Liberty Reserve এর সমস্যার সমাধান সব ব্রোকার তাদের গ্রাহকের ক্ষতি না হয় এমন ভাবেই দিয়েছেন। কিন্তু আপসোস এবং শকট ব্যাপার হল Liberty Reserve নিয়ে Instaforex এর আপডেট বা তাদের পদক্ষেপটা দেখে। উপরের ছবিটিতে তাদের ৩০.০৫.২০১৩ Cooperation with Liberty Reserve terminated নিউজে তারা বলছে Liberty Reserve শাট ডাউন এর কারনে তাদের Public Offer Agreement 7.7.1 অনুসারে যেসকল গ্রাহক Liberty Reserve দিয়ে ডিপোজিট করেছেন তারা তাদের পুরো টাকা লস করবেন অর্থাৎ Instaforex তাদের ফুল ফান্ডটা কেটে নিবে। কিন্তু Liberty Reserve দিয়ে ডেপোজিট করা বিপুল সংখ্যক ট্রেডারদের কথা চিন্তা করে তারা তাদের অর্ধেক ফান্ড কেটে নেওয়ার কথা জানিয়েছে এবং আগামি ৬ মাস(৩০ মে ২০১৩- ৩০ নভেম্বার ২০১৩) Liberty Reserve দিয়ে করা ডিপোজিট একাউন্ট তাদের ডলার ইউথড্র দিতে পারবেন না। ৬ মাস পরে উইথড্র দেওয়ার সময় উইথড্রল এমাউন্টের ৫০% কেটে নিবে। এবং আপনি ঐ একাউন্টে ৬ মাস ট্রেড করে যা প্রফিট করবেন এবং সোজা কথা আপনি যা ডেপোজিট করেছেন এবং যা প্রফিট করেছেন তার ৫০ ভাগ কেটে নিবে, যা পুরোপুরি অবিচার এবং অন্যায়। একাউন্ট কে ৬ মাসের জন্য ব্লক করে বাগে ফেলে ট্রেডারদেরকে জিম্মি করে সুবিধা আদায় করছে Instaforex. তাদের পাবলিক এগ্রিমেন্ট হিসেবে হয়ত আমরা কিছুই করতে পারবনা যেহেতু Public Offer Agreement 7.7.1 তারা Account opening আর সময় করে কনফার্ম করে নিয়েছে। তারপরও
আমরা শুধু এইটুকু বলতে চাই এটা Instaforex এর টোটাল একটা ঠকবাজি একটা সিস্টেম করে গ্রাহকের টাকা মেরে খাওয়ার এবং চরম অন্যায় ট্রেডারদের উপর। আমাদের পয়েন্ট হচ্ছে যদি Liberty Reserve কে আপনারা Safe মনে না করেন তাহলে Liberty Reserve মেথড কেন রেখেছেন? তাছাড়া অন্য ব্রোকার যেমন FBS, Xe market, Exness সহ অন্য ব্রোকাররা যদি Liberty Reserve দিয়ে ডেপোজিট করা এমাউন্ট Safe করে সাথে সাথে অন্য মিডিয়াতে উইথড্র চালু করে দিতে পারে গ্রাহকদের বিন্দু মাত্র ক্ষতি না করে তাহলে Instaforex এর এই ধরণের নিতিমালা Scamming ছাড়া আর কিছু নয়। এবং এইখানে Instaforex গ্রাহকের ডলার কেটে নিবে কেন? তাদের তো কোন লস নাই তাহলে কেন এই জোর জবর সিদ্ধান্ত ? তাই আমরা যারা Instaforex এ Liberty Reserve দিয়ে ডেপোজিট করেছি তারা এর প্রতিবাদ করতে চাই এবং instaforex কে বলতে চাই আপনারা আপনাদের নিয়ম পরিবর্তন করেন । যদি তা না হয় তাহলে Instaforex কে Scam Broker হিসেবে ঘোষণা করব।
তাই সকল ট্রেডারদের পক্ষে বিডিফরেক্সপ্রো একটি রিট আবেদন এর সিদ্ধান্ত নিয়েছে Instaforex বরাবর, যেখানে আমরা ট্রেডাররা আমাদের প্রস্তাবটি তুলে ধরবো সুন্দর সাবলীল ভাষায় এবং আশা করব প্রচুর সংখ্যক কমেন্ট দিয়ে সকল ট্রেডারা তাদের প্রস্তাবের পজেটিভ ভুমিকা আদায় করে আনবো। এবং বাংলাদেশে যারা Instaforex এর প্রতিনিধি আছেন তাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের ট্রেডারদের কথা চিন্তা করে অন্তত Instaforex এর কাছে এই রিটের পক্ষে ভোট করুন।
তাই সকল ট্রেডারদের অনুরোধ করছি এই লিঙ্কে গিয়ে Instaforex কে করা letter টিতে অনুগ্রহ করে প্রচুর কমেন্ট করুন আপনাদের বিপুল সংখ্যক কমেন্ট এবং আলোচনায় আমরা আমাদের দাবীটি Instaforex কে প্রেস করবো। তাই আর দেরি না করে সকল ট্রেডারদের অনুরোধ করছি আমাদের এই চেস্টায় সঙ্ঘি হয়ে সাহায্য করুন অনেক ট্রেডারদের তাদের শেষ সম্ভল টুকু ফিরে পেতে।
আবার লিঙ্কটিতে দেওয়া হল, কমেন্ট করুন !
আমি এম হাফিজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Instaforex Is really a blood fool broker,,, 🙁