কেমন আছেন আপনারা? আজকে আমার ফ্রিলেন্সিং এর উপর শেষ টিউন। আজকে শুধু বকবক করব 😀
১ম অবস্থায় Link Building এর কাজ করতে অনেক খারাপ লাগবে এবং অনেক কষ্ট হবে। যারা ধৈয্য সহকারে এ কাজ করে যেতে পারবে শুধু তাদেরই সফলতা আসবে। যদিও কথাটি সব কাজ এর ক্ষেত্রে প্রযোজ্য।
Link Building এর ভেতর অনেক ধরনের কাজ আছে। আমি মাত্র ৩টি কাজ দেখিয়েছি। এই ৩টি কাজ এ কেউ যদি সফল হয়, তবে আমি মনে করি বাকি কাজ গুলো আপনারা নিজেরাই আস্তে আস্তে যেনে যাবেন।
যারা নতুন তাদের জন্য আমার পরার্মশ থাকবে, আপনারা ১ম এ Bayer এর কাছ থেকে কাজ না নিয়ে ১-২ মাস নিজে নিজে এই Link Building এর কাজ গুলো করুন। কারন আপনাদের প্রতিটি কাজ এর শেষে Bayer Review দিয়ে থাকে। Bayer যদি Review তে ভাল Comments করে, তবে আপনি যখন অন্য Bayer এর কাজ এ Bid করবেন তখন ঐ Review এর জন্য নতুন Bayer আপনাকে কাজ দিতে আগ্রহ প্রকাশ করবে। আর যদি আপনি Bayer এর কাজ ঠিক মত না করে দিন, তাহলে Bayer আপনার নামে Report করে দিবে। তখন অন্য Bayer আর আপনাকে কাজ দিবে না। তো Bayer এর কাজ সঠিক ভাবে করে সঠিক সময়ে দিয়ে দিবেন। তাহলে Bayer এর ভাল Review পাবেন। এমন ও হতে পারে এই একটি Bayer এর সাথে আপনি অনেক দিন কাজ করতে পারবেন। আর এই একটি Bayer দিয়ে আপনি এত টাকা ইনকাম করবেন যা আপনি কোন দিন ভাবেননি ,) ।
তো আমি আবার ও বলছি ১-২ মাস Forum Posting, Blog Comments, Profile Create এই কাজ গুলো নিজে নিজে করতে থাকুন। যখন আপনারা কোন কাজ Bid করবেন, তখন একটি Excel Sheet আপনাদের কিছু কাজ Sample হিসেবে দিয়ে দিবেন। আপনারা যে সাইট এর লিঙ্ক দিবেন সে সাইট গুলো যেন High PR + Dofollow সাইট হয়। এর সাথে আপনি যে Comments করবেন তা যেন সুন্দর হয়। Comments এর যেন কোন Meaning থাকে। আশা করি এভাবে Bid করলে কাজ পেয়ে যাবেন।
এছাড়া আপনারা যদি বিভিন্ন Group হয়ে কাজ করতে পারেন তাহলে আরও ভাল হয়। কারন একা কাজ করার থেকে Group হয়ে কাজ করলে অনেক কাজ করা যায় এবং বেশী পরিমান টাকা ইনকাম করা যায়।
আমি জানি Techtunes এমন অনেক এ আছেন যারা Link Building এর কাজ খুব ভাল জানেন। তাদের বলব আমার টিউন এর ভূল গুলো ঠিক করে দিবেন। এবং হয়ত এমন অনেক বিষয় আছে যা আমি লিখি নাই, সেই বিষয় গুলো আপনারা তুলে ধরবেন।
এবার অন্য একটি বিষয়ে কথা বলি। আমাকে অনেকে মেইল করেছেন। তবে বেশী ভাগ যারা আমাকে মেইল করেছে, তারা আমার কাছ থেকে Link Building এর কাজ চেয়েছে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমি টিউন করছি যেন আপনারা ফ্রিলেন্সিং সাইট থেকে কাজ নিয়ে কাজ করতে পারেন। আমি কাউকে কাজ দেইনা। দয়া করে কেউ আমাকে ভূল বুজবেন না। আমি চাই আপনারা সরাসরি ফ্রিলেন্সিং সাইট থেকে কাজ নিয়ে কাজ করুন।
তো ফ্রিলেন্সিং এর টিউন থেকে আপাতত আমি বিদায় নিচ্ছি। তবে সব সময় আপনাদের পাশে আছি। ভাল থাকবেন সবাই।
আমি BURN HEART। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার সাথে যোগাযোগ করতে চাইলে - Facebook - http://www.facebook.com/burn.h34rt Yahoo - [email protected] Skype - juk.russell
আশা করি আপনি আবারও ফিরে আসবেন ফ্রিল্যান্সিং টিউন নিয়ে। পাঠক্রা নিশ্চয় আপনার মনের কথা বুঝবেন, আপনার উপকারের কথা ভুলবনা।