ইন্ডিকেটর কিভাবে আপনাকে লাভ এর থেকে লস করাই বেশি জেনে নিন কাজে লাগবে

কেমন আছেন সবাই। নতুন বছরের নতুন টিউন নিয়ে হাজির হলাম অনেকদিন ধরেই কোন টিউন করতে পারিনি তবে এখন থেকে প্রতিনিয়ত টিউন করে যাব।এবং খুব শিঘ্রই ক্যান্ডেলস্টিক কিছু সিক্রেট নিয়ে আলোচনা করবো যার দ্বারা আপনারা বেশ কিছু পিপস কামাতে পারবেন।

 

অনেকদিন ধরেই আমাকে অনেকই বলছে ইন্ডিকেটর নিয়ে টিউন করতে আজকে আমি আপনাদের কে ইন্ডিকেটর এর বিস্তারিত নিয়ে আলোচনা করবো এর ভাল দিক খারাপ দিক।

 

যারা ফরেক্স মার্কেট এ নতুন প্রবেশ করে তাদের প্রথম ট্রেড হাতিয়ার হয় ইন্ডিকেটর এর মাধ্যেমেই ট্রেড করা এবং প্রফিট করা এবং সাথে সাথে লস করা।এমনকি আমি নিজেও ইন্ডিকেটর ব্যবহার করেছি।এমন কোন ফরেক্স ট্রেডার নেই যে ইন্ডিকেটর ব্যবহার করেননি।

 

ইন্ডিকেটর নিয়ে যারা ট্রেড করেন তারা প্রথমে অনেক প্রফিট করেন এবং পরে আস্তে আস্তে সেই প্রফিট বেশিদিন থাকেনা।

 

কারন?

তাহলে ছবির সাথে দেখানো যাক।

 

১ নং ছবিতে দেখুন ঐখানে ইন্ডিকেটর সেল পজিশন দেখিয়েছে এবং আপনি সেল দিলে খুব সহজেই বেশ কিছু পিপস প্রফিট করতে পারবেন।

 

এবার ২নং ছবি খেয়াল করুন।কি বুঝলেন ইন্ডিকেটরটি আপনাকে বাই সিগনাল দিচ্ছে কিন্তু কিছুক্ষন পরেই সেইটা সেল সিগনাল দিল। এইটুকুই হয়তোবা আপনার স্টপলস হিট করাবে।

 

তাহলে বুঝতে পারলেন বিষয়টা।অনেকটা কপালের ওপর আরকি।আপনি বেস্ট ইন্ডিকেটর লিখে হয়তো গুগলে সাচ দিতে দিতে কি বোড ক্ষয় করে ফেলেছেন।আপনি অনেক ভাল ভাল ইন্ডিকেটরের রিভিউ পাবেন অনলাইনে।কিন্তু সব রিভিউতে শুধু ভাল পজিশন গুলি দিয়ে দেখানো থাকে যেমন উপরের ছবির ১নং এ আছে।

 

অনেক ইন্ডিকেটর আছে বাই সেল সিগনাল চার্টে দিখিয়ে দেই যেমন মনে করি কোন পেয়ারে চার্টে সেল সিগনাল দিল।দেখার সাথে সাথে সেল মেরে দিলেন কিন্তু কিছুক্ষন পর মার্কেটে সেল ফোর্স বেশি থাকলে মার্কেট ডাউনে যেতে লাগলো সাথে সাথে আপনার ইন্ডিকেটর সেল সিগনাল রিপেইন্ট করে আবার কিছু নিচে সেল সিগনাল দিবে।

 

এই হচ্ছে আমাদের ইন্ডিকেটর রহস্য।

 

আপনি আগে ফরেক্স সম্পর্কে ভাল করে জানুন অনেক কিছু বুঝার আছে।শুধু ইন্ডিকেটর নিয়ে পড়ে থাকবেননা।তাহলে জীবনে কিছুই শিখতে পারবেননা। লস ছাড়া লাভের মুখ কখনোই দেখবেননা।

 

ইন্ডিকেটর দিয়ে যদি হাজার হাজার ডলার প্রফিট করা যেত তাহলে রিক্সাওয়ালারা রিক্সা চালানো বাদ দিয়ে একটা লাপটপ কিনে ইন্ডিকেটর টার্মিনাল এ সেট করে ট্রেড করা শুরু করে দিত।সেল সিগনাল দিলে সেল আর বাই সিগনাল দিলে বাই। তাহলে রিক্সাওয়লারা আজ কোটিপোটি হয়ে যেত।

 

আশা করি বুঝতে পেরেছেন।

 

ফরেক্সএর বিষয়ে কোন প্রশ্ন থাকলে আমার পেজে জানাতে পারেন:

ফেসবুক পেজ : https://www.facebook.com/CreativITCenter/

 

Level New

আমি শেখ সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস