ফরেক্স বিগেনার টু প্রফেশনাল ট্রেডিং [পর্ব-১৮] :: ফরেক্স মানি ম্যানেজমেন্ট – Forex Money Management

ফরেক্স বিগেনার টু প্রফেশনাল ট্রেডিং

প্রথমে একটা আর্জি টেকটিউনস এর কাছে, আপনারা নিশ্চয় দেখেছেন এবং উপলব্ধি করেছেন ফরেক্স ট্রেডিং বিষয়টা কতটূকু জনপ্রিয়, ইউনিক এবং ট্রাস্ট্রেট মানি ম্যাকিং ফর্মুলা সারা বিশ্বের অসংখ্য মানুষের কাছে। বাংলাদেশেও এর ব্যাপকতা দিনদিন বৃদ্ধি পাচ্ছে তার প্রমান টেকটিউনসে ভিবিন্ন ফরেক্স প্রেমিদের অসংখ্য ফরেক্স ভিত্তিক টিউনস।

কিন্তু টেকটিউনসে এখনো পর্যন্ত ফরেক্স কোন বিভাগ (ক্যাটাগরি) নাই। তাই সকল ফরেক্স প্রেমীদের হয়ে টেকটিউনস এর কাছে ফরেক্স একটি ইউনিক বিভাগ হিসেবে অন্তর্ভুক্তির আশা করছি। আশা করি ফরেক্স প্রেমি ভায়েরা আমার সাথে একমত হয়ে, কমেন্টের মাধ্যমে আপনাদের আগ্রহের কথা জানাবেন।

ফরেক্স মানি ম্যানেজমেন্ট - Forex Money management

ফরেক্স মানি ম্যানেজমেন্ট বিষয়টা নিয়ে উদাসীনতা অনেকের, মানি ম্যানেজমেন্টের মাধ্যমে কতটা সফল এবং রিস্ক ফ্রী ট্রেড করা সম্ভব তা যারা এই বিষয়টা জানি একমাত্র তারাই অনুধাবন করতে পারি। তাই আমি এইবার আলোচনা করব ফরেক্স ট্রেডের খুবই গুরুত্বপূর্ণ বিষয় মানি ম্যানেজমেন্ট নিয়ে। আমার আলোচনায় চেষ্টা করব সম্পূর্ণ বিষয়টাকে বোধগম্য এবং ব্যাবহারিক উপযোগী করে উপস্থাপন করতে, কারণ আমি সবসময় একটি সুশৃঙ্খল শিখার প্রতি অনুরাগ প্রকাশ করি, আমি বিশ্বাস করি একটি সুন্দর মান সম্মত সুশৃঙ্খল শিক্ষা আপনাকে যত তাড়াতাড়ি একটি বিষয় বুঝতে সাহায্য করবে, এলোপাথাড়ি শিক্ষা আপনাকে তার চেয়ে বেশি বিরক্ত করবে এবং আপনার মূল্যবান সময় নষ্ট করবে।

তাই চেষ্টা করব বিষয়টা যতটুকু সম্ভব আমার সামান্য ফরেক্স জ্ঞানে আপনাদের সামনে সহজ করে তুলে ধরতে। কারণ পেচগোছ আমিও পছন্দ করি না, সহজ সাপটা কিছু না পেলেও আমি নিজে ও বেশিদূর যেতে পারিনা, আর এই রোগ অনেকের আছে সব মিলিয়ে শুরু করে দিতে চাই আপনাদের সার্বিক অংশগ্রহণে। বিষয়টার প্রতি অনুরাগীরা ফোরামে কমেন্ট করে জানাবেন এবং আপনার জিজ্ঞাসা গুলো ফোরামে তুলে ধরবেন তাতে করি শেখানোর উদ্ধিপনাটা বেড়ে যাবে অনেকটুকু।

প্রথম দিনের আলোচনায় ২-৩ টা পয়েন্ট এর উপর বিস্তারিত করব তারপর ধারাবাহিকভাবে আস্তে আস্তে সম্পূর্ণ বিষয়টা নিয়ে এগিয়ে যাবো আপনাদের সার্বিক অংশগ্রহনে।

ফরেক্স এক্সপার্টদের আমন্ত্রণ জানাচ্ছি http://www.bdforexpro.com তে আপনার মূল্যবান ফরেক্স স্ট্রেটিজি শেয়ার করে অন্যদের জানার পাল্লাটা ভারি করতে এবং ফরেক্স মার্কেট থেকে ভালো একটা আরনিং করে নিজেদের আর্থিক অবস্থার পরিবর্তন গঠাতে। আশা করছি সকল ফরেক্স প্রেমি বিডিফরেক্সপ্রো.কম এর সঙ্গী হবেন।

What is Forex money management?মানি ম্যানেজমেন্ট কি?

এক কথায় বলা যায় আপনার ফরেক্স ট্রেডের মুল ব্যাল্যান্সকে ঠিক কিভাবে কোন প্রক্রিয়ায় এবং কতটুকু হাতে রেখে ট্রেডের জন্য নিরাপদ ভাবে ব্যাবহার করতে পারবেন, ট্রেড নেভেটিভ হলে স্বইচ্ছায় কত লস করবেন এবং প্রফিট করলে কত প্রফিট করবেন তা ই হল মানি ম্যানেজমেন্ট বা মানি ব্যাবহার করণ পদ্ধতি। একজন ট্রেডারের সফল এবং ঝুঁকিহীন ট্রেডের জন্য মানি ম্যানেজমেন্ট অসম্ভব গুরুত্তপূর্ণ একটি বিষয়। আমাদের অনেকের ফরেক্স নিয়ে একটি স্বপ্ন থাকে যে আমি সারাজীবনে ফরেক্স থেকে ১ লক্ষ ডলার ইনকাম করব। যা আপনার পক্ষে এই জনমেও সম্ভব নয় আবার এটাও সত্যি যে কেউ কেউ এই জনমেই মিলিয়ন ডলার ফরেক্স থেকে নিয়ে নিচ্ছেন বেশ কয়েকবার; কিভাবে? এক লক্ষ ডলার কি একটু বেশি বলে ফেললাম ! না বস , আপনি জানেনতো এটা ফরেক্স ট্রেডারদের জন্য অচিন্তনীয় কিছু নয়। আর আপনার ১ লক্ষ ডলার ইনকাম এর ব্যাবস্থাপনা আপনি মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে করে নিতে পারেন অর্থাৎ মানি ম্যানেজমেন্ট জানলে আপনি ঠিক করে নিতে পারবেন আপনার ড্রিম মানি এচিভ এর জন্য আপনার মূলধন কত হতে হবে এবং আপনি তা কিভাবে ব্যাবহার করে কতদিনে আপনার স্বপ্ন সফল  করতে পারবেন। আপনার ট্রেডের বিশাল সফলতা মানি ম্যানেজমেন্টের উপর নির্ভর করে। Larry Williams $10,000 দিয়ে ট্রেড শুরু করে এক বছরে ১ মিলিয়ন ডলার এর বেশি ইনকাম করে নেয়। আশা করি এইটুকুতে আইডিয়া পেয়ে গিয়েছেন মানি ম্যানেজমেন্ট আসলে কি।

Why is Forex money management?মানি ম্যানেজমেন্ট কেন?

  • মানি ম্যানেজমেন্ট আপনার ট্রেডিং মূলধন কে একটি সঠিক ব্যবস্থাপনায় পরিচালিত করবে।
  • গাণিতিক সূত্রে আপনার মূলধন এর সময়ভিত্তিক রিটার্ন তৈরির ফর্মুলা দিবে।
  • আপনার ট্রেডের রিস্ক ফ্রী লাভ এবং লস রেশিও তৈরি করে দিবে।
  • প্রোপার এবং ইম্প্রোপার ট্রেডিং তৈরিতে সাহায্য করবে।
  • আপনার মূলধনের সেইফ রিটার্ন ফর্মুলা তৈরি করে দিবে।
  • একাউন্ট ফায়ারিং থেকে আপনাকে সেভ করবে।
  • লং এবং শর্ট টাইম ভিত্তিক ভিন্ন ভিন্ন ধারনায় ট্রেড করতে সাহায্য করবে।
  • আপনি কখন থেকে এই ফর্মুলায় ট্রেড করবেন তা নিশিত করবে।
  • আপনার ফরেক্স আল্টিমেট গোল কি হতে পারে তার সঠিক ব্যবস্থাপনা দিবে।
  • মার্কেটে লং লাইভ হওয়ার মত স্টেবিলিটিতে সাহায্য করবে।

আপনারা হয়ত লক্ষ করেছেন, যে সময়ে আপনি ৫০০ ডলার মেইক করতে পারেন আরেকজন ঠিক একই সময়ে একই ডিপোজেটে তার ডাবল মেইক করতে পারে অথবা আপনি যে পরিমানে লস করেন এবং আপনার রিটার্ন এর যে হার আরেকজন তার অনেক কম হারে লস করে এবং তার রিটার্ন ও বেশি, আসলে এইসব বিষয়গুলো কারো এক্সট্রা কোন পাওয়ার নয় , পাওয়ার যদি থেকে থাকে তা হল তার জানার পরিধি ভালো, যা আপনিও করতে পারেন। তাই আপনার ট্রেডিং চালিয়ে যেতে যে যে বিষয় গুলো প্রয়োজন তা আগে ভালোভাবে ক্যাপচার করে নিন তারপর ট্রেড শুরু করুন আপনি লস করবেন না।

প্রথম প্রকাশঃ বিডিফরেক্সপ্রো.কম (বাংলাদেশের প্রথম লেসন ভিত্তিক ফরেক্স শিক্ষার সম্পূর্ণ কোর্স ১০০% ফ্রী - ফরেক্স ক্যাম্পাস )

Level 0

আমি এম হাফিজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মানি ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন করার ইচ্ছেটা পূরণ হলো ! ধন্যবাদ তানভীর ভাই ।

আমি আপনার বইটা কিছু দিন আগেই পড়েছি এবং ওটা পড়ে আমি কি যে উপকার পাচ্ছি তা বলে বোঝানো যাবে না । কিন্তু কিছু কিছু প্রশ্ন আছে তাহলো

# আপনি বইটিতে ৩:১ বা ১০০: ৩০পিপস (TP:LR) ব্যবহরটা সবচেয়ে ভালো বলে উল্লেখ্য করেছেন , আমি ও কয়েকদিন প্রক্টিস করে
সেটাই দেখছি , কিন্তু সমস্যা হলে আমি MACD বা ইন্ডিকেটর ইউজ করি , যেহুতু ১০০পিপস সেহুতু কোন টাইমফ্রেমে ভালো হবে ?

# আমি H1 ফ্রেমে একরকম সিগ্যনেল আসে কিন্তু কিন্তু H4 বা D1 এ ভিন্ন আছে যেটা আমার কাছে স্পশ্ট না । অতএব আপনি বলবেন কি
এই ডাইভেন্জার ইন্ডিকের ব্যবহার করলে কোন টাইমফ্রেম টা আমার জন্যে ইফেক্টেভ হবে ?

    @প্রিন্স মাহমুদ: ভাই, আমি তানভীর নই, আমি এম.হাফিজ জয় (www.bdforexpro.com)
    আর আপনার প্রশ্নটা ফোরামে পোস্টের অধিনে করলে বিষয়টা ভালো বুঝতাম এবং উত্তরটা প্রপ্রার দেওয়ার চেষ্টা করতাম।
    ধন্যবাদ কমেন্টের জন্য।

    Level New

    @প্রিন্স মাহমুদ: প্রিন্স মাহমুদ ভাই তানভীর ভাইয়ের মানি ম্যানেজমেন্ট বইটার লিঙ্ক দেওয়া যাবে ? আমিও একটু পড়তাম !

Level 0

সত্যিই একটি ভালো ধারণা। আমিও টেক টিউনসে ফরেক্সের জন্য একটি আলাদ বিভাগ চালুর জন্য কর্তৃপক্ষের নিকট জানাচ্ছি।

    Level 0

    @tanvirbd5:
    sohomot

    Level New

    @tanvirbd5: সহমত । আমিও চাই ফরেক্স নিয়ে আলাদা একটা বিভাগ চালু হোক ।

Level 0

bai apni 100$ er ekta money mgt dan monthly 20% return hola hoba…
asa kori valo vaba korata parban.
sobar kaja lagba & bojta o sohoj hoba

ধন্যবাদ, কমেন্ট এর জন্য।
আসলে ফরেক্স মানি ম্যানেজমেন্ট কনসেপ্টটা অল্প কথায় শেষ করলে আমি মনে করি এর সুফলটা ঠিক নেওয়া যাবে না, তাই চেষ্টা করব, বিস্তারিত নিয়ে হাজির হতে।

Level New

ফরেক্সের জন্য মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরত্তপূর্ণ । হাফিজ ভাই আপনি চালিয়ে জান । রইলাম আপনার পরবর্তী পোস্টের অপেক্ষায় !

Thanks brother,
Money management na korle fx a success onek dor…………

bdpips24.blogspot.com

thanks for this post

Level 0

@
M. Hafiz Joy
onok public k dakasi j manus k help korar saya nijar blog a niya jata TT a post kora… may be apni tadar dola na..

ami apnar money mgt pora onok kiso siklam… but clear holam na. tai ek ta example sayasilam…

asa kori next 2/3 din er maja apnar tune pavo…

jodi apny basi busy er part na lon r ki… lol ra lol…(moja korlam)

    @AB: ধন্যবাদ ভাই, আমার টিউন ভালো লাগলে ভিজিটর অবশ্যই আমার সাইটে যাবে আরো জানার জন্য। মানি ম্যানেজমেন্টের এই আলোচনায় বেশী কিছু আলোচনা করিনি, পরবর্তী পর্বে আস্তে আস্তে বিস্তারিত নিয়ে আসবো।

মানি ম্যানেজমেন্ট নিয়ে ২টি অসাধারন আর্টিকেল পরেছিলাম বিডিপিপসে। যারা আগ্রহী তাদের অবশ্যই পরে দেখা উচিত।

http://bdpips.com/topic/5653-অ্যাডভান্সড-মানি-ম্যানেজমেন্ট/
http://bdpips.com/topic/1003-মানি-ম্যানেজমেন্ট/

ভাল লেখার চেষ্টা করেছেন। কিন্তু কিছু কিছু জায়গায় মনে হল ইংলিশকে জোর করে বাংলা বানানোর চেষ্টা ছিল। চালিয়ে যান।

হতে পারে, আসলে কিছু কিছু ইংলিশ আছে যেগুলো বাংলা অর্থ করতে গেলে তার চেয়ে বেশী কঠিন হয়ে যায়, তাই এমন মনে হতে পারে, সবাই কে অসংখ্য ধন্যবাদ, কমেন্ট দিয়ে উৎসাহ দেওয়ার জন্য। ফরেক্স টিউনারদের আমন্ত্রণ রইল http://www.bdforexpro.com তে পোষ্ট করার জন্য, নিজের জানাটাকে শেয়ার করলে তা আরো বেড়ে যায় তাই শেয়ার করতে কারপন্ন করবেন না।

    @M. Hafiz Joy:

    ভাই, আমি ফরেক্স এ নতুন । এই মাসে MT5 থেকে প্রাপ্ত $60 বোনাস দিয়ে ট্রেড শুরু করেছি । প্রফিট ও কিছু হয়েছিল । আমি লিবার্টি রিসার্ভ এ উইথদ্র দিয়েছিলাম । কিন্তু ১ দিন পরে আমাকে জানান হয় আমি ফরেক্সের rule break করেছি তাই আমার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে । ভাই, আমি জানিই না আমি কোন ধরনের রুল অমান্য করেছিলাম । এইরকম সমস্যার সমাধান কি ?? আর কেনই বা এরকম হল ?? ভাই খুব উপকৃত হব যদি জানান ।

আপনি কি শুধুমাত্র প্রফিট এমাউন্ট উইথড্র দিয়েছিলেন? নাকি বোনাস সহ ও বেশি উইথড্র দিয়েছিলেন? যদি প্রফিট এমাউন্ট উইথড্র দেওয়ার পর আপনি রুলস ভেঙ্গেছেন বলে একাউন্ট ব্লক করে দেয় তাহলে আপনার সমস্যা লিখে Instaforex এর সাপোর্টে কথা বলেন। তারা আশা করি আপনার সমস্যার সমাধান দিবেন।

Level 0

Really, Forex er jonno ekti Alala Unit dorkar…………