কেমন আছেন আপনারা? আশা করছি ভালই আছেন। আনেকে মনে করতে পারে, কাজ এখনও পাইনি, কিন্তু কাজ পাওয়ার পরের কি করতে হবে আমি সেই বিষয় নিয়ে টিউন করছি। এখন ঘটনা হচ্ছে আমি এই বিষয় গুলো যদি এখন না বুঝাই তো পরে আপনাদের কাজ বুঝতে সমস্যা হবে। তাই আশা করব আপনারা আমার সাথে থাকবেন, আস্তে আস্তে সব বিষয় ক্লিয়ার হয়ে যাবে।
গত পর্বে Bayer এর Requirement নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরও কিছু বিষয় আলোচনা করবো। তবে আজকের মূল বিষয় হবে Keyword।
মনে করি আমি একটি Project এ বিড করে কাজ পেয়েছি। আমার যে Bayer তার একটি Domain & Hosting এর ওয়েবসাইট আছে এবং Bayer সেই ওয়েবসাইট এর Link Building এর কাজ করাবে। সে ক্ষেত্রে Bayer আমাকে বলতে পারে Hosting, Domain, Web Server, dedicated server এই Related Forum Posting করতে হবে। আর Hosting, Domain, Web Server, dedicated server হচ্ছে Keyword। ঠিক তেমনি ভাবে বলতে পারে Related Blog বা Profile। আর ৩টি এক সাথেও বলতে পারে।
ধরলাম Bayer আমাকে Forum Posting এর কথা বলল। সে ক্ষেত্রে আমাকে Google Search ব্যবহার করতে হবে। Bayer আমাকে Hosting, Domain এই ২টি Keyword এর কথা বলল, আমি যখন Google Search দিবো তখন আমাকে লিখতে হবে Hosting Forum অথবা Domain Forum। এই ২টি Keyword দিয়ে আলাদা ভাবে আমাকে Search দিতে হবে।
ছবিতে দেখা যাচ্ছে আমি Google Search এ Hosting Forum লিখে Search দিয়েছি। Google Search এর ১ম পেইজ এ যে কয়টা Forum সাইট পাব, সেই Forum সাইট এর লিঙ্ক গুলো আমি একটি Excel Sheet এ নাম্বার দিয়ে রাখব। এরপর ২য় পেইজ থেকে Same কাজ করব, এরপর ৩য় পেইজ এবং এভাবে চলতে থাকবে। হয়তো Bayer আমাকে বলে দিতে পারে ৫০টি Hosting Related Forum Posting করতে হবে। সে ক্ষেত্রে আমাকে ৭০-৮০ টি Forum লিঙ্ক কপি করে রাখতে হবে। কারন কিছু কিছু Forum কাজ নাও করতে পারে।
এভাবে কপি করে রাখতে হবে। অনেক সময় Keyword এর সাথে PR সাইট চাইতে পারে।
এথন আলোচনা করবো Signature নিয়ে। আমরা Techtunes এর অনেক টিউন এ দেখি বিভিন্ন দরকারী সাইট এর লিঙ্ক দেওয়া হয়, কিন্তু আমরা শুধূ কিছু Word দেখি। সেই Word এ ক্লিক করলে অন্য সাইট চলে আসে। এগুলো হচ্ছে Hypertext বা Link Building এর ক্ষেত্রে Signature।
Link Building এ সাধারনত ২ ধরনের Hypertext এর Code ব্যবহার করা হয়। ১. BB Code ২. HTML Code।
ধরি Bayer আমাকে http://www.2funhost.net/, http://www.2funhost.net/hosting.html এই লিঙ্ক এবং BD Hosting, Cheap Hosting এই ২টি Keyword দিল। সে ক্ষেত্রে আমাকে Code গুলো বানাতে হবে এভাবে।
এভাবে Code বানিয়ে Post করতে হবে। এমন হতে পারে Bayer আমাকে একাধিক লিঙ্ক এবং Keyword দিতে পারে।
আজ এই পর্যন্ত। আশা করি পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব।
ভাল থাকবেন সবাই।
আমি BURN HEART। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার সাথে যোগাযোগ করতে চাইলে - Facebook - http://www.facebook.com/burn.h34rt Yahoo - [email protected] Skype - juk.russell
Bes Valo laglo. Chaliye jan amra apnar sathe achi.