আমি প্রথমেই USA প্রবাসী রাজিবুল ভাইকে ধন্যবাদ জানাই QuickBooks Software এর উপর তাঁর গতকালের টিউনটির জন্য। তিনি যতটা মমতায় কুইক বুকস সফটওয়্যারটিকে বুকে ধারন করেছেন আমার ধারণা ততটা আগ্রহ নিয়ে অনেকেই বাংলাদেশে এই সফটওয়্যাটি শেখার জন্য আগ্রহী। রাজিবুল ভাই অসাধারণ বর্ণনায় তাঁর লেখাটি লিখেছেন। শিক্ষাগত যোগ্যতায় তিনি একজন ইন্জিনিয়ার কিন্তু পেশায় Accounting Software এর কন্সালটেন্ট। আমার কাছে বিষয়টি খুবই ভালো লেগেছে। তিনি তাঁর পেশা পরিবর্তনের এই ঝুঁকি নিয়েছেন এবং সফলও হয়েছেন। এটা একটা বিরাট উৎসাহব্যন্জক ব্যাপার।
রাজিবুল ভাইকে অনেকেই অনুরোধ করেছেন QuickBooks Software এর উপর ধারাবাহিক টিউটোরিয়াল লেখার জন্য। আমিও চাই আপনি লিখুন। তবে আপনি যদি সময় না পান আমি লিখতে আগ্রহী। তবে জনদাবি আপনার দিকে।
আমি QuickBooks Software টি শিখেছি আজ থেকে প্রায় ১২ বছর আগে। এবং গত ১০ বছর যাবৎ প্রফেশনালি QuickBooks নিয়ে কাজ করছি। অনেকদিন যাবৎই ভাবছিলাম QuickBooks Software এর উপর ধারাবাহিক লেখা লিখব। কিন্তু সাহসে কুলাচ্ছিল না। কারণ এটা অনেক বড় একটা সফটওয়্যার। টিউনস লিখে এটা কতটা বুঝানো সম্ভব এটা নিয়ে সন্দেহ থেকে যায়। কিন্তু রাজিবুল ভাইয়ের লেখাটি পড়ে মনে সাহস এলো। আমার হঠাৎ মনে হলো এটা সম্ভব এবং কেউ একজন পথ দেখালে সবাই সামনের দিকে হাঁটবেই!
যাইহোক, রাজিবুল ভাই যদি না লেখেন এবং আপনারা যদি উৎসাহ দেন তাহলে প্রথম কিস্তি আগামী দুই-তিন দিনের মধ্যে দিতে পারি।
আপনাদের মন্তব্যের আপেক্ষায় রইলাম।
আমি মোহাম্মদ হাফিজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হাতের কাছে সোনার খনি রেখে আরার কাছে দুই রতি সোনার জন্য কেন এত আকুলতা! আমিতো সোনার সওদাগর নই-সোনার কারিগর মাত্র।
হাফিজ ভাই, আপনি লিখেছেন-“কেউ একজন পথ দেখালে সবাই সামনের দিকে হাটবেই!” অনেক ভালো লাগলো কথাটি। আমি চাই এগিয়ে নেয়ার কাজটি আপনিই করেন। আপনি হোঁচট খেলে সবাই আপনাকে ধরবে। আর সবাই যদি হোঁচট খায়?
ভয় নেই, সবাই একসাথে কখনই হোঁচট খাবে না!
এগিয়ে যান হাফিজ ভাই-এগিয়ে নিন সবাইকেই্!