অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনেকে নিজের অবস্থান পরিবর্তন করেছেন। ব্যাপারটা এতো সহজ নাহ। অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে হলে হয় আপনি নিজে মার্কেটিং করবেন নাইলে অন্য কাউকে দিয়ে করাবেন। শুরুতে অন্য কাউকে দিয়ে করালে লাভের ৭০% ই খরচ হবার কথা। নিজে মার্কেটিং নাহ করতে পারলে এই কাজ নাহ করাই আদি-উত্তম।
আমার সাইট ও অ্যাফিলিয়েট এর কথা বলি। আমার সাইট টা "health and weight loss" নিয়ে। সাইটটা পাবলিশ অনেক আগে হলেও, কাজ শুরু করি গত ৫ মাস ধরে। অ্যাফিলিয়েট প্রগ্রাম হিসবে পছন্দ করলাম "SellHealth" আর আমার সাইট "WeightLossTune" "BegatHealthy"। বর্তমানে কিছু "Long Tail Keyword" নিয়ে ভালো রেঙ্ক এ আছে।
সাইট ডেভেলপমেন্ট থেকে শুরু করে মার্কেটিং এর শেষ মাথা পর্যন্ত সব কাজ নিজের করা আবার অন্যদিকে পেইড মার্কেটিং ও কিছু সময় করতে হয়েছে। মার্কেটিং করতে চাইলে মার্কেটিং করা যায় - আসল কথা হল "effective marketing" কয় জন পারে বা করে?
২টা পণ্য বিক্রয় হয়েছে মাত্র ১৭ বার মাত্র আর, ৪০% থেকে ৫০% কমিশনে আয় হয়েছে ৭৮০ ডলার গত ৬৫/৬৬ দিনে।
কেন আয় হয়েছে?
আমি আমার সাইট গুলোর জন্য "Organic Traffic" ও "Targeted Social Traffic" এনেছি। আজকে লিঙ্ক বিল্ডিং কালকে ওয়েব ২.০ পরে সোশ্যাল মার্কেটিং, পেইড মার্কেটিং হাবিজাবি অনেক কাহিনি করেছি। লক্ষ্য একটাই, তাদের কেই আমার সাইটএ আনবো যারা এইসব প্রোডাক্ট খুজতেছে। অনেক বেশি ট্র্যাফিক আমার সাইট গুলোতে নাই, ২ টা সাইট মিলিয়ে মাসে ৬০০০ এর মত ট্র্যাফিক মাত্র মাগ্র "Bounce Rate" ৭%! 😛 😛
যে ভাবে আয় হয়েছেঃ
কি ভাবে আমার সাইট রেঙ্ক করলাম, কি ভাবে "long tail keyword" সিলেক্ট করলাম, লিঙ্ক বিল্ডিং থেকে শুরু করে সোশ্যাল মার্কেটিং সব নিয়েই আলোচনা করবো পরের টিউন এ আর এভাবেই আবার শুরু হবে টিটি-তে মার্কেটিং কনটেন্ট লেখা।
যাই হোক, মার্কেটিং আমি নিজেই করছি নিজের সাইট দিয়ে। টেকটিউনস এ আমি টিউন করি ৪ বছর এর বেশি সময় ধরে মাগার গত ৩ বছরে হয়তো ৩ টাও করা হয় নাই! আমার টিউনার প্রোফাইলে মার্কেটিং এর জন্য কিছু টিউন আছে, মাগার এই গুলো যথেষ্ট নাহ! আগামি তে মার্কেটিং নিয়ে টিটি-তে লেখালেখি করার ইচ্ছা আছে।
মার্কেটিং নিয়ে কথা বলতে পারেন আমার সাথে। বিগেনিং লেভেল এ যারা আছেন তারা নাহ! তারা কষ্ট করে গুগল রিসার্চ করলে সহজেই বিগেনিং লেভেল এর উত্তর পেয়ে যাবেন 🙂
আমার ""ফেসবুক প্রফাইল "" ও "" গুগল-প্লাস প্রফাইল ""
অনলাইন মার্কেটিং নিয়ে আমার নতুন ব্লগঃ An SEO Lab
আমি রাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি রাফিউল ইসলাম তানিক, গত ৫ বছর ধরে অনলাইন মার্কেটিং, কন্টেন্ট ডেভেলপমেন্ট ও সিএমএস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। স্পেসালি সার্চ মার্কেটিং ও কন্টেন্ট ডেভেলপমেন্ট নিয়ে বেশি কাজ করা হয়। দেশে ও দেশের বাইরে কিছু লিডিং অনলাইন মার্কেটিং ফার্ম এর সাথে কাজ করছি। গত ১ বছর ধরে দেশের "প্রথমবার্তা" এর মার্কেটিং...