সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ...... আশা করি সবাই ভাল আছেন। দেখতে দেখতে আরেকটি বছর পার করে ফেললাম। এই জন্য পরমকরুনাময় আল্লাহর কাছে হাজার কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নতুন বছর মানেই নতুন উদ্দীপনা। নতুন বছর মানেই জীবনটাকে নতুন করে উপভোগ করা আর নতুন নতুন চ্যালেঞ্জ নেয়া। একেক জন একেক ভাবে চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। তাই আপনি যেই পেশাতেই থাকুন না কেন সেটাকে ডেভেলপ করুন আত্ম-প্রত্যয়ী হয়ে উঠুন। আমার ভাল লাগার ব্যপার যেহেতু আউটসোর্সিং সেহেতু আমি এই বিষয়েই কিছু বলবো।
আমি নিশ্চিত যে আপনারা এখন এই মুহূর্তে যারা আমার এই লেখাটা পড়ছেন, সবাই জানেন যে, অনলাইনে আয় করা যায়। কিন্তু কিভাবে করা যায় সেটা অনেকেই জানেন না। তবে আজ আমি বলতে চাচ্ছি না যে কিভাবে কাজ করে আয় করা যায়। আমি শুধু বলবো এই নতুন বছরটাকে কিভাবে জিবনের টার্নিং পয়েন্ট হতে পারে।
ধরুন আপনি ওয়েব ডেভেলপার হয়ে অনলাইনে কাজ করে জীবন প্রতিষ্ঠিত করতে চাইছেন। অনেকেই হয়ত ইতোমধ্যে শেখা শুরু করে দিয়েছেন। আমি শুধু সেই সমস্ত মানুষদের জন্যই লেখাটা লিখছি যারা সম্পূর্ণ নতুন। যারা অনেক এগিয়ে গেছেন তারা লেখাটি না পড়লেও পারেন।
গত বছরের প্রথম দিকের কথা আমি প্রথম ওয়েব ডিজাইন এর কাজ শেখা শুরু করি। আজ এক বছর পূর্ণ হয়ে যাচ্ছে। নিজের কাছে বিশ্বাসই হচ্ছে না যে কিভাবে কি হয়ে গেলো। অনলাইনে কাজ করার ইচ্ছে ছিল অনেক আগে থেকেই কিন্তু প্রথম দিকে বিভিন্ন ভুয়া টাইপের কাজের পিছনে সময় নষ্ট করে যখন হতাশ তখন গত বছরের জানুয়ারি মাসেই আমার খালাতো ভাইয়ের পরামর্শে কাজ শেখা শুরু করে দেই। বিভিন্ন ধাপে ধাপে এগিয়ে এই একবছরে বেশ ধারণা পেয়েছি যে কিভাবে কি করা লাগে। এই এক বছরের পরিশ্রমের ফসল হিসেবে এখন আমি টুকটাক কাজ করছি। অথচ এক বছর আগেও আমি এই বিষয়ে হতাশ ছিলাম। আমি কি পারবো! আমাকে দিয়ে কি হবে? কিন্তু সবসময় মনে জোর রাখতাম আর ভাবতাম অনেকেই তো পারছে তাহলে আমি পারবো না কেন? এই চিন্তা ভাবনা আর পথচলা।
তবে ভাববেন না যে আমি বড় ধরণের ফ্রিলান্সার হয়ে গেছি। আসলে ঠিক সেরকম না। আমি কেবলমাত্র শুরু করেছি। এখনো অনেকটা পথ বাকি। ১ বছর গেছে এখনো ১/২ বছর পর হয়তো প্রতিষ্ঠিত ফ্রিলান্সার হিসেবে নিজেকে দাবি করতে পারবো। একথা শুনে অনেকেই হয়তো ভাবছেন এতো সময় ধরে কাজ শেখার ধৈর্য আপনার নাই। তাহলে ফ্রিলান্সিং আপনার জন্য না। চিরাচরিত নিয়ম অনুযায়ী পরাশুনা করুন এরপর চাকুরি খুঁজুন, করুন। একটা কথা ভাবলেই তো হয় যে, আপনি যেই পেশাটা বেছে নিচ্ছেন সেটা করলে নাকি মাসে ২০/৩০ হাজার টাকা বা তারও বেশি আয় করবেন কিন্তু কাজটা করতে হলে তো আগে জানতে হবে কিভাবে করতে হয়। আর জানতে হলে শিখতে হবে। শিখতে হলে অবশ্যই সময় দিতে হবে।
আমরা এখন স্টুডেন্ট হয়ত আর কয়েকবছর পর পড়াশুনা শেষ করবো এর পর সেই চাকরি খোঁজা শুরু। কেন ভাই পড়াশুনার পাশা পাশি কি টুকটাক কাজ শেখা যায় না! অনেকেই তো অযথা সময় নষ্ট করেন কম্পুটারে। সেই সময় টা কাজে লাগান। সময় নিয়ে একটা ভাল কাজ শিখুন। দেখবেন পড়াশুনা শেষ হতে হতে আপনি প্রতি মাসে ভাল টাকা আয় করতে পারছেন। এরপর হয়ত আপনাকে আর চাকুরি খুজতে হচ্ছে না।
প্রশ্ন করতে ইচ্ছে করছে যে, কিভাবে কাজ শিখবেন? আগে নিজেকে স্থির করুন কোনটা করলে আপনি ভাল পারবেন। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এর কাজ শেখার মত অনেক রিসোর্স আমাদের হাতের নাগালে আছে। খালি একটু কষ্ট করে নিজের অবস্থান টাকে বিস্তৃত করুন দেখুন আশেপাশে কে কিভাবে নিজ চেষ্টায় কাজ শিখে কাজ করছে!
আপনি স্বপ্ন দেখছেন অনলাইনে কাজ করে বৈদেশিক মুদ্রা ঘরে আনবেন কিন্তু এমনি এমনি তো আর কেউ আপনাকে টাকা দিবে না। বিশ্বের বড় বড় ফ্রিলান্সার দের সাথে টক্কর দিয়ে কাজ করতে হবে। সেরাদের সেরা কিভাবে হতে হবে সেটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন একসময়।
তবে এর জন্য আপনার দরকার প্রচুর স্বদিচ্ছা আর কোঠর পরিশ্রম করার মানসিকতা। এই নতুন বছরটাকে কাজে লাগান প্রথম থেকেই। আজই স্থির করুন প্রথমে আপনার কি কি শেখা লাগবে! এর পর আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। তবেই না একসময় সাফল্য ধরা দিবে হাতে।
আমি মহাম্মদ দেলোয়ার হোসাইন বাপ্পি। নিজে টুকটাক জানতে চেষ্টা করছি কারণ আমি জানি জানার কোন শেষ নাই। আর চেষ্টা করি সবার মাঝে তা ছড়িয়ে দিতে। দোয়া করবেন আমার জন্য। আশা করি আপনারাও সফলতা পাবেন এখানে। কাজ করবেন, আয় করবে ইচ্ছে মত, দেশে আনবেন বৈদেশিক মুদ্রা। ইনশাল্লাহ এভাবেই এগিয়ে যাব আমরা সাথে আমাদের প্রিয় বাংলাদেশ।
আমি বাপ্পি চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
উৎসাহমূলক টিউন ভাই। ধন্যবাদ।