আমার আগের টিউনে অনেকেই Payoneer এর চার্জ নিয়ে অনেক মন্তব্য করেছেন । যাদের Payoneer এর চার্জ ভালো লাগেনি তাদের জন্য এবার আরেকটি ফ্রি ইন্টারন্যাশনাল মাস্টারকার্ড এর ওয়েবসাইট খুজে বের করেছি যার অনেককিছুই ফ্রি ।
এর কোন মাসিক বা বার্ষিক চার্জ নেই ।
এক আকাউন্ট থেকে আরেক আকাউন্ট এ ডলার ট্রান্সফার করতে ১ পয়সাও লাগে না ।
POS অর্থাৎ কেনাকাটা করে এই কার্ড দিয়ে পেমেন্ট করলে আলাদা কোন ফি চার্জ করবে না ।
অনলাইন শপিং এর জন্য আলাদা কোন ফি নেই ।
শুধু মাত্র এটিএম দিয়ে টাকা তোলার সময় একটা চার্জ আছে । আর ডলার লোড করার চার্জ আছে ২% এর মত যা আশেপাশের সবার চাইতে অনেক কম। ডলার ডিপোসিট করার অনেক উপায় আছে এই ওয়েবসাইট এ। তবে আমার মনে হয় সবচেয়ে সহজ উপায় হল ফেসবুক এর অনলাইন ডলার মার্কেট গ্রুপ থেকে ডলার কেনা । যার মাধ্যমে ডলার বিক্রেতা তার আকাউন্ট থেকে আপনার আকাউন্ট এ ডলার পাঠিয়ে দিবে । এখানে অনেকেই Neteller এর ডলার বিক্রি করে । যা আপনি ব্যাংক রেট এ কিনতে পারবেন এবং সাথে সাথেই আপনার আকাউন্ত এ যোগ হবে । তবে সবসময় সামনাসামনি ডলার কিনবেন । আগে কাউকে টাকা পাঠাবেন না ভুল করেও ।
ওয়েবসাইটটির লিঙ্ক ঃ http://www.neteller.com/
বিভিন্ন ফি এর তালিকা ঃ http://www.neteller.com/fees/
এই ওয়েবসাইট এ রেজিস্ট্রেশান করার পর আপনার National ID card / Passport / Driving License এর স্ক্যান করা কপি পাঠাতে হবে । তাহলেই ওরা আপনাকে ফ্রি মাস্টারকার্ড পাঠিয়ে দিবে । আমি আমার কার্ডটি ৭ দিনের মধ্যেই পেয়ে গেছি । তবে আপনাদের হয়ত ৩০ দিনের মধ্যেই এসে যাবে ।
এই কার্ড দিয়ে আপনি অনলাইনে শপিং করতে পারবেন । বিভিন্ন ওয়েবসাইট থেকে কেনাকাটা করতে পারবেন । ডোমেইন , হোস্টিং কিনতে পারবেন । গুগল প্লে স্টোর থেকে গেম ও কিনতে পারবেন । 🙂 আইনল নোভো ও কিনতে পারবেন । এটিএম দিয়ে টাকাও তুলতে পারবেন । বাংলাদেশের মানুষের অনলাইনে শপিং করার অনেক শখ , কিন্তু সুযোগ খুব সীমিত । এই সার্ভিস এর চার্জ তুলনামূলক ভাবে সবচাইতে কম । Payoneer এর চাইতে এই কার্ড অনেক কম চার্জ করে ।
আমার জানার মধ্যে ভুল থাকতেই পারে । নেটটেলার এর ভালো মন্দ সব আপনারা ওদের ওয়েবসাইট দেখে এবং সকল শর্ত পড়ে নিবেন ।
যারা ভদ্র ভাষায় এবং গঠনমূলক মন্তব্য করতে পারেন না তাদের মন্তব্য না করাই ভালো ।
যেকোনো সহায়তার জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা হয়েছে । https://www.facebook.com/groups/442349095828183/
* সর্বচ্চ ১০ ডলার পর্যন্ত বোনাস পাওয়া যাবে । যা আপনি খরচ করতে পারবেন ।
আমি আহত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 541 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"As long as I have a want, I have a reason for living. Satisfaction is death."
@আহত ভাই আপনার টিউনে কমেন্টস না করে পারলাম না। লগ আউট ছিলাম এবং আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্যে লগিন করলাম। অনেক ভাল একটা বিষয় আমাদের সাথে শেয়ার করার অযুত নিযুত ধইন্যবাদ। তবে এটুকো বুঝিতে পারলাম, এই কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকা উঠানো যাবে না।
আর উঠালেই গচ্ছা যাবে $6+2.95%
http://www.neteller.com/netplusprepaidcard/#a-fees
আমি কার্ডের ধারে কাছেও নাই…………………
“কারো কিছু বলার থাকলে ভদ্র ভাষায় মন্তব্য করুন” ভাই ভূল করলাম নাকি !
আপনি কি কার্ড পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে একটি ছবি তোলে টিউনে আপলোড করে দিন। এটিএম কার্ডে ব্যালেন্স দেখলেও কি চার্জ কাটে না শুধু উত্তলন করলে? আপনার রেফারেল লিংকটা দিতে পারেন ট্রাই করব। rohol24@gmail.com
@রুহুল আমিন: হায়রে ভাই , আপনারা প্রমান ছাড়া কিছু বিশ্বাস করেন না। তাই না। টিউনের শেষ এ দেখেন। ছবি তুলে আপলোড করে দিছি ।
@আহত: Ki korban vi amader deshtai to amon……… MIr jafor er area….. Ai desh er manus der modhdhe bibek konodin e hoyto jonmabe na……….. Ai to sedin to amar room thake akta table fan churi holo………
@Brainless Saiful: ইসসিরে ভাই আপনি টেবিল ফ্যান ছাড়া বাইচ্চা আছেন কেমনে । আমি হইলে এই দুঃখে পাশের রুমের টেবিল ফ্যান এর সাথে গলায় দড়ি দিতাম ।
@রুহুল আমিন: আচ্ছা এটিএম এ বালান্স দেখার কি দরকার আপনার। নেট এই তো আপনার বালান্স দেখতে পারবেন । এটিএম এ দেখতে গেলে , এটিএম চার্জ দিতে হবে, সাথে ব্যাংক চার্জ ও দিতে হতে পারে ।
@আহত: ভাই! ঠিকই বলেছেন। সবার ভাগ্য তো আর এক হয় না। হয়তো এ জন্যই আমার দুই দুইটি পেওনিয়ার কার্ড ইন্তেকাল করেছে। দোয়া করবেন- সামনেরটা যেন মারা না যায়।
@এম আর ইসলাম: জানাজাও পড়ান নাই আর চল্লিশায় আমাদের কাউরে ডাকেন নাই । আমরা সবাই বদ দোয়া দিব । এইবারও আসবে না ।
@আহত: ভাইজান! আপনি টিউনটি করেছিলেন ২৮ শে নভেম্বর। আমি এপ্লাই করেছিলাম ৬ ই ডিসেম্বর। আজ ২৪ শে ডিসেম্বর Neteller কার্ডটি আমার হাতে এসে পেৌছেছে। আর সব হয়েছে আমাদের জন্য আপনার টিউনের জন্য। আজ এখন আপনার অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা আপনাকে উত্তম জাযা দান করুন। আমীন।
@রুহুল আমিন: আমি Freelancer.com থেকে ২ বার টিসার্ট পাইছি কিন্তু কোন চার্জ দিতে হয় নাই । ইবে তে একটা র্যাম এর অর্ডার করছি , এখনও আসে নাই ।
@আহত: ধন্যবাদ ভাই আপনার রেফারেল লিংকটা দেন rohol24@gmail.com আর আপনি র্যাম হাতে পেলে একটু কষ্ট করে জানাবেন।বাংলাদেশ থেকে ডলার রিচার্জ করব কিভাবে? আপনার মেইল আইডিটা দেন ভাই।
@রুহুল আমিন: ভাই আপনাকে জানাতে ভুলে গেছিলাম , আমার র্যাম তা ২৪ দিন এর মাথায় আসছিল । কোন চার্জ দিতে হয় নাই , বাসায় এসে দিয়ে গেছে । এর পড়ে ২২০$ এর একটা SSD অর্ডার করছিলাম , ওইটাও আসছে এবং শুধুমাত্র ৩৬০ টাকা চার্জ দিতে হইছে ।
Want to talk with u for some fact. Please give ur contact number. parvez_desh@yahoo.com
vaia ami ei card ta pete chai amar email address :: leman.sarkar@gmail.com amake reffer link ta pathaya den pls….r ha amar to votter id card nai ..ami taile ki korbo r ami ki kore account e dollar transfer korbo @আহত
@আহত: ভাই বাপের আইডি কার্ড দিয়া খুললে তো কার্ড এ বাপের নাম নাম থাকবো………….. মজা তো আর পাইলাম না………
@রাইসুল ইসলাম: মনে করবেন বাপের কার্ড চুরি কইরা ব্যবহার করতাছেন , সেইটায় আরও বেশি মজা লাগব ।
apnar contact number o reffer link pathiye din plz. amar email :- blackhole1986y@gmail.com
@tarshidahmodkhan: হায় হায় , সবাই যদি নাম্বার চায় তাইলে তো বিপদ । আপনাকে ইমেইল পাঠাইয়া দিছি ।
bro amakeo refer id dia den. Ar amr national id card ny baper ta dia korle ki baper name account khulte hobe naki amar name dibo? limon08@y7mail.com
vie nice post…amake apnar referral link ta plz mail koren…. tx…….
firoz.fin@gmail.com
@Masum Rahman: ভাই , মানিবুকার থেকে নেটেলার এর ব্যাংক এড্রেস এ ( রেফারেন্স নাম্বার সহ ) ডলার উইথদ্র দিতে পারবেন । ওয়ারট্রান্সফার হয়ে আপনার মাস্টারকার্ড এ যোগ হবে ।
ভাইয়া আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, যদি মোবাইল নাম্বারটা দিতেন। nazmul.hossain.28@gmail.com
@nazmul0028: অনলাইন ডলার মার্কেট এ বিক্রি করতে পারেন । http://www.facebook.com/groups/dollarmarket/
এই টিউন দেখে বিপুল পরিমান বাংলাদেশী কার্ডের জন্য আবেদন করবে। তারপর যারা কার্ড পাবে তাদের ৯৫% ভাগ মানুষ কার্ডটি সোকেস এ ভরিয়ে রাখবে। এবং নির্দিষ্ট মেয়াদের পর কার্ডটি এক্সপায়ারড হয়ে যাবে।
এতে লস ছাড়া লাভ নেই। এভাবে সবাই কার্ড ফেলে রাখলে পরে তারা কার্ড ইস্যু করতে অনেক ঝামেলা করবে। যেমনটি এখন পেওনার করে।
যাহোক আর অনলাইন ডলার মার্কেটে নেট+ এর ডলার খুবই চড়া মূল্যে বিক্রি করে। তাই এই কার্ড রিচার্জ করা ঝামেলার। তাছাড়া পেওনার মাস্টারকার্ড দিয়েও এই কার্ড রিচার্জ করা যায় না।
@সাইফুল ইসলাম: ভাই, আমি কিন্তু সবার বাবহারের জন্যই এই টিউনটা করেছি । আর আমার পরিচিত এক ভাই নেটেলার এর ডলার বিক্রি করে। উনাকে জিজ্ঞাসা করছিলাম। উনি বলছে নেটেলার এর ৮৪ টাকার মত, লিবার্টি রিসার্ভ এর সমান সমান ।
পেয়নিয়ার এর চাইতে এর চার্জ অনেক কম । তাই সবার সাথে শেয়ার করেছি ।
আপনি আমার টিউনে কমেন্ট করেছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
@আহত: vai amar kisu Doller Dorkar.. aktu help korben plz…. cell number dauya jay???? e-mail: shourve@gmail.com
vai amare akta refer id dan.
asabbir2011@gmail.com
Vai davit card dia ki kisu kora jai amar duch ar dabit card ase.
@Ariful haque: Bangladeshi card diya online e shopping kora jay na.. Because its only valid in Bangladesh
Nice tune. i have some wuestions though:
1. can any one send money in my account?? how.??
2. i cant give the proper address in my payoneer account. they said that give your home address not the postal code. but my holding no-48..give me a example to give.
3. damnamsogood@gmail.com -please sent a referral link.
thanks
vai , Ami nobish ami kivabey online shoping, kivabey recharge kara jai, kivabey card kartey hobey pls details send to chowdhury_net@yahoo.com
ভাই $ লোড করতে হলে কি করতে হবে ,আমি কি কাউকে নগদ ৳ দিয়ে $ লোড করতে পারব। ইমেইল…
..Hossenmonir36@yahoo.com
BI AME USE KORI FAVO MASTERCARD 20 DOLLER DEA KENASI 20 DOLLER E PAYASI.NEJAR PICTURE SOHO.APNARA CHILA http://WWW.FAVO.COM A DAKTA PARAN
@আশরাফুল খন্দকার: ভাই, আপনার তথ্য ঠিক নাই। Fevocard শুধুমাত্র সিংগাপুর এর জন্য । সময় নষ্ট করাইলেন ।
Dear Brother amake ekta refer link pathea den please, I need the card and very argent……..trapa_bdsp@yahoo.com
@সরকার George Kennedy: ভাইয়া কোন অভিজ্ঞতা নাই এই সম্পরকে । নিশ্চয় কিছু একটা করছিলেন। ওদের support এর সাথে যোগাযোগ করেন ।
@সরকার George Kennedy: ভাইয়া মনে হয় ফ্রি ইন্টারনেট ব্যবহার করেন । যারা ফ্রি ইন্টারনেট ব্যবহার করে তাদের এই সমস্যা হচ্ছে ।
@Net Online: ভাই সবাইকে তো মোবাইল নাম্বার দেয়া সম্ভব না। ফেসবুকে একটা গ্রুপ ই খুলে ফেলসি । আসেন সেইখানে চ্যাট করি । https://www.facebook.com/groups/442349095828183/
vai amaka akata email koran raihan_antar@yahoo.com shta apnar mobail namber ta di-an
@raihan91: ভাই সবাইকে তো মোবাইল নাম্বার দেয়া সম্ভব না। ফেসবুকে একটা গ্রুপ ই খুলে ফেলসি । আসেন সেইখানে চ্যাট করি । https://www.facebook.com/groups/442349095828183/
vai amar kisui nai amare obossoi reffer link ta diben!!!!!!!!!!!!!!!!!!ar number ta diben vai plz kotha ase lover.mahabub@yahoo.com
@djjmahbub: ভাই ইমেইল পাঠিয়ে দিছি সবাইকে তো মোবাইল নাম্বার দেয়া সম্ভব না। ফেসবুকে একটা গ্রুপ ই খুলে ফেলসি । আসেন সেইখানে চ্যাট করি । https://www.facebook.com/groups/442349095828183/
Apnar contact number o reffer link pathiye din plz. Amar email id :- saifulibhuiyan@gmail.com
@duadnan: ভাই সবাইকে তো মোবাইল নাম্বার দেয়া সম্ভব না। ফেসবুকে একটা গ্রুপ ই খুলে ফেলসি । আসেন সেইখানে চ্যাট করি । https://www.facebook.com/groups/442349095828183/
ভাই সবাইকে তো মোবাইল নাম্বার দেয়া সম্ভব না। ফেসবুকে একটা গ্রুপ ই খুলে ফেলসি । আসেন সেইখানে চ্যাট করি । https://www.facebook.com/groups/442349095828183/
@Wahid Khan: Vai, sobaike mobile number deya to possible na. Ei group e join koren . https://www.facebook.com/groups/442349095828183/
ভাই আপনার রেফার লিঙ্ক টা আমার এই mussaddiqrahman@yahoo.com ইমেইল এ পাঠিয়ে দিন !!!Please
@Akashsoya: Vai, sobaike mobile number deya to possible na. Ei group e join koren . https://www.facebook.com/groups/442349095828183/
ঘুমচোর থুক্কু আহত ভাই আমারে লিংকুটা দিন। msalambd03@gmail.com
একটা কথা, আপনার বর্তমান মনের অবস্থা কেমন? হঠাৎ করে এই ধরনের অদ্ভুদ নিক নিলেন সমস্যায় কি আবার পরলেন নাকি। আগেতো শুনেছিলাম ফকির ওঝা দিয়ে আপনার ফ্যামিলি আপনার মনটাকে নিয়ন্ত্রন করতে চেয়েছিল এখন আবার কি? যাই হোক সবসময় ভাল থাকবেন।।
@Md Shah Alam: হ্যালো ভাই, এই অদ্ভুত নিক নিয়েছি টিটি তে টিউন করে , আমার আগের টিউন ছিল Payoneer এর মাস্টারকার্ড নিয়ে। ওই টিউনে বেশ কয়েকজন বাজে মন্তব্ব করেছে। যদিও এডমিন তা মুছে দিয়েছে । তারপরও প্রতিবাদস্বরূপ আমি আমার নিক পরিবর্তন করেছি। আমার ফ্যামিলি চেষ্টা করে কিছু করতে পারেনি। যাকে ভালবাসি তাকেই বিয়ে করে এখন সংসার করেতেছি ।
@আহত: বিয়ে করেছেন শুনে খুশি হলাম, আর খুশি হলাম যে আপনার আহত নিকটা কমেন্ট জনিত কারনে ব্যক্তিগত নয়। যাইহোক লিংকের জন্য ধন্যবাদ।
ভাই আমাকে একটা দেন refferal link —– Sr_srabonbd@yahoo.com
এই কাড কত দিনের মধ্য Recharge করতে হবে ? আর না করলে কতদিন লাগবে ব্লক হতে?
https://www.facebook.com/groups/442349095828183/ koreci.
apnar number ta diben.r link pathanor jonno thanks.
ভাই দয়া করে প্রশ্ন গুলোর দিলে খুশি হব।
১। কার্ড আমার কোন ঠিকানায় আসবে আইডি কার্ডের ঠিকানায় না সাইনআপ করার সময় যে ঠিকানা ব্যবহার করা হয়েছে?
২। কত ডলার মিনিমাম ব্যালেন্স থাকলে একাউন্ট বা কার্ড এক্সপায়ার হবে না বা কত দিন পরে একক্সাপায়ার হবে?
৩। ফ্রি ডিপোজিট করার দুইটা অপশন আছে এগুলো কি বাংলাদেশে কাজ করে কিভাবে?
৪। বাংলাদেশের মানুষের জন্য কোথায় সহজে ডিপোজিট করা যায়?
@রুহুল আমিন:
১) সাইনআপ করার সময় যে ঠিকানা দিয়েছেন ওই ঠিকানায় আসবে ।
২) আপনি যদি ১৪ মাসের মধ্যে কোন লেনদেন না করেন তাহলে Administrative Charge দিতে হবে। কার্ড এক্সপায়ার হওয়ার ডেট কার্ড এর গায়ে লেখা থাকে ।
৩) বাংলাদেশ থেকে আপনি ব্যাংক ট্রান্সফার করে কার্ড এ লোড করতে পারবেন ।
৪) সবচেয়ে সহজ উপায় হল অনলাইন ডলার মার্কেট থেকে ডলার কেনা। অনেকেই Neteller এর ডলার বিক্রি করে। তাকে আপনি টাকা দিবেন। সে সরাসরি আপনার আকাউন্ট এ ডলার পাঠিয়ে দিবে। এর জন্য কোন চার্জ দিতে হয় না। সামনাসামনি লেনদেন করবেন । আগে কাউকে টাকা পাঠাবেন না ।
এ. টি. এম উইথড্র ফি $২ নয়। ওরা ফরেক্স এক্সচেঞ্জ ফি সহ মত $৬ কাটে প্রতিবার এটিএম উইথড্র তে।
http://bdpips.com/uploads/imgs/bdpips_1354187949__neteller.png
@তানভীর জেড আহমেদ: ভাই আমি কি কোথাও বলছি যে ওদের এটিএম ফি ২ ডলার । ওদের ওয়েবসাইটের Fee Page এই তো লেখা আছে ৪ ইউরো । তবে অনলাইন শপিং অথবা POS এর কোন ফি নাই ।
কেউ যদি ব্যাংক ট্রান্সফার করে টাকা লোড করে আবার এটিএম দিয়ে তুলে তাহলে তাকে আমার কিছু বলার নাই । আমার টিউন আমি করেছি যাতে অনলাইনে কেনাকাটা করার মত একটা মাস্টারকার্ড সবাই পায় ।
@আহত: সরি ২%. এটিএমে উইথড্র করার জন্য ওরা মোটেও ভাল নয়। কিন্তু রেস্টুরেন্ট বা শপিংয়ের জন্য ভাল কাজে লাগে কার্ডটি।
@তানভীর জেড আহমেদ: ভাই টিউন ভালো করে পড়ে তারপর মন্তব্য করা উচিত । আমি কি বলছি এটিএম এর উইথড্র ফি ২% । আমি বলেছি ডলার লোড করার ফি ২% এর মতো। লোড মানে অন্য কোন মাস্টারকার্ড / ভিসা কার্ড দিয়ে আকাউন্ট লোড করার সময় ১.৭৫% চার্জ করে। সেইটার কথা আমি লিখেছি ২% এর মতো ।
@Toufiq_shuvo: Vai , apni ki US theke try korteche.. / Free internet use kortechen. Amake onekei janaiche, jara free internet use kore tader problem hocche
bro amar email : rizuan611@gmail.com
aponar link din
reffer er ki shubidha janaben
@Rizwan Bin Sulaiman: রেফার এর সুবিধা হইল আপনি আমার বন্ধু হিসাবে ১০% বোনাস পাবেন প্রথম রিচারজ এ । ১০০ ডলার রিচারজ করলে ১১০ ডলার । কিন্তু বোনাস পেতে হলে সাইনআপ করার ৩০ দিন এর মধ্যে রিচারজ করতে হবে ।
আহত ভাই, আপনার Tune গুলো পরে আমরা আহত হয়ে যাই । তথ্যটা যেহেতু আপনার কাছ থেকে পেয়েছি তাই আপনার রেফেরেল এই করব । আমার id তে লিঙ্ক তা পাঠান seo.alamin@gmail.com
@Jubair Rahman: রেফারেল এ কোন লাভ নাই যদি না আপনি ৩০ দিনের মধ্যে রিচারজ করেন। যদি করেন তাইলে আপনি ১০% বোনাস পাবেন । সর্বচ্চ ১০ ডলার পর্যন্ত ।
@alislamakash: আপনার মন্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন । আমি সবাইকে Neteller.com এর ইনভাইটেশন পাঠিয়েছি । আপনি যে ভুয়া ওয়েবসাইট এর লিংক দিয়েছেন তার লিংক পাঠাইনি ।
হুম, অনেক কাজের টিউন। আচ্ছা ভাই আপনার কাছে একটা ব্যাপারে সাহায্য চাই। আশা করি সাহায্য করবেন। আমি অনলাইনে আয়ের সাথে এখন ও ঝড়াই নি। তাহলে আমার কি এটার জন্য আবেদন করা উচিত হবে? যদি মনে হই দরকার আছে তাইলে রেফারেল লিং পাঠান।
ইমেইলঃ mohammad.abdurrahim94@gmail.com
বিঃদ্রঃ সামনে অনলাইনে কাজ করব। এখন কাজ শিখছি।
ভাই আমারে একটা রেফেরাল লিঙ্ক মানে Invitation দিবেন? দিলে ধন্য হই 🙂
আমার ইমেইল justlogoz@gmail.com
vai 3-4 din hoye gelo voter id card submit korlam kinto akhono account verify hoy nah r protibar sign in korar somoy ei message show kore
Your account has been temporarily disabled. You will be unable to deposit, withdraw or pay with your eWallet while your account remains disabled. To continue to use your account, you will need to verify some personal information. Once you have verified your personal information your account will automatically be reactivated.
ভাই আমাকে কষ্ট করে একটি ইনভাইটেশন পাঠিয়ে দিবেন? muntakim.uiu@gmail.com
Ami pray 1 year age national ID Card er jonno apply koresilam……… But akhono paini…….. ami birth cerificate use koreo lav hoyni…. Amar ki kora uchit…. Ami naitonal ID er jonno oder office eo gasi ….. unara bollo akhono naki 2011 sal e kora gulshan arear naitonal ID card prepare koreni………… Ami akhon kivabe Neteller verify korbo ???????????
Hello Bro,
ami kono freelancer noi.amar question gulo holo
1).ami ki amazon theke kinte parbo?
2)dollar kivabe rechage korbo?
3)kono prokar chagre ache if i dont use it?
4)card ashar shomoy kono bill ashbe ki????Ami just card nijer kache fele rakhte parbo use na kore?.
Thankss.ssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss
@cool.dx.rip: ভাই আমাজন থেকে কিনতে পারবেন ,কিন্তু যদি সেলার বাংলাদেশ এ শিপিং করে।
অনলাইন ডলার মার্কেট থেকে কিনতে পারেন
১৪ মাস পর ডিসাবল হয়ে যাবে অথবা ফি দিতে হবে
কোন চার্জ নাই।
@আহত ভাই আমার সালাম নিবেন, নেটলারে একাউন্ট খোলার পর ভেরিভিকেশনের জন্য আমার জাতিও পরিচয় পত্রের স্ক্যান কপি দেয়ার পরো আমার একাউন্ট ভেরিভাই করে নাই। তারা আমার কাছে Gov: প্রদত্ত অন্য কোন ডকুমেন্ট দিতে বলে । পরে আমি আমার জন্ম নিবন্ধন দেই তবুও ভেরিভাই করে নাই। পরে রাগে আমার জব আইডি, জন্ম নিবন্ধন,জাতিও পরিচয়পত্র,ব্যাংক স্টেটমেন্ট এর স্ক্যান কপি নেটলার আইডেন্টি ভেরিভিকেশন টীমের কাছে ইমেইল করি। আর আমি এও জানালাম আমার কাছে আর কোন ডকুমেন্ট নাই তারা যেন আমার একাউন্ট ভেরিফাই করে দেয়। এবার কাজ হল । আমার একাউন্ট এখন ভেরিফাই। কিন্তু কার্ডের অর্ডার দিতে গেলে তারা বলে আমার একাউন্ট Diseable আছে. আপনি আমাকে সাহায্য করুন কিভাবে আমার একাউন্ট Enable করব। আমার ইমেইল আইডি rayhan2bd@gmail.com ফোনঃ01750209897। প্লীজ হেল্প মী।
@Ahoto vai jody ame payoneer card ante chai,tahole to pion der khaia falanor akta posibility thaktei pare,akhon ame jody amr shob information dei nd Mailing address London e amr relative er basay dei,tahole ki card oikhane jabe? bt ami to information nd living adress dibo Dhaka er,ta o ki card jabe?
@Rashedabdullah: আপনার নিজের এড্রেস এই কার্ড যাবে । পিয়নের কার্ড খেয়ে দেয়ার একটা সম্ভাবনা আছে । তারপরও যদি আপনি ওকে চা খাইয়ে আগে থেকে বলে রাখেন যে আপনার একটা দরকারি কাগজ আসবে তাহলে সমস্যা হবে না। আমি আজ পর্যন্ত যা কিছু বিদেশ থেকে অর্ডার করছি তার সব কিছুই আসছে ।
Vai akhon Doller load korbo kemne??? r akta kotha kotha international bank transfer korle bank thika ki dhoroner fee katte pare???? r ke naki apnar porichi to tar kas thika ami doller kinte chai… tar shate aktu contact koraiya diben???? e-mail: shourve@gmail.com
bhiya
NETELLER and payoneer master card ar jonno ,application koray silam— payoneer reject kory diyesy
apnar lekha gulo pory valo laglo
pls..pls bhiya help me..amary akta reference pathaben
amar mail id—-
hasan984@gmail.com
@আহত, আপনার কাছ থেকে কি ডলার কেনা যাবে?
গেলে আপনার সাথে যোগাযোগ র নাম্বার তা একটু দেন।fb তে যে গ্রুপ তা আছে অখান থেকে ডলার কেনার বেবস্থা বুঝতে পারছিনা
https://www.facebook.com/vhoot
বা , vhooterbap_69@yahoo.com
ভাই এই পোস্ট টা একটু দেখেন প্লিজঃ https://www.techtunes.io/help-ask/tune-id/256614
ভাই, আপনার সাহায্য দরকার।
আমি আমার সঠিক তথ্য দিয়ে এবং জাতীয় পরিচয় নাম্বার দিয়ে আবেদন করেছিলাম, কিন্তু তারা আমার অর্ডার গ্রহণ করে নাই। আমাকে যেই ইমেইল টা দিয়েছে তা হল
Your recent application for the
Payoneer Prepaid Debit MasterCard®
card has been declined.
Please note that the Payoneer card is
a payment solution for you to receive
funds for business purposes, such as
freelancing, selling online, affiliate
networks, software development, and
more. There are two ways for you to
receive payments with Payoneer:
If you are working with a company
that pays via Payoneer. You can
check with your paying company to
confirm if they offer payment via
Payoneer.
If you are working with US companies
on our list of approved senders. To
read more about the US Payment
Service, click here.
Note: The US Payment Service is not
meant for personal use, and should
only be used as a solution to receive
business related payments.
If you are getting paid via either of
the methods mentioned above, please
contact us using the category
‘Account Applications’ and subject
‘My application was declined and I am
requesting to have it reconsidered’
and include details regarding the
company that pays you so we can
reconsider your application.
Thank you,
Payoneer’s Account Approval
Department
আমি কি করব?
আপনার ফেসবুক আইডি টা দিলে ভাল হয় বা নাম্বার
আমার ফেসবুক ঠিকানা
http://www.facebook.com/prantoroy
আমার জানার মধ্যে ভুল থাকতে পারে। কারো কিছু বলার থাকলে ভদ্র ভাষায় মন্তব্য করুন । অবশ্যই আমি আমার ভুল শুধরে নিব ।