একটু ভেবে দেখুন তো… আসলে আমরা কি ফ্রীলাঞ্চিং করছি নাকি…শুধুই ফ্রীলাঞ্চিং মার্কেটটাকে নষ্ট করছি ????

আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভাল আছেন । এটা আমার প্রথম লেখা, আমি সাধারণত কখন লিখিনা কিন্তু আজকে লিখতে বাধ্য হলাম কিছু আপত্তি থাকার কারনে ।

মূল কথাই আসি....আমি ইদানিং লক্ষ করছি....আমাদের দেশে ফ্রীলাঞ্চের সংখ্যা অনেক বেড়ে গেছে, বিশেষ করে PTC সাইট গুলা বন্ধ হওয়ার পর থেকে অডেস্ক, ইলাঞ্চ, ফ্রীলান্সার সাইট গুলোতে লোক জন ভিড় করছে। এটা আমি বলবো নিশ্চয় এটা একটা ভাল দিক যে লোকজন এখন এই দিকে আসছে অ্যান্ড আমাদের দেশের অথনিতিতে ভুমিকা রাখছে অ্যান্ড বেকার সমস্যারও কিছুটা সমাধান হচ্ছে। তাহলে আমার আপত্তি কথাই...????????????

আপত্তি টা হল ঐ সমস্ত নতুন ফ্রিলাঞ্চের প্রতি যারা আজ ফ্রীলাঞ্চিং মার্কেট প্লেস গুলাকে নষ্ট করেছে এবং করছে...সাথে কমিয়েছে কাজের মূল্য...কমিছে ইনকামের হার । তারা যে দামে কাজ করছে...সেটা বলতে গেলে একদম পানির দামে । কিন্তু কেন ??? আজ আপনি যেখানে ভাল রেটে কাজ করতে পারতেন কেন সেখানে আপনি কম রেটে কাজ করে কাজের প্রকৃত মূল্য টাকে কমাচ্ছেন ??? আপনি কি জানেন এটার দারা সার্বিক কাজের মূল্য ও ইনকামের হার কমে যাচ্ছে এবং এই কাজের মূল্য কখনই পরে বাড়ানো সম্ভব না ??  আপনার কি মনে করেন এই কাজের মূল্য কমিয়ে আপনার লাভ হচ্ছে বরং আপনি আপনার ক্ষতিই করছেন ।

কেন আজকে PSD to HTML এর কাজ মাত্র $5 করা হচ্ছে যেখানে আগে $20-25 করা হতো ? কেন আজকে PSD to WordPress convert এর কাজ $30-40 করা হচ্ছে আগে যেখানে  $200-250 করা হতো ? কেন ডাটা এন্ট্রির কাজ $2-3/Hour এর পরিবর্তে 0.06/Hour করছেন ? কেন আমাকে ৩ বছর ধরে কাজ করার পরও ডাটা এন্ট্রির দামে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কাজের অফার করা হচ্ছে ?  কেন ক্লায়েন্ট এই ধরনে অফার করার সাহস পাচ্ছে জানেন.....??? সাহস পাচ্ছে ঐ সমস্ত পাগল লোকদের জন্য যাদেরকে রেটিং নামক পাগলা কুকুর কামড়াইছে । তারা চাই কম টাকাই কাজ করে ভাল রেটিং পাইতে...ভাল কাজ করে না । আরে নিজের ভাল তো পাগলেও বুজে কিন্তু তারা বুজেনা । তারা যে কোন কিছিমের পাগল সেটা আবার আমি বুজিনা ।

আমি আর. আর. ফাউন্ডেশন সহ সকল ট্রেইনারদের কে একটা রিকুয়েস্ট করব....আপনাদের টিউটরিয়াল দেখে অনেকেই অনেক সহজ ভাবে শিখে অনেক সহজ দামে কাজ করছেন...কিন্তু আপনাদেরদের উচিত কাজ শেখানোর পাশা পাশি কাজের প্রকৃত মূল্য সম্পর্কে ও শিক্ষা দেয়া । আপনারা নিজেও কাজ করেন এবং খুব ভাল করেই জানেন কোন কাজের কত মূল্য । আপনারা নিশ্চয়ই ঐ রেটে কাজ করেন না....আর যদি করতেন তাহলে রাসেল আহমেদের মত লোক আজকে কোটি পতি রাসেল হতেন না।

 

আপানাদের টিউটরিয়াল দেখে মানুষ ওয়েব ডেভেলপমেন্ট কে যতো সহজ মনে করে আসলে কিন্তু ততটা সহজ না....এবং তারা শিক্ষাটা সস্তা ভাবে পাওার জন্য তারা সস্তা দামে নিজের শ্রমটাকে বিক্রি করছে । আপনি, আমি, আর দশটা লোক এত সহজে কাজ সিখতে পারিনি...কিন্তু তারা পারছে সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই , কিন্তু তারা কাজের আসল মূল্যটা বুজতে পারছে না । এই ব্যাপারে লোকদের মাজে সচেতনতা গড়ে তোলা দরকার আশা করি আপনারা আমার কথাটা ভাল করেই বুজতে পেরেছেন....এবং এই বিষয়ে কিছু একটাকরবেন । ধন্যবাদ সবাইকে ।

Level 0

আমি আবদুল্লাহ আল মামুন ( পলাশ )। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Vai khub e baje obostha akhon. Kaj paowa khub e kostokor akhon. Bangladeshi freelancer e na India philipine ora aaro kom rate a kaj kore 50 cent a 4 page brochure banay tahole bujhen kaj koto sosta hoye geche

Level New

আর আর ফাউন্ডেশন অনেক ভালো কাজ করছে । তবে কেউ যদি রাসেল ভাইয়ের টিউটরিয়াল দেখে খুব সহজে কাজ শিখে কম টাকায় কাজ করে তবে সে অবশ্যই নিজের এবং এই মার্কেট এর দীর্ঘমেয়াদী ক্ষতি করবে । এখন প্রোজেক্ট এর বাজেট দেখলে মেজাজ খারাপ হয়ে যায় । ৩০$ এ পুরা ওয়েবসাইট বানায় নিতে চায় ক্লায়েন্টরা । অথচ তাদের বাথরুম যারা পরিষ্কার করে সেই ক্লিনারদের বেতন প্রতি ঘণ্টা ১০$ । http://www.indeed.com/salary/Cleaning-Person.html ( বছরে ২৪০০০$ মানে মাসে ২০০০$ । মাসে ২৬ দিন যদি ৮ ঘণ্টা করে কাজ করে তবে প্রতি ঘণ্টা কাজের জন্য পায় প্রায় ১০$ । )

ঐ শালাদের প্রতি রইলো আমার আন্তরিক অশুভ কামনা। ধ্বংস হোক ঐ শালারা যারা আজ মার্কেট প্লেস টাকে ধ্বংস করেছে । বলেন আমিন !!!!!

Level 0

$5 e kaj kortaca ar amader bash decca. tao kaj gula perfectly korla hoto. table ar image tag er use sikha design kora suru kora day. ar buyer ra vabe bangladesh er designer ra faltu.
khub e problem e aci vai.

ptc korte korte fokinni sovav ta achei :-/

কি আর বলবো রে ভাই…উপরে একজন কমেন্ট করছেন ঐ ভাইয়ের নাম “আহত”….ফ্রীলাঞ্চিং এর যা অবস্তা তাতে কদিন পর আমার নাম লিখতে হবে…..”নিহত” ।

akhon to net-er bill deaaeei problem hoejachchee,freelancing er seminar gular kotha shunle mone hoe je freelancing maneeeiii aladin-er prodip net-e boeisha khali ghosha daw ar taka account e chole ashbee.idanik abar phone number/software installation- koeira naki koti koti taka income kortache!!!!!!!

ভাই , এগুলো তে কিছু করার নাই । কতজন লোক বলতে গেলে market place টার সম্মান কে পুরা ধ্বংস করে দিচ্ছে । ওইসব লকদের কাছে আমার প্রশ্ন , “” আপনারা এতো কষ্ট করে কাজ শিখেন , কতদিন লাগে এটা আপনারাই জানেন । কিন্তু আপনাদের কষ্টের মূল্য কি এতোই কম ! চোখের ১২ টা বাজিয়ে coding করেন তাহলে আপনাদের মূল্য কি এতোই কম ! মূল্যবান সময় খরচ করে একজনের ভালোর জন্য একটা সাইট বানান তাহলে আপনার মূল্য কি এতোই কম ! “” ???
আর আমি @আহত: ভাইয়ের সুত্র ধরে বলতে চাই , এদের দিয়ে বাথরুম পরিষ্কার করানো উচিৎ !

এদের দিয়ে বাথরুম পরিষ্কার করানো উচিৎ…….. সহ মত.

এভাবে চলতে থাকলে ফ্রিল্যান্সাররা ফ্রিতে কাজ করতে থাকবে, কেউ আর এই পেশায় আসতে চাইবে না।

ভাই সেই দিন আর বেশী বাকি নেই যে দিন মানুষ $১০ এ ও সাইট ডিজাইন করে দিবে বায়ার কে। আমাগোরে পুরা শেষ কইরা দিতাছে খয়রাতী পোলাপাইন গুলা্।

” আসুন আমরা সঠিক মূল্যে কাজ করি, এবং অন্যকে করতে উৎসাহিত করি ” নামে একটা গ্রুপ বানানো হয়ছে । পারলে আপনারা এই গ্রুপ এ যোগ দিয়ে আপনাদের মতামত জানান এবং শেয়ার করুনল https://www.facebook.com/groups/144261202436251/

Level 0

RR Foundation অনেক গরিব লোককে শিখাচ্ছে। আপনারা কি করেছেন। নিজে ইনকাম করেছেন, আর বড় বড় লেকচার মেরেছেন। কেউ সাহায্য চাইলে মুখ ঘুরিএ নিয়েছেন । এখন বুঝি আর ভাত পাচ্ছেন না।

Level 0

আপনার সবগুলা টিউনে দেখলাম শুধু সাহায্যই চাইছেন। কখনো কাউকে হেল্প করেন নাই।

হ তোদের মতো মুলাঙ্গারের জন্য আজ আমারা ভাত পাচ্ছি না, তদের মতো ঐ শালাদের প্রতি রইলো আমার আন্তরিক অশুভ কামনা। ধ্বংস হোক তদের মতো ঐ শালারা যারা আজ মার্কেট প্লেস টাকে ধ্বংস করেছে । বলেক আমিন !!!!!

    Level 0

    ব্যাবহারেই বঝা যায় কে কথা থেকে আসছে। তুই তুকারি শুরু কইরা দিছে একটু খোঁচা খাইতেই। খালি খালি কি আর ওডেস্কে ভাত পায়না। এই সব পাবলিকের কারনে মার্কেট প্লেস আরও খারব হইছে।

রাস্তা খাটে ফকির মিসকিন দেখেছি,ফ্রিল্যান্সিং এ ও! 😐
কি আর করার সরকারী পর্যায়ে ফ্রিল্যান্স ট্রেনিং সেন্টার খুললে ভাল হত। 😐

Level 0

Apnara sudu nijer khoti hobe, ei bishoye ta dektsen. Jara kaj sikse taderke tuo kew beshi dame/najjo rate kaj deben boltesen na? Apnara aj protishtito hoye vashon diccen, Vascen na akjon kosto kore kaj sike kaj pacce na tar khota. Jai hok se nirupai hoye ei kaj ta kortese…

Level 0

Apnara to jhogra kortesen kajer rate niye kintu ami aj der bosor jabot odesk e apply kortasi kintu kaj paina atar jobab ki keu dite parben????????? Ami design er apply kori, kokhono rate komainai. akn amr ki korar?????????????? Polash vai er kase prosno…….. apni issa korle design er sector e amr je kono dhoroner interviwe nite paren. ami prostut.

Level 0

ভালো লিখেছেন। তবে আর আর ফাউন্ডেশন নতুনদের কাজের রেট সম্পর্কে ধারনা দিচ্ছেনা কথাটা ভুল। আর আর ফাউন্ডেশন ইতোমধ্যে যারা কাজ শিখে মার্কেটপ্লেসে যাওয়ার উপজুগি হয়েছে তাদের জন্য দিক নির্দেশনামুলক ও কাজের রেট কেমন হওয়া উচিৎ তা নিয়ে পোস্ট করছে প্রজেক্ট ভিত্তিক।

পলাশ ভাই, আপনি তো গ্রুপে আছেন, আপনার তো ব্যাপারটা জানার কথা। তার পরও না জানার ভাব করে আর আর এফ এর পেছনে লেগেছেন!!! আপনাদের উদ্দেশ্য বুঝতে পারি না। নতুন কোন বেকার ছেলে যদি স্বাবলম্বী হয়, তাতে আপনাদের আপত্তি থাকার কথা না।

আর আপনি যথেষ্ট ভদ্র ফেমিলির ছেলে (আমি মনে করি) তাই, আগের কমেন্ট গুলোতে যেভাবে কথা বলেছেন, তা আপনাকে মানায় না।

Sabbir ভাই, আর আর এফ কবে থেকে কাজের রেট নিয়ে পোস্ট করছে আর আমি কবে এই পোস্ট করেছিলাম ? কে আগে এই কাজ টা করেছে ? আমি আই বিষয়ে পোস্ট করার পর আর আর এফ একটা ডক বানানোর উদ্যোগ নিয়েছে । কাজেই আগে তারিখ টা নিশ্চিত হন। আর একটা কথা মার্কেট এর পরিবেশ ঠিক রেখে কাজ করলে আমার কেন কারো আপত্তি থাকার কথা না ।

Level 0

পলাশ ভাই , আপনার পোস্ট পরলাম ভালো লাগলো , আপনার কথায় যুক্তি আছে ..| কিন্তু ভাই আপনার ভাষা এত খারাপ করা উচিত না | যাই হোক , রাসেল ভাই একটি উদ্দক নিয়েছে ওয়ার্কার তৈরী করার ,, আপনি উদ্দক নিন মার্কেট এর সঠিক রেট নিয়ে সচেতনা তৈরী করার …তাহলেই কারোর ভাত নষ্ট হবেনা ইনশাল্লাহ ..
গলা-গালি কোনো সমাধান না …
আমরাই পারবো, কারণ – আমারাই বাংলাদেশ।