ওডেস্ক,ফ্রীল্যান্সার,এলান্স,গুরু এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? আমি ভালো আছি কিন্তু মনটা খুব একটা ভালো না।আমি মূলত ওডেস্ক এই বেশি কাজ করি কিন্তু ওডেস্ক এ কাজের চাপ না থাকলে ফ্রীল্যান্সার থেকেও ২-১ কাজ নেই।তো নিজের কথা আর না বলি কাজের কথায়ই আসি।এই মাসের ৭ তারিখে ফ্রীল্যান্সার থেকে একটা কাজ পাই ,আজ এই কাজ নিয়েই একটু আলোচনা করবো।সাথে আরো কিছু বোনাস দিবো।
বায়ার আমাকে হায়ার করে ১২০০ রিটুইট এর জন্য।ঘন্টা ভিত্তিক কাজ তাই অটো টাইম কার্ড সফটওয়্যার চালু করে কাজ শুরু করলাম।বায়ার এর কথা ছিলো ৯ ঘন্টার মধ্যে কাজ শেষ করতে, আমি রাত ১০ তা থেকে সকাল ৭ তা পর্যন্ত কাজ করে ঘুমিয়ে গেলাম।
আমাকে হায়ার করার পর বায়ার কে কিছু মিনিস্টন দিতে বললাম কিন্তু সে দিলো না।আমি ৩ ঘন্টা কাজ কলাম তারপর ৩ ঘন্টার পেমেন্ট দিতে বললাম সে আমাকে নিচের মেসেজ তা দিলো।
Najib0s Sat, Dec 8
You said you will do 1200 retweets in 9 hours
you worked 3 hours and you just did 150 retweets !!!
Can you please explain?
[মানে সে তারাতারি কাজ করতে বলতেছে এবং ৯ ঘন্টার মধ্যেই শেষ করতে বলতেছে]
কি আর করবো!৯ ঘন্টার মধ্যে আমার কাজ শেষ করলাম এবং বায়ার কে আবার একটা মেসেজ দিলাম।সে আবার আমাকে একটা মেসেজ দিলো।
Najib0s Sat, Dec 8
Ok , I need more than 1200 .
I'll setup a payment as discussed tomorrow.
Please complete the first 1200 retweets.
[মানে তার আরো কাজ লাগবে সেয়েতু সে আগামীকাল পেমেন্ট নিয়ে আলোচনা করবে]
কি আর করবো।সকাল ৭ টা বাজে ,ঘুমাতে তো হবে তাই ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে বায়ার কে আবার পেমেন্ট দিতে বললাম কিন্তু তার আর কোনো খবর নেই।তার আগামীকাল আর শেষ হয় না।সে ৪ দিন পরে আরেকটি মেসেজ দিলো।
Najib0s Wed, Dec 12
Hello ,
I'm very busy those days and I'm travelling next Thursday , I'll get back to office on Monday.
[আমি খুব বাস্ত আছি,পরের সোমবারে সে অফিসে আসবে]
আমি আর করি একাধারে বায়ার কে মেসেজ দিয়ে যাচ্ছি কিন্তু সোমবার আর আসে না।বায়ার ২ দিন আবার আরেক টি মেজেজ দিলো।
Najib0s Fri, Dec 14
Hello ,
I need another batch of 1200 retweets in next 12H . Can you handle this? I'll be paying next monday when I'm back to office for the two batches and will give you a great bonus if you meet with the deadline this time.
Thank you.
[সে আবার ১২০০ রিটুইট দিতে বলতেছে]
একটাই পেমেন্ট দিতে দেরি করতেছে আবার কাজ করবো? করলাম না।তাকে বললাম আগের টার পেমেন্ট দিন তারপর কাজ করবো।
আমি তো দিশে হারা।তাই ফ্রীল্যান্সার টিম এর সাথে এপর্যন্ত ২ টা হেল্প টিকিট কেটে রেখেছিলাম এবং ৭ বার লাইফ চাট করেছিলাম।কিছুক্ষণ আগেও করেছি।উনারা বলতেছে "আগে পেমেন্ট নিতে" কিন্তু বায়ার যদি না দেয় তবে আমি কি করবো?
বায়ার এর কোনো খবর নেই!আমি ১৫-১৬ টা মেসেজ দিয়েছি কিন্তু কোনো উত্তর দিচ্ছে না।সে আজ ২৫ তারিখে একটা মেসেজ দিলো। মানে কাজ শেষ হবার ১৬ দিন পরে আমাকে নিচের মেসেজ টা দিলো।
Najib0s 5 hours ago
Hello ,
My customer reported that all the accounts used to retweet are unreal!
Also the deadline wasn't respected .
"me Fri, Dec 7
I need it done before 23h00 GMT+1 (Paris time)"
So he refuse to pay me at this moment. I'll keep you updated If I reach a compromise with him.
Regards.
[সে আমাকে বলতেছে আমি ভুয়া রিটুইট দিয়েছি এবং তার নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারিনি]
বায়ার এর পেমেন্ট দেবার কথা আর সে যদি পেমেন্ট না দিয়ে কাজ শেষ হবার ১৬ দিন পরে যদি এই মেসেজ দেয় তা হলে কেমন লাগে?
১. বায়ার যদি এডভান্স না দেয় তাহলে আমি কি করবো?
২. ফ্রিল্যান্সার টিম যদি যদি প্রথমে পেমেন্ট নিতে বলে আর বায়ার এদিকে যদি না দেয় তাহলে আমি কোন দিকে যাবো?
৩. কাজ শেষ হবার পর বায়ার বলছে পেমেন্ট দিবে কিন্তু সে যদি না দিয়ে পালিয়ে বেড়ায় তাহলে কি করণীয়?
৪. কাজ শেষ হবার ১৬ দিন পরে যদি বায়ার বলে আমি ভুয়া কাজ করেছি এবং সময় মতো কাজ করে দেইনি তাহলে কেমন লাগবে?
আমি যেখানে কাজ করেছি তার লিঙ্ক টা নিচে দিলাম।দেখুন তো রিয়েল কাজ করেছি না ভুয়া কাজ করেছি।
https://twitter.com/NajibGUESSOUS/status/276127207863238656
দেখুন আমার বায়ার যেখানে কাজ ছেড়েছিল।
https://www.freelancer.com/projects/Twitter/Twitter-Likes.html
বলুনতো এখন কি করা যায়?আমি তো ১ টা ফ্লাগ মেরেছি আপনারা কি করবেন সেটা আপনাদের ইচ্ছা।বিচার করার দায়িত্ব আপনাদের।এই সব চোরদের জন্য ফ্রীল্যান্সার দের হতাশা বেড়ে যাচ্ছে।
http://www.freelancer.com/u/najib0s.html
আমাকে কি ভাবছেন?ভাইরে সব কিছুই বুঝি!বায়ার এর ফিডব্যাক ভালো ত্থাকলে সুধু আমি না সবাই এডভান্সড ছাড়া কাজ করে।আমি ওডেস্ক এ লাস্ট ৬ মাসে ৩৭ টা কাজ শেষ করেছি।কখনো কোনো পেমেন্ট এর সমস্যা হইনি।
আমি এখানে ফ্রিল্যান্সার এর কিছু দোষ ধরছি সাথে প্রমাণও দিচ্ছি।
১. কিসের ঘন্টা ভিত্তিক আর কিসের ফিস্কড এর জব।সব জবেই পেমেন্ট থাকে বায়ার এর হাতে।আপনি ঘন্টা ভিত্তিক কাজ করলেন কিন্তু বায়ার যদি ইনভয়েস রিলিজ না করে তাহলে কি করবেন? ফ্রীল্যান্সার এ পেমেন্ট এর গেরান্টি আপনি দিতে পারবেন?যদি পারেন তাহলে আমার কাজের পেমেন্ট টা আপনি দেন।
২.ফিস্কড কাজ এ হায়ার করার সাথে সাথে কোম্পানি ১০% (যারা সাধারণ ফ্রীল্যান্সার) কেটে নেয়।এখন যদি বায়ার আপনাকে পেমেন্ট না দেয় তাহলে আপনি কি করবেন?আপনার তো ১০% লস।কোম্পানি তো তার টাকা আগেই নিয়ে নিয়েছে।কেন কাজ শেষ হবাত পর ১০% নেওয়া যায় না?নিজের ভালো সবাই বুঝে।
৩. মেম্বার শিপ এর কারণে অনেক ভালো প্রিতিবা ভালো ছেলেরা মাসে ১০ টা করে বিড করে।মাসে ১০ টা বিড করে কতটা কাজ পাবেন?তবে একদিকে খুব ভালো হয়েছে।কিছু লোভনীয় বেক্তি প্রিমিয়ার মেম্বার শিপ নিয়ে মূল বায়ার এর থেকে কাজ নিয়ে কিছু % রেখে আবার একটু কম দামে কাজ ছাড়তে।খুব ভালো তাইনা?আপনি জানেন এদের জন্য কাজের দাম কমে যাচ্ছে/এরা কাজের্ দাম কমাচ্ছে?
৪. ফ্রিল্যান্সার ডট কম এ সবাই কাজ ছাড়তে পারে তার জন্য একটা একাউন্ট থাকাই যতেষ্ঠ।কাজের বিড করতে গেলে বোঝা মস্কিল কোনটা আসল বায়ার কাজ ছেরেছে এবং কোনগুলো ভুয়া পাবলিক জব পোস্ট করেছে।কেন যাদের পেমেন্ট মেথড ভেরিফিকেশন নেই তারা কেন জব পোস্ট করতে পারবে?একাউন্ট কি ২ ধরনের হলে ভালো হয় না?যারা ফ্রিল্যান্সার তারা সুধু বিড করবে এবং বায়ার একাউন্ট থেকে সুধু জব পোস্ট করবে।কি যে করতেছে এরা?বেকার দূর করনের নামে ১০$ খাচ্ছে এটা ঠিক আছে কিন্তু প্রতি মাসে পেকেজ এর জন্য যে অতগুলো টাকা নিচ্ছে এটা কি ঠিক হচ্ছে? কেন বিড নির্ধারিত করে দেওয়া যায় না ? ধনী গরিব এর কোনো ভেদাভেদ নেই সবাই সমান বিড করতে পারবে।সুধু তাই নয় কাজ নিলেই ফ্রীল্যান্সার তার % কেটে নিচ্ছে কিন্তু কাজ শেষ হবার পর বায়ার আমাকে পেমেন্ট দিলো কিনা তার কোনো খবর নেই।
এরকম সমস্যা থাকবেই তারপরও আমাদের এগিয়ে চলতে হবে।কেউবা ওডেস্ক কেউবা ফ্রীল্যান্সার কেউবা এলান্স।যে যেখানে তার সেখান থেকেই নিজের কেরিয়ার গড়ে তুলতে হবে।যারা ফ্রিল্যান্সার ডট কম কে খুব বেশি ভালোবাসে তাদের উপর খুব রাগ হচ্ছে তাই না?তাহলে আমার কেমন লাগতেছে?আমি যে সারা রাত কাজ করে পেমেন্ট পাইনি!
পূর্ব প্রকাশিত লিখলাম না কারণ এই টিউন আমি অনেক জায়গায় পোস্ট করবো কিন্তু উদ্বোধন হচ্ছে টেকটিউনস থেকে।
আমি নেট সাগর। CEO, Best Social Plan, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 696 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন অজানা পথের পথিক। সারাদিন ইন্টারনেটের মধ্যেই ডুবে থাকি। আমার ওয়েবসাইট: https://bestsocialplan.com/
ভাই আপনার কোন ভুল দেখিনা কারন আপনি যেই বায়ার এর কাছ থেকে জবটা নিয়েছিলেন ওই শালার পেমেন্ট মেথড ভেরিফাইডই ছিল । আর বায়ার ও তো ছিল দেখি ফ্রান্সের । তা্হলে এরকম ভাবে প্রতরিত হওয়ার কথা ছিলনা । আমার মনে হয় এটা ফ্রিল্যান্সার ডট কমের একটা গলদ । আর ওরা সবচেয়ে খারাপ যে কাজটি করে তা হল মেম্বারশিপ মেথডের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া । ফ্রিল্যান্সিং কাজ হতে হবে সবার জন্য উন্মুক্ত । এখানে কোন ভেদাভেদ থাকা উচিৎ নয় । আর ধন্যবাদ ভাই আপনাকে সতর্কতামূলক এই টিউনটি করার জন্য । যদিও এখনও ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে কোন কাজ পাবার সৌভাগ্য ঘটেনি । তবে ভবিষ্যতে ফ্রিল্যান্সার ডট কম থেকে সাবধান থাকতে হবে । ধন্যবাদ ।