আপওয়ার্ক এর পেমেন্ট এর নিয়মাবলী

অনেকেই আপওয়ার্ক (UpWork) এ কাজ করতে গিয়ে প্রথমেই পেমেন্ট (Payment) এর নিয়ম নিয়ে সমস্যা পরেন। বুঝতে একটু ঝামেলা হয় যে আপওয়ার্ক এর পেমেন্ট কিভাবে দেয়া হয় বা কখন পাওয়া যায়। তাই এই টিউন এ আপওয়ার্ক এর পেমেন্ট এর নিয়মগুলোই তুলে ধরা হলো।

আপওয়ার্ক এ মূলত দুই ধরণের কাজ রয়েছে। একটা ফিক্সড রেট (Fixed Rate) আরেকটা ঘণ্টা প্রতি রেট বা আওয়ারলি রেট (Hourly Rate)। এখানে ফিক্সড এর ক্ষেত্রে পুরো কাজ সম্পূর্ণ হলে একবারে অথবা ভাগে ভাগে ক্লাইন্ট (Client) পেমেন্ট করতে পারবে। যেমন পুরো কাজে ১০০ ডলার পেমেন্ট করার কথা থাকলে ক্লাইন্ট কাজ শেষে এক সাথে পুরোটা দিয়ে দিতে পারে অথবা প্রথমে ৫০ পরে ৫০ এভাবেও দিতে পারবে।

আর প্রতি ঘণ্টা রেটে কাজের ক্ষেত্রে আপনি যতো ঘণ্টা কাজ করবেন ততো ঘণ্টার পেমেন্ট দেয়া হবে। আর এক্ষেত্রে সাপ্তাহিক হিসেব করা হয়। অর্থাৎ আপনি কতো ঘণ্টা কাজ করেছেন তা সপ্তাহ শেষেই হিসেব করা হয় এবং পেমেন্ট দেয়া হয়।

কবে পেমেন্ট দেয়া হবে?

ফিক্সড রেটঃ ফিক্সড রেট এর ক্ষেত্রে কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার ৬ দিন পর আপনি পেমেন্ট অ্যাকাউন্ট এ পেয়ে যাবেন। এর আগে ৫ দিন পর্যন্ত পেন্ডিং দেখাবে। এবং ষষ্ঠদিন বাংলাদেশী সময়ে সকাল ৬ টায় আপনার অ্যাকাউন্ট এ যোগ হবে।

আওয়ারলি রেটঃ আওয়ারলি রেট এর ক্ষেত্রে আপনার কাজের সপ্তাহ (Work Week) শুরু হবে সোমবার থেকে। আপনার কাজের সপ্তাহ শেষ হবে রবিবার। সোমবার ক্লাইন্টকে চার্জ করা হবে। এবং শুক্রুবার পর্যন্ত ক্লাইন্টকে সময় দেয়া হবে ডিসপুট (Dispute) করার জন্য। আর এরপরের বুধবার বাংলাদেশী সময় সকাল ৬ টায় আপনার অ্যাকাউন্ট এ আপনার আয় যুক্ত করা হবে। তখনি বা এরপরের যেকোনো সময় আপনি সেই অর্থ তুলতে (Withdraw) পারবেন। এক কথায় বলা যায় সোমবার থেকে শুরু করলে ১০ দিন পর আপনি অর্থ তুলতে পারবেন। আর মনে রাখবেন, আপনি কাজ যেদিনই শেষ করেন না কেন, পেমেন্ট এর নিয়ম একই থাকবে। অর্থাৎ আপনি যদি মঙ্গলবার কাজ শেষ করে ফেলেন তবেও ক্লাইন্টকে চার্জ করা হবে সোমবার এবং পেমেন্ট তুলতে পারবেন এর ১০ দিন পর।

সকল অর্থ যা এই মুহূর্তে তোলা (Withdraw) সম্ভব তা Available Now এ দেখাবে। আপনি আপনার আপওয়ার্ক এ লগইন করে রিপোর্ট পেইজ এ গেলে যেকোনো সময় তা দেখতে পারবেন।

আমার ওয়েবসাইট: Best Social Plan

আমার ব্লগ: Best Freelance Help

Level 2

আমি নেট সাগর। CEO, Best Social Plan, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 696 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন অজানা পথের পথিক। সারাদিন ইন্টারনেটের মধ্যেই ডুবে থাকি। আমার ওয়েবসাইট: https://bestsocialplan.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 4

Thanks……….নেট সাগর ভাই।