একটা প্রশ্ন অনেকেই করে , মার্কেটপ্লেস এ কাজ পেতে হলে কি কি শিখতে হবে ।
উত্তর ঃ ১) কিছুই না ২) সবকিছু ।
১) কিছুই না কারন আপনি কাজ না জানলেও যদি ক্লায়েন্ট পটাইতে পারেন তাহলে কাজ পাবেন , কিন্তু সেই কাজ শেষ করতে পারবেন না , প্রোজেক্ট ক্যানসেল হবে আর বাংলাদেশের দুর্নাম হবে । ওই ক্লায়েন্ট অন্যদের বলবে বাংলাদেশী একজনকে হায়ার করেছিলাম কিছুই পারে না ।
২) সবকিছু এই কারনে যে মার্কেটপ্লেস এ সবধরনের কাজই আসে । হয়ত আপনি ভাবছেন কোনমতে এইচটিএমএল সিএসএস আর ওয়ার্ডপ্রেস এর থিম তৈরি করা শুরু করে মার্কেটপ্লেস এ কাজ করা শুরু করবেন । কিন্তু কাজ করতে গেলে দেখবেন শুধু থিম তৈরি করলেই সব শেষ হয় না , হুট করে ক্লায়েন্ট এমন কিছু একটা চেয়ে বসলো যেটায় কাস্টম একটা প্লাগিন তৈরি করতে হবে এছাড়া গতি নাই । ক্লায়েন্ট এর দোষ দিয়ে লাভ নাই । সে থিম আর কাস্টম প্লাগিন এর পার্থক্য বোঝে না । করতে না পারলে প্রোজেক্ট ক্যানসেল সাথে দেশের দুর্নাম ফ্রি ।
এইজন্য যারা নতুন, যারা ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ শিখতে চাচ্ছেন এবং মার্কেটপ্লেস গুলো যেমন ফ্রিলান্সার ডট কম , ইল্যান্স অথবা ওডেস্ক এ কাজ করতে চাচ্ছেন , তারা সবার প্রথম খুব ভালো করে এইচটিএমএল , সিএসএস শিখুন । তারপর জাভাস্ক্রিপ্ট / jQuery শিখুন ( কমপক্ষে বেসিক jQuery এর সাথে বিভিন্ন প্লাগিন কিভাবে ব্যবহার করতে হয় তা শিখুন ) । এরপর পিএইচপি এবং মাইএসকিউএল শিখুন ( কমপক্ষে OOP ) । এর পর আসেন যে কোন সিএমএস এর কাজ শেখার জন্য । দেখবেন সবকিছু সহজ লাগবে । কোথাও আটকে গেলেও পার হতে পারবেন কারন আপনি বেসিক সবকিছু শিখে এসেছেন ।
আর মার্কেটপ্লেস এ সরাসরি কাজ করার আগে নিজে নিজে অনেক প্রাকটিস করুন ।
নিজের কয়েকটা ওয়েবসাইট এবং ভালো একটা পোর্টফলিও ওয়েবসাইট বানান ।
ইন্টারনেট এ অনেক ফ্রি পিএইচডি টেম্পলেট পাওয়া যায় । এইগুলা ডাউনলোড করে নিজে নিজে ওয়েবসাইট এ কনভার্ট করুন ।
প্র্যাকটিস করার হেলাফেলা করে কাজ করবেন না। মনে করবেন এই কাজটা ক্লায়েন্ট করতে দিছে ।
প্র্যাকটিস করার সময় নিজেকে টার্গেট দিন যে এই কাজটা এই কয়দিনের মধ্যে শেষ করতে হবে ।
৭ দিনে কোর্স করে মার্কেটপ্লেস এ দাড়াতে পারবেন না । আপনি যদি মোটামুটি পরিশ্রম করেন তাহলে ৬ থেকে ১২ মাসের মধ্যেই নিজেকে মার্কেটপ্লেস এর যোগ্য করতে পারবেন । ভাবিয়েন না যে এতোসময় কেন ??? ১৮ বছর পড়াশুনা করে এখন পিয়নের চাকরির জন্য এপ্লাই করে অনেকে । সেই তুলনায় এই পেশা তো আমাদের জন্য আশীর্বাদ ।
আমি আহত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 541 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"As long as I have a want, I have a reason for living. Satisfaction is death."
ধন্যবাদ! আপনার পোস্টের জন্য আপনি বলছেন প্র্যাকটিস করার জন্য এখন কথা হচ্ছে কোন Book অনুসরণ করবো?