ধরে নিলাম যে, আপনি খুব ভালভাবে কাজ শিখেছেন। এখন আপনাকে যে কোন মার্কেটপ্লেসে ক্লায়েন্টের কাজে বিড করতে হবে। আপনার কভার লেটার একটু ভিন্নভাবে লেখার চেষ্টা করবেন। আপনাকে সব সময় অন্যদের থেকে ভিন্ন কিছু চিন্তা করবেন। সব সময় চিন্তা করবেন যে, আমি যে ভাবে কভার লেটার লিখছি, সেটা যদি আমি ক্লাইন্ট হতাম, তবে কি আমি এই কভার লেটার লেখার জন্য খুশি হয়ে তাকে হায়ার করতাম?। সব সময় ক্লাইন্টের জায়গা থেকে নিজেকে চিন্তা করবেন। কিভাবে একজন আপনার কাজে বিড করলে আপনি তাকে হায়ার করতেন।
যদি এই প্রশ্ন আপনার নিজের জন্য হয়, আর প্রশ্নের উত্তর যদি হ্যাঁ সূচক হ্ তবে আশা করি আপনি কাজ পাবেনই ১০০% ইনশাল্লাহ। বাংলাদেশের কোম্পানির চাকুরীরমত সব ক্লাইন্ট চায় যে, তার কাজে অভিজ্ঞরাই বিড করুক। আপনার কভার লেটারে আপনি শেখার সময় যে কাজগুলা করেছিলেন বা আপনার পরিচিত কারোর ফ্রিতে যে কাজ গুলা করে দিয়েছিলেন। সেই কাজগুলা বা পোর্টফোলিও গুলা অ্যাড করে দিবেন।
মুলত কভার লেটার লেখার কোন নিয়ম নাই, আছে কিছু টেকনিক যেমন, আপনি অনেক বড় একটা মেসেজ না দিয়ে যদি ক্লাইন্টকে অল্প কথায় বুঝাতে পারেন তবে সেটাই খুবিই ভাল হয়। বিশাল একটা মেসেজের চাইতে ক্লাইন্টকে সরাসরি কাজের কথা দিয়ে কভার লেটার লেখা শুরু করবেন। এতে ক্লাইন্ট আরও বেশি খুশি হয়। বেশি হিজিবিজি ক্লাইন্ট পছন্দ নাও করতে পারে। তবে আরও সহজ করে বলতে গেলে আপনি প্রথমে জব ডেসক্রিপশান টা ভাল করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে পড়ে বুঝবেন।
এইভাবে যদি কভার লেটার লিখতে পারেন আর আপনার প্রফাইলে যদি অন্য কোন প্রব্লেম না থাকে, তবে ১০০% আপনি কাজ পাবেনই ইনশাল্লাহ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আরও বিস্তারিত জানতে Youtube.com এ সার্চ করবেন Ruhul Academy তারপর যে ভিডিও গুলা দেখতে পারবেন সেখানের সবগুলা ভিডিও আমার। সেখান থেকে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন। .চলবে।
নোটঃ এই পোস্টটি সিনিয়ারদের জন্য নহে, এখানে সব কথা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লেখা হয়েছে। ভুলত্রুটি হলে ক্ষমা করবেন প্লিজ।
আমি W3 SOFT। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।