ওডেস্ক/মার্কেটপ্লেস এ ভালো প্রোফাইল ফটো কতটা ইফেক্টিভ । আসুন দেখি..

আপনার অসাধারন স্কিল থাকা সত্বেও রেসপন্স কম পাচ্ছেন। কি পরিচিত মনে হচ্ছে না ব্যাপার টা ? তাহলে জেনে রাখুন আপনার ফার্স্ট ইম্প্রেশান তৈরী করে আপনার প্রোফাইল। আপনার প্রোফাইল আপনাকে রিপ্রেজেন্ট করে। আর আমার ব্যাক্তিগত মতামত হলো, আপনার প্রোফাইল পিকচার আপনার ব্যাপারে ১,০০০ ওয়ার্ড বলে দেয়। তাহলে আপনি বলুন আপনার প্রোফাইল পিকচার কি আপনাকে ফ্রেন্ডলি, প্রফেশনাল আর যে কোন কাজের জন্য উপযুক্ত হিসেবে প্রেজেন্ট করতে পারে ?

ক্লায়েন্ট ইউজুয়ালি আপনার প্রোফাইল পিকচার এর দিকে দেখে আন্দাজ করতে চেষ্টা করে আপনি আসলে কতটা ফ্রেন্ডলি, ইজি অথবা প্রফেশনাল হবেন। আর আপনার প্রোফাইল এ যদি এর কোনটাই না থাকে তাহলে আমি বলবো আপনার এপ্লিকেশন টা শত শত এপ্লিকেশন এর ভেতরে এ্যাজ ইউজুয়াল স্কিপড হয়ে যাবে।

আপনি যদি আপনার প্রোফাইল পিকচার দিয়ে ক্লায়েন্ট কে ফার্স্ট এটাক টা করতে চান তাহলে ছবি তোলার সময় নিচের গাইডলাইন গুলা ফলো করতে পারেন-

1) আলো

আপনার ঘরের বাইরে ছায়াময় জায়গা নির্বাচন করুন, খেয়াল রাখবেন যাতে সূর্যের ছটা সরাসরি আপনার ফেস এর উপরে না পড়ে। ঘরের ভেতরে ছেবি তোলা অথবা কড়া আলো এড়িয়ে চলুন। আমি সাজেষ্ট করবো ন্যাচারাল আলোতে ছবি জন্য।

Bad ‍and Good photo composition

 

2) সাধারন ব্যাকগ্রাউন্ড

হিজিবিজি আর অতিরিক্ত লাইট ব্যাকগ্রাউন্ড এড়িয়ে চলুন। সলিড আর হালকা ফেড ব্যা্কগ্রাউন্ড অথবা সিম্পল আউটডোর এর ব্যাকগ্রাউন্ড ভালো কাজ করবে।

Bad and Good photo setting

 

3) মুখমন্ডলে ফোকাস করুন

ক্যামেরার দিকে চোখ করে হালকা কাত হয়ে ছবি তুলতে পারেন। আর ছবি তোলার পরে পারফেক্টলি ক্রপ করে নিবেন যাতে করে আপনার ফেস আর কাাঁধের খানিকটা স্পষ্টতই বোঝা যায়।

Bad and Good photo cropping

 

4) হাস্যজ্জল মুখ

ক্লায়েন্ট সবসময় আত্মবিশ্বাসী আর বন্ধুভাবাপন্ন ফ্রিল্যানসারদের কেই হায়ার করতে চাইবে। আর এখানেই আপনার হাসিটা আপনার চান্স টা আরো বেশি সহজ করে দিবে। আর যদি একদম ই হাসতে না পারেন তবে আপনার প্রথম কাজ পাওয়ার আনন্দের সময় টা কল্পনা করতে থাকুন।

Unfriendly and Friendly face

 

***আজকে এই পর্যন্তই। আপনাদের রেসপন্স পেলে আবারো পরবর্তি পোষ্ট দেয়া হবে।

Level 2

আমি নাহিদ হোসেন। Graphics Designer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 266 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

A stupid learner


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারন পোস্ট নাহিদ ভাই 🙂

    Level 2

    ধন্যবাদ রাসেল। তোমার পোষ্টগুলাও দেখছি । খুব ভালো করছো।
    অনেকদিন পর ই লিখতে বসলাম । ধন্যবাদ তোমাকে।

Level 0

অসাধারন

assa amr kichu pic er vitor decide kore diben vaia kon ta dewa jai ami thik bujhtecina,

    Level 2

    আপনি অনলাইনে কিছু ছবি আপলোড করে ফ্রেন্ড দের কাছে ভোট চাইতে পারেন। আশা করি আপনি ভালো ডিসাইড করতে পারবেন । আর সমস্যা নাই লিমন ভাই। আপনি ছবি আপলোড করে লিংক মেসেজ করেন । আমি দেখে দিবো ।

    আপনি আমাকে কিভাবে মেসেজ করতে পারবেন এটা আপনার জন্য একটা কুইজ । খুজে বের করুন । আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো !

Nahid vai , আপনার কুইজ এ অংশ গ্রহন করে আমি কিভাবে আপনাকে মেসেজ/কন্টাক্ট করতে পারি খুজে বের করেছি, এখন সময় মত আমি আপনাকে ছবি দেখাব 🙂 এবং আরও কিছু প্রশ্ন ছিল যদি হেল্প করতেন…………।

    Level 2

    অভিনন্দন লিমন । আমি চেষ্টা করবো তোমার মেসেজ এর উত্তর দেয়ার।

ভাই কেউ হেল্প করেন । টেকটিউনে কেমনে লিঙ্ক দিব । লিঙ্ক দিলে দেখা যায় না । প্লিস হেল্প

    Level 2

    কেন কি সমস্যা ফুজায়েল জিবন ? আমি অবশ্য এই পোষ্ট এ কোন লিংক ব্যাবহার করিনি তাই বলতে পারছিনা । কিন্তু লিংক তো ব্যাবহার করা যায়, আমি করেছি এর আগে !