সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনের টিউন। এখানে আলোচনার প্রধান বিষয় বস্তু হচ্ছে শুধুমাত্র একটি Cyrpto Mining সাইট ওপেন করে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে Bitcoin, Litecoin, Dogecoin সহ আরো অনেক কিছুই আর্ণ করতে পারবেন। বিষয়টি একটু ক্লিয়ারলি বলি, গত পর্বে একটি টিউনে আপনাদেরকে মাইনিংসাইটের পরিচয় করিয়ে ছিলাম। সেখানের কাজ ছিল ব্রাউজার ওপেন রেখে শুধুমাত্র ক্যাপচা পূরন।
অনেকেই হয়ত ভাবছেন আজকেরটাও বুঝি একই কাজ। না ভাই! আজকেরটা সম্পূর্ণ ব্যতিক্রম। কাজের কথা শুনলে আপনাদের অনেকের চক্ষু কপালে উঠে যাবে। এখানে শুধুমাত্র একাউন্ট ওপেন করবেন, আর সারা জীবনেও কোন কাজ করা লাগবেনা! অর্থাৎ এই সাইট এমন একটি মাইনিং পদ্ধতি আছে যেখানে প্রতিদিনই স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন Cyrpto Coin আপনার একাউন্টে যোগ হবে এবং নিদিষ্ট এমাউন্ট হলেই আপনার বিভিন্ন একাউন্ট যেমন Bitcoin, Litecoin, Dogecoin ওয়ালেটে করতে পারবেন।
হয়ত আমার এই কথাতে আপনাদের বিশ্বাস হচ্ছে না। প্রথমদিকে আমারও বিশ্বাস হয়নি। কিন্তু ২/৩ বার পেমেন্ট পাবার পর বিশ্বাস হল। সুতরাং এই বিষয়টি আপনাদের জানানোর জন্যই লিখতে বসেছি। এখন কিভাবে কাজ করবেন সেই বিষয়ে নিম্নরুপ ব্যাখ্যা করব।
অন্য মেইলটি Cheeck করলে আপনি দেখতে পাবেন Freely আপনি কত Ammount পেয়েছেন এবং প্রতিদিন কত % পাবেন।
লক্ষ করুন আপনার Dashboard প্রবেশ করলে নিম্নরুপ চিত্র দেখতে পাবেন। সেখানে বাম পাশের উইন্ডোতে আপনার একাউন্টে কত ব্যালান্স জমা হচ্ছে তা জানতে পারবেন। এটা মূলত স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে।
এখানে আপনার প্রোফাইলের যাবতীয় সেটিং মডিফাই কিংবা পরিবর্তন করতে পারবেন।
এই অংশে ক্লিক করে আপনার Reffer কোড পাবেন এবং বিভিন্ন জায়গাতে শেয়ার করতে পারবেন।
প্রথমেই বলেছি। এই সাইটে সাইনআপ করার পর কোন রকম কাজ নাই, যা হবে নিজে থেকেই স্বয়ংক্রিয় ভাবে কাজ করবে। তবে মাঝেমধ্য একাউন্ট লগইন করতে পারেন কি পরিমান বিটিসি আপনার একাউন্টে জমা হচ্ছে। আমি এখান হতে ২ বার উইথড্র করতে পেরেছি যথারুপ একবার বিট কয়েন এবং পরেরবার বিটকয়েন ক্যাশ হিসাবে। নিম্নে আমার পেমেন্ট চিত্র-
টিউনের একদম অন্তিম পর্যায়ে। উপরের আলোচনা হতে বিষয়গুলো বুঝতে পেরেছেন বলে মনে করি। যেহেতু এই সাইটে কোন ইনভেস্ট কিংবা ক্যাপচামূলক কোন প্রকার কাজের ঝামেলা নাই। সুতরাং সবাই একাউন্ট ওপেন করে রাখতে পারেন। সেখানে বিনাশ্রমে যদি বিট কয়েন সহ অন্যান্য কারেন্সী আর্ন করতে থাকেন তাহলে ক্ষতি কি? তাছাড়া বর্তমানে বিট কয়েন সহ অন্যান্য কারেন্সীর রেট যে হারে বৃদ্ধি পাচ্ছে সেখানে এই অফারগুলো লোভনীয় হয়ে উঠছে। পরিশেষে সবাইকে আবারো শুভেচ্ছা, সবাই ভাল থাকবেন। - আল্লাহ্ হাফেয-
আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...
আমার কিছু বিটকয়েন .0018 ছিল ব্লকচেইন এ মোটামুটি আছে যা প্রায় $20 এর মতো । কিন্তু আমি কিছুদিন ধরে ওয়ালেট চেক করে দেখছি বিটকয়েন ঠিক ই আছে কিন্তু
$ কমতেসে । এর কারণ কি ? আমি যদি আমার ওয়ালেটে বিটকয়েন রাখি তাহলে ডলার ভেলু কি বারতে পারে ? নাকি আমার ওয়িথড্র করে ফেলা উচিত ?
আশাকরি উত্তর দিবেন ।