আসুন ফ্রিলেন্সিং কাজ শুরু করি [৩য় পর্ব]

কেমন আছেন আপনারা? আশা করছি ভালই আছেন। আনেকে মনে করতে পারে, কাজ এখনও পাইনি, কিন্তু কাজ পাওয়ার পরের কি করতে হবে আমি সেই বিষয় নিয়ে টিউন করছি। এখন ঘটনা হচ্ছে আমি এই বিষয় গুলো যদি এখন না বুঝাই তো পরে আপনাদের কাজ বুঝতে সমস্যা হবে। তাই আশা করব আপনারা আমার সাথে থাকবেন, আস্তে আস্তে সব বিষয় ক্লিয়ার হয়ে যাবে।

গত পর্বে Bayer এর Requirement নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরও কিছু বিষয় আলোচনা করবো। তবে আজকের মূল বিষয় হবে Keyword।

মনে করি আমি একটি Project এ বিড করে কাজ পেয়েছি। আমার যে Bayer তার একটি Domain & Hosting এর ওয়েবসাইট আছে এবং Bayer সেই ওয়েবসাইট এর Link Building এর কাজ করাবে। সে ক্ষেত্রে Bayer আমাকে বলতে পারে Hosting, Domain, Web Server, dedicated server এই Related Forum Posting করতে হবে। আর Hosting, Domain, Web Server, dedicated server হচ্ছে Keyword। ঠিক তেমনি ভাবে বলতে পারে Related Blog বা Profile। আর ৩টি এক সাথেও বলতে পারে।

ধরলাম Bayer আমাকে Forum Posting এর কথা বলল। সে ক্ষেত্রে আমাকে Google Search ব্যবহার করতে হবে। Bayer আমাকে Hosting, Domain এই ২টি Keyword এর কথা বলল, আমি যখন Google Search দিবো তখন আমাকে লিখতে হবে Hosting Forum অথবা Domain Forum। এই ২টি Keyword দিয়ে আলাদা ভাবে আমাকে Search দিতে হবে।

ছবিতে দেখা যাচ্ছে আমি Google Search এ Hosting Forum লিখে Search দিয়েছি। Google Search এর ১ম পেইজ এ যে কয়টা Forum সাইট পাব, সেই Forum সাইট এর লিঙ্ক গুলো আমি একটি Excel Sheet এ নাম্বার দিয়ে  রাখব। এরপর ২য় পেইজ থেকে Same কাজ করব, এরপর ৩য় পেইজ এবং এভাবে চলতে থাকবে। হয়তো Bayer আমাকে বলে দিতে পারে ৫০টি Hosting Related Forum Posting করতে হবে। সে ক্ষেত্রে আমাকে ৭০-৮০ টি Forum লিঙ্ক কপি করে রাখতে হবে। কারন কিছু কিছু Forum কাজ নাও করতে পারে।

এভাবে কপি করে রাখতে হবে। অনেক সময় Keyword এর সাথে PR সাইট চাইতে পারে।

এথন আলোচনা করবো Signature নিয়ে। আমরা Techtunes এর অনেক টিউন এ দেখি বিভিন্ন দরকারী সাইট এর লিঙ্ক দেওয়া হয়, কিন্তু আমরা শুধূ কিছু Word দেখি। সেই Word এ ক্লিক করলে অন্য সাইট চলে আসে। এগুলো হচ্ছে Hypertext বা Link Building এর ক্ষেত্রে Signature।

Link Building এ সাধারনত ২ ধরনের Hypertext এর Code ব্যবহার করা হয়। ১. BB Code ২. HTML Code।

ধরি Bayer আমাকে http://www.2funhost.net/, http://www.2funhost.net/hosting.html এই লিঙ্ক এবং BD Hosting, Cheap Hosting এই ২টি Keyword দিল। সে ক্ষেত্রে আমাকে Code গুলো বানাতে হবে এভাবে।

এভাবে Code বানিয়ে Post করতে হবে। এমন হতে পারে Bayer আমাকে একাধিক লিঙ্ক এবং Keyword দিতে পারে।

আজ এই পর্যন্ত। আশা করি পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব।

ভাল থাকবেন সবাই।

Level New

আমি BURN HEART। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার সাথে যোগাযোগ করতে চাইলে - Facebook - http://www.facebook.com/burn.h34rt Yahoo - [email protected] Skype - juk.russell


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Bes Valo laglo. Chaliye jan amra apnar sathe achi.

    Level New

    ধন্যবাদ আপনাকে।

আজকের টিউনটি অন্যদিনের টিউন থেকে ভাল হয়েছে। আশা করি আগামী টিউনগুলোতে আরো ভাল কিছু পাব। আমার মনে হয় এরকম প্রযেক্ট ভিত্তক টিউনগুলো ফ্রিলেন্সারদের কাজে আসবে। যেমন, আপনি বিষয় ভিত্তক কাজের বিবরন সহ সেই কাজ কিভাবে সম্পন্য করতে হবে তার বিবরন। কাজটি আপনি ইতিমধ্যে ভালভাবেই স্টার্ট করেছেন। আগামীতে আরো তথ্যবহুল টিউন আশা করব। আপনার টিউনের জন্য ধন্যবাদ।

    Level New

    হা হা হা ভাইয়া আমি একটি টিউন করছি, কিন্তু আমি Part Part করে লিখছি। আপনাদের যেন বুঝতে সমস্যা না হয়। আর যে কোন একটি টিউন না বুঝলে আপনি Link Building এর কাজ বুঝতে পারবেন না।
    আর ২য় কথা হচ্ছে আমি ২০০৭ থেকে Link Building এর কাজ করছি। বিগত ১ বছর ধরে আমি কাজ করি না। আমার ফার্ম এর SEO Team এই কাজ করে। আর দেশ এর বাইরে ২টি Team আছে যারা এই কাজ করে।

এই বিষয় নিয়ে টিউন করার জন্য আপনাকে ধন্যবাদ ।। :X

    Level New

    আপনাকে ধন্যবাদ

Excel Sheet এ কপি করে রাখার পর থেকে আরেকটু বিস্তারিত দিলে বুঝতে সুবিধা হত।
তারপরও আপনি খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন।
আনেক আনেক ধন্যবাদ…………………………………।
প্লিজ এরকম টিউন বন্ধ করবেন না, চালিয়ে যান।

    Level New

    এরপর কি করতে হবে তা আস্তে আস্তে জেনে যাবেন 🙂 ধন্যবাদ

Level 0

নতুন কিছু দেয়ার চেষ্টা করুন।

    Level New

    ভাইয়া Link Building এর কাজ আপনার জন্য পুরাতন হতে পারে। কিন্তু অনেক এর জন্য নতুন 🙂

Brun H ভাই মোজিলার যে এড অনটি নট ডু ফলো কে চিহ্নিত করে সেটা আমার মজিলার ভার্সনটি সাপোর্ট করছেনা। আমি কি করতে পারি একটু বলবেন প্লিজ….। আপনার সুন্দর টিউনের জন্য ধন্যবাদ।

    Level New

    আপনি Firefox এর কোন ভার্সন ব্যবহার করেন?

    আমি মজিলার 4.0b11 ভার্সনটি ব্যবহার করি।

ভাই আপনাকে অনেক ধন্যবাদ। এমন সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে দক্ষ করার চেষ্টা করছেন; তাতে আমার মনে হয়েছে বাচ্চাদের প্রথম প্রথম লেখার জন্য যে ধৈর্য্য দরকার, আপনি ঠিক তাই করছেন। প্লিজ শেষ পযর্ন্ত চালিয়ে যাবেন। আমি এখনও ভালভাবে বুঝতে পারছি না, তবে বারবার পড়ছি ও চেষ্টা করছি। মনে হচ্ছে আমি একাই বুঝি সবচেয়ে বেশি বোকা। কিন্তু আমাকে শিখতেই হবে। আমি ডেসপারেটলি চেষ্টা করে যাব। আমার আয় বাড়াতেই হবে, বেচে থাকার জন্যই। একটা আবদার করছি যদি এই সব টিউনগুলো শেষে একটা পিডিএফ ফাইল করে সবাইকে শেয়ার করেন তাহলে আরো ভাল হবে। আর মাঝে মাঝে কিছু প্রাকটিক্যাল কাজ করার মত হোমওয়ার্ক দিলে ভাল হয়, তাতে হাতে কলমে শিখতে পারব। আর ব্লগিং করে গুগল এ্যাডসেন্স দিয়ে কিভাবে আয় করা যায়, তা যদি পরবর্তীতে জানাতেন তবে অনেক উপকার হবে। অনেকগুলো আবদার করলাম, মাফ করবেন যদি বেশি কিছু বলে থাকি।

    Level New

    @ধৈর্য্য ধরে যে এখনও আমার টিউন পড়ছেন এর জন্য ধন্যবাদ।
    @দোয়া করবেন যেন শেষ পযর্ন্ত চালিয়ে যেতে পারি।
    @টিউন শেষ করতে যদি পারি তো পিডিএফ ফাইল করে শেয়ার করার চেষ্টা করব।
    @আর আশা করছি পরের টিউন এ প্রাকটিক্যাল কিছু কাজ করতে বলব। কারন আমি আর ২-৩ টি টিউন করব।
    @আর ব্লগিং করে গুগল এ্যাডসেন্স দিয়ে কিভাবে আয় করা যায় এই বিষয় টেকটিউনস এ অনেক টিউন আছে, আপনি কষ্ট করে এটু খুজে দেখুন।

Approved PTC Sites এর জন্য http://www.aprovedptc.tk সাইটে যেতে পারেন।

Level 0

vi
ami Add-Ons Install install koresi but page rank passi na ki korte pari

valo lagtese pore,,thnks via.

Level 0

Boss,

Really great. Thanks a lot. Its too much helpful.
Ami bangla type parina bhai…………apnara banglai liksen kintu ami ..