আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভাল আছেন । এটা আমার প্রথম লেখা, আমি সাধারণত কখন লিখিনা কিন্তু আজকে লিখতে বাধ্য হলাম কিছু আপত্তি থাকার কারনে ।
মূল কথাই আসি....আমি ইদানিং লক্ষ করছি....আমাদের দেশে ফ্রীলাঞ্চের সংখ্যা অনেক বেড়ে গেছে, বিশেষ করে PTC সাইট গুলা বন্ধ হওয়ার পর থেকে অডেস্ক, ইলাঞ্চ, ফ্রীলান্সার সাইট গুলোতে লোক জন ভিড় করছে। এটা আমি বলবো নিশ্চয় এটা একটা ভাল দিক যে লোকজন এখন এই দিকে আসছে অ্যান্ড আমাদের দেশের অথনিতিতে ভুমিকা রাখছে অ্যান্ড বেকার সমস্যারও কিছুটা সমাধান হচ্ছে। তাহলে আমার আপত্তি কথাই...????????????
আপত্তি টা হল ঐ সমস্ত নতুন ফ্রিলাঞ্চের প্রতি যারা আজ ফ্রীলাঞ্চিং মার্কেট প্লেস গুলাকে নষ্ট করেছে এবং করছে...সাথে কমিয়েছে কাজের মূল্য...কমিছে ইনকামের হার । তারা যে দামে কাজ করছে...সেটা বলতে গেলে একদম পানির দামে । কিন্তু কেন ??? আজ আপনি যেখানে ভাল রেটে কাজ করতে পারতেন কেন সেখানে আপনি কম রেটে কাজ করে কাজের প্রকৃত মূল্য টাকে কমাচ্ছেন ??? আপনি কি জানেন এটার দারা সার্বিক কাজের মূল্য ও ইনকামের হার কমে যাচ্ছে এবং এই কাজের মূল্য কখনই পরে বাড়ানো সম্ভব না ?? আপনার কি মনে করেন এই কাজের মূল্য কমিয়ে আপনার লাভ হচ্ছে বরং আপনি আপনার ক্ষতিই করছেন ।
কেন আজকে PSD to HTML এর কাজ মাত্র $5 করা হচ্ছে যেখানে আগে $20-25 করা হতো ? কেন আজকে PSD to WordPress convert এর কাজ $30-40 করা হচ্ছে আগে যেখানে $200-250 করা হতো ? কেন ডাটা এন্ট্রির কাজ $2-3/Hour এর পরিবর্তে 0.06/Hour করছেন ? কেন আমাকে ৩ বছর ধরে কাজ করার পরও ডাটা এন্ট্রির দামে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কাজের অফার করা হচ্ছে ? কেন ক্লায়েন্ট এই ধরনে অফার করার সাহস পাচ্ছে জানেন.....??? সাহস পাচ্ছে ঐ সমস্ত পাগল লোকদের জন্য যাদেরকে রেটিং নামক পাগলা কুকুর কামড়াইছে । তারা চাই কম টাকাই কাজ করে ভাল রেটিং পাইতে...ভাল কাজ করে না । আরে নিজের ভাল তো পাগলেও বুজে কিন্তু তারা বুজেনা । তারা যে কোন কিছিমের পাগল সেটা আবার আমি বুজিনা ।
আমি আর. আর. ফাউন্ডেশন সহ সকল ট্রেইনারদের কে একটা রিকুয়েস্ট করব....আপনাদের টিউটরিয়াল দেখে অনেকেই অনেক সহজ ভাবে শিখে অনেক সহজ দামে কাজ করছেন...কিন্তু আপনাদেরদের উচিত কাজ শেখানোর পাশা পাশি কাজের প্রকৃত মূল্য সম্পর্কে ও শিক্ষা দেয়া । আপনারা নিজেও কাজ করেন এবং খুব ভাল করেই জানেন কোন কাজের কত মূল্য । আপনারা নিশ্চয়ই ঐ রেটে কাজ করেন না....আর যদি করতেন তাহলে রাসেল আহমেদের মত লোক আজকে কোটি পতি রাসেল হতেন না।
আপানাদের টিউটরিয়াল দেখে মানুষ ওয়েব ডেভেলপমেন্ট কে যতো সহজ মনে করে আসলে কিন্তু ততটা সহজ না....এবং তারা শিক্ষাটা সস্তা ভাবে পাওার জন্য তারা সস্তা দামে নিজের শ্রমটাকে বিক্রি করছে । আপনি, আমি, আর দশটা লোক এত সহজে কাজ সিখতে পারিনি...কিন্তু তারা পারছে সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই , কিন্তু তারা কাজের আসল মূল্যটা বুজতে পারছে না । এই ব্যাপারে লোকদের মাজে সচেতনতা গড়ে তোলা দরকার । আশা করি আপনারা আমার কথাটা ভাল করেই বুজতে পেরেছেন....এবং এই বিষয়ে কিছু একটাকরবেন । ধন্যবাদ সবাইকে ।
আমি আবদুল্লাহ আল মামুন ( পলাশ )। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Vai khub e baje obostha akhon. Kaj paowa khub e kostokor akhon. Bangladeshi freelancer e na India philipine ora aaro kom rate a kaj kore 50 cent a 4 page brochure banay tahole bujhen kaj koto sosta hoye geche