Microjob:
আমি প্রায় ২ মাস যাবৎ পার্ট টাইম ফ্রীল্যান্সিং করছি (পড়াশুনার পাশাপাশি) ।ওডেস্ক সহ বেশ কিছু ফ্রীল্যান্সিং সাইটে কাজ খুজছি।ওডেস্ক এ ২ সপ্তাহ কাজ করে ৭($) ডলার আয় করলাম।এখন শুধু অ্যাপ্লাই করতেছি।রেট বেশী দেয়ায় কাজ পাচ্ছি না।কাজ আমি শুরু করেছিলাম মাইক্রোওয়ার্কারস সাইট দিয়ে।প্রায় ৩ সপ্তাহ আগে আরো একটি নতুন মাইক্রোওয়ার্ক সাইট সম্পর্কে জানার পর সেখানে গিয়ে দেখি বিরাট কারবার।আয়ের পাশাপাশি সেখানে একটা Social Network ভাব আনা হইছে।
অর্থাৎ কাজের পাশাপাশি ছবি ভিডিও (<লিমিট>১০ মিনিট ৮ মেগাবাইট)আপ্লোড ,অ্যালবাম তৈরী,শেয়ার,বন্ধু যোগ,লাইভ চ্যাট করা যাবে।চ্যাটিং এর জন্য ফেইসবুকের চ্যাট বক্সের অনুকরণে নিচে একটা চ্যাট বক্সের ব্যাবস্থা আছে। আর সবচেয়ে যেটা আগে বলতে হয় তা হল অ্যাডমিনের তাৎক্ষণিক সমস্যার সমাধান।আর এখানে একই অ্যাকাউন্ট দিয়ে কর্মী ও কর্ম দাতা হিসেবে কাজ করা ও করানো যাবে।এছাড়াও ফেইসবুকে ফেইসবুক অ্যাপ্লিকেশ্নে এটা পেতে পারেন (http://apps.facebook.com/microjobcofb/) ঠিকানায়।এখন বিভিন্ন ফ্রীল্যান্সিং সাইটে কাজ খুঁজার পাশাপাশি মাইক্রোওয়ার্ক করছি।
কর্মীর সুবিধাঃ
- I. রেজিস্ট্রেশনে ফ্রী ৫($) ডলার বোনাস;(সর্বনিম্ন ১($) ডলার হলে যা দিয়ে শুধুমাত্র কাজ করানো যাবে।)
- II. বোনাস সর্বনিম্ন ১($) ডলার হতে ৯($) ডলার পর্যন্ত আয়ের সুবিধা।
- III. প্রতি রেফারেল (verified)প্রতি ১($) ডলার
- IV. আপনার প্রোফাইলে পেজ-এ ওদের গুগল অ্যাডসেন্স অ্যাডে অপর কেউ ক্লিক করলে সেখান থেকেও আপনি শেয়ার পাবেন।
- V. আর প্রতিটা কাজে অ্যাপলাই করে শেষ করার জন্য পাবেন সর্বোচ্চ ৭২ ঘন্টা বা ৩ দিন সময়।
- VI. বিড( Bid) ছাড়াই কাজ পাওয়া
- VII. টাকা পাওয়ার নিশ্চয়তা।
- VIII. অল্প সময়স্বাপেক্ষ
- IX. বিড( Bid) ছাড়াই কাজ পাওয়া
- X. এর মত ৭৫% সাক্সেস রেটের বালাই নাই।
- XI. কোন প্রয়োজনে লিঙ্ক সহ ব্লগে পোস্ট দিতে পারবেন।
- XII. সর্বনিম্ন ২৫($) ডলার হলেই উইথড্র করতে পারবেন Paypal,Alertpay,Moneybookers,2CO অ্যাকাউন্টে।
অসুবিধাঃ
প্রতি উইথড্রতে ২ ডলার কেটে নেয়।
কাজ বুঝে অ্যাপ্লাই করবেন,কারণ রেটিং এ তাহলে পিছিয়ে যাবেন।
আমার রেটিং:
কর্ম দাতার সুবিধাঃ
ফ্রী ৫($) সাইন আপ বোনাস দিয়ে আপনি বেশ ভালো কাজ করাতে পারবেন।যেমন;
- I. যদি পি,টি,সি অ্যাকাউন্ট থাকে তবে 0.১0 $ করে ৫০টা রেফারেল পেতে পেরেন
- II. আপনার ব্লগ বা সাইটের ৫০ টা ব্যাক লিঙ্ক পেতে পারেন
- III. আপনার ব্লগ বা সাইটের ৫০ টা কমেন্ট পেতে পারেন
- IV. ফেইসবুকে কোন গ্রুপে ৫০ টা লাইক বা টুইটার ফলোয়ার পেতে পারেন,ইত্যাদি।
যেভাবে কাজে অ্যাপ্লাই করবেনঃ
যেভাবে কাজ করবেনঃ
কাজ খুবই সাধারণ।টিউনের ছবিতে দেখেন, আপনি প্রথমে Titlebar থেকে Microjob select করুন। সেখানে Find jobs এ কাজ গুলো খুজে পাবেন।আর My Jobs এ click করুন। আপনার selected job দেখতে পাবেন এবং সেখানেই ডান দিকে submit করার option পাবেন।ক্লায়েন্ট যে প্রমাণ চেয়েছে তা লিখে সেন্ড করুন।শেষ।
যারা নিয়মিত ফ্রীল্যান্সার অর্থাৎ ওডেস্ক, ফ্রীল্যান্সার এ ভালোই কাজ পান তাদের এখানে না আসাই ভালো।তবে কাজ করতে পারেন পার্ট টাইমে।এই সাইটটি খুব একটা পুরাতন নয় তবুও আমাদের দেশ থেকে অনেকেই এই সাইট থেকে যা আয় করেন। তবে একেবারে খারাপ না। আপনি যদি বুঝে রেগুলার এখানে কাজ করে থাকেন তাহলেও মাসে এই সাইট থেকেই $২০ থেকে ১০০($) আয় করতে পারবেন। আর যারা অনলাইন আয়ে একেবারে নতুন তারাও অন্তত তার মাসের ইন্টারনেট বিলটা সাথে মোবাইল বিলটাও এই সাইট থেকে আয় করতে পারেন। আমি ৩ সপ্তাহ আগে রেজিস্ট্রেশন করলেও কাজ শুরু করি এক সপ্তাহও হয় নাই। এক সপ্তাহ খালি সাইটের মাঝে মাঝে সাইটে ঢুঁ মারলাম।একদিন ভাবলাম কাজ করে দেখি।সেই দিনেই ৬ ডলারের কাজ করলাম আর পর দিন মূল্যায়ন হবার পর সন্তুস্ট বাণী মানে (Satisfied)হল।আর আমি ৬ ডলার অ্যাকাউন্টে পেলাম।
আর একটা আজব ব্যাপার খেয়াল করলাম যা না বললেই নয়।ঘটনাটা হল ১($) ডলারের একটা আরটিকেল সাবমিশনের সময় পার হয়ে যাবার পর (আমারই ভুলে) কি জন্য মনে হল অ্যাডমিঙ্কে পাঠালাম আমার আরটিকেল এর প্রমাণ জমা দিতে বেশি সময় লাগবে।সাথে সাথে তিনি আমার জন্য ক্লোসড তাইম আবার রানিং করে দিলেন।তখন সময়ের লিমিট সিস্টেমে দেখালো -৩ ঘন্টার মধ্যে আমার আরটিকেল্টা জমা দিতে হবে।আমিতো প্রায় অসম্ভব কাজে ১($) ডলার পেয়ে খুশি।নীচে প্রমাণ দেয়া হল;
|
প্রমাণ |
মাইক্রোফ্রিল্যান্সিং নিয়ে আমার আগের টিউনটা পাবেন এখানে https://www.techtunes.io/freelancing/tune-id/47513/
ওরা নতুন নিয়ম করছে।আপনার প্রোফাইল ১০০ % সম্পূর্ণ না হলে বোনাস বা কাজ পাবেন না।আনার ছবি বা অ্যাভাটার আপলোড ,এবং ডিটেলস লিখে প্রোফাইল সম্পূর্ণ করুন।আশা করি সমাধান হয়ে যাবে।
সবাইকে ধন্যবাদ কষ্ট করে পোস্ট টা পড়ার জন্য ধন্যবাদ।কোন ভুল থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।আর কোন সাহায্যের দরকার হলে কমেন্টে জানাবেন।ভালো থাকুন।
কোন কাজের বিস্তারিত স্ক্রীনসট সহ এবং প্রুফের ব্যাপারটি কিভাবে সমাধা করতে হয় তা নিয়ে আরেকটি টিউন করুন বা কোন ভিডিও টিউটোরিয়ালের ব্যবস্থা করুন। ধন্যবাদ।