I quit.
What is good about working here: Not much at all, there were a few good team members but overall outweighed by slave driving management who reap all the rewards for your personal effort.
What is challenging about working here: The general attitude dog eat dog mentality, everyone willing to jump over you and put you back to advance their own personal interest, while providing as little input and help towards the team.
যখন উভয় কলামেই company  সম্পরকে নেতিবাচক দিস্তিভঙ্গি থাকে, ১ কলামে সেটা করা হয়েছে সম্মানজনক ভাবে। সেখানে non-offensive/non-malicious/non-bias ভাবে সেটা বলা হয়েছে। ২ কলামে জোরালো যুক্তি এবং নেতিবাচক শব্দ ও বর্ণনা রয়েছে। এখানে company সম্পরকে বিদ্বেষপরায়ণ, পক্ষপাতদুষ্ট বা সন্দেহজনক ভাষা ব্যবহার করা হয়েছে।

3.Authentic (আসল)- প্রতিটি review এ employer এর থাকতে হবে প্রথম শ্রেণীর কাজের অভিজ্ঞতা। যেমন- সব উপাদান হতে হবে আসল এবং অন্য কোন উৎস থেকে quote করা হবে না যেমন- অন্য ওয়েবসাইট, social media, email, other reviews ইত্যাদি rejected হবে।

  1. Relevant(প্রাসঙ্গিক)- company review এর উদ্দেশ্য হল candidate কে সাহায্য করা। তাই প্রশ্নে সকল উপাদান হবে কাজের অভিজ্ঞতার উদাহারন স্বরূপ। যে উপাদান গুলো off topic, যেমন সাধারন সিরধান্ত বা গ্রাহক সেবার অভিজ্ঞতা rejected হবে। এছাড়া যে উপাদান গুলো প্রকাশ করে company secret বা অব্যধ কার্যকলাপ সেগুলো rejected হবে।
Approve thisReject this
"In my five years here I never got a bonus as low as last year"
 
"I think the values and culture in this company are questionable, there was lots of politics and I felt people were being dishonest"
"I have been working on a deal to buy our main competitor for $10M, we are negotiating now to get the price down"
 
"The company hires illegal foreign workers to keep costs down"
  1. Anonymous(নামবিহীন)- আমরা একটি নির্দিষ্ট ক্রিয়া বা ভুমিকা যেমন- একটি দল বা জনপ্রিয়টা কে অনুমোদন করি। কিন্তু কোন নির্দিষ্ট ব্যক্তিকে নয়। একটি ভাল review এ নির্বাহী ব্যবস্থাপনাকে(eg CEO, Directors, C-levels) আমরা নামবিহীন হিসেবে অনুমোদন করি।
Approve thisReject thisComment
Review Title: Worst job ever!.
What is good about working here: Friendships made with colleagues
What is challenging about working here: Working with team leaders who didn't care about you!
Review Title: Worst job ever!
What is good about working here: Friendships made with colleagues
What is challenging about working here:Working with a team leader who didn’t care about you!
১ কলামে ‘team leaders’ বলতে বহুবচনকে বোঝাচ্ছে এবং এখানে দলকে/বহুবচনকে সাধারনভাবে বোঝানো হয়েছে। তাই এটি approved হবে. ২ কলামে ‘team leader’ বলতে একবচনকে বোঝাচ্ছে অর্থাৎ একজন নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে যা আমাদের  community guideline এর বিরুদ্ধে এবং তাই এটি rejected হবে.

More Examples

Approve thisReject this
"The CEO takes time to speak to all the staff in the office"

"The company recently changed president, I am not sure if the new one is better than the last"

"I worked closely with the management of the company and that really helped to guide me"

"The boss never had time for me."

"My team leader David was really great, I really enjoyed working for him"

"Nicole S was always difficult, wouldn't take the time to solve my problems"

"The team leader of online customer service had a long time off sick  meaning I had to do more work"

"Best worker by far was John, he rocked!"

  1. Non-commercial(বানিজ্যিক নয়)- কোন review যদি product এর প্রচার এর জন্য এবং company এর কোন সেবা, URLs, email links বা telephone numbers হলে rejected হবে।  
  2. English language- সকল reviews English ভাষায় হতে হবে।

Level 0

আমি ফয়সাল উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

GREEN BANGLA IT HELP DESK -এ আপনাকে স্বাগতম। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি । সাইটের ঠিকানাঃ http://tiny.cc/gbithelpdesk