অনেক দিন যাবত চিন্তা করছেন ইউটিউবে একটা চ্যানেল করবেন কিন্তু কিভাবে, কি টপিকস নিয়ে ভিডিও বানাবেন, ভিডিও বানিয়ে লাভটা কি? আজকে এ বিষয় নিয়ে আলোচনা করব। ইরা আইটি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার সিরিজ ভিডিও টিউটোরিয়াল গুলো দেখতে থাকুন। অবশ্যই ভাল মানের একটা চ্যানেল করতে পারেন।
ইউটিউবে কাজ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয়টা হল ধৈর্য। ইউটিউবে কাজ করতে হলে অনেক ধৈয্য ধরে কাজ করতে হয়। যারাই ধৈয্য ধরে কাজ করেছেন তারাই আজ সফল। প্রথমে কয়েকজন সফল ব্যক্তিদের সাথে পরিচয় করিয়ে দেই। এবং তারা ইউটিউব থেকে কেমন আয় করেন।
ইউটিউব নিয়ে কাজ করার আগে যে বিষয়টা নিয়ে সবচেয়ে চিন্তা করতে হয় সে বিষয়টা হল ভিডিও টপিকস। অর্থাত আপনি কি বিষয় নিয়ে ভিডিও তৈরী করবেন। এই টপিক চিন্তা করতে করতে অনেকের বছরের পর বছর সময় চলে যায়। আর যে টপিকটা নিয়ে ভিডিও বানানোর চিন্তা করছে সেই টপিকটা নিয়ে যখন ইউটিউবে সার্চ করেন দেখে লক্ষ লক্ষ ভিডিও। তাই সেই বিষয় নিয়ে আর কাজ করা হয়ে উঠে না। একটা কথা মনে রাখবেন যে টপিকসের কমপিটিশন যত বেশী থাকবে তার ভিউ এবং ভিজিটর ও বেশী থাকবে। আর যত বেশী ভিডিও থাকবে অন্য ভিডিও দেখে আপনি ভিডিও বানানোর আইডিয়া নিতে পারবেন। তাই লক্ষ লক্ষ ভিডিও নিয়ে চিন্তা করার কিছু নেই। বিষয়টা নিয়ে প্রথমে আপনি খুবই সময় নিয়ে চিন্তা করবেন।
এরকম আরো অনেক টপিকস আছে। টপিকস সিলেকশন এর ক্ষেত্রে গুগুল এবং ইউটিউবের হ্যাল্প নিতে পারেন।
টপিকস সিলেকশনের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি যে বিষয়ে পারদর্শী বা আপনি যে বিষয়টি করতে সবচেয়ে পছন্দ করেন সেই বিষয়ের উপর ভিডিও তৈরী করবেন। কারন ইউটিউবে আপনি এডাল্ট ভিডিও ছাড়া আপনি যে কোন বিষয় নিয়ে ভিডিও তৈরী করে আপলোড করতে পারবেন।
একটা বিষয় অনেকে চিন্তা করতে পারেন অনেকেইত সিনেমা, নাটক বা টিভি নিউজ রেকর্ড করে ইউটিউবে ভিডিও আপলোড করছে। তারা কিভাবে করছে ?
সাধারনত এসব ভিডিওগুলো রেকর্ড করে এডিট করে তারপর অনেকেই তাদের চ্যানেলে আপলোড করে। কিভাবে এডিট করে এবং আপলোড করে তা নিয়ে কথা বলব না। আর ইউটিউবের কাছে এগুলোই কপি রাইট ভিডিও। এই চ্যানেলগুলো সাময়িক হয়ত আর্ন করছে কিন্তু অল্প কিছু দিন পর সেই চ্যানেল গুলো সাসপেন্ড হয়ে যাচ্ছে। কিন্তু আপনার একটা ইউনিক ভিডিও চ্যানেল কখনও সাসপেন্ড হবে না।
আর এখন ধীরে ধীরে সকল টিভি চ্যানেল, নাটক গুলো তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আপলোড করছে। এবং তারা যখন ইউটিউবের কাছে রিপোর্ট করছে তখনই অন্য চ্যানেলগুলো সাসপেন্ড হয়ে যাচ্ছে।
আর ইউটিউব সব সময় ইউনিক ভিডিও পছন্দ করে। তাই কপি রাইট ভিডিও’র কথা চিন্তা না করে ইউনিক ভিডিও তৈরী করেন। সফলতা আসবেই।
আসলে এত কষ্ট করে ভিডিও তৈরী করবেন তাতে আপনার লাভটা কি? যেহেতু ভিডিও টপিকসই হল ইউটিউব আর্নিং তা হলে নতুন করে বুঝানোর কিছু নেই যে ইউটিউব থেকে আর্ন করার যায়। কিন্তু কিভাবে আর্ন আসবে। আর ইউটিউবই আপনাকে কেন টাকা দিবে। তাদের লাভ কি।
আমরা টিভিতে যখন কোন নাটক বা সিনেমা দেখি। টিভি বা সিনেমা নির্মাতারা কোটি কোটি টাকা খরচ করে একটা নাটক বা সিনেমা তৈরী করে তা যখন আমরা টিভিতে দেখি তাতে তাদের লাভটা কোথায়। এর সব গুলো উত্তর হল বিভিন্ন কোম্পানীর এড। যা নাটক বা সিনেমা দেখানোর বিরতীতে প্রচার করে থাকে। ইউটিউবেও আপনি যখন একটা ভিডিও তৈরী করবেন এবং আপনার ভিডিও যখন কেউ ভিউ করবে তখন দেখবেন ভিডিওর মধ্যে এবং পাশে কিছু এড সো করে। আর এই এডগুলোতে যখন কেউ ক্লিক করবে এবং দেখবে তখনই আপানকে ইউটিউব একটা % আপনাকে দিবে। আর এটাকে বলে ভিডিও মনিটাইজেশন।
১. ভিডিও মনিটাইজেশন করে।
২. এফিলিয়েট মার্কেটিং করে।
৩. ভিডিও স্পন্সর করে।
ইউটিউবে অনেক ইউটিউবার আছেন যারা ভিডিও মনিটাইজেশন ছাড়াও এফিলিয়েশন করে আর্ন করেন। আর এ ধরনের আর্নিং এর জন্য সাধারনত প্রোডাক্ট রিভিউ টাইপের ভিডিও বানাতে হয়। এফিলিয়েট সাধারনত মার্কেটিং। অথ্যাত আপনি একটা ক্যামেরা নিয়ে রিভিউ টাইপের ভিডিও বানানেল। আর ভিডিওর নিচে আপনি এই ক্যামেরাটা কোথায় থেকে কিনবেন তার লিংক দিয়ে দিলেন এই লিংকে ক্লিক করে যত লোক এই পোডাক্টা কিনবে তার থেকে আপনি একটা কমিশন পাবেন আর ভিডিও ভিউ এর উপর ত আর্ন থাকছেই। আর এফিলিয়েশন সাধারনত অ্যামাজন, ইবে, ক্লিক ব্যাংক, আলি এক্সপ্রেস এই রকম সাইটেই এই সুবিধা দিয়ে থাকে।
বাংলাদেশে অনেক ইউটিউবার আছেন যারা স্পনসরশিপ নিয়ে ভিডিও বানিয়ে আর্ন করেন। অথ্যাত আপনি একটা ভিডিও বানালেন আর সেই ভিডিওর মধ্যে কোন কম্পানী সম্পর্কে বললেন বা প্রচার করলেন তাতে ঐ কোম্পানী আপনাকে টাকা দিবে। তবে ভিডিও স্পন্সর পেতে প্রথমে আপনাকে ভাল মানের ইউটিউবার হতে হবে। বাংলাদেশে প্রথম সারির কিছু ইউটিউবার আছেন যারা ভিডিও স্পন্সর তৈরী করে আর্ন করে।
আপনার ভিডিওগুলো যখন ভাল মানের হবে। চ্যানেল পপুলার হবে তখন আর্ন এমনিতেই আসবে। তাই আর্নর কথা চিন্তা না করে কাজে নেমে পড়ুন।
কাজ শুরু করে দিন। ধৈর্য ধরুন। সফল একদিন হবেনই। আর আমি আপনাদের সাথে সহযোগীতার জন্য সব সময় থাকব। সবাই যেন ইউটিউব থেকে আর্ন করতে পারেন তার জন্য বেসিক থেকে শুরু করলাম। নিয়মিত ভাবে আমি ভিডিও আপলোড করতে থাকব। আর কোন সমস্যায় পড়লে ভিডিওর নিচে টিউমেন্টস করুন। আর আমার পরবর্তী ভিডিও গুলোর জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভাল লাগলে লাইক দিন। সবাই ভাল থাকবেন।
আমি আলআমিন রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সবাইকে তথ্য ও প্রযু্ক্তি বিষয়ক YouTube চ্যানেলে স্বাগতম। সবাইকে আমার চ্যানেলে Subscribe করে যুক্ত থাকার আমন্ত্রন জানাচ্ছি। My Channel - youtube.com/erait