এইভাবে বাংলাদেশ ফ্রিলেন্সিংএ পিছিয়ে যাচ্ছে

কেমন আছেন সবাই?আমি ভালো আছি।ওডেস্ক নিয়ে এত ভালো ভালো টিউন টেকটিউনসে প্রকাশিত হচ্ছে তারপরও অনেকেই ওডেস্ক কি তা না জেনে -না বুঝে একাউন্ট করে বিড করে যাচ্ছে।আমি নিজেও ওডেস্ক নিয়ে অনেক ভালো ভালো টিউন লিখেছি বা লিখার চেষ্টা করতেছি।।আমি যখন বিড করতে যাই,অনেকেরই প্রফাইল এর কোয়ালিটি দেখি।বাংলাদেশের অনেক প্রফাইল আছে সেগুলো এমন ভাবে তৈরী করা আছে বিড করলে কাজ দিতে বাধ্য।আবার অনেক প্রফাইল আছে যেগুলো বায়ার দেখলেই পরবর্তী জব পোস্ট করার সময় বলে দেয় "এই জবে বাংলাদেশের কেও বিড করবেন না।"কেন বলে এই কথা?

ওডেস্ক এ কাজ করার চিন্তা করার আগে নিজেকে তৈরী করতে হবে।সুধু তাই নয় ,আপনি যে বিষয় টার উপর ওডেস্ক এ কাজ করতে চান সেই বিষয়টা ভালোভাবে শিখতে হবে।তবেই আপনি ভালো কিছু করতে পারবেন।আর প্রফাইল খুব সুন্দরভাবে তৈরী করতে হবে।অযথা ওডেস্ক কি তা না বুঝেই একাউন্ট করতে যাবেন না এবং প্রফাইল সুন্দর ভাবে সাজানো না থাকে বিড করতে যাবেন না।আগে আপনি তৈরী হন তারপর আপনার প্রফাইল কে আপনার মতো করে তৈরী করুন।যাতে প্রফাইল এ এসে কোনো বায়ার ফিরে না যায়।

কিছু কিছু প্রফাইল আছে যেগুলো বায়ার দেখলেই বুঝতে পারে বাংলাদেশের ফ্রিলান্সার দের অবস্থা!ফ্রিলান্সিং পেশা বাংলাদেশের যুবসমাজের ভবিষ্যত।তাই কেও ফ্রিলেন্সিং এ বাংলাদেশের অবস্থান নষ্ট করবেন না বা করতে দিবেন না।

  • করো নাম যদি হয় মেটা মেটা।
  • প্রফাইল এ যদি থাকে ভোটার আইডি কার্ড।
  • Overview এ যদি সুধু থাকে কয়েকটা লিঙ্ক।
  • Employer history যদি হয় ফেইসবুক লাইক।
  • Education যদি হয় ডক্টরেট লাইক।
  • Certificate যদি হয় ফেইসবুক লাইক।

তবে বাংলাদেশের ফ্রিলান্সার দের ভবিষ্যত কি?এটাই কি বাংলাদেশের ফ্রিলান্সিং কেরিয়ার?

 

আপনার ফেইসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্ট্রাগ্রাম একাউন্ট গুলো আপডেট রাখতে ভিসিট করুন https://bestsocialplan.com

Level 2

আমি নেট সাগর। CEO, Best Social Plan, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 696 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন অজানা পথের পথিক। সারাদিন ইন্টারনেটের মধ্যেই ডুবে থাকি। আমার ওয়েবসাইট: https://bestsocialplan.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার সুন্দর লেখার জন্য অনেক ধন্যবাদ। ভাই আমি ওডেস্ক আই.ডি কার্ড ভেরিফাই করতে পারছি না। আমার কোন পাসপোর্ট নাই। জাতীয় পরিচয় পত্র আছে। কিন্তু আমাদের জাতীয় পরিচয় পত্রে আইডি অন মেয়াদের শেষ তারিখ নাই। আমি জাতীয় পরিচয় পত্র দিয়ে আই.ডি কার্ড ভেরিফাই করতে পারবো কি? আমার মেইল আই ডি [email protected]

সবাই যদি ১ থেকে শুরু করে ৪০% পর্যন্ত টিউন করার পর বন্ধ করে তাহলে সবাই এই ৪০% নিয়েই বিড করে। তাই আমি মনে করি ১/২ টি টিউন না করে, ধারাবাহিক সব কিছু ১-১০০% দেয়া উচিৎ।

    @মোঃ নাজমুস সাকিব: ভাই ওডেস্ক নিয়ে লিখতে লিখতে বুড়া হয়ে গেলাম.তাই আর ভালো লাগে না.বাঙালিরা ওডেস্ক এর যে হাল করতেছে .আর টিউন করার কি আছে ?

      Level 0

      @সাগর: bro, akta dekher kotha boli, ami odesk a aj pray 4yr dhore kaj korsi. But ai sob bangali ar jonno now oDesk sere dite badho hoisi

        @Atique: না ভাই এটা কেন করবেন? আপনার যোগ্যতা আছে .আপনি সারাজীবন ওডেস্ক এ টিকে থাকবেন.

ভালো লাগলো.

লেবু কচলালে তিতা হয়, ফ্রিল্যান্সিং এর অবস্থা সেদিকেই যাচ্ছে। সবাই ফ্রিল্যান্সিংএর পিছনে ছুটতেছে, ভাবখানা এমন যেন এটা করতেই হবে। ব্যাপারটা অনেকটা, মানুষ যখন ইউনিপে, ডেসটিনির পিছনে ছুটছিলো, অনেকটা সেইরকম।

পড়াশেনা চলছে এমন, বিশেষ করে স্কুল/কলেজের ছেলেরা পাগল হয়ে গেছে এটা করার জন্য। আমি এটা কোন মতেই সমর্থন করি না। আগে পড়ালেখা শেষ করুন, তারপর সিদ্ধান্ত নিন কি করবেন। ১০ ডলার বা ২০ ডলার কাজের ছুটে কোন লাভ নেই।
১০ বা ২০ ডলার দিয়ে আর যাই ক্যারিয়ার বিল্ডআপ করা যায় না। ক্যারিয়ার বিল্ডআপ করতে হলে শক্ত ভিত্তি থাকা চাই।

আর ফ্রিল্যান্সি এ সফলতা পেতে হলে সব কিছু ছেড়ে ছুড়ে একটানা লেগে থাকতে হয়(পড়াশোনা, চাকরি)। তাহলেই সফল হওয়া সম্ভব।
পার্টটাইম হিসেবে করে সফল হওয়া যায় না। অযথা সময় নষ্ট। যেকোনো একটার পিছনে সময় ব্যয় করুন।
আর স্কুল, কলেজের ভাইদের বলব, আগে পড়াশোনা শেষ করুন, তারপর এসব নিয়ে চিন্তা করুন।

    @সায়েফ শাহিন: সবাই যদি আপনার মতো বুঝতো তাহলে আজ ওডেস্ক এর অবস্থা এ রকম হত না . কি করবেন ভাই?আমাদের এভাবেই থাকতে হবে ওডেস্ক এ .

Level 0

ke ar bolbo sagor vai amar ekta kaje 3$ rate bid kore ar notun fokirnira ashce oDesk e tader tendency ta holo at first com rate kaj kore hour baraini tarpor beshi rate kaj korbo tai tara .50/60/1$ e bid kore ar valo kicu sample expert kono vai er kas theke nia neai byer re dekhi hire kore byer beshi rate e byer ar hire kore na ????? market ta ekdom nosoto kore felce? byer chice at least 500 hours experience thakete hobe/SEO pass/hourly rate 2-5 aygula tara see koreai na bid kore bose tahake akta SEO er kaje????? ke obosta bolen e ar ke bolbo eder kotha job post hote hote 20 minuter vitor 60 applicant??????????

Level 0

যাদের ভাল রেটিং হয়ে গেছে তাদের তেমন সমস্যা নেই, তবে নতুন দের জন্য এসব মেটা মেটা রা অবশ্যই হুমকির কারন। বাংলাদেশে অনলাইন ভিত্তিক ফ্রীলেন্সারদের সংখ্যা নাকি লাখ তিনেকের কম হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে এদের মধ্যে কতজন আসলেই সিরিয়াস এবং কোয়ালিফাইড। আমার নিজের অভিজ্ঞতাই আছে। একজন কে একবার হায়ার করেছিলাম ফেসবুক মার্কেটিং এর জন্য। অনেক বড় বড় কথা বলল। কিন্তু কাজ শেষ না করেই গায়েব।
সবাই ফ্রীলান্সার হয়ে বসে আছে। আর কিছু না পারুক, অন্তত অ্যাড ক্লিক, ফেসবুকিং কিংবা কথিত এসইও তো করতে পারে! আমার মত যারা পড়ালেখা শেষ করে কেরিয়ার হিসেবে এই পেশা বেছে নিয়েছে তাদের অবস্থা আমি ভাল করেই জানি। সামাজিক প্রতিকূলটা অনেক বেশী। আমাদের মুরুব্বীরা এখনও এতকিছু বোঝে না। পাশের বাসার ছেলেটা সারাদিন অ্যাডক্লিক করে ১০০ টাকা কামায়, অথচ আমি চাকরী থেকে ৩-৪ গুন বেশি কামানর পর তারা দুই ফ্রীলেন্সিং এর পার্থক্য বোঝে না। তাদের দোষ দিয়ে তো লাভ নেই, ওই অ্যাড ক্লিকাররাও নিজেকে ফ্রীলান্সার বলে দাবি করে!!

    @ashik_bhai: ভাইয়া আপনার জবাব নেই.ধন্যবাদ ভাইয়া.

Level 0

দয়া করে বলবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজগুলি কোথায় শেখা যায়।

    @smzamanbd: আপনি যেখানে দাড়িয়ে আছেন সেটাই সবচেয়ে ভালো জায়গা.

      Level 0

      @সাগর: সাগর ভাই many many thanks আমাকে reply করার জন্য। ভাই সোশ্যাল মিডিয়া বলতে Facebook, Twitter and others social media site এগুলী সম্পর্কে আমার ভালো ধারণা নাই, এগুলী আমি ভালো করে জানার এবং শেখার জন্য আপনাকে অনুরোধ করব আমাকে ভালো একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার এর ঠিকানা দেওয়ার জন্য। thanks, best regards,

Level 0

ভাই আইডি অন মেয়াদের শেষ তারিখ কতো দিবো।একটু বললে ভাল হতো।

    @azizur1984: ভাইয়া আমাকে ফেইসবুকে আড্ করুন আমি আপনাকে হেল্প করতেছি.
    http://www.facebook.com/sagorengineer

      Level 0

      @সাগর: ভাই আমি কি আপনাকে আমার ফেইসবুক ফ্রেন্ড লিস্ট এ অ্যাড করতে পারি ? আমার odesk সম্পর্কে কিছু জানা দরকার আছে I আমার আইডি নেম Himel Hasan Iআশা করি গ্রহণ করবেন .

Level 0

@সাগর :ভাই আমি কি আপনাকে আমার ফেইসবুক ফ্রেন্ড লিস্ট এ অ্যাড করতে পারি ? আমার odesk সম্পর্কে কিছু জানা দরকার আছে I আমার আইডি নেম Himel Hasan Iআশা করি গ্রহণ করবেন .

    @Himel02: অবশ্যই ভাইয়া. আমি আপনার অপেক্ষায়!

আপনি তো কম ই বললেন । আমি গ্যারান্টি দিতে পারি বাংলাদেশে এমন অনেক মানুষ আছে যারা ওডেস্ক কি না বুঝেই ওডেক্সে গিয়ে কাজে বিড না করে নিজের জীবন বৃতান্ত দিয়ে জব পোষ্ট করে বসে ।

@helalipe: টিউন তে লিঙ্ক দেওয়া নিষেধ.