হ্যাঁ আপনি যেহেতু সকল বিষয় জেনে শুনে বুঝে ফ্রিলান্সিং পেশায় আসতেছেন। সুতারাং আপনার কিছু পোর্টফলিও দরকার হবে।
সহজ ভাষায় বলতে হলে পোর্টফলিও হচ্ছে, আপানার পূর্বের কাজের স্যাম্পল অর্থাৎ আপনি পূর্বে যে ক্লাইন্টের কাজ করেছেন বা পূর্বে যে কারর কাজ করেছেন বা নিজে নিজে প্রাকটিস করার সময় যে কাজগুলা করেছেন তার একটা পরিমার্জিত রুপ বা স্টোর।
যেহেতু ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন সুতারাং আপনাকে ক্লাইন্টের কোন কাজে বিড করার আগে বা কাজে এপ্লিকেশন কররার সময় একটি কভার লেটার লিখতে হয়। আরও সহজ ভাষায় বলা যায়, কাজটা পাওয়ার জন্য দরখাস্ত লিখতে হয়ে এবং এই কভার লেটারে প্রায় সময়ই দেখা যায় যে, ক্লাইন্ট আপনাকে পূর্ব অভিজ্ঞতা সম্পর্কে লিখতে বলছে। এখন যদি পূর্বে কোন কাজের অভিজ্ঞতা না থাকে। তাহলে ঐ অভিজ্ঞতার জায়গায় কিছু লিখতে পারবেন না। আরও সহজ ভাষায় বলতে, আপনার ক্লাইন্ট বা ক্লাইন্টের হায়ারিং ম্যানেজার জিজ্ঞাসা করল যে আপনি আমার এই কাজের মত, কোন কাজ কি, আগে কোন দিন কোন ক্লাইন্টের জন্য করেছেন? যদি করে থাকেন তবে সেই সকল কাজের লিংক বা কাজের পোর্টফলিও বা স্যাম্পল দেন। এখন যদি আপনি কারোর কাজ করে থাকেন তবে সেই কাজের লিংক দিতে পারবেন আর যদি না করে থাকেন তবে তখন আপনি পূর্ব কাজের উদাহরন দিতে পারবেন না।
আরও সহজ ভাষায় বলতে চাইলে, যখন আপনি কোন ক্লাইন্টের কাজে বিড বা এপ্লিকেশন করতে চাচ্ছেন, তখন তার জব ডেসক্রিপশন পড়ে দেখলেন যে, ক্লাইন্ট বলেছে, যে আপনার পূর্বের করা কোন কাজের পোর্টফলিও দেন বা স্যাম্পল দেন, এটা বাংলাদেশের চাকুরীর ক্ষেত্রে এক্সপেরিয়েন্স চাওয়ার মত, আপনার এক্সপেরিয়েন্স চাইবে, সেক্ষেত্রে আপনি আপনার পোর্টফলিও বা স্যাম্পল যদি প্রভাইড করতে না পারেন তবে আপনার কাজটা পাওয়ার সম্ভাবনা অনেক অংশে কমে যাবে।
আপনি যেহেতু ফ্রিল্যান্সিং করতে চান সেজন্য আপনাকে অন্যের জন্য কিছু কাজ ফ্রী করে দিতে হবে। তার ফলে আপনার পোর্টফলিও বা স্যাম্পল স্ট্রং হবে। মার্কেটপ্লেসে আপনার কাজ পেতে সুবিধা হবে। কারন ফ্রিলান্সিং মার্কেটপ্লেসটাতে এখন খুবিই প্রতিযোগিতা হয়। সুতারাং এখানে আপনার পোর্টফলিও বা স্যাম্পল খুবিই জরুরী।
আপনি চাচ্ছেন যে, আপনি আপনার নিজের কাজ করবেন, কেন আপনি ফ্রিতে অন্যের কাজ করবেন, তাইত?
নিজের কাজ করার চাইতে অন্যের কাজ বা আপনার পরিচিত কারোর কাজ করাটা খুবিই ভাল কারন, আপনি যখন অন্যের কাজ করবেন তখন সেই ব্যক্তি আপনাকে ক্লাইন্টের মত করে ইন্সট্রকাশন দিবে। তারমত করে আপনাকে কাজ করতে হবে। সে কি চায় সেটা বুঝে কাজ করতে হবে। এতে আপনার অভিজ্ঞতা অনেক গুনে বেড়ে যাবে। এককথায় অন্যের মনের মত কাজ করাটা আপনার প্রাক্টিস হয়ে যাবে। এবং আপনি যখন ক্লাইন্টের কাজে বিড করবেন তখন আপনি এইকাজগুলাকে স্যাম্পল হিসাবে দিতে পারবেন। এতে আপনার কাজ পাওয়াটা খুবিই সহজ হয়ে যাবে। ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট বা কোন আইটি রিলেটেড কাজের জন্য আমার ফ্রি টিউটোরিয়াল চ্যানেল থেকে ঘুরে আশাকরি আপনাদের উপকারে আসবে।
……………চলবে
নোটঃ " এই পোস্টটি সিনিয়ারদের জন্য নহে, এখানে সকল সংগা আমার ব্যক্তিগত, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন প্লিজ"
আমি W3 SOFT। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।