কেমন আছেন আপনারা? আশা করছি ভালই আছেন। প্রথমে ক্ষমা চাই অনেক দিন পর টিউন করার জন্য। বিভিন্ন কাজ এর চাপ এ এতদিন টিউন করতে পারিনি।
আজকের আলোচনার বিষয় হচ্ছে Forum, Blog, Profile Registration System এবং কিভাবে Post বা Comments করতে হবে। প্রথমে Forum নিয়ে কিছু বলি। Forum এ কিভাবে Registration আশা করি তা সবাই জানেন। তারপরও কিছু Registration পেইজ এর স্ত্রীনসর্ট দিয়ে দিলাম।
প্রথমে Forum Registration করতে হবে। এরপর Bayer প্রদত্ত Signature টি Forum এর Profile এর Signature এর ঘরে বসাতে হবে। একটি কথা মনে রাখতে হবে Forum Posting এর ক্ষেত্রে আমরা BB Code Use করব। অনেক Forum এ Profile থাকবে না, এর বদলে থাকবে UCP বা User Control Panel। তো সেই User Control Panel এ Signature বসানোর Option পেয়ে যাবেন।
৯০% Forum এ Signature বসানোর Option থাকবে, ১০% Forum এ Signature বসানোর Option থাকবে না। সে ক্ষেত্রে যখন Post করবেন, Post এর নিচে BB Code টি বাসাতে হবে (যদি Bayer বলে দেয়) । তবে এই ধরণের Post Ban হওয়ার Change বেশী থাকে। আর Post করার সময় Post Reply use করার চেষ্টা করবেন। Post করার পর এই Forum Site এর Link গুলো একটি Excel Sheet এ Copy করে রাখতে হবে।
এবার আসি Blog Comments এ। কিছু কিছু Blog site আছে Registration করতে হয়, আর বেশী ভাগ Blog site Registration করার দরকার হয় না। Blog Comments এর ক্ষেত্রে আমরা HTML Code Use করব।
যদি Comments Box টি এমন হয় তাহলে Comments লিখার পর এর নিচে HTML Code টি বসাতে হবে।
আর যদি Comments Box টি এমন হয় তাহলে Name এর ঘরে Bayer এর Keyword টি বসাতে হবে। E-mail এর ঘরে E-mail এবং URL/Website এর ঘরে Bayer এর Website Link বসাতে হবে। তারপর Comment করতে হবে। এক্ষেত্রে Comments এর নিচে HTML Code বসাতে হবে না। Post করার পর এই Blog Site এর Link গুলো একটি Excel Sheet এ Copy করে রাখতে হবে।
এবার আসি Profile Create এ। Profile Create কাজটি খুব সহজ। আমরা যখন একটি Website এ Registration করি, এর সাথে সেই Website আমাদের একটি Profile Create হয়ে যায়। তো আমাদের কাজ হবে Profile এ Bayer এর Signature টি Public View করানো। সাধারন Website গুলোতে আমার Profile এর About Us বা Bio তে Bayer এর HTML Code টি বসাবো। আর যদি Website টি Forum Site হয় তাহলে Signature Option এ বসালে Public View হয়ে যাবে। সে ক্ষেত্রে BB Code Use করব। কিছু কিছু Forum Site এ About Us বা Bio তে Signature বসাতে হয়, তখন আমরা HTML Code Use করব। তবে খেয়াল রাখতে হবে Bayer এর Signature টি যেন Public View হয়। এরপর সাইট এর লিঙ্ক গুলো একটি Excel Sheet এ Copy করে রাখতে হবে।
এবার জানতে হবে Bayer কে কিভাবে File Send করব। প্রথমে আমি বলেছি Post Link গুলো একটি Excel Sheet এ Copy করে রাখার কথা। সেই Excel Sheet টি আমরা Bayer কে Mail করে দিব। Excel Sheet টি যেভাবে সাজাতে হবে
আজকে এই পযর্ন্ত। এখন আপনারা যদি Link Building এর কাজ করতে চান তো আমি বলব আপনারা Search দিয়ে কিছু Forum, Blog Site বের করুন এবং Practice করতে থাকুন। আমি প্রথমে বলেছি Link Building এর কাজ করতে প্রথম অবস্থায় অনেক খারাপ লাগবে। ১-২ মাস এর মধ্যে ঠিক হয়ে যাবে। আর এটা তো সবাই জানি কষ্ট না করলে সাফল্য আসে না।
এর পরর্বতী যে টিউন করব তা হবে আমার Link Building শেষ টিউন। ভাল থাকবেন।
আমি BURN HEART। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার সাথে যোগাযোগ করতে চাইলে - Facebook - http://www.facebook.com/burn.h34rt Yahoo - [email protected] Skype - juk.russell
খুব ভাল লাগল ৪র্থ পর্বে আমি প্রথাম কমেন্ট করতে পারবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর এই উদ্যোগ নেয়ার জন্য।
আপনার মোবাইল নম্বর টা কি পেতে পারি, যদি সম্ভব হয় আমার মেইল এড্রেস হল [email protected]
খুব ভাল থাকুন সেদিন পর্যুন্ত যে দিনের কথা আমরা কেই জানিনা, স্রষ্টার কাছে দোয়া করি এরকাম মহত কাজের জন্য যেন তিনি আপনাকে উত্তম ফলদেন।