ফ্রিলেন্সিং করার জন্য অনেক মাধ্যম রয়েছে। এগুলোতে প্রফেশনাল দক্ষতা ছাড়া নিজেকে প্রতিষ্টিত করা সম্ভব নয়। সহজেই এবং অল্প সময়ে নিজেকে দক্ষ করে তুলা যায় এমনই এক মাধ্যম হলো ইমেল মার্কেটিং। আমার কাছে কেন ইমলে মার্কেটিংই সেরা তা নিচে তুলে ধরছি।
- ১। অডেস্ক সহ প্রায় প্রতি মার্কেটপ্লেসে এই সেক্টরে কাজের পরিমান অপরিমেয়।
- ২। কাজের কুয়ালিটি নিয়ে ভাবতে হয় না কেননা আমার কাজের ৯০% ই প্রফেশনাল সফটওয়্যার করে থাকে আমি শুধু সফটওয়্যারকে দেখিয়ে দেই কিভাবে কি করতে হবে।
- ৩। বায়ারের জন্য সহজেই ডেমো তৈরি করে দেয়া যায় যেহেতু আমার সংগ্রহে প্রচুর ইমেল আইডি ও সফটওয়্যার আছে। আর আমি একটি ওয়েব পেইজে আমার ইমেল মার্কেটিং এর উপর একটি প্রফাইল পেইজ তৈরি করা আছে।
- ৪। আমি কখনোই ক্লান্ত হই না। সফটওয়্যারকে কাজের নির্দেশনা দিয়ে আমি ছোট্র একটি মেডিটেশন করে ফেলতে পারি।
- ৫। কোন কোন বায়ারই ইমেল এড্রেস প্রভাইড করে তাই আমার চিন্তা কি!
- ৬। সংগ্রহ মহাসাগরে রুপ নিলে নিজের প্রডাক্টের বিজ্ঞাপন করতে অসুবিধা কি? আমার বায়ার আমায় ইমেল এড্রেস দেয়। তার কাজ শেষ করে আমি আমার সাইটের বা প্রডাক্টের বিজ্ঞাপন শুরু করে দেই। একেই বলে এক ডিলে দুই পাখি।
- ৭। ইমেল এড্রেস বিক্রয় করেও তো মাঝে মধ্যে কিছু চা পানির পয়সা পাওয়া যায়।
- ৮। এক বায়ার আমাকে একবার একটি প্রফেশনাল সফটওয়্যার দিয়ে বলল এই সফটওয়্যার দিয়ে ইমেল সেন্ড করেন। সফটওয়্যারটির মার্কেটমূল্য প্রায় ৫০০ ডলার। আর কিছু কি বলতে হবে?
- ৯। ইমেল মার্কেটিং এ প্রফেশনাল হওয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয় না। কিছু সংগ্রহ থাকলেই শুরু করা যায়।
- ১০। আপনি ইংরেজী জানেন না, আপনি ডিজাইন জানেন না, আপনি আরেক জনের সাথে প্রতিযোগীতায় ঠিকে থাকতে পারেন না আসলে কিছুই না পারলেও সমস্যা নাই। ইমেল মার্কেটিং এর দুই চারটি সফটওয়্যার ব্যবহার করা জানলেই চলবে।
নতুন রা এখান থেকে সাহায্য নিতে পারেন। কেননা, এখানে কাজের প্রচুর ডেমো দেয়া রয়েছে। তাহলে ভাল থাকুন। আজ এখানেই বিদায়।
vai valo laglo….ro direction chai..
.apnar email id ta dewa jabe????