বিনামুল্যে সংগ্রহ করে নিন ডেভসটিম ইনস্টিটিউটের ‌‌”ফ্রিল্যান্স ক্যারিয়ার” বই!

ফ্রিল্যান্স আউটসোর্সিং নিয়ে সচেতনতা তৈরি এবং নতুনদের বিস্তারিত গাইডলাইন প্রদানের জন্য ডেভসটিম ইন্সটিটিউটের উদ্যোগে প্রকাশিত হয়েছে ‘ফ্রিল্যান্স ক্যারিয়ার’ নামের একটি বিশেষ রিসোর্স বই। সম্প্রতি রাজধানীতে আয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ড ইভেন্টে ডেভসটিম ইন্সটিটিউট স্টলে আনুষ্ঠানিকভাবে এই বইয়ের মোড়ক উন্মোচন করেন শীর্ষ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ওডেস্কের ভাইস প্রেসিডেন্ট অব অপারেশন ম্যাট কুপার, প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক বিপণন প্রধান অ্যালি রাসেল, বইটির সম্পাদক এবং ডেভসটিম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আল-আমিন কবির, আইভাইব ল্যাবসের ইন্টারনেট মার্কেটিং স্ট্রাটেজিস্ট আসিফ আনোয়ার পথিক, বিগমাসটেক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ ইসলাম এবং ফ্রিল্যান্স বিজনেস কনসালট্যান্ট মোবারক হোসেন। নতুন বইয়ের মোড়ক খোলার মাধ্যমে বইটি উদ্বোধন করেন তাঁরা।

মোড়ক উন্মোচন করছেন অতিথিরা

অনুষ্ঠানে ম্যাট কুপার জানান, বাংলাদেশি তরুণরা ওডেস্কে বেশ দক্ষতার সঙ্গে কাজ করছেন। শুধু এ বছর বাংলাদেশি কনট্রাকটররা ওডেস্ক থেকে আয় করেছেন ১২.১ মিলিয়ন ডলার, নতুন বছর আসার আগেই এই আয়ের পরিমাণ ১৩ মিলিয়ন ডলারে পৌঁছে যাবে বলে আমরা মনে করছি। সাম্প্রতিক সময়ে আমরা বাংলাদেশি কনট্রাকটরদের অসাধারণ উন্নতি লক্ষ্য করছি, আর ডেভসটিম ইন্সটিটিউটের মত এ ধরণের প্রকাশনা তরুণদের দক্ষতা উন্নয়নে বেশ ভূমিকা রাখবে।

মোড়ক উন্মোচন শেষে আসিফ আনোয়ার পথিক, ম্যাট কুপার, অ্যালি রাসেল এবং আল-আমিন কবির

অ্যালি রাসেল জানান, এধরণের উদ্যোগ তরুণদের বেশ সহায়তা করবে বলেই আমার বিশ্বাস। ডেভসটিম ইন্সটিটিউটের এ উদ্যোগ সত্যিই প্রশংসাযোগ্য। আল-আমিন কবির সবাইকে ধন্যবাদ জানান এ উদ্যোগে পার্শ্বে থাকার জন্য। ভবিষ্যতে এ ধরণের আরও উদ্যোগ নিবেন বলেও জানিয়েছেন তিনি।

ফ্রিল্যান্স ক্যারিয়ার নামের ৮০ পৃষ্ঠার এ বইটি দেশের শীর্ষস্থানীয় ফ্রিল্যান্সার এবং অভিজ্ঞদের লেখা দিয়ে সাজানো হয়েছে। বইটি ডেভসটিম ইন্সটিটিউটের পক্ষ থেকে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। ডেভসটিম ইনস্টিউটের অফিস থেকে বইটি বিনামূল্যে সংগ্রহ করা যাবে। আর শীঘ্রই বইটির একটি ই-বুক সংস্করণও ছাড়া হবে যেটি ডেভসটিম ইন্সটিটিউটের ফেইসবুক পেইজ থেকে (fb.com/devsteaminstitute) ডাউনলোড করা যাবে। এছাড়া অনলাইনে বই বিক্রির ওয়েবসাইট রকমারি ডট কম থেকে (http://rokomari.com/book/55904) বইটি অর্ডার করে ঘরে বসেই সংগ্রহ করতে পারেন। এজন্য আপনাকে অবশ্য বইটির ডেলিভারির চার্জ ৩০ টাকা প্রদান করতে হবে।

Level New

আমি DevsTeam Institute। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ডেভসটিমকে এত্ত সুন্দর একটা তথ্যবহুল বই আমাদের মাঝে বিনামূল্যে ছড়িয়ে দেয়ার জন্য। আমি আপনাদের মোরক উন্মোচনের সময় উপস্থিত ছিলাম। মিষ্টি ও পেয়েছি। আপনাদের আগামী দিনের চলার পথ আরও সুন্দর ও সাবলীল হোক। শুভ কামনা রইল।

ধন্যবাদ ৩০ টাকা কি শুধু ঢাকার জন্য নাকি সারা বাংলাদেশের জন্য ??

    @Munna Haque: এটি সারা বাংলাদেশের জন্য। অন্য কোনো বইয়ের অর্ডার করে আপনি বাড়তি কোনো চার্জ ছাড়াই এই বইটি পেতে পারেন। আর ঢাকাতে থাকলে আমাদের অফিসে এসে সংগ্রহ করতে পারেন।

      @DevsTeam Institute: ওকে ধন্যবাদ ভাই ঢাকায় থাকি না, তাই একটা অডার্র করলাম এখনেই 🙂

      Level 0

      @DevsTeam Institute: স্পামিং করেন কেন?
      আপনারা টেকটিউনস মেম্বারদের ইমেইল সংগ্রহ করলেন কিভাবে ? টাউটারি বাটপারি করে কেউ সফল হতে পারে না। আপনারা এখানে বিজ্ঞাপন দেছেন তা দেখে খুবি ভাল লেগেছে কিন্তু খামোখা ইমেইল পাঠিয়ে বিরক্ত করার কি প্রয়োজন আছে ?

        @Aslam: আমরা আর্নট্রিক্সের মেম্বারদের মেইল পাঠিয়েছি, টেকটিউনস মেম্বারদের নয়। আপনি বিরক্তি বোধ করলে মেইলের নিচের দিক থেকে আনসাবস্কাইব করে ফেলতে পারেন। 🙁

        @Aslam: আর আপনার মত ফালতু ব্যক্তিদের জন্যই ভাল কিছু হয় না। সব জায়গাতে সমালোচনা করেন। নিজে কিছু করে দেখান। ই-মেইল পাঠানো হলেই সেটাকে স্প্যামিং বলে?

        @Aslam:
        আপনাকে মেইল পাঠিয়ে উনারা মস্ত বড় অন্যায় করে ফেলেছেন । কিন্তু আমাদের মত সাধারন মানুষ রা এতে আনন্দিত । সবজায়গায় মানুষ কে আঘাত করার চেষ্টা করবেন না। ভালো কাজে উৎসাহ দেয়ার চেষ্টা করুন ।

ডেভসটিমকে অনেক অনেক ধন্যবাদ জানাই এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য। ই-বুক ভার্সন কবে পাবো?

Level 2

Hats off @devsteam

Level 0

apnader office ta kothay ??vhai ektu kindly bolben?/////////////

    @tanbir321: DevsTeam Limited
    Suit# 1212, Level#12, Multiplan Center,
    69-71 New Elephant Road,
    Dhaka-1205. Bangladesh
    Phone: 02-9662644
    Cell: +880-1711 267 911

আমি already আবেদন করে ফেলছি। বাসায় পাঠিয়ে দিয়েন। বাসায় টাকা নিয়ে অপেক্ষায় আছে।

ওহ ভাল কথায়, সৌদি আরবে পাঠানোর কোন ব্যবস্থা আছে কি?

boiti kub helpful..thanks devsteam

Level New

বিনামুল্যে সংগ্রহ করে নিন ডেভসটিম ইনস্টিটিউটের ‌‌”ফ্রিল্যান্স ক্যারিয়ার” বই!

Title একরকম আর ভিতরে লেখা অন্যরকম। ভিভ্রান্তি ছাড়া আর কিছু না।

    @Dip: সরাসরি ডেভসটিম ইনস্টিটিউট থেকে বইটি নিলে অবশ্যই সেটি বিনামুল্যে পাচ্ছেন। এখানে বিভ্রান্তির কি হলো বুঝতে পারলাম না। 🙁

Level 0

গত কাল রকমারি.কম থেকে ডেলিভারি পেলাম, আজ বইটি পরে শেষ করলাম। আসলেই বইটি অনেক ভাল হয়েছে।

Level 2

ইবুক এর অপেক্ষায় আছি, নেটে ছাড়লে অবশ্যই টিউন করবেন। আমি সমুদ্র সংলগ্ন এলাকায় থাকি এখান থেকে বইয়ের অডার করলে হাতে এসে পৌছো অনেক সম্যসা হবে তাই ইবুক এর অপেক্ষায় আছি।

amer o akta lagbe pathaben ki