প্রথমে একটা আর্জি টেকটিউনস এর কাছে, আপনারা নিশ্চয় দেখেছেন এবং উপলব্ধি করেছেন ফরেক্স ট্রেডিং বিষয়টা কতটূকু জনপ্রিয়, ইউনিক এবং ট্রাস্ট্রেট মানি ম্যাকিং ফর্মুলা সারা বিশ্বের অসংখ্য মানুষের কাছে। বাংলাদেশেও এর ব্যাপকতা দিনদিন বৃদ্ধি পাচ্ছে তার প্রমান টেকটিউনসে ভিবিন্ন ফরেক্স প্রেমিদের অসংখ্য ফরেক্স ভিত্তিক টিউনস।
কিন্তু টেকটিউনসে এখনো পর্যন্ত ফরেক্স কোন বিভাগ (ক্যাটাগরি) নাই। তাই সকল ফরেক্স প্রেমীদের হয়ে টেকটিউনস এর কাছে ফরেক্স একটি ইউনিক বিভাগ হিসেবে অন্তর্ভুক্তির আশা করছি। আশা করি ফরেক্স প্রেমি ভায়েরা আমার সাথে একমত হয়ে, কমেন্টের মাধ্যমে আপনাদের আগ্রহের কথা জানাবেন।
ফরেক্স মানি ম্যানেজমেন্ট বিষয়টা নিয়ে উদাসীনতা অনেকের, মানি ম্যানেজমেন্টের মাধ্যমে কতটা সফল এবং রিস্ক ফ্রী ট্রেড করা সম্ভব তা যারা এই বিষয়টা জানি একমাত্র তারাই অনুধাবন করতে পারি। তাই আমি এইবার আলোচনা করব ফরেক্স ট্রেডের খুবই গুরুত্বপূর্ণ বিষয় মানি ম্যানেজমেন্ট নিয়ে। আমার আলোচনায় চেষ্টা করব সম্পূর্ণ বিষয়টাকে বোধগম্য এবং ব্যাবহারিক উপযোগী করে উপস্থাপন করতে, কারণ আমি সবসময় একটি সুশৃঙ্খল শিখার প্রতি অনুরাগ প্রকাশ করি, আমি বিশ্বাস করি একটি সুন্দর মান সম্মত সুশৃঙ্খল শিক্ষা আপনাকে যত তাড়াতাড়ি একটি বিষয় বুঝতে সাহায্য করবে, এলোপাথাড়ি শিক্ষা আপনাকে তার চেয়ে বেশি বিরক্ত করবে এবং আপনার মূল্যবান সময় নষ্ট করবে।
তাই চেষ্টা করব বিষয়টা যতটুকু সম্ভব আমার সামান্য ফরেক্স জ্ঞানে আপনাদের সামনে সহজ করে তুলে ধরতে। কারণ পেচগোছ আমিও পছন্দ করি না, সহজ সাপটা কিছু না পেলেও আমি নিজে ও বেশিদূর যেতে পারিনা, আর এই রোগ অনেকের আছে সব মিলিয়ে শুরু করে দিতে চাই আপনাদের সার্বিক অংশগ্রহণে। বিষয়টার প্রতি অনুরাগীরা ফোরামে কমেন্ট করে জানাবেন এবং আপনার জিজ্ঞাসা গুলো ফোরামে তুলে ধরবেন তাতে করি শেখানোর উদ্ধিপনাটা বেড়ে যাবে অনেকটুকু।
প্রথম দিনের আলোচনায় ২-৩ টা পয়েন্ট এর উপর বিস্তারিত করব তারপর ধারাবাহিকভাবে আস্তে আস্তে সম্পূর্ণ বিষয়টা নিয়ে এগিয়ে যাবো আপনাদের সার্বিক অংশগ্রহনে।
ফরেক্স এক্সপার্টদের আমন্ত্রণ জানাচ্ছি http://www.bdforexpro.com তে আপনার মূল্যবান ফরেক্স স্ট্রেটিজি শেয়ার করে অন্যদের জানার পাল্লাটা ভারি করতে এবং ফরেক্স মার্কেট থেকে ভালো একটা আরনিং করে নিজেদের আর্থিক অবস্থার পরিবর্তন গঠাতে। আশা করছি সকল ফরেক্স প্রেমি বিডিফরেক্সপ্রো.কম এর সঙ্গী হবেন।
এক কথায় বলা যায় আপনার ফরেক্স ট্রেডের মুল ব্যাল্যান্সকে ঠিক কিভাবে কোন প্রক্রিয়ায় এবং কতটুকু হাতে রেখে ট্রেডের জন্য নিরাপদ ভাবে ব্যাবহার করতে পারবেন, ট্রেড নেভেটিভ হলে স্বইচ্ছায় কত লস করবেন এবং প্রফিট করলে কত প্রফিট করবেন তা ই হল মানি ম্যানেজমেন্ট বা মানি ব্যাবহার করণ পদ্ধতি। একজন ট্রেডারের সফল এবং ঝুঁকিহীন ট্রেডের জন্য মানি ম্যানেজমেন্ট অসম্ভব গুরুত্তপূর্ণ একটি বিষয়। আমাদের অনেকের ফরেক্স নিয়ে একটি স্বপ্ন থাকে যে আমি সারাজীবনে ফরেক্স থেকে ১ লক্ষ ডলার ইনকাম করব। যা আপনার পক্ষে এই জনমেও সম্ভব নয় আবার এটাও সত্যি যে কেউ কেউ এই জনমেই মিলিয়ন ডলার ফরেক্স থেকে নিয়ে নিচ্ছেন বেশ কয়েকবার; কিভাবে? এক লক্ষ ডলার কি একটু বেশি বলে ফেললাম ! না বস , আপনি জানেনতো এটা ফরেক্স ট্রেডারদের জন্য অচিন্তনীয় কিছু নয়। আর আপনার ১ লক্ষ ডলার ইনকাম এর ব্যাবস্থাপনা আপনি মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে করে নিতে পারেন অর্থাৎ মানি ম্যানেজমেন্ট জানলে আপনি ঠিক করে নিতে পারবেন আপনার ড্রিম মানি এচিভ এর জন্য আপনার মূলধন কত হতে হবে এবং আপনি তা কিভাবে ব্যাবহার করে কতদিনে আপনার স্বপ্ন সফল করতে পারবেন। আপনার ট্রেডের বিশাল সফলতা মানি ম্যানেজমেন্টের উপর নির্ভর করে। Larry Williams $10,000 দিয়ে ট্রেড শুরু করে এক বছরে ১ মিলিয়ন ডলার এর বেশি ইনকাম করে নেয়। আশা করি এইটুকুতে আইডিয়া পেয়ে গিয়েছেন মানি ম্যানেজমেন্ট আসলে কি।
আপনারা হয়ত লক্ষ করেছেন, যে সময়ে আপনি ৫০০ ডলার মেইক করতে পারেন আরেকজন ঠিক একই সময়ে একই ডিপোজেটে তার ডাবল মেইক করতে পারে অথবা আপনি যে পরিমানে লস করেন এবং আপনার রিটার্ন এর যে হার আরেকজন তার অনেক কম হারে লস করে এবং তার রিটার্ন ও বেশি, আসলে এইসব বিষয়গুলো কারো এক্সট্রা কোন পাওয়ার নয় , পাওয়ার যদি থেকে থাকে তা হল তার জানার পরিধি ভালো, যা আপনিও করতে পারেন। তাই আপনার ট্রেডিং চালিয়ে যেতে যে যে বিষয় গুলো প্রয়োজন তা আগে ভালোভাবে ক্যাপচার করে নিন তারপর ট্রেড শুরু করুন আপনি লস করবেন না।
প্রথম প্রকাশঃ বিডিফরেক্সপ্রো.কম (বাংলাদেশের প্রথম লেসন ভিত্তিক ফরেক্স শিক্ষার সম্পূর্ণ কোর্স ১০০% ফ্রী - ফরেক্স ক্যাম্পাস )
আমি এম হাফিজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানি ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন করার ইচ্ছেটা পূরণ হলো ! ধন্যবাদ তানভীর ভাই ।
আমি আপনার বইটা কিছু দিন আগেই পড়েছি এবং ওটা পড়ে আমি কি যে উপকার পাচ্ছি তা বলে বোঝানো যাবে না । কিন্তু কিছু কিছু প্রশ্ন আছে তাহলো
# আপনি বইটিতে ৩:১ বা ১০০: ৩০পিপস (TP:LR) ব্যবহরটা সবচেয়ে ভালো বলে উল্লেখ্য করেছেন , আমি ও কয়েকদিন প্রক্টিস করে
সেটাই দেখছি , কিন্তু সমস্যা হলে আমি MACD বা ইন্ডিকেটর ইউজ করি , যেহুতু ১০০পিপস সেহুতু কোন টাইমফ্রেমে ভালো হবে ?
# আমি H1 ফ্রেমে একরকম সিগ্যনেল আসে কিন্তু কিন্তু H4 বা D1 এ ভিন্ন আছে যেটা আমার কাছে স্পশ্ট না । অতএব আপনি বলবেন কি
এই ডাইভেন্জার ইন্ডিকের ব্যবহার করলে কোন টাইমফ্রেম টা আমার জন্যে ইফেক্টেভ হবে ?