প্রশ্ন ০৮ আমি কি সত্যিই টাকা পাব? তাহলে কিভাবে টাকা উত্তোলন করব?

যদি প্রপার গাইড লাইন মেনে চলেন তবে আশাকরি আল্লাহ পাকের রহমতে ১০০% কাজ পেয়ে যাবেন। আর যদি কাজ না পান তবে হতাশ হলে চলবে না।  কারন আমি প্রশ্ন নং-০১ এ বলেছিলাম যে, কাজ না পেলে হতাশ হলে আপনি ফ্রিলান্সিং করতে  পারবেন না।  কিন্তু আপনি আমার সব কথা মেনে নিয়ে এই লাইনে আসছিলেন। সুতারাং আপনাকে আবারও নিয়মিত  বিড করতে হবে। একটা বিড করে বসে থাকার সুযোগ নাই। মনে বল রাখবেন, আর আল্লাহর প্রতি ভরসা রাখাবেন,  আর সব বিডগুলা শেষ করেন,  আপনি কাজ কাজ পাবেনই। আর নিজের মনকে বলবেন যে, সবাই যদি পারে,  আমি কেন পারব না। আর আপনি সব সময় নিজেকে ভাববেন যে, আমি সবার চাই তে বেশি পারি। আপনি একদিন সাকসেস হবেনিই  ইনশাল্লাহ।

ধরেনিলাম কাজ পেছেন, বর্তমান সব মার্কেট প্লেস কাহাকে হায়ার করার আগে ক্লাইন্টের কাছ থেকে আগে টাকা জমা নিয়ে রাখে সুতারাং আপনার কাজ যদি ক্লাইন্ট একসেপ্ট করে,  তবে ক্লাইন্ট টাকা রিলিজ  না দিলেও ঐ মার্কেটপ্লেস আপনার টাকা দিতে বাধ্য। আমি আবারও বলছি আপনি  যদি সম্পূর্ণ কাজ করে থাকেন,  তবে আপনি সত্যিই টাকা পাবেন। আপনার মার্কেটপ্লেসের  একাউন্টে অটোমেটিকালী যোগ হয়ে যাবে।

প্রফোশানল ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্সিং বিষয়ে বিস্তারিত ভিডিও তে

টাকা কিভাবে উত্তোলন করব?

আর আপনার মার্কেটপ্লেসের  একাউন্ট থেকে আপনি আপনার ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। অধিকাংশ মার্কেটপ্লেস এখন ব্যাংক সাপোর্ট করে।

আবার অনেক মার্কেটপ্লেস থেকে স্ক্রিল বা পেওনিয়ার এর  মাধ্যমে টাকা আনতে পারবেন। সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হল যে, কিভাবে টাকা উত্তোলন করতে হবে সেই চিন্তা বাদ দিয়ে কিভাবে টাকা ইনকাম করতে হবে সেই চিন্তা করবেন।  ক্লাইন্ট টাকা রিলিজ দেওয়ার পর আপনার মার্কেটপ্লেসের একাউন্টে টাকা জমা হয়ে যাবে আর তারপর যে কোন উপয়ে টাকা  উত্তোলন করা যাবে এই নিয়ে কোন  টেনশন করতে হবে না। টেনশন করতে হব যে, কোন উপয়ে সুন্দরভাবে ক্লাইন্টের কাজ শেষ করা যায়। মার্কেটপ্লেসের একাউন্টে টাকা জমা হওয়ার পর অনেক উপায়ে টাকা হাতে নিয়ে আসতে পারবেন।

অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে যে, আমার পেপাল, আমার মস্টার কার্ড নেই, আমার স্ক্রিল একাউন্ট নেই। আমার দ্বারা এই কাজ হবে নে বলে বসে থাকার কোন সুযোগ নাই। টাকা আনার জন্য পেওনিয়ার মাস্টার কার্ডও ব্যবহার করতে পারবেন। পেওনিয়ার আপনাকে একটা কার্ড দিবে আপনি ATM বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন।

পেওনিয়ার কার্ডের জন্য আপনি পেওনিয়ারে অফিসিয়াল সাইট কার্ডের জন্য ফ্রী আবেদন  ফ্রি আবেদন করতে পারবেন http://www.payoneer.com সাইটে গিয়ে আপনার  নাম, ঠিকানা, ইমেইল, ইত্যাদি নির্ভুল ভাবে দেওয়ার চেষ্টা করবেন।  এর পর আপনার ঠিকানায় পেওনিয়ার ফ্রি  কার্ড চলে আসবে। পরে যে কোন সময় কার্ডে টাকা ট্রান্সফার করে একটিভ করতে পারবেন এবং  যে কোন মার্কেটপ্লেসে কার্ড যুক্ত করে কার্ডের মাধ্যমে টাকা উত্তল  করতে পারবেন। আপনি টাকা ইনকাম করুন।  আমি আপনার টাকা, আপনার হাতে পাওয়ার গ্যারান্টি  দিব।

আরও বিস্তারিত জানতে  Youtube.com এ সার্চ করবেন Ruhul Academy তারপর যে ভিডিও গুলা দেখতে পারবেন সেখানের সবগুলা ভিডিও আমার। সেখান থেকে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন। .চলবে।

Level 2

আমি W3 SOFT। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস