পিপিডি (পে-পার-ডাউনলোড) সাইট থেকে টাকা আয় করার সহজ উপায়

প্রিয় টেকটিউনারগন, আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে আপনাদের সাথে এমন কিছু মূল্যবান তথ্য শেয়ার করবো যার সাহায্যে আপনি প্রতিদিন ২০ থেকে ২৫ ডলার খুব সহজেই আয় করতে সক্ষম হবেন।  তবে একটা কথা মনে রাখবেন যে, কোন কাজকেই অবহেলা করা ঠিক না। টাকা আয় করা যেহেতু সহজ কাজ নয়, তাই কঠোর প্ররিশ্রমের বিকল্প আর কিছুই নাই তাই এই কাজের জন্যও আপনাকে একটু কঠোর প্ররিশ্রম করতে হবে। আর সবথেকে মুল কথা হলো, আপনাকে কখনই ধৈর্য হারানো যাবেনা। আপনি যদি কোন কাজ করার জন্য লক্ষ্য স্থির করে, ধৈর্য ধরে কাজ করেন তাহলে আমার মতে আপনাকে কেউ রুখতে পারবে না। একটু দেরিতে হলেও আপনার সফলতা নিশ্চিত। তাই আগে লক্ষ্য স্থির করুন তারপরে একটা রোডম্যাপ তৈরি করুন আর কাজ করুন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন কাজের কথায় আশা যাক।

পিপিডি - Earn Point

 

আমাদের কি করতে হবে ?

১। মূলত আমাদের প্রথমে যেই কাজটা করতে হবে তা হলো ফাইল বা ডাটা একটা নির্দিষ্ট পে-পার-ডাউনলোড সাইট বাছাই করে সেখানে আপলোড করতে হবে। আমার যানা মতে ভালো পিপিডি সাইট হলো ShareCash & FileIce। এই সাইট গুলো মূলত সার্ভে কমপ্লিট করলে ডাউনলোড করতে দেয়।আপনি যদি ওই ডাউনলোড পেইজে আমেরিকা, যুক্তরাষ্ট্র, কেনাডা, আস্ট্রেলিয়া সহ বড়ো বড়ো দেশগুলোর ট্রাফিক বা ভিজিটর দিতে পারেন তাহলে আপনি প্রতি ডাউনলোডের জন্য পাবেন সর্বনিম্ন $১ থেকে $১৫ পর্যন্ত। আর আমার মতে এটা একটা স্মার্ট আয়ের এমাউন্ট।

২। এখন আমরা আমাদের ওয়েবসাইটে কোন একটি প্রডাক্ট-এর বিষয়ে লিখে তার ডাউনলোড লিঙ্ক হিসাবে এর ফাইলের লিঙ্ক দিয়ে ডাউনলোড করাতে পারি।

৩। আপনাদের যাদের কোন ওয়েবসাইট নাই, তাদের জন্য আমার আরো কিছু পরামর্শ আছে। আপনি প্রথমেই কিছু পপুলার বা বিখ্যাত ফোরাম সিলেক্ট করতে হবে। তারপরে ওখানে একাউন্ত করে সেখানে নতুন থ্রেড তৈরি করে আপনার ডাউনলোডেবোল ফাইল সম্পর্কে লিখে যদি লিঙ্ক সাপোর্ট করে তাহলে আপনি লিঙ্ক দিতে পারেন আর যদি লিঙ্ক না নেয় তাহলে কন্টেন্ট লিখেই পাবলিশ করে দিতে পারেন। যারা আগ্রহী ওই ফাইলটি পেতে তাদের ফোরামের পিএম (পার্সোনাল মেসেজ)- এর মাধ্যমে লিঙ্কটা দিয়ে দিতে পারবেন।

৩। এছাড়াও আপনি চাইলে স্যোসাল মিডিয়াতে (যেমন, ফেসবুক, গুগল প্লাস, টুইটার সহ বিভিন্ন সাইট) শেয়ার করে ভালো মানের বা ভালো অংকের ভিসিটর পেতে পারেন।

 

আমাদের যেইগুলো এড়িয়ে চলতে হবে

১। আপনাকে স্প্যামিং করা যাবেনা।

২। এক পিসি থেকে একের বেশি একাউন্ট খলা যাবেনা।

৩। ভুলেও কখনো নিজের ফাইল নিজে ডাউনলোডের চেষ্টা করা যাবেনা তাহলে আপনার একাউন্ট কোন নোটিফিকেশন বা সতর্কবার্তা ছাড়াই চিরতরে ব্যান করে দিতে পারে।

 

যাই হোক আমাদের আরও বিভিন্ন টিউনের নোটিফিকেশান ফেসবুকে পেতে আমাদের ফেসবুক পেইজ-এ লাইক দিয়ে আমাদের সাথে সক্রিয় থাকতে পারেন।

Level 2

আমি ওয়াহেদুজ্জামান তুহিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I'm a student of Computer Science & Engineering.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই সুন্দর পোষ্ট ধন্যবাদ ভাইয়া আয়ের দিক থেকে আমার প্রিয় সাইট হচ্ছে : https://trafficmonsoon.com/?ref=akramctg

    আপনার মতামতের জন্য আপনাকে ধন্যবাদ।
    আপনার দেয়া ওয়েবসাইটটাও আমার জানামতে অনেক ভালো। তবে ওটা একটা রিভিনিউ শেয়ারিং সাইট।