কেমন আছেন আপনারা? আশা করি ভাল আছেন। আজকে জানবো Link Building কাজ এর জন্য Bayer এর Requirement গুলো কি হতে পারে।
Link Building এর জন্য Bayer যে ধরনের Forum চায়, তা হচ্ছে PR (Page Rank)। এই Page Rank টি google কর্তৃক প্রদত্ত। এখন জানতে হবে কি ভাবে একটি সাইট এর PR জানা যাবে। এর জন্য FireFox এর এই Add-Ons Install করতে হবে। এই Add-Ons টি install করার পর google toolbar চলে আসবে। install করার পর যে ভাবে PR দেখবেন তা ছবির মাধ্যামে দেখালাম।
যেভাবে Techtunes সাইট এর PR দেখলাম, ঠিক সেভাবে বিভিন্ন Forum এর Home Page এর PR দেখবেন।
Bayer বলতে পারে PR1+ Forum Posting করতে হবে। তখন আপনাকে PR 1 থেকে PR 10 Forum এ Post করতে হবে। যদি PR 3 দিতে বলে, তাহলে আপনাকে PR 3 থেকে PR 10 Forum এ Post করতে হবে। তখন PR1, PR2 সাইট দেওয়া যাবে না। আর যদি PR এর কথা না বলে, তাহলে তো আর কোন কথাই নাই 😀 । শুরু করে দিবেন Forum Posting।
Blog Comments এর জন্য Bayer যে ধরনের Blog চায়, তা হচ্ছে Dofollow Blog। এথন কথা হচ্ছে কোনটি Dofollow Blog এর কোনটি Nofollow Blog এটা কিভাবে বুঝবো। এর জন্য FireFox এর আরেকটি Add-Ons Install করতে হবে। Install হয়ে গেলে একটি Blog সাইট Open করবেন। Open করার পর Right Mouse Click করবেন। তখন Nodofollow নামে একটি option পাবেন এবং Click করবেন। তখন ওয়েবসাইট এর লিঙ্ক গুলো লাল অথবা নীল রং দেখাবে। এখন আপনি Blog সাইট একটি Comments করবেন, যদি Comments এর লিঙ্ক নীল রং হয় তাহলে বুঝবেন এটি Dofollow Blog আর যদি Comments এর লিঙ্ক লাল রং হয় তাহলে এটি Nofollow Blog। Install করার পর যে ভাবে Dofollo Blog দেখবেন তা ছবির মাধ্যামে দেখালাম।
অনেক সময় Dofollow Blog এর সাথে Bayer PR সাইট চাইতে পারে।
Profile Create এর জন্য Bayer PR সাইট চাইতে পারে।
আজ এই পর্যন্ত। আশা করি খুব তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে আসব।
আমি BURN HEART। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার সাথে যোগাযোগ করতে চাইলে - Facebook - http://www.facebook.com/burn.h34rt Yahoo - [email protected] Skype - juk.russell
অসংখ্য ধন্যবাদ সুন্দর করে গুছিয়ে লেখার জন্য । অনেক ভাল হয়েছে । চালিয়ে যান । পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম ।