freelancing জগতের হাতছানি । Freelancer Meet Up ২০১১ । না আসলে মিস করবেন । সবার জন্য উন্মুক্ত ।

Freelancer Meetup 2011

টেকটিউন এর অনেক ইউজার ফ্রীলান্সিং করার জন্য আগ্রহী । কিন্তু সঠিক দিক নির্দেশনা না পাবার কারনে অনেকেই অ্যাকাউন্ট খুলতেই পারেন নি । অনেকে অ্যাকাউন্ট খুলে ফেলে রেখেছেন কিন্তু কাজ কিভাবে পাওয়া যায় তা না জানারা কারনে কিছুই করতে পারেন নি ।

টেক টিউন এ দেখলাম অনেক সফল ফ্রীলান্সার কিভাবে কি করতে হবে এই বিষয়ে অনেক টিউন করেছেন । কিন্তু তারপরও অনেক টুকি টাকি বিষয়ে ফাক থেকে যায় । ফ্রীলান্সার রা ব্যস্ত মানুষ সবার প্রশ্নের উত্তর ও সব সময় ঠিক মত দিতে পারেন না । সব কিছু মিলিয়ে পেয়েও পেলাম না এই রকম অবস্থা ।

তবে সবার জন্য একটা  সুখবর আছে । সামনেই আসছে Freelancer Meetup 2011 । Freelancer.com এর 1 million project পুরন হবার উপলক্ষে সারা পৃথিবীর বিভিন্ন স্থান এ ফ্রীলান্সার রা পার্টি করছেন । বাংলাদেশ এর তরুন কিছু সফল ফ্রীলান্সার এগিয়ে এসেছেন সবাই কে তাদের কাজ সম্পর্কে বলার জন্য । এর মধ্যে আছেন আমাদের ঘুম চোর ভাই ( Mashiur Rahman ) , ডিজাইনার Justlogoz ( Nirjhor Srabon ) , আমাদের টিউনার Priamcse ( Priam Talukdar ) , Coder Rasel ( Mahbub Alom ) , Hillol gupta, Anwar hossain এবং Stamford University এর লেকচারার সহ আর অনেকেই । আসছে ২৭ শে মার্চ ১১ টা থেকে শুরু হবে অনুষ্ঠান টি । স্থান Stamford University এর সিদ্ধেশ্বরী শাখা এর অডিটোরিয়াম এ ।

আয়োজক রা তো অনেক কিছুই করতে চাচ্ছেন ।

ফ্রী ইন্টারনেট ব্যবহার এর সুবিধা ।

ফ্রীলান্সার এ অ্যাকাউন্ট খুলতে পূর্ণ সহায়তা ।

ফ্রীলান্সার এ কাজ করার উপর বিস্তারিত আলোচনা এবং প্রশ্ন উত্তর পর্ব ।

সফটওয়্যার , ভিডিও টিউতরিয়াল , গেমস , মুভি , গান এর বিশাল কালেকশন সবার জন্য ।

ফ্রীলান্সার টি শার্ট এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকতে পারে । ( রেজিস্টারড ইউজার দের জন্য । রেজিস্ট্রেশান করুন এখানে )

DJ party আর Concert তো থাকছেই ।

আর কি কি থাকবে তা আমার জানা নেই । তবে বেশ কিছু চমক থাকার কথা ।

Freelancing, Web Designing, Graphics Designing , Link Building , Data Entry এর Complete guideline দেয়া হবে ।

এই অনুষ্ঠান এ যে কেউ অংশগ্রহন করতে পারেন । এবং যোগদান সম্পূর্ণ ফ্রী ।

আপনাকে যা করতে হবে তা হল  http://www.meetup.com/freelancer1millionprojectparty/Dhaka-BD/80120/ এই ঠিকানা যেয়ে  Count On Me বাটন এ ক্লিক করে জানিয়ে দিন যে আপনি আসছেন ।লগিন করার জন্য ফেসবুক লগিন বাটন তা ব্যবহার করাটাই সহজ হবে।

আয়োজক রা এর জন্য ফেসবুক এ একটা পেজ ও ওপেন করেছেন ।

ঠিকানা হল     http://www.facebook.com/pages/Freelancercom-1-Million-Project-Party/196726430359294

বাকিটা আপনারা একটু খোজ খবর করে জেনে নিবেন । Nirjhor Srabon ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন ।

অনুষ্ঠান এ যেহেতু টিকিট কাটতে হচ্ছে না তাহলে যেতে কোন সমস্যা হবার কথা না । একি সাথে এত গুলো ফ্রীলান্সার এর সাথে দেখা সাক্ষাত হওয়াও তো ভাগ্যের ব্যাপার । অনুষ্ঠান টা কে স্পন্সর করছে টা এখনও জানা যায় নি । তবে শুনেছি বাংলাদেশ এর সবচেয়ে বড় freelancing farm  নাকি ।

চলে আসুন এই অনুষ্ঠান এ , জেনে নিন ফ্রীলান্সিং সংক্রান্ত সব না জানা কথা ।

ওহ তবে আসার আগে জানাতে ভুলবেন না যে আপনি আসছেন ।  http://www.meetup.com/freelancer1millionprojectparty/Dhaka-BD/80120/

আমিও কিন্তু ছোট খাটো একটা দায়িত্তে আছে । আশা করি আপনাদের অনেকের সাথেই দেখা হবে ।

Level 0

আমি FTAD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

আল্লাহ চাহে তো Inshallah আসবো।
ধন্যবাদ।

    Level 0

    ধন্যবাদ ভাই । আল্লাহ তো কলব দিয়া দিছে । বাকি চেষ্টা টা আপনাকে করতে হবে।

    প্রোগ্রাম বাতিল করা হইছে।আমার ধারণা এটা ইচ্ছা করেই করা হইছে। ফ্রীলাঞ্চ্যার এর পার্টি বিষয়ক পুরষ্কার লক্ষ্য করে এটা করা হতে পারে।এটা শুধুমাত্র আমার ধারনা, কিন্তু সত্য হলে তা লজ্জাজনক ব্যাপার হবে।

    Level 0

    dhonnobad apnake

Level 0

আমার দায়িত্ত হচ্ছে এই সংবাদ টি বাংলাদেশ এর বিভিন্ন ওয়েব সাইট এ প্রচার করা যাতে সবাই জানতে পারে । আর কোন কোন ওয়েবসাইট এ লিখব কেউ একটু বলবেন কি ?

ধন্যবাদ। আসছি….

প্রজন্ম, রংমহল ফোরামে, সামহয়ার ইন ব্লগ, সচলায়তন এসবে পোষ্ট করুন।

    Level 0

    projonmo ar rongmohol e korechi .,, kintu somewhere and socholayoton e korte parchi na… apnake onek dhonnobad

ইনশাল্লাহ আসছি ।

সময়টা পরিষ্কার করেন 11 am নাকি 11pm হোম পেজে লেখা 11 pm। আর আমার ব্লগে এটা শেয়ার করছি।ধন্যবাদ।

    Level 0

    11 AM BST
    not 11 PM
    eto raate parti hoi na

এই ধরনের প্রতারনা আপনারা না করলে পারতেন……… সকালে গিয়ে দেখি প্রোগ্রাম এর কোন খবর Stamford University এর কেউ জানেনা।
আমার ধারণা এটা ইচ্ছা করেই করা হইছে।
লজ্জাজনক ব্যাপার ।
মানুষের সময়ের দাম আছে।

সবাইকে এই ব্যপারে সতর্ক করছি।

Level 0

Dear bro ,
Today (27/03/2011) I with some of people went to the venue of the program but did not find any program as U told here.
Then we asked to the security guards and the registrar office and also some students of CSE of the university.
But they informed us that they know nothing about this . Also we did not any organizer of that meet up to the venue at time. We stayed there till 12 PM and the auditorium was fully closed . and no meet up program was held there.

Now I want to know everybody that what type cheating it is ? do the meet up organizers any right to spoil our valuable time and money. Do they have any civic sense or not ?

If anybody want to know details about this new trend of freelancer cheating then call me @ 016 77 07 8809 ( Newboy ) from 9 Am to 9 PM
Thanks..

    Level 0

    Hello Bro

    this cancelled news we was published in Blogs and the meetup page

    apnara mail korlen na keno 🙁

    we are really sorry

    but amra vebechilam digital party ta apnara confirm na hoye ashben na

    Really Sorry

    let me know if I can help you anyway

    I will loved to do this

    Many Thanks