বাংলাদেশের প্রথম ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস Kajkey থেকে উপার্জন করুন ঘরে বসেই

বাংলাদেশের প্রথম ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কাজ কী ডট কম। এই প্রথম, মাতৃভাষায় তৈরি কোনো সাইটে ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং উপার্জনও করতে পারবেন। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে, কাজ কী ডট কম ফ্রিল্যান্সিং সাইটে সব বাংলাদেশি ফ্রিল্যান্সারদের পাবেন যারা বিভিন্ন সেক্টরে ফ্রিল্যান্সিং এর কাজ করে থাকেন। চলুন তাহলে কাজ কী ডট কম এর সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কাজ কী ডট কম সম্পর্কে বিস্তারিত তথ্য

কাজ কী ডট কম সম্পূর্ণ বাংলাদেশি একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এখান থেকে যারা ফ্রিল্যান্সার তারা কাজ করে উপার্জন করতে পারবেন এবং একই সাথে আপনি যদি ফ্রিল্যান্সারদের দিয়ে কোনো কাজ করাতে চান তাও পারবেন। "ফ্রিল্যান্সিং হায়ার করুন" অপশন থেকে এমপ্লয়ার একাউন্টে সাইন আপ করে ফ্রিল্যান্সারদেরকে দিয়ে কি কাজ করাতে চান তা জানাতে পারবেন সহজেই।

মাতৃভাষায় তৈরি প্রথম বাংলাদেশি ফ্রিল্যান্সিং সাইট এটি। এতদিন বাংলাদেশি ফ্রিল্যান্সারদেরকে বিভিন্ন বিদেশি মার্কেটপ্লেসের উপর নির্ভর করতে হতো এবং রাত জেগে কষ্ট করে ফ্রিল্যান্সিং করতে হতো। এখন আর রাত জাগার প্রয়োজন নেই। দিনেই কাজ করুন এবং সহজে উপার্জন করুন।

একাউন্ট খুলবেন যেভাবে

কাজ কী ডট কম ফ্রিল্যান্সিং সাইটে ফ্রিল্যান্সিং করতে হলে অন্য সব ফ্রিল্যান্সিং সাইটের মত এখানেও একাউন্ট প্রয়োজন হবে। একাউন্ট খুলতে নিচের তথ্যগুলি অনুসরণ করুন।

kajkey sign up

প্রথমে কাজ কী ডট কম ওয়েবসাইটে যেতে হবে। তারপর ফ্রিল্যান্সার হিসেবে এপ্লাই করুন অপশনটিতে ক্লিক করতে হবে। অতঃপর ফ্রিল্যান্স একাউন্টে সাইন আপ নামক একটি পেইজ আসবে নিম্নরূপ ছবিরমত।

kajkey sign up form

এই ফর্মটি সঠিকভাবে পূরণ করে সাইন আপ বাটনে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে বলবে এবং আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে।

প্রোফাইল প্রস্তুত করবেন যেভাবে

একাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর আপনার প্রথম কাজ হবে "আমার প্রোফাইল" অপশনে ক্লিক করে আপনার প্রোফাইলে যাওয়া এবং আপনার প্রোফাইলে আপনার একটি ছবি দেওয়া। তাহলেই আপনার প্রোফাইল কিছুটা তৈরি হবে। প্রোফাইল পিকচার দেওয়ার পর আরো কিছু কাজ রয়েছে। অর্থাৎ, আপনার প্রোফাইল সম্পূর্ণরূপে ফ্রিল্যান্সিং এর জন্য উপযোগী করে তুলতে হলে আপনাকে আরো কিছু কাজ করতে হবে। নিম্নে একে একে যে কাজগুলো করতে হবে তা বলা হলো:

  • প্রথমেই আপনাকে প্রফেশনাল টাইটেল, আপনার জেলা, কত বছর কাজের এক্সপেরিয়েন্স, ঘন্টা প্রতি রেট, আপনার স্কিল এবং সুন্দরভাবে বিবরণ সেট করতে হবে।
  • এরপর একে একে কাজের পোর্টফোলিও, কাজের এক্সপেরিয়েন্স, সার্টিফিকেশন, এডুকেশন যুক্ত করতে হবে। তাহলেই আপনার প্রোফাইল পুরোপুরি কাজের জন্য তৈরি হয়ে যাবে।

আমার প্রোফাইলটি সাজানোর পর যেমন হয়েছে:

shahriar ahmed

প্রোফাইল সাজানোর পর সবকিছু সঠিকভাবে দিয়েছেন কিনা একবার দেখে নিবেন।

বিড করবেন যেভাবে

কাজ করার জন্য সম্পূর্ণরূপে প্রোফাইল তৈরি হয়ে গেলে আপনি কাজের জন্য বিড করতে পারবেন। নতুন জব পাবলিশ হলে আপনার ইমেইলে মেইল যাবে। তাছাড়া, কাজ কী থেকেও "ফ্রিল্যান্স জব ব্রাউজ করুন" সেকশন পাবেন, যেখানে সবগুলো জবের তথ্য দেখতে পাবেন। চাইলে সেখান থেকে আপনি আপনার পছন্দের জবটিতে বিড করতে পারবেন। বিড অপশনে ক্লিক করলে নিচের ছবির মত একটি পেইজ আসবে।

bid

এখানে, আপনি নির্ধারিত কাজটির করতে কত টাকা নিবেন, ডেলিভারি করতে কত সময় নিবেন এবং নোট এড করুন বক্সে সুন্দরভাবে সবকিছু লিখে সাবমিট করলেই আপনার বিড সম্পন্ন হবে। তারপর, যিনি কাজটি করতে দিয়েছেন তিনি যাকে ভালো মনে করবেন তাকেই নির্ধারিত কাজটি করতে দিবেন।

পেমেন্ট নিবেন যেভাবে

অন্য সব ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে পেমেন্ট পেতে বেশ ঝামেলা হলেও বাংলাদেদেশি এই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে কাজ শেষে বিকাশে পেমেন্ট নিতে পারবেন। কাজ কী ডট কম ১০০% পেমেন্টের নিশ্চয়তা দিয়ে থাকে। আপনার প্রজেক্ট সফলভাবে শেষ হলেই কাজ কী ডট কম আপনাকে আপনার পেমেন্ট বুঝিয়ে দেবে।

কাজ কী ডট কম একটি বাংলাদেশি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হওয়ায় অনেকেরই বেশ সুবিধা হবে। বিকাশে পেমেন্ট, বাংলা ভাষায় চ্যাটিং করার সুবিধা এসব বিষয়গুলোর জন্য আমাদের দেশের ফ্রিল্যান্সারদের কাজ করতে সুবিধা হবে এবং যারা ইংরেজি ভাষায় দুর্বল ছিল এখন তাদের চিন্তার অবসান হবে।

Level 1

আমি শাহরিয়ার আহমেদ। , Khulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

পড়তে এবং নতুন কিছু লিখে শেয়ার করতে ভালোলাগে। সেই ভালো লাগাকে শেয়ার করতে পেরেছি টেকটিউন্সের মাধ্যমে। আশাকরি, আপনারা আমার পোস্ট পছন্দ করবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস