Freelancing বা Outsourcing করে অর্থ উপার্জনের ক্ষেত্রে কাজের ধারাকে মূলত দুইটি ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হল fiverr / upwork এর মত প্রতিষ্ঠিত কোনো সাইটে কাজ করা। এই ক্ষেত্রে কাজ গুলো হয় সাধারনত বড় আকৃতির। যেমন- Web Designing, Digital Marketing, Graphics Designing, Content Writing, Software Development ইত্যাদি। এসকল কাজ করতে অবশ্যই পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন।
কিন্তু যারা নতুন নতুন আউটসোর্সিং করতে চান, তাদের পক্ষে এসকল কাজ করা অনেক সমস্যাপূর্ণ হয়ে পরে। তার মানে এই নয় যে তারা কোনো কাজ করতে পারবে না। তাদের কাজ করার ভিন্ন উপায় রয়েছে। তারা চাইলেই PTC Site সমূহে কাজ করতে পারে। সেক্ষেত্রে তাদের তেমন কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় না।
অনেকের ধারনা PTC সাইট থেকে ইনকাম সম্ভব না। এটা মূলত ভুল ধারনা। PTC থেকেও ইনকাম সম্ভব। তবে সেইক্ষেত্রে উপার্জিত অর্থের পরিমান হয় ফাইবার/আপওয়ার্কের তুলনায় কম।
আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব SocialAddWorld এর সাথে। এই সাইটটি মূলত Ad দেখার মাধ্যমে টাকা উপার্জনের একটি সুবর্ণ সুযোগ। এবং শতভাগ ট্রাস্টেড একটি সাইট!
আপনার পরিচিত সকলকে এই সাইটে রেফার করুন। রেফারের মাধ্যমেও বেশ ভালো ইনকাম করতে পারবেন।
এবার বিভিন্ন মিডিয়ায় এই লিংক শেয়ারের মাধ্যমে আপনি বেশ ভালো পরিমান অর্থ উপার্জন করে নিতে পারবেন। আপনার এই লিংক এ ক্লিক করে যদি কেউ এই সাইটে কাজ করে তবে আপনি সাইট থেকে একটি বোনাস পাবেন। এটা অনেকটা CPA marketing এর মত।
এভাবে এড ভিউ ও রেফার দুইটিই একসাথে করলে আপনি বেশ ভালো পরিমান ইনকাম করে নিতে পারবেন.
আর এই সাইটটি PTC Site হলেও রেগুলার পেমেন্ট করে থাকে।
তাই যারা নতুন নতুন ফ্রিল্যান্সিং করতে চান, তাদের জন্য এটা বেশ ভালো সাইট। দৈনিক মাত্র ৫মিনিটের কাজের বিনিময়ে আপনি বেশ ভালো পরিমানের অর্থ উপার্জন করতে পারেন, যা হতে পারে আপনার আয়ের একটি ভালো উৎস!
ধন্যবাদ সকলকে.
সাথেই থাকুন.
আমি আসিফ মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।