যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তাদের জন্য …

একটা প্রশ্ন অনেকেই করে , মার্কেটপ্লেস এ কাজ পেতে হলে কি কি শিখতে হবে ।
উত্তর ঃ ১) কিছুই না ২) সবকিছু ।

১) কিছুই না কারন আপনি কাজ না জানলেও যদি ক্লায়েন্ট পটাইতে পারেন তাহলে কাজ পাবেন , কিন্তু সেই কাজ শেষ করতে পারবেন না , প্রোজেক্ট ক্যানসেল হবে আর বাংলাদেশের দুর্নাম হবে । ওই ক্লায়েন্ট অন্যদের বলবে বাংলাদেশী একজনকে হায়ার করেছিলাম কিছুই পারে না ।
২) সবকিছু এই কারনে যে মার্কেটপ্লেস এ সবধরনের কাজই আসে । হয়ত আপনি ভাবছেন কোনমতে এইচটিএমএল সিএসএস আর ওয়ার্ডপ্রেস এর থিম তৈরি করা শুরু করে মার্কেটপ্লেস এ কাজ করা শুরু করবেন । কিন্তু কাজ করতে গেলে দেখবেন শুধু থিম তৈরি করলেই সব শেষ হয় না , হুট করে ক্লায়েন্ট এমন কিছু একটা চেয়ে বসলো যেটায় কাস্টম একটা প্লাগিন তৈরি করতে হবে এছাড়া গতি নাই । ক্লায়েন্ট এর দোষ দিয়ে লাভ নাই । সে থিম আর কাস্টম প্লাগিন এর পার্থক্য বোঝে না । করতে না পারলে প্রোজেক্ট ক্যানসেল সাথে দেশের দুর্নাম ফ্রি ।

এইজন্য যারা নতুন, যারা ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ শিখতে চাচ্ছেন এবং মার্কেটপ্লেস গুলো যেমন ফ্রিলান্সার ডট কম , ইল্যান্স অথবা ওডেস্ক এ কাজ করতে চাচ্ছেন , তারা সবার প্রথম খুব ভালো করে এইচটিএমএল , সিএসএস শিখুন । তারপর জাভাস্ক্রিপ্ট / jQuery শিখুন ( কমপক্ষে বেসিক jQuery এর সাথে বিভিন্ন প্লাগিন কিভাবে ব্যবহার করতে হয় তা শিখুন ) । এরপর পিএইচপি এবং মাইএসকিউএল শিখুন ( কমপক্ষে OOP ) । এর পর আসেন যে কোন সিএমএস এর কাজ শেখার জন্য । দেখবেন সবকিছু সহজ লাগবে । কোথাও আটকে গেলেও পার হতে পারবেন কারন আপনি বেসিক সবকিছু শিখে এসেছেন ।

আর মার্কেটপ্লেস এ সরাসরি কাজ করার আগে নিজে নিজে অনেক প্রাকটিস করুন ।
নিজের কয়েকটা ওয়েবসাইট এবং ভালো একটা পোর্টফলিও ওয়েবসাইট বানান ।
ইন্টারনেট এ অনেক ফ্রি পিএইচডি টেম্পলেট পাওয়া যায় । এইগুলা ডাউনলোড করে নিজে নিজে ওয়েবসাইট এ কনভার্ট করুন ।
প্র্যাকটিস করার হেলাফেলা করে কাজ করবেন না। মনে করবেন এই কাজটা ক্লায়েন্ট করতে দিছে ।
প্র্যাকটিস করার সময় নিজেকে টার্গেট দিন যে এই কাজটা এই কয়দিনের মধ্যে শেষ করতে হবে ।

৭ দিনে কোর্স করে মার্কেটপ্লেস এ দাড়াতে পারবেন না । আপনি যদি মোটামুটি পরিশ্রম করেন তাহলে ৬ থেকে ১২ মাসের মধ্যেই নিজেকে মার্কেটপ্লেস এর যোগ্য করতে পারবেন । ভাবিয়েন না যে এতোসময় কেন ??? ১৮ বছর পড়াশুনা করে এখন পিয়নের চাকরির জন্য এপ্লাই করে অনেকে । সেই তুলনায় এই পেশা তো আমাদের জন্য আশীর্বাদ ।

Level New

আমি আহত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 541 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"As long as I have a want, I have a reason for living. Satisfaction is death."


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ! আপনার পোস্টের জন্য আপনি বলছেন প্র্যাকটিস করার জন্য এখন কথা হচ্ছে কোন Book অনুসরণ করবো?

Level New

মশিউর ভাই, সালাম নিবেন। কেমন আছেন?
কথাগুলো নতুনদের জন্য বেশ কাজের। যদি আপনি টেকটিউনস-এ নিয়মিত লিখতেন তবে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারতাম। যদিও আপনার ব্যস্ততা অনেক, তারপরও আশা করব টেকটিউনস-এ ফাঁকে ফাঁকে লিখবেন। ধন্যবাদ।

Level New

মশিউর ভাই, সালাম নিবেন। কেমন আছেন?
কথাগুলো নতুনদের জন্য বেশ কাজের। যদি আপনি টেকটিউনস-এ নিয়মিত লিখতেন তবে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারতাম। যদিও আপনার ব্যস্ততা অনেক, তারপরও আশা করব টেকটিউনস-এ ফাঁকে ফাঁকে লিখবেন। ধন্যবাদ।

Level 0

বেসিক jQuery এর সাথে বিভিন্ন প্লাগিন কিভাবে ব্যবহার করতে হয় তা শিখুন, এরপর পিএইচপি এবং মাইএসকিউএল শিখুন ( কমপক্ষে OOP ) এই দুইটা শিখার জন্য একটু গাইডলাইন চাই। কোন লিংক, টিউটেরিয়াল.. বুক কিছু একটা। আশা করি সাহায্য করবেন।

ধন্নবাদ ভাই সহজ ভাবে বোঝানর জন্য ও আসল কথা টা শেয়ার করবার জন্য

Level 0

vai apna koy taka income korcen ?

যারা Odesk শিখতে আগ্রহী তারা বই টা ডাউনলো দিয়ে নিন। Odesk Bangla Odesk Bangla Tutorial বুক।১০০০% Odesk শিখতে পারবেন ও Success হতে পারবেন।

http://www.mediafire.com/view/?hk185dcg8xc4qox

সবাই শুধু ফ্রি ঞ্জান দেয়, কাজের কাজ কিছুই করে না। আর একটি কথা আপনি কী ফ্রিল্যন্স্যার তাহলে আপনার ফেসবুক আইডির লিংক শেয়ার করেন, যাতে নতুনরা আপনার কাছ থেকে কিছু শিক্ষতে পারে।পারলে কিছু ভিডিও টিউটোরিয়াল তৈরি করে টিটিতে শেয়ার করেন। এভাবে ঞ্জান দিয়ে লাভ কী। আপনার মত এই রকম পোষ্ট নেটে বহুত েআছে যা কোন কাজে আসে না। এসব পোষ্ট থেকে নতুনরা কিছু শিক্ষতে পারবে বলে আমার মনে হয় না।

    Level New

    @মাহমুদ কলি।: Ji, apner moto ponditder karone valo tuner ra tune korar aagroho hariye fele.

    Level New

    @মাহমুদ কলি।: আপনার মত ছাগলদের ফেসবুকে এড করে শেখানোর কোন ইচ্ছাই আমাদের নাই । আপনাদের ফেসবুকে এড করে সারাদিন রাত পুতপুত করার সময়ও নাই । গাইডলাইন দিয়ে দিলাম । এইগুলো শেখার মত যথেষ্ট পরিমান ভিডিও টিউটরিয়াল ইন্টারনেট এ আছে । নিজে কষ্ট করে শিখে নেন। কষ্ট করার ইচ্ছা না থাকলে বসে বসে আঙ্গুল চুষেন ।

Level New

মশিউর ভাই, সালাম নিবেন কেমন আছেন?
কথাগুলো নতুনদের জন্য বেশ কাজের। যদি আপনি টেকটিউনস-এ নিয়মিত লিখতেন তবে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারতাম। যদিও আপনার ব্যস্ততা অনেক, তারপরও আশা করব টেকটিউনস-এ ফাঁকে ফাঁকে লিখবেন। ধন্যবাদ

বুঝেছি…….. আমার দ্বারা হবে না…………… 🙁