এইটা কি ফ্রীল্যান্সার এর পরিবেশ?

ওডেস্ক,ফ্রীল্যান্সার,এলান্স,গুরু এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? আমি ভালো আছি কিন্তু মনটা খুব একটা ভালো না।আমি মূলত ওডেস্ক এই বেশি কাজ করি কিন্তু ওডেস্ক এ কাজের চাপ না থাকলে ফ্রীল্যান্সার থেকেও ২-১ কাজ নেই।তো নিজের কথা আর না বলি কাজের কথায়ই আসি।এই মাসের ৭ তারিখে ফ্রীল্যান্সার থেকে একটা কাজ পাই ,আজ এই কাজ নিয়েই একটু আলোচনা করবো।সাথে আরো কিছু বোনাস দিবো।

ফ্রীল্যান্সার থেকে পাওয়া কাজ

বায়ার আমাকে হায়ার করে ১২০০ রিটুইট এর জন্য।ঘন্টা ভিত্তিক কাজ তাই অটো টাইম কার্ড সফটওয়্যার চালু করে কাজ শুরু করলাম।বায়ার এর কথা ছিলো ৯ ঘন্টার মধ্যে কাজ শেষ করতে, আমি রাত ১০ তা থেকে সকাল ৭ তা পর্যন্ত কাজ করে ঘুমিয়ে গেলাম।

বায়ার এর সাথে আমার কথা

আমাকে হায়ার করার পর বায়ার কে কিছু মিনিস্টন দিতে বললাম কিন্তু সে দিলো না।আমি ৩ ঘন্টা কাজ কলাম তারপর ৩ ঘন্টার পেমেন্ট দিতে বললাম সে আমাকে নিচের মেসেজ তা দিলো।

Najib0s Sat, Dec 8

You said you will do 1200 retweets in 9 hours
you worked 3 hours and you just did 150 retweets !!!
Can you please explain?

[মানে সে তারাতারি কাজ করতে বলতেছে এবং ৯ ঘন্টার মধ্যেই শেষ করতে বলতেছে]

কি আর করবো!৯ ঘন্টার মধ্যে আমার কাজ শেষ করলাম এবং বায়ার কে আবার একটা মেসেজ দিলাম।সে আবার আমাকে একটা মেসেজ দিলো।

Najib0s Sat, Dec 8

Ok , I need more than 1200 .
I'll setup a payment as discussed tomorrow.
Please complete the first 1200 retweets.

[মানে তার আরো কাজ লাগবে সেয়েতু সে আগামীকাল পেমেন্ট নিয়ে আলোচনা করবে]

কি আর করবো।সকাল ৭ টা বাজে ,ঘুমাতে তো হবে তাই ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে বায়ার কে আবার পেমেন্ট দিতে বললাম কিন্তু তার আর কোনো খবর নেই।তার আগামীকাল আর শেষ হয় না।সে ৪ দিন পরে আরেকটি মেসেজ দিলো।

Najib0s Wed, Dec 12

Hello ,

I'm very busy those days and I'm travelling next Thursday , I'll get back to office on Monday.

[আমি খুব বাস্ত আছি,পরের সোমবারে সে অফিসে আসবে]

আমি আর করি একাধারে বায়ার কে মেসেজ দিয়ে যাচ্ছি কিন্তু সোমবার আর আসে না।বায়ার ২ দিন আবার আরেক টি মেজেজ দিলো।

Najib0s Fri, Dec 14

Hello ,
I need another batch of 1200 retweets in next 12H . Can you handle this? I'll be paying next monday when I'm back to office for the two batches and will give you a great bonus if you meet with the deadline this time.
Thank you.

[সে আবার ১২০০ রিটুইট দিতে বলতেছে]

একটাই পেমেন্ট দিতে দেরি করতেছে আবার কাজ করবো? করলাম না।তাকে বললাম আগের টার পেমেন্ট দিন তারপর কাজ করবো।

ফ্রীল্যান্সার টিম এর সাথে আমার কথা

আমি তো দিশে হারা।তাই ফ্রীল্যান্সার টিম এর সাথে এপর্যন্ত ২ টা হেল্প টিকিট কেটে রেখেছিলাম এবং ৭ বার লাইফ চাট করেছিলাম।কিছুক্ষণ আগেও করেছি।উনারা বলতেছে "আগে পেমেন্ট নিতে" কিন্তু বায়ার যদি না দেয় তবে আমি কি করবো?

একি হলো

বায়ার এর কোনো খবর নেই!আমি ১৫-১৬ টা মেসেজ দিয়েছি কিন্তু কোনো উত্তর দিচ্ছে না।সে আজ ২৫ তারিখে একটা মেসেজ দিলো। মানে কাজ শেষ হবার ১৬ দিন পরে আমাকে নিচের মেসেজ টা দিলো।

Najib0s 5 hours ago

Hello ,
My customer reported that all the accounts used to retweet are unreal!
Also the deadline wasn't respected .
"me Fri, Dec 7
I need it done before 23h00 GMT+1 (Paris time)"
So he refuse to pay me at this moment. I'll keep you updated If I reach a compromise with him.
Regards.

[সে আমাকে বলতেছে আমি ভুয়া রিটুইট দিয়েছি এবং তার নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারিনি]

বায়ার এর পেমেন্ট দেবার কথা আর সে যদি পেমেন্ট না দিয়ে কাজ শেষ হবার ১৬ দিন পরে যদি এই মেসেজ দেয় তা হলে কেমন লাগে?

আমার প্রশ্ন

১. বায়ার যদি এডভান্স না দেয় তাহলে আমি কি করবো?

২. ফ্রিল্যান্সার টিম যদি যদি প্রথমে পেমেন্ট নিতে বলে আর বায়ার এদিকে যদি না দেয় তাহলে আমি কোন দিকে যাবো?

৩. কাজ শেষ হবার পর বায়ার বলছে পেমেন্ট দিবে কিন্তু সে যদি না দিয়ে পালিয়ে বেড়ায় তাহলে কি করণীয়?

৪. কাজ শেষ হবার ১৬ দিন পরে যদি বায়ার বলে আমি ভুয়া কাজ করেছি এবং সময় মতো কাজ করে দেইনি তাহলে কেমন লাগবে?

যেখানে আমার কাজ ছিলো

আমি যেখানে কাজ করেছি তার লিঙ্ক টা নিচে দিলাম।দেখুন তো রিয়েল কাজ করেছি না ভুয়া কাজ করেছি।

https://twitter.com/NajibGUESSOUS/status/276127207863238656

জব এর লিঙ্ক

দেখুন আমার বায়ার যেখানে কাজ ছেড়েছিল।

https://www.freelancer.com/projects/Twitter/Twitter-Likes.html

বায়ার এর প্রফাইল

বলুনতো এখন কি করা যায়?আমি তো ১ টা ফ্লাগ মেরেছি আপনারা কি করবেন সেটা আপনাদের ইচ্ছা।বিচার করার দায়িত্ব আপনাদের।এই সব চোরদের জন্য ফ্রীল্যান্সার দের হতাশা বেড়ে যাচ্ছে।

http://www.freelancer.com/u/najib0s.html

আমার কথা

আমাকে কি ভাবছেন?ভাইরে সব কিছুই বুঝি!বায়ার এর ফিডব্যাক ভালো ত্থাকলে সুধু আমি না সবাই এডভান্সড ছাড়া কাজ করে।আমি ওডেস্ক এ লাস্ট ৬ মাসে ৩৭ টা কাজ শেষ করেছি।কখনো কোনো পেমেন্ট এর সমস্যা হইনি।

ফ্রীল্যান্সার ডট কম এর সমস্যা

আমি এখানে ফ্রিল্যান্সার এর কিছু দোষ ধরছি সাথে প্রমাণও দিচ্ছি

১. কিসের ঘন্টা ভিত্তিক আর কিসের ফিস্কড এর জব।সব জবেই পেমেন্ট থাকে বায়ার এর হাতে।আপনি ঘন্টা ভিত্তিক কাজ করলেন কিন্তু বায়ার যদি ইনভয়েস রিলিজ না করে তাহলে কি করবেন? ফ্রীল্যান্সার এ পেমেন্ট এর গেরান্টি আপনি দিতে পারবেন?যদি পারেন তাহলে আমার কাজের পেমেন্ট টা আপনি দেন।

২.ফিস্কড কাজ এ হায়ার করার সাথে সাথে কোম্পানি ১০% (যারা সাধারণ ফ্রীল্যান্সার) কেটে নেয়।এখন যদি বায়ার আপনাকে পেমেন্ট না দেয় তাহলে আপনি কি করবেন?আপনার তো ১০% লস।কোম্পানি তো তার টাকা আগেই নিয়ে নিয়েছে।কেন কাজ শেষ হবাত পর ১০% নেওয়া যায় না?নিজের ভালো সবাই বুঝে।

৩. মেম্বার শিপ এর কারণে অনেক ভালো প্রিতিবা ভালো ছেলেরা মাসে ১০ টা করে বিড করে।মাসে ১০ টা বিড করে কতটা কাজ পাবেন?তবে একদিকে খুব ভালো হয়েছে।কিছু লোভনীয় বেক্তি প্রিমিয়ার মেম্বার শিপ নিয়ে মূল বায়ার এর থেকে কাজ নিয়ে কিছু % রেখে আবার একটু কম দামে কাজ ছাড়তে।খুব ভালো তাইনা?আপনি জানেন এদের জন্য কাজের দাম কমে যাচ্ছে/এরা কাজের্ দাম কমাচ্ছে?

৪. ফ্রিল্যান্সার ডট কম এ সবাই কাজ ছাড়তে পারে তার জন্য একটা একাউন্ট থাকাই যতেষ্ঠ।কাজের বিড করতে গেলে বোঝা মস্কিল কোনটা আসল বায়ার কাজ ছেরেছে এবং কোনগুলো ভুয়া পাবলিক জব পোস্ট করেছে।কেন যাদের পেমেন্ট মেথড ভেরিফিকেশন নেই তারা কেন জব পোস্ট করতে পারবে?একাউন্ট কি ২ ধরনের হলে ভালো হয় না?যারা ফ্রিল্যান্সার তারা সুধু বিড করবে এবং বায়ার একাউন্ট থেকে সুধু জব পোস্ট করবে।কি যে করতেছে এরা?বেকার দূর করনের নামে ১০$ খাচ্ছে এটা ঠিক আছে কিন্তু প্রতি মাসে পেকেজ এর জন্য যে অতগুলো টাকা নিচ্ছে এটা কি ঠিক হচ্ছে? কেন বিড নির্ধারিত করে দেওয়া যায় না ? ধনী গরিব এর কোনো ভেদাভেদ নেই সবাই সমান বিড করতে পারবে।সুধু তাই নয় কাজ নিলেই ফ্রীল্যান্সার তার % কেটে নিচ্ছে কিন্তু কাজ শেষ হবার পর বায়ার আমাকে পেমেন্ট দিলো কিনা তার কোনো খবর নেই।

শেষ কথা

এরকম সমস্যা থাকবেই তারপরও আমাদের এগিয়ে চলতে হবে।কেউবা ওডেস্ক কেউবা ফ্রীল্যান্সার কেউবা এলান্স।যে যেখানে তার সেখান থেকেই নিজের কেরিয়ার গড়ে তুলতে হবে।যারা ফ্রিল্যান্সার ডট কম কে খুব বেশি ভালোবাসে তাদের উপর খুব রাগ হচ্ছে তাই না?তাহলে আমার কেমন লাগতেছে?আমি যে সারা রাত কাজ করে পেমেন্ট পাইনি!

পূর্ব প্রকাশিত লিখলাম না কারণ এই টিউন আমি অনেক জায়গায় পোস্ট করবো কিন্তু উদ্বোধন হচ্ছে টেকটিউনস থেকে।

আপনার ফেইসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্ট্রাগ্রাম একাউন্ট গুলো আপডেট রাখতে ভিসিট করুন https://bestsocialplan.com

Level 2

আমি নেট সাগর। CEO, Best Social Plan, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 696 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন অজানা পথের পথিক। সারাদিন ইন্টারনেটের মধ্যেই ডুবে থাকি। আমার ওয়েবসাইট: https://bestsocialplan.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার কোন ভুল দেখিনা কারন আপনি যেই বায়ার এর কাছ থেকে জবটা নিয়েছিলেন ওই শালার পেমেন্ট মেথড ভেরিফাইডই ছিল । আর বায়ার ও তো ছিল দেখি ফ্রান্সের । তা্হলে এরকম ভাবে প্রতরিত হওয়ার কথা ছিলনা । আমার মনে হয় এটা ফ্রিল্যান্সার ডট কমের একটা গলদ । আর ওরা সবচেয়ে খারাপ যে কাজটি করে তা হল মেম্বারশিপ মেথডের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া । ফ্রিল্যান্সিং কাজ হতে হবে সবার জন্য উন্মুক্ত । এখানে কোন ভেদাভেদ থাকা উচিৎ নয় । আর ধন্যবাদ ভাই আপনাকে সতর্কতামূলক এই টিউনটি করার জন্য । যদিও এখনও ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে কোন কাজ পাবার সৌভাগ্য ঘটেনি । তবে ভবিষ্যতে ফ্রিল্যান্সার ডট কম থেকে সাবধান থাকতে হবে । ধন্যবাদ ।

    @MD. MAHMUDUL HASAN: ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর একটি মন্তব্যের জন্য।ভাইয়া সবাই আছে টাকা কামানোর ধান্দায়।ওরা সবসময় বায়ার দের পক্ষে থাকে ,ফ্রীল্যান্সার দের জন্য জিরো।আমার কোনো উপকার হয় নি!

      Level New

      @সাগর: আপনি ফ্রিলান্সার ডট কমে কি করতে গিয়েছিলেন । দানসেবা চালানোর জন্য ???

Vai Sagor, Apni Milestone Select na kore nije vul koresen. Milestone sara kaj start kore Freelancer.com k dosh den keno. Apnar uchit Freelancer e nije pore pore exam dia all rules mone rakha den kaj start kora. Nijer dosh onno k chapano khub kharap. Koi amader taka to mar gelo na aj o… But Indian & Paki lancer theke sabdhan… ora hoyto France country use kore ID open korese. Kono help lagle janaben.

    @WebandSEO – Noyan: ভাই বাংলায় মন্তব্য করতে ভয় লাগে?
    আমাকে নিয়ম সেখাতে আসেন না.বায়ার এর যদি ফিডব্যাক ভালো থাকে তাহলে এডভান্সড না নিয়েই কাজ শুরু করা যায়.আর কেও যদি চোর হয় তাহলে গেরেস্ত কি করতে পারে?

      @সাগর: ওডেস্ক কিংবা ফ্রীলান্সার এ কি কোথাও বলা আছে নাকি যে বায়ার এর ফিডব্যাক ভালো হলে মাইলস্টোন এর দরকার নাই?

        @WebandSEO – Noyan: ভাই ফ্রীল্যান্সার এ নতুন হতে পারি তবে ওডেস্ক এ নতুন না .সেহেতু কখন কোথায় কি করতে হয় আমার ভালই জানা আছে.আপানদের বায়ার আমার থেকে ১ দিন সময় নিয়েছে.আমি চোরদের যেমন বের করে আনতে পারি তেমন ভালোকেও খুব সন্মান করতে পারি.এটা আমার বৈশিষ্ঠ.

          @সাগর: “ওডেস্ক,ফ্রীল্যান্সার,এলান্স,গুরু এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? আমি ভালো আছি কিন্তু মনটা খুব একটা ভালো না।আমি মূলত ওডেস্ক এই বেশি কাজ করি কিন্তু ওডেস্ক এ কাজের চাপ না থাকলে ফ্রীল্যান্সার থেকেও ২-১ কাজ নেই”
          Beshi Kajer proof dekhte chai, Link ta kindly share korben?

    @WebandSEO – Noyan: আপনার কি মনে হয় আমি চুরি করে পরীক্ষা দিয়েছি?

      @সাগর: আমি একটি বারের জন্যও বলিনি যে আপনি চুরি করে পরীক্ষা দিয়েছেন… আপনি নিজেই স্বীকার করে নিলেন…. যাই হোক… নিচে আহত ভাই এর কমেন্ট গুলো একটু ভালো করে পরবেন আর কাউকে বিভ্রান্ত করবেন না আশা করি…. আমার খুব জানতে ইচ্ছে করছে আপনি কতদিন যাবত ফ্রীলান্সিং করেন??

        @WebandSEO – Noyan: “”””Apnar uchit Freelancer e nije pore pore exam dia””” এটা কে বলেছে????

        খুব সাধু তাই না?

          @সাগর: Pore pore exam dea ta ki kharap? Valo jinish valo vabe nite hoy… Kamar er kaj kumar dia sobsomoy chole na… Apni valo vabei bujhesen j ami ki bujhate chassi….

        @WebandSEO – Noyan: কোন লিঙ্ক এর কথা বলছেন?
        কাজের লিঙ্ক টিউন এ দেওয়া আছে,দেখে নিন .আমার তো মনে হয় আপনি টিউন ভালোভাবে না পরেই মাতব্বরি শুরু করেছেন. টিউন টি পড়ুন তারপর মন্তব্য করুন.

        @WebandSEO – Noyan: আপনর কি মনে হয় আমি পরীক্ষা দিতে পারিনা ?ওডেস্ক আমার ১৪ তা পরীক্ষা দেওয়া আছে একটা ফাস্ট ,২ টা টপ টেন,১ টা টপ ২০ এবং আরেকটা টপ ৩০ এবং আরো ৩ টা এবোভ এভারেজ এবং বাকিগুলো বিলো এভারেজ. আপনার কি আমার চেয়ে রেজাল্ট ভালো?

          @সাগর: আমার মনে হয় আপনি ওডেস্ক এর পরীক্ষা গুলার উত্তর নেট থেকে দিয়েছেন। আপনি আপনার টিউন এ বলেছেন যে “আমি মূলত ওডেস্ক এই বেশি কাজ করি কিন্তু ওডেস্ক এ কাজের চাপ না থাকলে ফ্রীল্যান্সার থেকেও ২-১ কাজ নেই”। কথা হচ্ছে আপনার ফ্রীলান্সার ডট কম এর প্রোফাইল দেখলাম, কোন রিভিউ নেই। কিভাবে বলেন যে “ফ্রীল্যান্সার থেকেও ২-১ কাজ নেই”??? দয়া করে উত্তর দেবেন…।

          আর আপনার ওডেস্ক এর প্রোফাইল টা দেখতে চাই। লিঙ্ক প্লিজ!!

          আমার প্রোফাইল দেখাতে আমি ভয় পাই না।
          দেখুন: http://www.freelancer.com/u/JustLogoz.html

          @সাগর: Ami 7 yrs Freelancing kori, Amar Direct Clients ase j gulo Freelancer/Odesk/Elance/Linked IN/Twitter/Facebook theke paoa.. Apnar chaite kajer dike briliant 100+ student/team member ase… r amar nijer Project e i oneke kaj kore… Ei place e ajaira somoy nosto na kore Odesk e kaj koren. Exam e First hoye jaoa r valo Freelancer hoya ek na.. Apnar Exam Result dekhe Bangla Cinemar Nayoker Kotha mone porlo “Ma, Ami First Class First Hoyesi!”

        @WebandSEO – Noyan: হা হা হা… ভাই মজা পাইলাম! 😀

ফ্রীল্যান্সারদের সম্মান জানাই।
কিন্তু ইনশাল্লাহ এপথে কখনও পা বাড়াবো না।

    @SHAIKH NOOR-E-ALAM: আমি ও ফ্রীল্যান্সার এ লগিন করেও দেখবো না.”ওডেস্ক ইজ অন অফ দা বেস্ট”

ভাইজান! আপনার জন্য সমবেদনা রইল। আল্লাহ তায়ালা আপনারকে সুস্থিরতা দান করুন এবং ধোকবাজকে তার নির্মমতার জন্য উত্তম হেদায়েত দান করুন’। আমীন।

    @এম আর ইসলাম: ধন্যবাদ ভাইয়া.দোয়া করবেন এই রকম চোর থেকে যদি সাবধান থাকতে পারি.

আপনাকে সমবেদনা জানাবার কনো ভাষা নেই। আমি odesk এ কাজ করি ১ .৫ মাস হল। একটি মাত্র Fixed Price Job নিয়েছি। খুব তারা তাড়ি আমার অভিজ্ঞতা নিয়ে post করব।

    @koushikjay66: ওডেস্ক এ কোনো সমস্যা হবে না তবে পাকিস্তান এর বায়ার থেকে সাবধান থাকবেন.সব সময় উই.এস. এবং ইউ.কে এর বায়ার এর কাজ বেশি করবেন .ভালো থাকবেন.

Level New

@সাগর ভাই , আপনি মনে হয় Freelancer.com এর উপর বিরক্ত । মাঝে মাঝে আমরাও হই কিন্তু একটা কথা হইল Freelancer.com সবসময় নিয়ম অনুযায়ী চলে । আপনি যদি ওদের রুলস গুলো পড়েন সেখানে দেখবেন ওরা সরাসরি বলে দিছে মাইলস্টোন ছাড়া কোন রকম প্রোজেক্ট শুরু না করতে । ক্লায়েন্ট এর রিভিউ থাকুক আর না থাকুক , আমরা কিন্তু মাইলস্টোন ছাড়া প্রোজেক্ট একসেপ্ট ই করি না ।
আপনি ফ্রিলান্সার ডট কমের দোষ খুজে বের করছেন কিন্তু আপনি তাদের রুলস ঠিক মত পড়ে দেখেননি । ফ্রিলান্সার ডট কম তখনি আপনাকে পেমেন্টের নিশ্চয়তা দিবে যখন আপনি প্রোজেক্ট একসেপ্ট করার আগেই বায়ারকে বলবেন মাইলস্টোন দিতে । আপনি মাইলস্টোন ছাড়া প্রোজেক্ট একসেপ্ট করলে সেখানে দোষ আপনার ।
ভাই আমি জানি ১০% চার্জ অনেক বেশি কিন্তু এই চার্জ টা তারা করছে কারন তাদেরও তো সংসার চালাতে হবে । এত বিশাল একটা ওয়েবসাইটের সাপোর্ট , মেইনটেনেন্স এবং প্রোমোশন কিন্তু কম কথা না । তারাই কিন্তু অনেক এডভারটাইজ করে ক্লায়েন্টদের এখানে নিয়ে আসে ।
ভাই ১০ টা বিড এর কথা কিন্তু ভুল । মাসের শুরুতে ১০টা বিড থাকে , তারপর প্রতি ২ দিন পর পর একটা করে বিড বাড়ে । সুতরাং আপনি মাসে ১০ + ১৫ = ২৫ টা বিড করতে পারবেন । ওরা একসাথে ২৫টা বিড দেয় না যাতে স্প্যাম বিড কম হয় । মেম্বারশিপ ভালো কারন এতে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী মেম্বারশিপ নিতে পারি । ঠিক গ্রামীনফোনের প্যাকেজ এর মত 🙂 এখানে গরিব / ধনীর কথা নাই । ধরেন আমি একটা ফ্রিলান্সিং ফার্ম চালাই । আমার কি ৩০টা বিড এ কাজ হবে । তাই আপনি রাগ করে কথা বললে তো হবে না । যুক্তির বিষয়টা বুঝতে হবে ।
আপনার ৪ টা প্রশ্নের একটাই উত্তর । বায়ার মাইলস্টোন না দিলে প্রোজেক্ট একসেপ্ট ই করবেন না । তাহলে আপনার ১০% কেটেও নিবে না । বায়ার যদি মাইলস্টোন দেয় তাহলে আপনি ডিসপুট এর মাধ্যমে আপনার কাজ প্রমান করে টাকা পেতে পারবেন ।
আপনি আমার ফেসবুকে আছেন, কোন প্রশ্ন থাকলে করবেন । অবশ্যই উত্তর দিবো ।

    @আহত: আপনার উত্তর এক কোথায় দিচ্ছি:
    ১. বায়ার ১ দিন সময় নিয়েছে পেমেন্ট দেবার জন্য.
    ২. ফ্রীল্যান্সার ডট কম জোর দিয়েছে আমার পেমেন্ট এর বেপারে.

    কেন ৮ দিন যে চাট করলাম ,তখন কি আমাকে ভুয়া মনে হয়েছিল?

    “””ফ্রীল্যান্সার মানে সাধীন কাজের সন্ধানে”””

    যেখানে সবাই সাধীন ভাবে কাজ করবে
    তাই বলে এই নয় যে পেকেজ ছেরে মানুষকে বোকা বানাবে,ভালো ফন্দি,সবকিছুই বুঝি
    কেন ওডেস্ক যদি ১০% নিয়ে সংসার চালাতে পারে তাহলে ফ্রীল্যান্সার কেন পারতেছে না ?
    ওদের কি সংসারে লোক বেশি?

    বর্তমানে সবাই ফ্রীল্যান্সার এ ঝুকছে আর এরাও ব্যসসা ভালো চালাচ্ছে.

    দিন উত্তর…

      Level New

      @সাগর: @সাগর: বায়ার আপনার কাছে ১ দিন সময় চেয়েছে , আপনার উচিত ছিল একদিন পরেই প্রোজেক্ট টা একসেপ্ট করা ।
      এখানে আমরা কেউ বলছি না যে আপনি ভুয়া ছিলেন । আমরা সবাই বুঝতে পারছি যে আপনি বাটপার এর পাল্লায় পড়েছেন ।
      আবারো বলছি আপনি ফ্রিলান্সার এর নিয়ম কানুন কিছুই পড়েন নাই । আপনি কি জানেন গোল্ড মেম্বারশিপ নিলে ১০% এর জায়গায় ৩% চার্জ দিতে হয় । যারা মাসে ১০০০$ এর বেশি ইনকাম করে এইটা অনেক ফি সেভ করে । এছাড়াও আরও অনেক বেশি সুবিধা পাওয়া যায় । বিস্তারিত দেখতে হলে আপনি এই পৃষ্ঠায় যান । http://www.freelancer.com/membership/index.php

      আপনার প্রশ্নের কোন লজিকই নাই । একটা কোম্পানি কত % চার্জ করবে এইটা সম্পূর্ণ তাদের বিষয় । আপনার না পোষালে ওখানে কাজ করবেন না । কিন্তু আপনি সেই কোম্পানিকে খারাপ প্রমান করার চেষ্টা করতেছেন ।
      আপনার ক্ষতি করেছে একটা বাটপার ক্লায়েন্ট । ফ্রিলান্সার ডট কম নয় । আপনি সবাইকে বলেন যে বাটপার থেকে সাবধান । সেইখানে আপনি ফ্রিলান্সার ডট কমের দোষ খুজে বেড়াচ্ছেন । আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে ওদেস্ক এ বাটপার নাই । সবাই ফ্রিলান্সার এর দিকে ঝুকছে কারন ওডেস্ক এ ১$ এর চাইতেও কম টাকায় ঘণ্টাপ্রতি ওয়ার্কার পাওয়া যায় । ওদের মত … এর কারনে এখন আমেরিকান ক্লায়েন্টরা ৩০$ এ পুরা ওয়েবসাইট করায় নিতে চায় । আমি বলতে চাইনা যে ওডেস্ক খারাপ । কিন্তু ওডেস্ক এবং এর ওয়ার্কারদের জন্য ফ্রিলান্সার মার্কেট এর কাজের দাম এ পুরা ধস নামছে । এইটা সকল অভিজ্ঞ ফ্রিলান্সার রা মেনে নিবে ।

      আমরা এইখানে ওডেস্ক vs ফ্রিলান্সার যুদ্ধ করতে চাই না। শুধু বলতে চাই ভালো মানুষ , খারাপ মানুষ সব জায়গায় আছে । ঢালাওভাবে একটা ওয়েবসাইট এর বিরুদ্ধে অপপ্রচার চালানো আপনার শোভা পায় না ।

Level New

আর একটা কথা আপনার টিউনটি কিন্তু বিভ্রান্তিমূলক । আশা করবো আপনি টিউন করার আগে এর সাথে সম্পর্কিত সব তথ্য যাচাই করে নিবেন । আপনার এই টিউনের জন্য অনেকেই বিভ্রান্ত হয়ে যাবে । একজন সফল ফিলান্সার হিসাবে আপনার উচিৎ নতুনদের সঠিক পথ দেখানো । তাদেরকে বিভ্রান্ত করা না । আপনি একজন ভুক্তভোগী , আপনি টিউন করে সবাইকে বলতে পারতেন যাতে নতুন ফ্রিলান্সাররা মাইলস্টোন ছাড়া কাজ একসেপ্ট না করে । তাহলে তারা প্রতারিত হতে পারে ।
আর হা , আমি ফ্রিলান্সার ডট কম কে খুব ভালোবাসি তাই আপনার টিউন দেখে গা জ্বলছে । আপনার মত একজন শিক্ষিত ব্যক্তির নিকট এইরকম টিউন আশা করি নাই । আমি গত ৪ বছর ধরে ফ্রিলান্সার ডট কমে কাজ করে আমার সংসার চালাচ্ছি , তাই এর বিরুদ্ধে আপনার অপপ্রচার ভালো লাগছে না ।

    @আহত: ভাই আহত আমিও ওডেস্ক এ কাজ করে আমার সংসার চালাচ্ছি.
    ভালো সবসময় ভালো.

      Level New

      @সাগর: ভাই আমরা তো বলি নাই আপনার ওডেস্ক খারাপ । আপনি একটা ওয়েবসাইট এর নিয়মকানুন না পড়েই টিটিতে সেই ওয়েবসাইট এর বিরুদ্ধে টিউন করছেন । আপনি আগে ফ্রিলান্সার ডট কমের সব রুলস পড়ে Orientation Exam দিয়ে আসেন ।

আচ্ছা একটা question ছিল। DBBL এর Student card দিয়ে কি odesk থেকে money তোলা যায় ?

    @koushikjay66: Apnar Student Card e jodi Account no peye thake taile oi no ta SWIFT Code Soho add kore den.

    @koushikjay66: হা ভাইয়া তোলা যায়.
    আপনি সরাসরি ৪.৯৯ ডলার এর মাধ্যমে ওডেস্ক থেকে সরাসরি তুলতে পারবেন .এক্ষেত্রে ৩ দিন সময় লাগে.
    আর খরচ কমাতে চাইলে আপনার ওডেস্ক এ ডলার মানিবুকারস এ পার করুন এবং মানিবুকারস থেকে আপনার একাউন্ট এ পার করুন.এতে ওডেস্ক থেকে মানিবুকারস ১ ডলার এবং মানিবুকারস থেকে আপনার একাউন্ট ২.৩০ ডলার মানে ৩.৩০ ডলার খরচ হবে আর টাকা আসতে ৬ দিন সময় লাগবে.
    আমি ২ ভাবেও উঠাই.

ভাই, আপনার সবচেয়ে বড় ভুল হচ্ছে মাইলস্টোন ছাড়া প্রোজেক্ট একসেপ্ট করা। ক্লায়েন্ট এর রিভিও যাই হোক না কেন কখনই মাইলস্টোন ছাড়া প্রোজেক্ট একসেপ্ট করবেন না। ফ্রিলান্সার ডট কম এ আপনি কোন প্রোজেক্ট জেতার পর মেইল আসে যে “We strongly suggest that you do not start work until a Milestone Payment is in place from ————–” তাই ফ্রিলান্সার ডট কম কে দোষ দিয়ে লাভ নেই।

আমি গত ৩ বছর ধরে ফ্রিলান্সার ডট কম এ কাজ করছি। কখনও কোন সমস্যা হয় নাই। আর আপনি যে ধরনের কাজ করেন তা মাইলস্টোন ছাড়া করাটা বোকামি। আর এই ধরনের ক্লায়েন্টরা অনেক এক্সপেরিএন্সড! ওরা জানে কিভাবে ফ্রি কাজ করিয়ে নিতে হয়। আর আপনার ক্লায়েন্ট এর প্রোফাইল দেখলাম। তার ইউজার নেম দেখে মনে হচ্ছে এটা কোন পাকিস্তানি অথবা ইন্ডিয়ান নাম!!

শুধু শুধু ফ্রীলান্সার ডট কম এর দোষ দিয়ে লাভ নেই। যেমনটা আহত বললেন আমি তার সাথে একমত। বিড লিমিট, মেম্বারশিপ এর সাথে আমি আরেকটা বিষয় যোগ করতে চাই। সেটা হচ্ছে ফ্রীলান্সার এর পরীক্ষা গুলা কিন্তু ওডেস্ক এর মত ফ্রি না। 5$ লাগে পরীক্ষা দিতে। আর এজন্যই ফ্রীলান্সার ডট কম এর পরীক্ষার উত্তরগুলা ইন্টারনেটএ কোথাও পাবেন না। কিন্তু ওডেস্ক? সার্চ দিলেই সব হাজির! ওডেস্ক এর মধ্যে আপনি 5$ এর ও প্রোজেক্ট দেখবেন, আর ফ্রীলান্সার এ 30$ এর নিচে প্রোজেক্ট পোস্ট করা যায় না। (ফিক্সড প্রোজেক্ট)। আরও অনেক পার্থক্য আছে… আপনার কাছে ওডেস্ক ভাল লাগে, কিন্তু আমার কাছে ফ্রীলান্সার ডট কম ই বেস্ট!

যাই হোক আপনার জন্য সমবেদনা রইল। ভবিষ্যৎ এ অবশ্যই সাবধান থাকবেন।

    @নির্ঝর: ভাইয়া আমার একটা কথার উত্তর দিবেন?
    ১. ১০% নিচ্ছে ঠিক আছে এটা সবাই নেয়
    ২. মেম্বার শিপ এর বেবস্থা করে যে প্রতিমাসে এতগুলো টাকা এমনি নিচ্ছে এটা কি ঠিক হচ্ছে’?
    ৩. পরীক্ষা গুলো বিক্রি হচ্ছে ৫ ডলার এর মাধ্যমে এটা ভালো ভালো তাইনা?

    দশ লাখ লোক ৫ ডলার এর ১ টা করে পরীক্ষা দিলে কোম্পানি পাচ্ছে ৫০ লাখ টাকা
    কখনো ভেবে দেখছেন?
    কিভাবে নিজে ঠকছেন?কিভাবে আমরা সবাই ঠকতেছি.
    আমি অনলাইনে কখনো কোনো কোম্পানি কে টাকা দেইনি আ়ে কখনো দিবো না
    ওডেস্ক সব ফ্রী দিচ্ছে এটাকি খারাপ???

      @সাগর:

      ১. আপনি আমাকে বলেন, আমি মাসে ১০+ প্রোজেক্ট পাই গড়ে ৫০০$ করে… এখন আমার প্রোজেক্ট ফী ৫$, আমার বিড লিমিট ২০ টা, তো দেখা গেল আমার প্রোজেক্ট ফী দিতে দিতে ই আমার ৫০০$ চলে যাবে… এখন আমি যদি কোন মেম্বারশিপ নিই (Standard) তাহলে আমার দিতে হচ্ছে ৩০০$ এখানে আমার ২০০$ সেভ হচ্ছে। কিন্তু ওডেস্ক??
      কিভাবে বললেন টাকাগুলা এমনি এমনি নিচ্ছে? আপনার প্রয়োজন হলে মেম্বেরশিপ নিন, না হলে নিবেন না। সিম্পল!

      ২. পরীক্ষা গুলা ৫$ করে বিক্রি হচ্ছে বলেই এখন পর্যন্ত পরিক্ষা গুলার কোন উত্তর আপনি ইন্টারনেট এ পাবেন না। আর আপনার ওডেস্ক?? সব পাওয়া যাচ্ছে নেট এ। তো পরীক্ষার কোন ভ্যালু থাকল কই? আর আপনি ফ্রীলান্সার ডট কম এ কাজ করেন না তাই হয়ত জানেন না ফ্রীলান্সার ডট কম এ রিওয়ার্ড সিস্টেম এর মাধ্যমে আপনি পয়েন্ট দিয়ে পরীক্ষা দিতে পারবেন।

      এটাকে কিভাবে ঠকবাজি বলেন আপনি?? আগে ঠকবাজির সংজ্ঞা দেখে আসুন… আপনার যদি ভাল না লাগে ফ্রীলান্সার ডট কম এ কাজ করবেন না, তারা তো আপনাকে বাধ্য করছে না। সারা পৃথিবীর মানুষ কাজ করতে পারলে আমরা করতে সমস্যা কই?

আমার মনেহয় সাগর ভাই শুধু শুধু রেগে যাচ্ছেন।
মাইলস্টোন ছাড়া প্রোজেক্ট একসেপ্ট করলে এমনটা হতেই পারে।

    @জুয়েল: @জুয়েল: জুয়েল ভাই আমি সবসময় ভালো জায়গায় থেকেছি এবং ভালোর সাথে মিশেছি.এই রকম চোর যে আছে টা সবার জানা উচিত এবং কোথায় থাকে তাও জানা উচিত.

      @সাগর: চোর!! এতবড় চুরি করছে ওরা আর কেউ কোন প্রতিবাদ ও করল না!! শুধু আপনি ছাড়া! নিজের ভুল স্বীকার করতে শিখুন!

      @সাগর:

      ভালো, মন্দ সবখানেই আছে। আপনি একটা মার্কেটপ্লেসের নামে অহেতুক বদনাম করছেন। ওডেস্কে আমিও কাজ করি। আমার ওডেস্ক ভালো লাগে। কিন্তু ফ্রিল্যান্সার কে খারাপ বলারও উপায় নেই।
      ওডেস্ক তো ফিক্সড প্রাইস প্রোজেক্টের পেমেন্টের ব্যাপারে কোন গ্যারান্টি দেয়না। সেক্ষেত্রে আপনি Upfront না নিয়ে কাজ করার পর যদি আপনি পেমেন্ট না পান তখন কি বলবেন?

      কাজ করে পেমেন্ট না পেলে মেজাজ আপনার মতো সবারই খারাপ হয় ঠিকই। কিন্তু সেখানে নিজের ভুলটাও বিবেচনা করতে হবে।

ভাই, আপনারা যারা অভিজ্ঞ freelancer আছেন, তারা কি আমাকে তাদের FB OR google id দিবেন ? অনেক question ছিল। আমি freelancing world এ নতুন।
আমার googla and fb id [email protected]. সাহায্য করলে উপক্রিত হব।

ওডেস্ক এবং ফ্রীল্যান্সার এ কাজ করতে গাইডলাইন পাচ্ছেন না? একবার দেখে যান। না দেখলে মিস!

http://odeskbd24.blogspot.com/2013/01/blog-post.html