Fintexsoft এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। Fintexsoft ট্রেনিং শেষে সরাসরি চাকরির সুযোগ করে দিচ্ছে। আপনার যদি আইটি সেক্টরে ক্যারিয়ার গড়ার কোনো ইচ্ছা থাকে তাহলে এই সুযোগ টি আপনার জন্য।
আপনি Fintexsoft এর আন্ডারে ৩ মাসের ট্রেনিং শেষে আমাদের সহযোগী আইটি ফার্ম গুলাতে সরাসরি জবের সুযোগ পাবেন। এছাড়াও আপনি বাইরের যেকোনো প্রতিষ্ঠানে জব করতে পারবেন। আপনি যেসব বিষয়ের উপরে ট্রেনিং নিতে পারবেন তা হলোঃ
১। ওয়েব ডিজাইন
২। ওয়েব ডেভেলপমেন্ট
৩। গ্রাফিক্স ডিজাইন
৪। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এস ই ও)
৫। ডেটাবেজ
৬। ডিজিটাল মার্কেটিং
৭। থ্রিডি ও অ্যানিমেশন
প্রতিটি কোর্সের জন্য আপনাকে পে করতে হবে ১৫ হাজার টাকা। তবে এপ্রিলের ২০ তারিখের মধ্যে ভর্তি হলে ৩ হাজার টাকা ছাড়ে ১২ হাজার টাকায় ভর্তি হতে পারবেন। ভর্তি হতে গেলে আপনার যে রিকয়ারমেন্ট দরকারঃ
# খুব ভালো ইংলিশ জানার দরকার নেই, বুঝতে পারার মত মোটামুটি জানলেই হবে।
# এডুকেশনাল যেকোনো ব্যাকগ্রাউন্ড হলেও চলবে।
# অলস হলে চলে না, একটু পরিশ্রমী হতে হবে।
# কোনো ক্লাস মিস দেয়া যাবে না।
এই কোর্স গুলা মুলত ৩ মাসের। কিন্তু আপনি যদি তার আগেই ভালো ভাবে শিখতে পারেন তাহলে আপনাকে আগেই জবের ব্যবস্থা করে দেয়া হবে। আর আপনার যদি শিখতে বেশি টাইম লাগে তাহলে আপনাকে স্পেশাল ট্রেনার দিয়ে প্রয়োজনে আরো বেশি ক্লাস নেয়া হবে।
কোর্স শেষে আপনি Dhaka Solution, Unitech BD Software Limited, Fintexsoft Limited, Uttara InfoTech, ElanceIT এর মত স্বনামধন্য আইটি ফার্ম গুলাতে সরাসরি জবের সুযোগ পাবেন। আপনি চাইলে ফ্রিল্যান্স জব ও করতে পারেন।
কোর্স করতে যোগাযোগের ঠিকানাঃ
Fintexsoft Limited
Mobile: 01789220321
BNS Center, Sector 7, Uttara, Dhaka-1230
সার্বিক সহযোগিতায়ঃ
Dhaka Solution & UIT
বিঃ দ্রঃ বাংলাদেশের ছোট বড় সব আইটি ও সফটওয়ার প্রতিষ্ঠান গুলাতে প্রচুর জনশক্তি দরকার। তাই সুযোগ এখন আপনার।
আমি ডেল নর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
দারুন কিন্ত এটা অনলাইনে করা গেলে ভাল হত।