ফরেক্স বিগেনার টু প্রফেশনাল ট্রেডিং [পর্ব-১০] :: চার্ট প্যাটার্ন- ডাবল টপ/বটম, ট্রিপল টপ/বটম, হেড অ্যান্ড শোল্ডার টপ/বটম

ফরেক্স বিগেনার টু প্রফেশনাল ট্রেডিং

রিভার্সেল চার্ট প্যাটার্ন:

যে সকল চার্ট প্যাটার্নে মার্কেট বিপরীত দিকে মোড় নেয় অর্থাৎ ট্রেন্ড চেঞ্জ করে সেসকল প্যাটার্নকে রিভার্সেল চার্ট প্যাটার্ন বলে। কয়েকটি কমন রিভার্সেল চার্ট প্যাটার্ন হলঃ

ডাবল টপঃ

এটি ফরেক্স মার্কেটের বহুল জনপ্রিয় একটি প্যাটার্ন যা প্রায় সময় দেখা যায়। এটি খুব কমন এবং রিলায়এবল একটি ট্রেন্ড রিভার্স প্যাটার্ন যা খুব সহজে চিহ্নিত করা যায়। এই প্রকার প্যাটার্নটি ইংরেজি M সেইপ এর সাথে তুলনা করে ট্রেন্ড নিশ্চিত করতে পারা যায়। অর্থাৎ যখন আপট্রেন্ড মার্কেটে পাইস বাউনসিং এর মাধ্যমে মুভ করে একটি রেসিসটেনস লেভেল কে আরেকটি সাপোর্ট (নেক) লেভেল এর মাধ্যমে পুল ব্যাক করে দ্বিতীয় বার ওই রেসিসটেনস লেভেল কে সমানভাবে বা মোটামুটি সমান ভাবে হিট করে তখন ডাবল টপ শেইপ তৈরি হয়।

নিচের ছবিটি দেখুন...।

 কিভাবে ট্রেড করবেনঃ ডাবল টপ পিক করে পাইস যখন কমে গিয়ে নেক (Neckline) লেভেলকে ক্রস করে তখন সেল অর্ডার করতে পারেন। তবে খেয়াল রাখবেন নেক লেভেলকে ক্রস না করলে কিন্তু বটম বাউন্স করে উপরে উঠে যেতে পারে।

 ডাবল বটমঃ

প্যাটার্ন হল ডাবল টপ প্যাটার্ন এর বিপরীত একটি রিভার্সেল প্যাটার্ন। লম্বা বা বিস্তৃত ডাউন ট্রেন্ডে এটি সাদৃশ্য হয়। এটিকে ইংরেজি W শেইপ এর মত তুলনা করতে পারেন। যখন ডাউনট্রেন্ড মার্কেটে পাইস বাউনসিং এর মাধ্যমে মুভ করে একটি সাপোর্ট লেভেল কে আরেকটি রেসিসটেনস (নেক) লেভেল এর মাধ্যমে পুল ব্যাক করে দ্বিতীয় বার ওই সাপোর্ট লেভেল কে সমানভাবে বা মোটামুটি সমান ভাবে হিট করে তখন ডাবল বটম শেইপ তৈরি হয়।

নিচের চিত্রে দেখুন...


কিভাবে ট্রেড করবেনঃ ডাবল বটম পয়েন্ট টাচ করে পাইস যখন বেড়ে গিয়ে নেক (Neckline) লেভেলকে ক্রস করে তখন বায় অর্ডার করতে পারেন। তবে খেয়াল রাখবেন নেক লেভেলকে ক্রস না করলে বাউন্স করে আবার নিচে নেমে যেতে পারে।

 ট্রিপল টপ (Triple Top) :

টপ মত পার্থক্য হল তৃতীয় বারের মত রেসিসটেনস লেভেল কে পিক করলে এই শেইপ তৈরি হয়।

 চিত্রে দেখুন...


একইভাবে তৃতীয় বারের মত সাপোর্ট লেভেল টাচ করে ক্রস করলে সেল অর্ডার করতে পারেন। এই সকল প্যাটার্নে ট্রেড করতে পারলে ১০০ পিপস এর বেশি প্রফিট বের করা যায়।

 ট্রিপল বটম (Triple বটম):

ডাবল এবং ট্রিপল বটম প্যাটার্ন  বুঝতে পারলে এই প্যাটার্নে আর বিস্তারিত কিছু বলার নাই আশা করি এতক্ষণে আপনি বুঝে গিয়েছেন। ডাবল বটম প্যাটার্নের আর একটু বিস্তৃত অর্থাৎ পরপর তিনটি সমান বা কাছাকাছি সাপোর্ট লেভেল টাচ করে যখন রেসিসটেনস (Neckline) লেভেল ক্রস করবে তখন এই প্যাটার্নে বায় অর্ডার করে বিশাল একটা প্রফিট নিতে পারেন।

হেড অ্যান্ড শোল্ডার টপ (Top Head & Shoulder):

এটি একটি আপট্রেন্ড রিভার্সেল প্যাটার্ন। এই প্যাটার্ন নামটি ভালোভাবে পড়লে এর ধরন সম্পর্কে ৫০% বেশি ধারণা চলে আসবে। কথা না বাড়িয়ে মূল পয়েন্টে যাই। এই প্যাটার্নটি

২টি শোল্ডার(shoulder),        - Second high peak

১টি হেড(Head)                   - First high peak

নেক লাইন(Support)  – Third high balance peak. ধারা গঠিত।

অর্থাৎ আপট্রেন্ড মার্কেটে যখন একটি সরবচ্চ হাই পিক এর মাধ্যমে দুপাশে দুটি মিডিয়াম হাই পিক এর সর্বনিম্ন পয়েন্টে (সাপোর্ট) নেক লাইন তৈরি করে তখন এই আকৃতিকে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বলে। হিউম্যান বডির সাথে চিন্তা করে আরো সহজ করে নিতে পারেন অর্থাৎ মাথা হচ্ছে হাই পিক এবং দুটি কাঁধ হল মিডিয়াম বা সেকেন্ড হাই পিক এবং দুই কাঁধের সর্বনিম্ন পয়েন্ট হল নেক লাইন(সাপোর্ট)। আশা করছি প্যাটার্নটি আয়ত্ত করতে পেরেছেন। চার্ট প্যাটার্নের এই প্যাটার্নটিকে অনেক নির্ভরযোগ্য একটি প্যাটার্ন হিসেবে ট্রেডাররা ট্রেড করে থাকে কারন এই প্যাটার্নটির Accuracy অনেক ভালো।

 

কিভাবে ট্রেড করবেনঃ অন্য সব প্যাটার্নের মত নেক লাইন ব্রেক করলে শর্ট অর্ডার অর্থাৎ টপ রিভার্সেল অর্ডার করবেন।

হেড অ্যান্ড শোল্ডার বটম রিভার্সেল (Bottom Head & Shoulder):

হেড অ্যান্ড শোল্ডার এর ঠিক বিপরীত এটি একটি বটম রিভার্সেল প্যাটার্ন। ডাউনট্রেন্ড মার্কেটে একটি হায়েস্ট লাওয়ার (Head) এর দুপাশে দুটি  সেকেন্ড হায়েস্ট লাওয়ার (Shoulders) এর সরবচ্চ পয়েন্টে রেসিসটেনস বা নেক লাইন তৈরি করে তখন থাকে বটম হেড অ্যান্ড শোল্ডার বলে।

চিত্রে খেয়াল করুন...

 

কিভাবে ট্রেড করবেনঃ নেক লাইন ব্রেক করলে লং অর্ডার অর্থাৎ বটম রিভার্সেল অর্ডার করবেন।

প্রথম প্রকাশঃ বিডিফরেক্সপ্রো.কম (বাংলাদেশের প্রথম লেসন ভিত্তিক ফরেক্স শিক্ষার সম্পূর্ণ কোর্স ১০০% ফ্রী - ফরেক্স ক্যাম্পাস )

Level 0

আমি এম হাফিজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ডাউনলোড করেছি ডেমো প্রাকটিস করার জন্য, এখন আমি এটাতে ডেমো প্রাকটিস করে অন্য কোন ব্রোকার এ যেমন হটফরেক্স, লাইটফরেক্সে ট্রেডিং করতে পারি কি না? বা একসাথে দুইটা ব্রোকোরে ট্রেডিং কি করা যায়? কোন ব্রোকারে ট্রেডিং করার জন্য মিনিমাম বিনিয়োগ পরিমান কত? হট ফরেক্সে মাইক্রো একাউন্ট নামে একটি একাউন্ট অপশন আছে মিনিমাম বিনিয়োগ ৫ ডলার আমি এটাতে ট্রেডিং শুরু করে পরে আরও বাড়তি বিনিয়োগ যোগ করে একাউন্ট আপগ্রেড করতে পারি যেমন প্রিমিয়াম প্লিাজ এড মি: [email protected] or 01925456626

Level 0

ওহহো সরি প্রথম লাইনটা বাদ পড়ে গেছে আসলে হবে ইনষ্টা ফরেক্সের মেটাট্রেডার ডাউনলোড করেছি ডেমো প্রাকটিস করার জন্য

হ্যাঁ, আপনি একসাথে একাধিক ব্রোকারে ট্রেড করতে পারেন, এটা আপনার ইচ্ছে। দুঃখিত আপনার শেষের লেখাগুলো ঠিক বুঝি নি। অলমোস্ট সব ব্রোকারেই মাইক্রো একাউন্ট সাপোর্ট আছে। ব্রোকারের আকাউন্ট টাইপ জানতে এই লিখাটা পড়তে পারেন। http://bdforexpro.com/forexcampus/%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%B8,%E0%A6%B2%E0%A6%9F,%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A1

ধন্যবাদ !
বাংলা ভাষায় সম্পূর্ণ ফ্রী লেসন ভিত্তিক ফরেক্স এডুকেশন এর জন্য ভিজিট করুনঃ http://www.bdforexpro.com/forexcampus

Level 0

ami forex e notun.affiliate link ta ki kew janaben r kivabe link ta pabo.instaforex e account korar por 30 diner moddhe invest na korle ki account ban hoye jabe naki.janaben pls.forex somporke kew help korle khub khusi hobo.parle 1 ta sms korben please,01714693373

Affiliate হল আপনি যদি রেফারেল সিস্টেমে ইনকাম করতে চান তার একটি উপায়, যেকোন ব্রোকারের পার্টনার একাউন্ট ক্রিয়েট এর মাধ্যমে আপনি লিংকটি পেতে পারেন। Instaforex এ একাউন্ট করে তা ব্যাবহার না করলে ৯০ দিন পর সেটা আর্কাইভ এ চলে যায়। অবশ্য পরে যদি ঐ একাউন্টে ট্রেড করতে চান সাপোর্টে কথা বলে তা একটিভ করে নেয়ে যায়।
আর ফরেক্স সম্পূর্ণ এডুকেশন নিতে চাইলে, http://www.bdforexpro.com/forexcampus এ যান, এখানে লেসন ভিত্তিক আলোচনার মাধ্যমে একেবারে বিগেনিং থেকে শুরু করে প্রফেশনাল ট্রেডার রুপে গড়ে উঠার মত পর্যাপ্ত রিসোর্স দেয়া আছে। যা বাংলাদেশের প্রথম স্বয়ং সম্পূর্ণ ফরেক্স এডুকেশন কোর্স।

ধন্যবাদ !

Level 0

খুব ভালো লাগল। আরো টিউন চাই।

Level 0

খুব খুব খুব ভাল লাগলো…………।