ইমেল মার্কেটিং এ এস.এম.টি.পি এর ব্যবহার

সালাম , আদাব। অনেক অনেক দিন পর টিউন করছি। আমার পুরাতন টিউনার আর টিউমেন্টাররা আছেন কি না জানি না। কে কেমন আছেন বলবেন প্লিজ। আপনাদের অনেক মিস করি। কাজের ব্যাস্ততা এবং টি.টি এর উপর পারসনাল অভিমান থেকে দূরে সরে গিয়েছিলাম। আজ একটু ফ্রি সময় আছে তাই সব মান অভিমান ভুলে ভাবলাম কিছু একটা নিয়ে টিউন করি। জানি না, আপনাদের কোন কাজে আসবে কি না। একজনেরও যদি কাজে আসে তবে খুশি হবো। ফিরে যাচ্ছি মূল টিউনে....

এই টিউনটি ইমেল মার্কেটিং এ একদম নতুনদের বুঝতে সামান্য কষ্ট হতে পারে। মুটোমুটি এডভান্স কাজ যারা করছেন তাদের জন্য এই টিউন কাজে আসতে পারে। নতুন ইমেল মার্কেটার যারা আমার এই টিউনের আগা মাথা বুঝবেন না তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।

ইমেল মার্কেটিং করতে এস.এম.টি.পি সারভারের প্রয়োজন রয়েছে। এস.এম.টি.পি ছাড়া ইমেল সেন্ড করা সম্ভব নয়। আপনি ওয়েব সারভার ব্যবহার করেন আর ডেক্সটপ সফটওয়্যার ব্যবহার করেন না কেন আপনাকে প্রফেশনাল কাজের জন্যে এস.এম.টি.পি ব্যবহার করতে হবেই। এস.এম.টি.পি তে ধারনা না থাকায় অনেকে এস.এম.টি.পি এর ডিফল্ট সেটিং দিয়ে ইমেল সেন্ড করেন। এতে আপনার সারভার ব্যান হবার সম্ভবনা থাকে এবং আপনি একটি নির্দিষ্ট সংখ্যার বেশী ইমেল সেন্ড করতে পারবেন না। আবার সফটওয়্যার দিয়ে ডেস্কটপ ব্যবহার করে ইমেল সেন্ড করলেও আপনাকে এস.এম.টি.পি ব্যবহার করতে হবে। সফটওয়্যার এডভান্স সেটিং এ লক্ষ্য করলেই এস.এম.টি.পি বসানোর অপশন দেখতে পারবেন।

আপনার যদি আলাদা এস.এম.টি.পি থেকে থাকে তবে তা ঐ অপশনগুলোতে তা বসিয়ে দিন। এস.এম.টি.পি এর অপশনগুলো সম্পর্কে ধারনা দিতে আমি এখানে আমার তৈরি করা একটি ছোট্র এস.এম.টি.পি আপনাদের সামনে তুলে ধরছি। আজকেই এই এস.এম.টি.পি এর মেয়াদ শেষ হয়ে যাবে তাই অপশন ফিলআপ করার তথ্যগুলোও দিয়ে দিলাম। নিচে দেখুন, সারভার নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, পোর্ট এই অপশনগুলো ফিলআপ করে দিলে টেস্ট করার অপশন পাবেন।

Server Name: 191.96.6.31
User name: [email protected]
Pass: 1234567q
Port: 587

সব থেকে মজার বিষয় হলো এই এস.এম.টি.পি যদি ইন্টারস্পেয়ার এ ব্যবহার করেন তবে তবে আপনি নরমাল হোষ্টিং এ ইন্টারস্পেয়ার ব্যবহার করতে পারবেন। আর ভালো ইনবক্স পেতে নিজস্ব ভিপিএস নিয়ে সেখানে ইন্টারস্পেয়ার ইন্সটল করে আলাদা এস.এম.টি.পি ব্যবহার করুন।

ইমেল মার্কেটিং নিয়ে অনেক এডভান্স টিউন দেখলাম করা হচ্ছে কিন্তু এস.এম.টি.পি ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে কোন টিউন দেখতে পেলাম না। বিষয়টি আমাকে মর্মাহত করেছে। ভবিষ্যতে সময় পেলে ব্যবহার প্রদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব, যদিও আমি নিশ্চিত নই আর কবে টিউন করতে পারব। আপনাদের কোন কিছু জানার থাকলে এখানে টিউমেন্ট করুন। ফ্রি সময় পেলেই আমি সেগুলোর উত্তর দেব।

Level 2

আমি ওবায়দুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

লিজেন্টদের কমিউনিটি টিটি তে আমার মতো সামান্য এক টিউনার আপনাদের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে। আমি খুবই ক্ষুদ্র একজন ওয়েব ডেভলাপার। যেকোন ইকমার্স ওয়েবসাইট ডেভলাপ করতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেকোন ডায়নামিক ওয়েবসাইট ডেভলাপ করতে যোগাযোগ করুন। http://websoftltd.com Mobile: 01718023759 http://www.fb.com/obaydul.shipon


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস