মাইক্রোফ্রিলেন্সিং মার্কেটপ্লেস সম্পর্কে সব সময় একটি কথাই বলে থাকি। যেসব সাইটে কোন প্রকারের ইনভেস্ট ছাড়া কাজ করার সুযোগ আছে সেসব সাইটে কাজ করুন। নতুনদের জন্য কাজ শিখার ও কাজ করার জন্য মাইক্রো ফ্রিলেন্সিং সব থেকে ভালো জায়গা। মাইক্রোফ্রিলেন্সিং কাজ মানে ছোট ছোট প্রজেক্টের কাজ। অনেকেই মনে করেন ছোট ছোট প্রজেক্টের কাজ করে কতই বা আয় করা সম্ভব?
কিন্তু অনেকেই জানেন না, ছোট ছোট প্রজেক্টের কাজ করে লাখ লাখ টাকা আয় করেছেন এমন কয়েক হাজার ফ্রিলেন্সারদের দেখা পাবেন ফাইভারে। ছোট ছোট কাজের প্রজেক্ট জমা দিয়ে কয়েকহাজার সেইল পেয়েছেন এমন ফ্রিন্সোরদের দেখা পেতে ফাইভারে ভিজিট করুন। যেকোন একটি ক্যাটাগরী সিলেক্ট করে টপ সেলারদের প্রফাইল দেখুন।
অবাক না হয়ে উপায় নেই। আপনাদের জন্য আরো অনেক বিষ্ময় অপেক্ষা করে আছে, যদি দেখেন তারা কি সেইল করে এতো এতো টাকা আয় করেছেন। কেউ গিটার বাজাচ্ছে, কেউ নিত্য দেখাচ্ছে, কেউ ভিডিও তৈরি করে দিচ্ছে, কেউ লাইক শেয়ার করছে। এগুলো করেও অনেক অনেক সেইল পেয়েছেন ফ্রিলেন্সাররা।
এই প্রশ্নটির সম্মুখিন প্রায়ই হয়ে থাকি। আমি সব সময় fiverr.com এই ওয়েবসাইটের কথা বলি। এখানে বর্তমানে নতুনদের সফলতা পেতে অনেক কঠিন চ্যালেঞ্জ নিতে হবে। টপ সেলারদের প্রফাইল বেশী বেশী দেখুন। তাদের কাজগুলো দেখে নিজে একটি আইডিয়া তৈরি করুন। কখনই হুবহু অন্য কাজকে কপি করবেন না। নিজের সৃজনশীলতা তুলে ধরুন। Fiverr ছাড়াও dailyearn24.com, peopleperhour.com, microworkers.com এগুলোতে কাজ করতে পারেন।
প্রত্যেকটা সাইটে কাজ করার কিছু নিয়ম আছে। তাছাড়া আলাদা আলাদা কন্ডিশনও থাকেfiverr.com, peopleperhour.com এগুলোতে আপনার প্রজেক্ট বা কাজ জমা দিতে হবে। বায়াররা সেখান থেকে তাদের জন্য প্রয়োজনীয় কাজটি তারা কিনে নেন। dailyearn24.com এ নতুন নতুন কাজ দেয়া থাকে। সাইটে একাউন্ট তৈরি করে সেসব কাজ বায়ারদের বিবরণ অনুসারে সম্পন্ন করে সাবমিট করতে হয়। বায়ার যাচাই করে কাজটি একসেপ্ট করলেই আপনার একাউন্টে ডলার জমা হবে। নতুবা বায়ার আপনাকে বলবে কেন কাজটি সে একসেপ্ট করছে না। তখন আপনি আপনার কাজটি রিমোভ করে নতুন করে সাবমিট করতে হবে।
বি.দ্র. ইনভেস্ট করে অনলাইনে আয়ের মার্কেটপ্লেসগুলো ভূয়াই হয়। তারা কিছুদিন পে করে সাইট বন্ধ করে দে। সেসব সাইটে কাজ না করার জন্য অনুরোধ থাকল।
আমি ওবায়দুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
লিজেন্টদের কমিউনিটি টিটি তে আমার মতো সামান্য এক টিউনার আপনাদের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে। আমি খুবই ক্ষুদ্র একজন ওয়েব ডেভলাপার। যেকোন ইকমার্স ওয়েবসাইট ডেভলাপ করতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেকোন ডায়নামিক ওয়েবসাইট ডেভলাপ করতে যোগাযোগ করুন। http://websoftltd.com Mobile: 01718023759 http://www.fb.com/obaydul.shipon
ধন্যবাদ