মাইক্রোওয়ার্কারস জনপ্রীয় একটি মাইক্রো ফ্রিল্যান্সিং সাইট :(২)

কিভাবে সহজে কাজ করবেনঃ

সবাইকে আবার স্বাগতমআমার শেষ পোস্টে বলেছিলাম কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়আজ বলছি কাজ গুলোর ধরন এবং কিভাবে তা সহজে করা যায়

যদি নতুন কাজ করছেন এই প্ল্যাটফর্মে তাহলে কোন কাজ করার আগে তা ভালোভাবে কয়েকবার পরুন।

কোন কাজ করার পর যদি শেষ না করতে পারেন তবে ভুল প্রমাণ পেশ করবেন নাশুধুমাত্র ক্লিক করুন এতে আপনার সাক্সেস রেট সমস্যা হবে না

নতুন কর্মীদের জন্য সাইন আপ,ফেসবুক লাইক,ডিগ ইত্যাদি কাজগুলো সহজকাজ শুরুর আগে অবশ্যই একটি নতুন -মেইল আই ডি খুলে নিবেন শুধু মাত্র কাজের জন্য

কাজের ক্ষেত্রে ব্যাক্তিগত তত্থ্য শেয়ার করবেন না

কিছু কাজে তা শেয়ার করা লাগতে পেরে ,সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন

সাক্সেস রেট অবশ্যই ৭৫% এর উপর রাখতে হবেকমে গেলে কাজ সাময়িক ভাবে বন্ধ করা হবে সেক্ষেত্রে কিছু দিন অপেক্ষা করতে হবে




ফোরাম ভিত্তিক কাজঃ


ফোরাম ভিত্তিক কাজগুলোতে সাধারণত কোন ফোরামে একটা থ্রেডে তার নির্ধারিত বিষয়ে পোস্ট করা আর স্বাক্ষ্যরে পরিবর্তন করতে বলা হয়।এজন্য কিছু কাজ আপনার আগে থেকে করা থাকলে এখানে কাজ করতে সুবিধা হবে।যেমন;

ফোরামে নতুন অ্যাকুন্ট খুলেই লিঙ্ক সহ পোস্ট করবেন না,এতে ব্যান হতে পারেন

কয়েকটা ফোরাম যেখানে আপনার কমপক্ষে ২০-২৫ টা পোস্ট রয়েছে।

বেশ পুরানো না হলে আপনি আপনার স্বাক্ষর পরিবর্তন করতে পারবেন না।

ফোরামের কিছু নির্দিষ্ট রূলস পূরন না করে লিঙ্ক সহ পোস্ট করতে পারবেন না।

ফোরামে রেফারেল লিঙ্ক দিলে সাধারনত ব্যান হতে পারেন।

সাবধানতাঃ

1. সঠিক ঠিকানা ব্যাবহার করুন

2. একই আই,পি দিয়ে একাধিক অ্যাকাউন্ট খুলবেন না।

3. যে কাজ আপনি জানেন নিশ্চিত পারবেন না সেটা নিবেন না

4. আর ভুলে নিয়ে নিলেও তা সাবমিট না করে Not interested in this job ক্লিক করুন।

5. এতে সাক্সেস রেটে কোন সমস্যা করবে না।

কাজের ক্ষেত্রে ব্যাক্তিগত তত্থ্য শেয়ার করবেন না

জনপ্রীয় সোশ্যাল নেটোয়ার্কিং সাইটঃ

a. ফেইসবুক Facebook.com

b. টুইটার Twitter.com

বুকমার্কিং কাজঃ

প্রয়োজনীয় কিছু বুকমার্কিং সাইটঃ

I. http://digg.com

II. http://reddit.com/

III. http://squidoo.com/

IV. http://www.delicious.com/

V. http://www.google.com/buzz

VI. http://mixx.com/

VII. http://buzz.yahoo.com/

VIII. http://slashdot.org/

IX. http://stumbleupon.com/

জনপ্রীয় ফোরাম সাইটগুলো গুগলে খুঁজে বা নিচ থেকে পাবেন।

I. forums.digitalpoint.com

II. warriorforum.com

III. webmasterworld.com

IV. sitepoint.com


VII. daniweb.com

VIII. forums.seochat.com

IX. talk.iwebtool.com

X. v7n.com

XI. forums.devshed.com

XII. forums.searchenginewatch.com

XIII. webdeveloper.com

XIV. namepros.com

XV. earnersforum.com

XVI. webmaster-talk.com


XVIII. affiliates4u.com

XIX. dnforum.com

XX. kirupa.com

XXI. ozzu.com

XXII. forums.seroundtable.com


XXIV. dreamteammoney.com

XXV. ukbusinessforums.co.uk

XXVI. associateprograms.com


XXVIII. whydowork.com

XXIX. affiliate-marketing-forums.5staraffiliateprograms.com

XXX. netbuilders.org

XXXI. highrankings.com

XXXII. forums.blogflux.com

XXXIII. code4gold.com

XXXIV. performancing.com

XXXV. theadminzone.com

XXXVI. webcosmoforums.com

XXXVII. htmlforums.com

XXXVIII. youngentrepreneur.com

XXXIX. bloggingtips.com

XL. freewebspace.net

XLI. acorndomains.co.uk


XLIII. dnscoop.com

XLIV. askbzimage.org

XLV. damagex.com

XLVI. forums.ukwebmasterworld.com

XLVII. forum.kahuki.com

XLVIII. frontpagewebmaster.com

XLIX. bloggeries.com

L. webtalkforums.com

acorndomains.co.uk

CIII. thefreeadforum.com

CIV. dnscoop.com

CV. askdamagex.com

CVI. bzimage.org


CVIII. forum.kahuki.com

CIX. frontpagewebmaster.com

CX. bloggeries.com

CXI. forums.ukwebmasterworld.com

CXII. createblog.com

CXIII. ewealth.com

CXIV. webworkshop.net

CXV. ahfb2000.com

CXVI. webforumz.com

CXVII. googlecommunity.com

CXVIII. cre8asiteforums.com

CXIX. irishwebmasterforum.com


CXXI. netpond.com

CXXII. talkfreelance.com

CXXIII. internetbasedmoms.com

CXXIV. idnforums.com

CXXV. geekpoint.net

CXXVI. clickbanksuccessforum.com

CXXVII. affiliateprograms.com

CXXVIII. webdigity.com

CXXIX. geekvillage.com

CXXX. teneric.co.uk

CXXXI. im4newbies.com

CXXXII. seorefugee.com

CXXXIII. netmarketingforum.com

CXXXIV. ihelpyou.com


CXXXVI. discussweb.com

CXXXVII. searchengineforums.com


CXXXIX. bloggerforum.com

CXL. domainstate.com

CXLI. webmastermalaysia.com

CXLII. webmasterwelt.net

CXLIII. seo-guy.com

CXLIV. forum.authorityblogger.com

CXLV. howtocorphelp.com

CXLVI. dnlodge.com


লেখাটি আমার ব্লগ এবং অন্য ব্লগ বা ফোরামে প্রকাশিত হলে অবাক হবেন না!

থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।আরও সাহায্যের জন্য মন্ত্বব্য করতে পারেন।ধন্যবাদ ও দিতে পারেন।

আমার আগের পোস্ট টি পাবেন https://www.techtunes.io/freelancing/tune-id/47513/

আমার ব্লগ সাইট http://mahmudul19.blogspot.com

Level 0

আমি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 426 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি পড়াশুনা করছি লেদার ইঙ্গিনীয়ারিংএ । পাশাপাশি IT তে আগ্রহী ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ ভাই, তবে একটা অনুরোধ থাকলো গুগল ম্যাপ থেকে ডাটা কালেকশনের ব্যপারটা যদি আপনার জানা থাকে তবে প্লিজ শেয়ার করেন

    এই কাজটা আমার ভেজাল লাগে।করি না।আপ্নি অন্য কাজ (ব্লগ কমেন)্ট করতে পারেন রেট বেশী থাকে।

    Level 0

    মাহমুদুল ভাই, microworkers.com. কে নিয়ে আমি অনেক খাটাখটি ও কষ্ট করে পোস্ট গুলো লিখছি, আশা করি বাংলা অনুবাদ করার চেস্টা করবেন না !
    আপনার ব্লগটি দেখলাম,

    যারা সন্ধেহ প্রকাশ করতে পারেন তারা একটু এই পোস্ট গুলো দেখতে পারেন ()
    http://earnerblogs.blogspot.com/2010/12/microworkerscom-operation-4-forum-job.html
    http://earnerblogs.blogspot.com/2010/12/microworkerscom-operation-5-facebook.html

    Level 0

    গুগল ম্যাপ কাজটা বাংলাদেশের জন্যে নয়,

    Level 0

    কথা টা মানতে পারলাম না ভাই কারণ, কমেন্ট করার জন্য রেট থাকে যে সেটা বড়জোড় ০.১০ থেকে ০.১৫ ৳ আর ডাটা কালেকশন টাতে রেট বেশি তাকে সাথে ই সাথেই আপনার পেইমেন্ট হয় তাই জিজ্ঞেস করেছিলাম।

    আরেকটা ব্যাপার nur hasan আপনার কি মাথা খারাপ হয়ে গেল নাকি এত লিংক পোষ্ট করছেন কেন?

    সাইন আপে .১ – .১৫ থাকে ব্লগ কমেন্ট এ সাধারনত .৫+ থাকে।

    you r most welcome.

Level 0

মাহমুদুল ভাই , কিছুটা সন্ধেহজনক , যাক তার পরো ভালই লিখছেন, আশা করি সবাই উপকার পাবে,

আর আরও বিস্তারিত জানার জন্যে এই ব্লগটি দেখতে পারন। ১২টি পোস্ট আছে শুধুমাত্র microworkers.com কে নিয়ে।
http://earnerblogs.blogspot.com/2010/12/microworkerscom-operation-4-forum-job.html
http://earnerblogs.blogspot.com/2010/12/microworkerscom-operation-5-facebook.html

    Level 0

    আমি আন্তরিক ভাবে দুঃখিত, কেঊ হয়ত spam করার ট্রাই করছিল, তাই ব্লগটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।

    nur hasan ভাই এখানে সন্ধেহের কিছু নাই।কেউ তো আর নিজে নিজে তথ্য আবিষ্কার করতে পারে না ।কারো সাহায্য নিতে হয়।আর আমি যে সাইটগুলোর সাহায্য নিছি আপ্নারটা তার মধ্যে অন্যতম।আর তথ্য ভাগাভাগিতে এত কঠিন হলে চলে? এর থেকে কেউ উপকার পাচ্ছে এটাও ভাবতে হবে।যেমন আমি ২ টা সাইট জানি যারা আমার ২ টা টিউন পুরা কপি করছে ভিন্ন নামে।আমি তো তারে ধরি নাই।যাই হোক মাইন্ড করলে সরি।

microworkers 10 $ hoise. but payout korte parsi na….pin ar jonno request korsi 3 month holo but pin painai…….abar ki vabe pin ar jonno request korbo????? janale upoker hobe…..

    বাসার ঠিকানা আবার চেক করেন,ঠিক থাকলে সাপোর্ট এ গিয়ে ১ টা নতুন মেসেজে ওদের ব্যাপারটা জানান।

please brother, write me about the details of microworkers and how to work with different ticks & technical aspects to my e-mail: [email protected].

Level 0

Brother I tried few times to sign up in micro workers but every time it while click submit button it shows the message ” same IP address is being used by another user so you can register for this site” can you suggest me anything you can reply or mail me at [email protected]