কিভাবে সহজে কাজ করবেনঃ
সবাইকে আবার স্বাগতম। আমার শেষ পোস্টে বলেছিলাম কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়।আজ বলছি কাজ গুলোর ধরন এবং কিভাবে তা সহজে করা যায়।
যদি নতুন কাজ করছেন এই প্ল্যাটফর্মে তাহলে কোন কাজ করার আগে তা ভালোভাবে কয়েকবার পরুন।
কোন কাজ করার পর যদি শেষ না করতে পারেন তবে ভুল প্রমাণ পেশ করবেন না।শুধুমাত্র ক্লিক করুন ।এতে আপনার সাক্সেস রেট এ সমস্যা হবে না।
নতুন কর্মীদের জন্য সাইন আপ,ফেসবুক লাইক,ডিগ ইত্যাদি কাজগুলো সহজ।কাজ শুরুর আগে অবশ্যই একটি নতুন ই-মেইল আই ডি খুলে নিবেন শুধু মাত্র কাজের জন্য।
কাজের ক্ষেত্রে ব্যাক্তিগত তত্থ্য শেয়ার করবেন না।
কিছু কাজে তা শেয়ার করা লাগতে পেরে ,সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন।
সাক্সেস রেট অবশ্যই ৭৫% এর উপর রাখতে হবে।কমে গেলে কাজ সাময়িক ভাবে বন্ধ করা হবে। সেক্ষেত্রে কিছু দিন অপেক্ষা করতে হবে।
ফোরাম ভিত্তিক কাজঃ
ফোরাম ভিত্তিক কাজগুলোতে সাধারণত কোন ফোরামে একটা থ্রেডে তার নির্ধারিত বিষয়ে পোস্ট করা আর স্বাক্ষ্যরে পরিবর্তন করতে বলা হয়।এজন্য কিছু কাজ আপনার আগে থেকে করা থাকলে এখানে কাজ করতে সুবিধা হবে।যেমন;
ফোরামে নতুন অ্যাকুন্ট খুলেই লিঙ্ক সহ পোস্ট করবেন না,এতে ব্যান হতে পারেন
কয়েকটা ফোরাম যেখানে আপনার কমপক্ষে ২০-২৫ টা পোস্ট রয়েছে।
বেশ পুরানো না হলে আপনি আপনার স্বাক্ষর পরিবর্তন করতে পারবেন না।
ফোরামের কিছু নির্দিষ্ট রূলস পূরন না করে লিঙ্ক সহ পোস্ট করতে পারবেন না।
ফোরামে রেফারেল লিঙ্ক দিলে সাধারনত ব্যান হতে পারেন।
সাবধানতাঃ
1. সঠিক ঠিকানা ব্যাবহার করুন
2. একই আই,পি দিয়ে একাধিক অ্যাকাউন্ট খুলবেন না।
3. যে কাজ আপনি জানেন নিশ্চিত পারবেন না সেটা নিবেন না
4. আর ভুলে নিয়ে নিলেও তা সাবমিট না করে Not interested in this job ক্লিক করুন।
5. এতে সাক্সেস রেটে কোন সমস্যা করবে না।
কাজের ক্ষেত্রে ব্যাক্তিগত তত্থ্য শেয়ার করবেন না।
জনপ্রীয় সোশ্যাল নেটোয়ার্কিং সাইটঃ
বুকমার্কিং কাজঃ
প্রয়োজনীয় কিছু বুকমার্কিং সাইটঃ
জনপ্রীয় ফোরাম সাইটগুলো গুগলে খুঁজে বা নিচ থেকে পাবেন।
লেখাটি আমার ব্লগ এবং অন্য ব্লগ বা ফোরামে প্রকাশিত হলে অবাক হবেন না! |
থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।আরও সাহায্যের জন্য মন্ত্বব্য করতে পারেন।ধন্যবাদ ও দিতে পারেন।
আমার আগের পোস্ট টি পাবেন https://www.techtunes.io/freelancing/tune-id/47513/
আমার ব্লগ সাইট http://mahmudul19.blogspot.com
ধন্যবাদ ভাই, তবে একটা অনুরোধ থাকলো গুগল ম্যাপ থেকে ডাটা কালেকশনের ব্যপারটা যদি আপনার জানা থাকে তবে প্লিজ শেয়ার করেন