কেমন আছেন সবাই?আমি ভালো আছি।ওডেস্ক নিয়ে এত ভালো ভালো টিউন টেকটিউনসে প্রকাশিত হচ্ছে তারপরও অনেকেই ওডেস্ক কি তা না জেনে -না বুঝে একাউন্ট করে বিড করে যাচ্ছে।আমি নিজেও ওডেস্ক নিয়ে অনেক ভালো ভালো টিউন লিখেছি বা লিখার চেষ্টা করতেছি।।আমি যখন বিড করতে যাই,অনেকেরই প্রফাইল এর কোয়ালিটি দেখি।বাংলাদেশের অনেক প্রফাইল আছে সেগুলো এমন ভাবে তৈরী করা আছে বিড করলে কাজ দিতে বাধ্য।আবার অনেক প্রফাইল আছে যেগুলো বায়ার দেখলেই পরবর্তী জব পোস্ট করার সময় বলে দেয় "এই জবে বাংলাদেশের কেও বিড করবেন না।"কেন বলে এই কথা?
ওডেস্ক এ কাজ করার চিন্তা করার আগে নিজেকে তৈরী করতে হবে।সুধু তাই নয় ,আপনি যে বিষয় টার উপর ওডেস্ক এ কাজ করতে চান সেই বিষয়টা ভালোভাবে শিখতে হবে।তবেই আপনি ভালো কিছু করতে পারবেন।আর প্রফাইল খুব সুন্দরভাবে তৈরী করতে হবে।অযথা ওডেস্ক কি তা না বুঝেই একাউন্ট করতে যাবেন না এবং প্রফাইল সুন্দর ভাবে সাজানো না থাকে বিড করতে যাবেন না।আগে আপনি তৈরী হন তারপর আপনার প্রফাইল কে আপনার মতো করে তৈরী করুন।যাতে প্রফাইল এ এসে কোনো বায়ার ফিরে না যায়।
কিছু কিছু প্রফাইল আছে যেগুলো বায়ার দেখলেই বুঝতে পারে বাংলাদেশের ফ্রিলান্সার দের অবস্থা!ফ্রিলান্সিং পেশা বাংলাদেশের যুবসমাজের ভবিষ্যত।তাই কেও ফ্রিলেন্সিং এ বাংলাদেশের অবস্থান নষ্ট করবেন না বা করতে দিবেন না।
তবে বাংলাদেশের ফ্রিলান্সার দের ভবিষ্যত কি?এটাই কি বাংলাদেশের ফ্রিলান্সিং কেরিয়ার?
আমি নেট সাগর। CEO, Best Social Plan, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 696 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন অজানা পথের পথিক। সারাদিন ইন্টারনেটের মধ্যেই ডুবে থাকি। আমার ওয়েবসাইট: https://bestsocialplan.com/
আপনি তো কম ই বললেন । আমি গ্যারান্টি দিতে পারি বাংলাদেশে এমন অনেক মানুষ আছে যারা ওডেস্ক কি না বুঝেই ওডেক্সে গিয়ে কাজে বিড না করে নিজের জীবন বৃতান্ত দিয়ে জব পোষ্ট করে বসে ।
আপনার সুন্দর লেখার জন্য অনেক ধন্যবাদ। ভাই আমি ওডেস্ক আই.ডি কার্ড ভেরিফাই করতে পারছি না। আমার কোন পাসপোর্ট নাই। জাতীয় পরিচয় পত্র আছে। কিন্তু আমাদের জাতীয় পরিচয় পত্রে আইডি অন মেয়াদের শেষ তারিখ নাই। আমি জাতীয় পরিচয় পত্র দিয়ে আই.ডি কার্ড ভেরিফাই করতে পারবো কি? আমার মেইল আই ডি azizur1983@gmail.com