QuickBooks Accounting Software ধারাবাহিক টিউটোরিয়াল লিখতে চাই। যদি আপনারা উৎসাহ দেন!

আমি প্রথমেই USA প্রবাসী রাজিবুল ভাইকে ধন্যবাদ জানাই QuickBooks Software এর উপর তাঁর গতকালের টিউনটির জন্য। তিনি যতটা মমতায় কুইক বুকস সফটওয়্যারটিকে বুকে ধারন করেছেন আমার ধারণা ততটা আগ্রহ নিয়ে অনেকেই বাংলাদেশে এই সফটওয়্যাটি শেখার জন্য আগ্রহী। রাজিবুল ভাই অসাধারণ বর্ণনায় তাঁর লেখাটি লিখেছেন। শিক্ষাগত যোগ্যতায় তিনি একজন ইন্জিনিয়ার কিন্তু পেশায় Accounting Software এর কন্সালটেন্ট। আমার কাছে বিষয়টি খুবই ভালো লেগেছে। তিনি তাঁর পেশা পরিবর্তনের এই ঝুঁকি নিয়েছেন এবং সফলও হয়েছেন। এটা একটা বিরাট উৎসাহব্যন্জক ব্যাপার।

রাজিবুল ভাইকে অনেকেই অনুরোধ করেছেন QuickBooks Software এর উপর ধারাবাহিক টিউটোরিয়াল লেখার জন্য। আমিও চাই আপনি লিখুন। তবে আপনি যদি সময় না পান আমি লিখতে আগ্রহী। তবে জনদাবি আপনার দিকে।

আমি QuickBooks Software টি শিখেছি আজ থেকে প্রায় ১২ বছর আগে। এবং গত ১০ বছর যাবৎ প্রফেশনালি QuickBooks নিয়ে কাজ করছি। অনেকদিন যাবৎই ভাবছিলাম QuickBooks Software এর উপর ধারাবাহিক লেখা লিখব। কিন্তু সাহসে কুলাচ্ছিল না। কারণ এটা অনেক বড় একটা সফটওয়্যার। টিউনস লিখে এটা কতটা বুঝানো সম্ভব এটা নিয়ে সন্দেহ থেকে যায়। কিন্তু রাজিবুল ভাইয়ের লেখাটি পড়ে মনে সাহস এলো। আমার হঠাৎ মনে হলো এটা সম্ভব এবং কেউ একজন পথ দেখালে সবাই সামনের দিকে হাঁটবেই!

যাইহোক, রাজিবুল ভাই যদি না লেখেন এবং আপনারা যদি উৎসাহ দেন তাহলে প্রথম কিস্তি আগামী দুই-তিন দিনের মধ্যে দিতে পারি।

আপনাদের মন্তব্যের আপেক্ষায় রইলাম।

Level 0

আমি মোহাম্মদ হাফিজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

হাতের কাছে সোনার খনি রেখে আরার কাছে দুই রতি সোনার জন্য কেন এত আকুলতা! আমিতো সোনার সওদাগর নই-সোনার কারিগর মাত্র।

হাফিজ ভাই, আপনি লিখেছেন-“কেউ একজন পথ দেখালে সবাই সামনের দিকে হাটবেই!” অনেক ভালো লাগলো কথাটি। আমি চাই এগিয়ে নেয়ার কাজটি আপনিই করেন। আপনি হোঁচট খেলে সবাই আপনাকে ধরবে। আর সবাই যদি হোঁচট খায়?

ভয় নেই, সবাই একসাথে কখনই হোঁচট খাবে না!

এগিয়ে যান হাফিজ ভাই-এগিয়ে নিন সবাইকেই্!

    Level 0

    @razibul_qb: টিউনমেন্ট টা অসাধারণ ! ! !

Level 0

vai chalaia jan,amrao sikhte chai………………….

Level 0

আমার ভীষণ রাগ হচ্ছে। আর রাগ হবার কারন আপনি শিখাতে চান আর আমরা শিখতে চাই। কিন্তু তবুও আপনি জন দাবির অপেক্ষা করছেন। আপনার ইমেইল এড্রেস টা দেন জলদি 😀

রাজিব ভাই, আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ! তবে আপনি লিখলে এটা অনেক ফ্রুটফুল হতো। আপনার লেখার হাত অসাধারণ!

আশাকরি আমাদেরকে নিয়মিত উৎসাহ দিয়ে যাবেন।

টিউন চাই

জানতে পারলে অনেক উপকারে আসবে।।pls tune it asap

carry on. brother.

আপনার সাহসে কুলাবে শুধুমাত্র প্রথম পর্ব লিখে ফেলেন তারপর দেখেন সাহস কিভাবে আসে। বিজনেসের ছাত্র হিসেবে বলছি আপনি যত তাড়াতাড়ি লিখবেন আমাদের জন্য ততোই ভাল।

Level 0

২ জন মিলে লিখলে কেমন হয় ?
হাফিজ ভাই এর ১২ বছরের অভিজ্ঞতা, আর রাজিব ভাই এর আকর্ষণীয় লিখার ক্ষমতা !

তবে তার আগে ফুল ভার্সন সফটওয়্যার দিতে দিতে ভুলবেন না কিন্তু …
রাজিব ভাইয়ের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড দিয়ে ঘুম দিলাম । সকালে উঠে দেখলাম ৯৯% হয়ে আর হয় না ! অটো PAUSED হয়ে যায় !

chaliye jan ,kono voy nei

Etra-ordinary!
( হাফিজ ভাই + রাজিবুল ভাই ) = টিউন চাই
QuickBooks Software টি লাগলে নিচের লিঙ্ক থেকে নিতে পারেন ।
intuit quickbooks pro plus 2011 by adrian dennis.rar

    Level 0

    @আমি সালমান:
    apni aita soft ta use koren ?
    ami aita QuickBooksCA2013Trial install korsi but sekhane bangladesh name compnay kholar kono option nei .
    r vai apnar facbe book id link dien grup kore oikhnae discuss kora valo hbe sobar

ভাই আপনি শুরু করে দেন। আল্লাহই আপনাকে সাহায্য করবেন। আমরা আপনার দিকেই তাকিয়ে রইলাম। পারলে দুই তিন দিনের মধ্যে প্রথম টিউনিট করেন। ধন্যবাদ।।।।।।।।।।।।।।।।

waiting…..waiting

টিউন চাই we are watting…………………………..?

হাফিজুর রহমান ভাইকে ধন্যবাদ আর শুভেচ্ছা বিষয়টা এগিয়ে আনার জন্য। রাজিব ভাই সত্যই আমাদের মধ্যে আলোড়ন তুলেছেন কুইকবুকস নিয়ে। আশা করছি আপনাদের নিকট থেকে নিরাশ হবো না। সঠিক দিকনির্দেশনার জন্য অপেক্ষা করছি।

কুইক বুকস ২০১৩ – টরেন্টগুলোতে এটা ISO আকারে পাওয়া যায়। আমি নিজে DL করেছি, কোনো সমস্যা নাই। দিপাইরেটবে তে সিরিয়াল+ভ্যালিডেটর ও পাওয়া যায়। এছাড়া ট্রায়াল ভার্সন ও ব্যাবহার করা যায়, ৩০ দিন যথেষ্ট সময় এটা শেখার। অনলাইন ভার্সনও ব্যাবহার করা যায়। রাজিব ভাই এব্যাপারে তার পোস্টে রিপ্লাই দিয়েছেন।

আবার ধন্যবাদ আর অনেক অনেক শুভকামনা রইল।

    Level 0

    @Md Emdadul Haque:
    ভাই,আপ্নাদের টিউন ও কমেন্ট গুলো দেখে শেখার খুব আগ্রহ হচ্ছে ।একজন basic accounting জানা অনার্সের ছাত্র যদি দিনে ৩-৪ ঘণ্টা সময় দেই তাহলে তার কত দিন লাগতে পারে এটা শিখে কাজ শুরু করতে ?????? একটু বলবেন কি ………? I am a student of an engineering university .

      @sumonfts: ধন্যবাদ, চেষ্টা, ধৈর্য্য আর আগ্রহ নিয়ে শেখা শুরু করেন, আপনি নিজেই বুঝতে পারবেন, সময় না হয় একটু বেশীই লাগলো। অসম্ভব বলে কিছু নেই।

মোহাম্মদ হাফিজুর রহমান ভাই এবং রাজিবুল ভাইকে ধন্যবাদ জানাই, তাদের হাত ধরে সমুদ্র পাড়ি দিব।

Level 0

আপনি শিখাতে চান আর আমরা শিখতে চাই। কিন্তু তবুও আপনি জন দাবির অপেক্ষা করছেন। আপনার ইমেইল এড্রেস টা দেন জলদি।
অনেক শুভকামনা রইল।

চেইন টিউন করেন। আর অবশ্যই বাংলা ভিডিও টিউটরিয়াল দিবেন।

আমি এইটার অপেক্ষায় ছিলাম। চালিয়ে জান আমরা আছি আরও অনেকে আছেন যারা কষ্ট করে কমেন্ট করে নাই।

মোহাম্মদ হাফিজুর রহমান ভাই, ও রাজিবুল ভাই এগিয়ে চলেন । আমরা আছি আপনাদের সাথে
All the best

Level 0

অবশ্যই চাই…

certainly

Level 0

Vai taratari lekhen ami onekdin dhore aiquick book nia kono bangla lekha khujchilam
Apnar lekha pale khub valo hobe

Level 0

ভাই,আপ্নাদের টিউন ও কমেন্ট গুলো দেখে শেখার খুব আগ্রহ হচ্ছে ।একজন basic accounting জানা অনার্সের ছাত্র যদি দিনে ৩-৪ ঘণ্টা সময় দেই তাহলে তার কত দিন লাগতে পারে এটা শিখে কাজ শুরু করতে ?????? একটু বলবেন কি ………? I am a student of an engineering university .
এতজনের আগ্রহ উপেক্ষা না করে তাড়াতাড়ি লেখা শুরু করেন । অন্তত সাধারণ জিনিস গুলো শিখান তারপর নিজেরা চেষ্টা করব।

Level 0

আমারা এজন্য একটা ফেসবুক গ্রুপ খুলে আলোচনা চালিয়ে যেতে পারি………………।

    আপনার প্রস্তাবটা আমার কাছে Effective মনে হচ্ছে। এই গ্রুপটা ব্যাবহার করে আমরা একে অপরকে কুইক বুকস এর বিভিন্ন সমস্যার ব্যাপারে সহযোগিতা করতে পারি। একে অপরের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করতে পারি।

চেইন টিউন চাই

আপনারা যারা মন্তব্য করে আমাকে উৎসাহ দিয়েছেন সবাইকে ধন্যবাদ!

আশাকরি আগামী ৫ অথবা ৬ সেপ্টেম্বর QuickBooks এর ধারাবাহিক টিউটোরিয়াল এর প্রথম পর্ব প্রকাশ করতে পারবো। আমি ফেসবুক এ একটা গ্রুপ তৈরী করেছি। কেউ আগ্রহী হলে https://www.facebook.com/groups/quickbooksbd এই গ্রুপে যুক্ত হতে পারেন। আশাকরি আপনাদের এই সহযোগীতা অব্যাহত থাকবে।

    @মোহাম্মদ হাফিজুর রহমান: ভাই, টিউটোরিয়াল এর অপেক্ষায় আছি।

    আর একটি বিষয়, যদি আমি কুইকবুকস আমার প্রতিষ্ঠানের (ট্রেডিং বিজনেস -> হোলসেল+রিটেইল) জন্য কিনতে চাই, বাংলাদেশে এর মূল্য কেমন হবে? অন্যান্য কি কি সুবিধা (সেটাপ, ট্রেনিং, সাপোর্ট, ইত্যাদী) থাকবে? জানা থাকলে জানাবেন, প্লিজ। ইমেইলঃ [email protected]

Level 0

@The Nasa UFO:
apnar video gulo youtube a available na
r ha apnara soabi hafiz vaier grup a join koren

Level 0

thanks carry on ……….

Thanks boss, carry on…..

Level 0

রাজিব ভাই আমি নিয়মিত টিউন পরি কিন্তু কোন কিছু লিখিনা। আজকে আমী টেক টিউনস এ রেজিস্ত্রেশন করেছি শুধু মাত্র আপনাকে অনুপ্রেনিত করার জন্য। আশা করচি আপনি কুইক বক্স শম্পরকে দিতেয়লস লিখবেন এবং আমাদের জানাবেন এটার মাধ্যমে কিভাবে উপারজন সম্ভব।

Level 0

আপনার টিউন পড়ে খুবই অনুপ্রানিত হয়েছিলাম কিন্তু আপনার অনুপুস্থিতি সত্যি আমাদের হতাশ করেছে ।আপনি কি আর ফিরে আসবেননা ???????? আমাদের এভাবে মাখ পথে রেখে চলে গেলেন !!!!!!!!!