ফ্রিল্যানসিং এবং বাংলাদেশ দুটোই কেমন যেন একই (চলুনতো দেখি)

টেকটিউনসে এটি নিয়ে অনেক টিউন হয় তবে এটি আলাদা। যদি টিউনটি ভালো হয় তাহলে আমার টিউনকে নির্বাাচিত করার জন্য

অবশ্যই চেষ্টা করবেন।

********বর্তমানে বাংলাদেশের অভধকাংশ লোকের কাছে ফ্রিল্যানসিং বিষয়টি জল্পনা-কল্পনা চলছে। অনেকে এই বিষয়ে কাজ করতে চান। আবার অনেকে করেন।

কিন্তু পরবর্তীতে বিভিন্ন সমস্যার জন্য তারা অনেকেই পারেন না। 🙁 🙁 🙁 :(*******

একজন ফ্রিল্যানসার হলেন সেল্ফ এমপ্লয়েড এবং তিনি কারো কাছে চাকরি করেন না। তিনি কোন প্রতিষ্ঠানের নিয়মিত কর্মচারিদের মত নন।তিনি নিজে

থেকেই কাজ খুজে নেন।

 

বিশ্বের যেখানে চাকরির মন্দা সেখানে ফিল্যানসিং শক্ত জায়গা করে নিয়েছে। ফিল্যনসারদের কাজের কোন অভাব নেই।

আর এই ফ্রিল্যানসিং আমাদের মত উন্নয়নশীল দেশের জন্য এটি শাপে বর হিসেবে দেখা দিয়েছে। এছারাও আমেরিকায় যে কাজটি ৫০$ এর নিচে করা যায়না

সেটি আমাদের দেশের মানুষকে দিয়ে ১৫$-২০$ এই করিয়ে নেয়া যায়।

ফ্রিল্যানসিং এর জন্য ভাল সাইট:

http://www.odesk.com

http://www.freelancer.com

http://www.vworker.com

http://www.guru.com

http://www.elance.comfreelancing

freelancing

 

কিছুদিন আগে odesk এর vise-president "Matt cooper" বেশ কয়েকবার Bangladesh ঘুরে গেছেন।

তিনি বলেছেন "বাংলাদেশের তরুনরা দ্রুতই আউটসোর্সিং কে আয়ত্ব করেছে।"

এখানে গিয়ে একটি লাইক দিয়ে আসুন।

freelancing

Level 0

আমি টিউনার অফ Bd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

-=::: top-tuner হতে চাই। :::=-


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস