যদি পরিশ্রম করতে পারেন, তবে উপার্জন করুন ফেসবুকের সাহায্যে
বন্ধুরা কেমন আছেন? আশাকরি সবাই ভাল আছেন, আমিও ভাল আছি, আজ আমি দেখাবো কিভাবে ফেসবুক ও adfly সাহায্যে টাকা আয় করাযায়। ১০০% সাক্সেস হতে টিউটোরিয়ালটি পুরোপুরি ফলো করুন।
adfly কি?
এডফ্লাই বিনামুল্যের ওয়েব এড্রেস (URL) ছোট করার ব্যবস্থা। এর বিশেষ বৈশিষ্ট হচ্ছে এই সেবা ব্যবহার করলে তারা টাকা দেয়।
স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে তাদের সেবা ব্যবহার করলে তারা টাকা দেবে কেন। তাদের সেবা ব্যবহার করে নির্দিস্ট পেজে গেলে প্রতিটি পেজে তাদের বিজ্ঞাপণ দেখা যাবে। তারা টাকা দেয় মুলত সেই বিজ্ঞাপণ দেখার জন্য। সেই অর্থে এটা মুলত বিজ্ঞাপণ নেটওয়ার্ক। ইচ্ছে করলে বিজ্ঞাপণ বাদ দেয়া যায়, কাজেই ইন্টারনেট ব্রাউজ করতে খুব সমস্যা হওয়ার কথা না।
তাদের সাইটে গিয়ে সদস্য হবেন, আপনার সাইটের নাম সংক্ষিপ্ত করবেন, এরপর তাকে ব্যবহার করবেন বিভিন্ন যায়গায়। ফেসবুক, টুইটার, ইমেইল ইত্যাদিতেও ব্যবহার করতে পারেন।
টাকার পরিমান নির্ভর করে বিজ্ঞাপণের ধরনের ওপর। সাধারনভাবে প্রতি হাজার ভিজিটের জন্য সর্বচ্চ ৫ ডলার দিয়ে থাকে।
আমেরিকান বিজ্ঞাপণের দাম বেশি তাই ইনকামো বেশী হয়। আমি আপনাদের সুবিধার্থে আমেরিকা থেকে ভেরিফাই করা রেফারেল লিংক দেবো। সেখান থেকে রেযিস্ট্রেসন করলে আমেরিকার বিজ্ঞাপণ গুলো বেশি দেখানো হবে। এটাও আয় বারার একটা ট্রিক্স।
কিভাবে লিঙ্ক বানাবো?
১ প্রথমে এই লিংক থেকে রেযিস্ট্রেশন করুন
২ রেযিস্ট্রেশন ফর্ম পুরন হলে adfly থেকে কনফার্মেসন কোড আপনার ইমেইলে যাবে
কনফার্মেসন পেজে সেই কোড দিয়ে ওকে করুন। হয়েগেলো আপনার adfly একাউন্ট।
এবার adfly লগিন করুন তারপর।
.৩ বাংলাদেশি কোন জনপ্রিও নিউজ সাইটে যান যেমন prothomalo.com বা যেকোন সাইট, এখন সেখানথেকে আনকমন একটা নিউস ওপেন করুন তারপর সেই নিউসের লিংকটা কপিকরে adfly দিয়ে ওকে দিন দেখবেন লিংকটা সর্ট হয়েগেছে। এখন এই লিংকটা কপিকরে আপনার ফেসবুকে অথবা টুইটারে অথবা ব্লগে শেয়ার করুন। ব্যাস লিংকটিতে কেউ ক্লিক করলে আপনার টাকা আশা শুরু হয়ে যাবে।
টাকা কামানোর এটি একটি সেরা উপায়। কারন এটি একটি বিশ্যস্ত এড কম্পানি।
আপনি ইচ্ছা করলে একাউন্ট তইরি করার পর গুগল প্লেস্টোর থেকেও অ্যাপস নামিয়ে ইউস করতে পারেন।
একটাকথা অবস্যই মনেরাখবেন উপরে দেওয়া লিংক থেকে রেজিস্ট্রেসন করুন কারন লিংকটি থেকে অলরেডি আর্ন হচ্ছে, তাই আপনার একাউন্টটি দ্রুত একটিভ হয়ে যাবে।
আপনাদের সুভিদার জন্য নিচে এই ভিডিওটাদিলাম কিভাবে ফেসবুকে এড দিবেন কিভা ১০০% সফল হবেন ২০ এমবি ইন্টারনেট খরচের হিসাব না করে ভিডিওটা পারলে ডাউনলোড করে সংগ্রহ করে রাখুন কাজে আশাকরি।
আমি টেকনোলজি গুরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি সব সময় টেকটিউনসের সাথে থাকতে চাই।