টেকটিউন এর অনেক ইউজার ফ্রীলান্সিং করার জন্য আগ্রহী । কিন্তু সঠিক দিক নির্দেশনা না পাবার কারনে অনেকেই অ্যাকাউন্ট খুলতেই পারেন নি । অনেকে অ্যাকাউন্ট খুলে ফেলে রেখেছেন কিন্তু কাজ কিভাবে পাওয়া যায় তা না জানারা কারনে কিছুই করতে পারেন নি ।
টেক টিউন এ দেখলাম অনেক সফল ফ্রীলান্সার কিভাবে কি করতে হবে এই বিষয়ে অনেক টিউন করেছেন । কিন্তু তারপরও অনেক টুকি টাকি বিষয়ে ফাক থেকে যায় । ফ্রীলান্সার রা ব্যস্ত মানুষ সবার প্রশ্নের উত্তর ও সব সময় ঠিক মত দিতে পারেন না । সব কিছু মিলিয়ে পেয়েও পেলাম না এই রকম অবস্থা ।
তবে সবার জন্য একটা সুখবর আছে । সামনেই আসছে Freelancer Meetup 2011 । Freelancer.com এর 1 million project পুরন হবার উপলক্ষে সারা পৃথিবীর বিভিন্ন স্থান এ ফ্রীলান্সার রা পার্টি করছেন । বাংলাদেশ এর তরুন কিছু সফল ফ্রীলান্সার এগিয়ে এসেছেন সবাই কে তাদের কাজ সম্পর্কে বলার জন্য । এর মধ্যে আছেন আমাদের ঘুম চোর ভাই ( Mashiur Rahman ) , ডিজাইনার Justlogoz ( Nirjhor Srabon ) , আমাদের টিউনার Priamcse ( Priam Talukdar ) , Coder Rasel ( Mahbub Alom ) , Hillol gupta, Anwar hossain এবং Stamford University এর লেকচারার সহ আর অনেকেই । আসছে ২৭ শে মার্চ ১১ টা থেকে শুরু হবে অনুষ্ঠান টি । স্থান Stamford University এর সিদ্ধেশ্বরী শাখা এর অডিটোরিয়াম এ ।
আয়োজক রা তো অনেক কিছুই করতে চাচ্ছেন ।
ফ্রী ইন্টারনেট ব্যবহার এর সুবিধা ।
ফ্রীলান্সার এ অ্যাকাউন্ট খুলতে পূর্ণ সহায়তা ।
ফ্রীলান্সার এ কাজ করার উপর বিস্তারিত আলোচনা এবং প্রশ্ন উত্তর পর্ব ।
সফটওয়্যার , ভিডিও টিউতরিয়াল , গেমস , মুভি , গান এর বিশাল কালেকশন সবার জন্য ।
ফ্রীলান্সার টি শার্ট এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকতে পারে । ( রেজিস্টারড ইউজার দের জন্য । রেজিস্ট্রেশান করুন এখানে )
DJ party আর Concert তো থাকছেই ।
আর কি কি থাকবে তা আমার জানা নেই । তবে বেশ কিছু চমক থাকার কথা ।
Freelancing, Web Designing, Graphics Designing , Link Building , Data Entry এর Complete guideline দেয়া হবে ।
এই অনুষ্ঠান এ যে কেউ অংশগ্রহন করতে পারেন । এবং যোগদান সম্পূর্ণ ফ্রী ।
আপনাকে যা করতে হবে তা হল http://www.meetup.com/freelancer1millionprojectparty/Dhaka-BD/80120/ এই ঠিকানা যেয়ে Count On Me বাটন এ ক্লিক করে জানিয়ে দিন যে আপনি আসছেন ।লগিন করার জন্য ফেসবুক লগিন বাটন তা ব্যবহার করাটাই সহজ হবে।
আয়োজক রা এর জন্য ফেসবুক এ একটা পেজ ও ওপেন করেছেন ।
ঠিকানা হল http://www.facebook.com/pages/Freelancercom-1-Million-Project-Party/196726430359294
বাকিটা আপনারা একটু খোজ খবর করে জেনে নিবেন । Nirjhor Srabon ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন ।
অনুষ্ঠান এ যেহেতু টিকিট কাটতে হচ্ছে না তাহলে যেতে কোন সমস্যা হবার কথা না । একি সাথে এত গুলো ফ্রীলান্সার এর সাথে দেখা সাক্ষাত হওয়াও তো ভাগ্যের ব্যাপার । অনুষ্ঠান টা কে স্পন্সর করছে টা এখনও জানা যায় নি । তবে শুনেছি বাংলাদেশ এর সবচেয়ে বড় freelancing farm নাকি ।
চলে আসুন এই অনুষ্ঠান এ , জেনে নিন ফ্রীলান্সিং সংক্রান্ত সব না জানা কথা ।
ওহ তবে আসার আগে জানাতে ভুলবেন না যে আপনি আসছেন । http://www.meetup.com/freelancer1millionprojectparty/Dhaka-BD/80120/
আমিও কিন্তু ছোট খাটো একটা দায়িত্তে আছে । আশা করি আপনাদের অনেকের সাথেই দেখা হবে ।
আমি FTAD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আল্লাহ চাহে তো Inshallah আসবো।
ধন্যবাদ।