ঘরোয়া চাকুরি/ ব্যবসা হিসেবে ফরেন-এক্সচেঞ্জ (ফরেক্স) – বিশেষ করে হোম সিকদের জন্য। [পর্ব – ২০]

স্বাধীন যেকোন পেশা যে কারো জন্য উন্মক্ত। তবে বিশেষভাবে অনেকে ঘরোয়া পেশাগুলো কে অধিক মুল্য্যয়ন করে থাকেন যার যার সুবিধা, বিবেচনায় এবং ইচ্ছায়। এই ধরনের পেশা সারা পৃথিবীতে অনেক আছে, বিশেষ করে ফ্রী-ল্যান্সিং এর দুয়ার খুলে দিয়েছে অনেকখানি। ঘরে বসে বাইরের প্রতিষ্ঠানের সাথে কাজ করা বিষয়টি সত্যি অনেক মজার। আর এই মজাটা আমাদের দেশের তরুন প্রজন্ম খুব ভালো ভাবেই নিচ্ছেন। এবং সফলতার সাথেই নিচ্ছেন।

প্রযুক্তির আশীর্বাদে মানুষ এর জীবন এখন অনেক সহজ, অনেক গতিসম্পূর্ণ এবং অনেক সুন্দর। মানুষের অনেক কল্পনা এখন বাস্তবে রুপ নিচ্ছে প্রযুক্তির কল্যাণে। প্রযুক্তির এইরকম একটি আশীর্বাদ হল ঘরে বসে অনলাইনে আয়।  ঘরোয়া অনেক পেশার মধো আজ আমি আলোচনা করব, ফরেন এক্সচেঞ্জ (ফরেক্স) ট্রেডিং বিষয়ে। মুলত আমার আরেকটি আলোচনায় আমি এই পেশা সম্পর্কে বিস্তারিত গাইডলাইন দিয়েছিলাম। যারা আগের আলোচনাটা মিস করেছিলেন তারা চাইলে পড়ে নিতে পারেন। (ফরেক্স কি, কেন শিখবো, কতদিন লাগবে? কত টাকা আয়? কত ইনভেস্ট করতে হয়? প্রফেশন হিসেবে কেমন ? বিস্তারত)।

প্রথমেই বলতে চাই বর্তমান সময়ের সিডিউল বেসড বাইরের অনেক পেশার চেয়ে ঘরে বসে ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে আপনি আয় করতে পারেন তার অনেক অনেক বেশি। হ্যাঁ , সত্যিই তাই। হতভাগ করার মত কিছু বলছি না। ফরেক্স ট্রেডিং ট্রেডিশনাল শেয়ার মার্কেট এর মত এক ধরনের মার্কেট যেখানে মুদ্রা বিনিময়ের মাধ্যমে প্রফিট করে থাকেন। এই পেশাটি উম্মক্ত। আপনি বিশ্বের যেকোন প্রান্ত থেকে শুধুমাত্র নেট কানেকশন এবং ল্যাপটপ পিসি ব্যাবহার করে আপনার ব্যবসা চালিয়ে যেতে পারেন, ওপেন একটি ব্যবসা তাই আপনি কারো কাছে বাঁধা নন কিংবা কেউ আপনার কাছে। আপনি সম্পূর্ণ প্রসেসটা করতে পারেন নিজে নিজেই।

ট্রেডিশনাল একটি ব্যবসা আপনি যদি ক্ষুদ্র মূলধন ২০ লাখ দিয়ে শুরু করেন সেট আপ থেকে শুরু করে যে প্রকার ব্যবসা করেননা কেন প্রতি মাসে আপনি সব খরচ বাদ কত প্রফিট আসা করতে পারেন? এভারেজ ৩০০০০-৫০০০০ সর্বচ্চ, কোন কোন ক্ষেত্রে সেটাও সম্ভব হয় না। সিম্পলভাবে আমি যদি এই ইনভেস্টমেন্টকে ফরেক্স মার্কেটে ট্রেড এর অনুপাতে হিসাব করি তাহলে শারীরিক অস্তিত্বহীন সম্পূর্ণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই ব্যবসা থেকে আপনি মাসিক ২-৩ লাখ টাকা প্রফিট নিতে পারেন অনাসয়ে। এই হিসাবটা আমার একটা অন-ইন এভারেজ, আপনি দক্ষতার বদৈলতে প্রফিট করে নিতে পারেন তার ও অনেক বেশি আনলিমিটেড মানি। যার জন্য আপনার প্রয়োজন নেই কোন বিশেষ ব্যবসা পজিশনের। নেই কোন স্টাপ কিংবা ব্যবসায়িক ইউটিলিটিজের। আপনার পিসি এবং ইন্টারনেট কানেকশনই হচ্ছে আপনার ব্যবসার মুল সেট আপ। তাই ঘরে বসে এই ব্যবসাটি আপনার ভাগ্যর পরিবর্তন আনতে পারে অনেক সহজে এবং অনেক কম সময়ে।

কিভাবে আপনি ঘরে বসেও এই ব্যবসাটা করতে পারেনঃ

  •  নিজের সুবিধা মত সময়ে ট্রেড করতে পারবেন।
  • ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা সপ্তাহের সোমবার থেকে শুক্রবার এক টানা ওপেন থাকে তাই অন্য চাকরির মত নির্ধারিত সময় মাপিক চলতে আপনি বাধ্য নন, আপনার ইচ্ছে হলে আপনি মধ্য রাতে বসে ট্রেড করুন।
  • পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট হল ফরেক্স যেখানে দৈনিক টার্ন-অভার ৪ ট্রিলিয়ন ডলার এর মত তাই সবার অফুরন্ত সম্ভাবনা আছে এই মার্কেট সম্পৃক্ত হওয়ার।
  • সর্বনিম্ন মূলধন $১ থেকে শুরু করে সর্বোচ্চ মূলধনে আপনি নিজের ক্ষমতা মাপিক ইনভেস্টমেন্টের মাধ্যমে ব্যবসা শুরু করতে পারেন।
  • একক কারো প্রতিনিধিত্ব এই বাজারে কোন রুপ প্রতিফলন তৈরি করতে পারে না। স্বয়ং বিল গেটস এর পুরো অর্থের সামর্থ্য নাই এই বাজারকে পরিবর্তন করার।
  • দামের উর্ধগতি এবং নিম্নগতি উভয় ট্রেন্ডে ট্রেড করতে পারবেন।
  • এটি স্পট ট্রেডিং মার্কেট তাই ইনস্ট্যান্ট বায়-সেল করতে পারেন, কোন রকম মেচিউরিটির জন্য অপেক্ষা করতে হয় না।
  • আপনার লেনদেনগুলো সম্পূর্ণ সিকিউর আপনার নিজের তৈরি আকাউন্ট পাসওয়ার্ড এর মাধ্যমে যেখানে কারো এক্সেস এর কোন সুযোগ নেই।
  • ব্রোকার দ্বারা ভিবিন্ন রকম মানি মিডিয়ার মাধ্যমে লেনদেন করতে পারবেন নিজের পছন্দ মত।
  • লোন সুবিধান কারনে নিজের পুজির চেয়ে বেশি ক্ষমতায় ট্রেড চালিয়ে যেতে পারবেন।
  • ডেমো একাউন্ট নামক ফ্রী এবং প্রি-ইনভেস্টমেন্ট পদ্ধতির মাধ্যমে নিজেকে তৈরি করে নিতে পারেন মুল ইনভেস্টমেন্টে যাওয়ার আগে।
  • কোন কাজে বাইরে যেতে হলে নিজের মোবাইল ফোন এর মাধ্যমে সম্পূর্ণ ট্রেড কনট্রোল করার সুবিধা।
  • ফুল অথবা পার্ট টাইম বেসিস নিজের পছন্দ মাপিক করতে পারেন।
  • গ্র্যাজুয়েট-ননগ্র্যাজুয়েট সবার জন্য উন্মত অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা শিথিল।

উপরের যে সুবিধার কথা গুলো বললাম তার সবকটি আপনি পেতে পারেন কোন রকম ব্যবসায়িক প্রতিষ্ঠান ছাড়ায় সম্পূর্ণ ঘরে বসে। প্রতিটি ব্যবসার মুল হল আগে সেই ব্যবসাটা সম্পূর্ণ আয়ত্তে আনা, ভালোভাবে শিখে নেওয়া। তাই মুল ইনভেস্টমেন্টে যাওয়ার আগে অবশ্যই ,অবশ্যই, অবশ্যই সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার এবং দক্ষ হয়ে তারপর শুরু করুন।

এইবার আসুন জেনে নেই এই ব্যবসাটিতে কি ধরনের সীমাবদ্ধতা আপনার থাকবে কিংবা কোন ধরনের ঝুঁকি আপনার থাকতে পারে। নিমক্ত বিষয়গুলোর প্রতি সচেতন থাকুন ব্যবসাটি আরম্ভ করার পূর্বে।

  • ইনভেস্টমেন্ট এর সময় লজিক এর চেয়ে ইমোশনকে প্রাধান্য দেওয়া।
  • নিজের সম্পূর্ণ মূলধন তথা লিভিং সিকিউর মানি নিয়ে ব্যবসায় নেমে পড়া।
  • পরিপূর্ণ জ্ঞান অর্জন না করেই ব্যবসায় নেমে পড়া।
  • ব্যবসার সম্পূর্ণ কনসেপ্ট রীতিনীতি গুলো খামখেয়ালীর সাথে পরিচালনা করা।
  • প্রতিটি ট্রেড থেকে প্রফিট আসা করা।
  • নিজের দক্ষতার চেয়ে বেশি রিস্ক নিয়ে নেওয়া।

এই রকম ভিবিন্ন ব্যতিক্রম ধর্মী সুবিধার জন্য সারা বিশ্বে ঘরোয়া পেশা হিসেবে শীর্ষে রয়েছে ফরেক্স ট্রেডিং, বিশেষ করে মহিলারা যারা বাইরে বেরিয়ে চাকুরি কিংবা ব্যবসায় নিজেদের অন্তুভুক্ত করতে চায় না সম্ভব হয় না, ঘরে বসে আয় করার জন্য ফরেক্স হতে পারে তাদের প্রথম পছন্দ। এবং আপনি হতে পারেন আপনার পরিবারের একজন বড় আর্নার, পরিবর্তন করতে পারেন নিজের ভাগ্যকে, স্বাবলম্বী হতে পারেন আর্থিকভাবে।

আপনার সামনের অনেক অনেক পেশায় আপনার জীবনকে সুন্দর এবং পরিপূর্ণ করার ক্ষেত্রে ফরেক্স ট্রেডিং ও হতে পারে আপনার একটি সফল পেশা সফল পছন্দ। সেই প্রয়াসে bdforexpro.com || Bangladesh forex professional community. আপনার পাশে, আপনার ফরেক্স ট্রেডিং সহযোগিতায় সব সময়।


পোস্টটি সর্বপ্রথম  http://www.bdforexpro.com এ প্রকাশিত।


Level 0

আমি এম হাফিজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

nice post